আমার যাবার সময় হল গানের কথা । Aamar Jaabar Samoy Holo Song Lyrics – By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমার যাবার সময় হল ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার যাবার সময় হল গানের কথা বাংলা হরফে । Aamar Jaabar Samoy Holo Song Lyrics in Bengali

আমার যাবার সময় হল,
আমায় কেন রাখিস ধরে।
চোখের জলের বাঁধন দিয়ে
বাঁধিস নে আর মায়াডোরে॥
ফুরিয়েছে জীবনের ছুটি,
ফিরিয়ে নে তোর নয়ন দুটি–
নাম ধরে আর ডাকিস নে ভাই,
যেতে হবে ত্বরা করে॥

Aamar Jaabar Samoy Holo Song Lyrics in English । আমার যাবার সময় হল গানের কথা ইংরেজি হরফে

Aamar jaabar samoy holo,
aamay keno raakhis dhore.
Chokher joler bnaadhon diye
bnaadhis ne aar maayadore.
Phuriyechhe jiboner chhuti,
phiriye ne tor noyon duti –
Naam dhore aar daakis ne bhaai,
jete hobe twora kore.

আমার যাবার সময় হল গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Jaabar Samoy Holo Song Information

পর্যায়: বিচিত্র

রাগ: খট

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

আমার যাবার সময় হল গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Jaabar Samoy Holo Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts