আমার আর হবে না দেরি গানের কথা । Aamar Aar Hobe Na Deri Song Lyrics – By Rabindranath Tagore



বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যতম গান গুলোর মধ্যে একটি হচ্ছে ‘ আমার আর হবে না দেরি ’ গানটি। হৃদয়স্পর্শী গানের প্রতি শব্দ গানটিকে করে তুলে ভারী মনমুগ্ধকর। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার আর হবে না দেরি গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Aar Hobe Na Deri Song Lyrics in Bengali

আমার আর হবে না দেরি–
আমি শুনেছি ওই বাজে তোমার ভেরী।
তুমি কি নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে।
মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন হতে
তোমায় যেন হেরি–
আমার আর হবে না দেরি।
আমার স্বপন হল সারা,
এখন প্রাণে বাঁশি বাজায় সন্ধ্যাতারা।
দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,
তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে
আমার ললাট ঘেরি–
এখন আর হবে না দেরি।

Aamar Aar Hobe Na Deri Song Lyrics in English Transcription । আমার আর হবে না দেরি গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar aar hobe na deri –
Aami shunechhi oi baaje tomar bheri.
Tumi ki naath, dnaariye aachho aamar jaabar pothe ?
Mone hoy je khone khone mor baatayon hote
Tomay jeno heri –
Aamar aar hobe na deri.
Aamar swopon holo sara,
Ekhon praane banshi baajay sondhyataara.
Debar moto ja chhilo mor naai kichhu aar haate,
Tomar aashirbader maala nebo kebol maathe
Aamar lolat gheri –
Aamar aar hobe na deri.

আমার আর হবে না দেরি গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Aar Hobe Na Deri Song Information

পর্যায়: পূজা (563)

উপ-পর্যায়: পথ

তাল: দাদরা

রাগ: ভৈরবী-কলিঙ্গরা

লেখা: 1914 (16 আশ্বিন 1321)

স্থানঃ শান্তিনিকেতন

সংগ্রহঃ গীতালী

স্বরবিতান: 42 (অরূপরতন)

স্বরলিপি লিখেছেন: সুধীর চন্দ্র কর

আমার আর হবে না দেরি গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Aar Hobe Na Deri Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts