আমার মাথা নত করে গানের কথা । Aamar Maatha Nato Kare Song Lyrics – By Rabindranath Tagore



বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমার মাথা নত করে ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার মাথা নত করে গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Maatha Nato Kare Song Lyrics in Bengali

আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে ॥
নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে ।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে ॥
আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
যাচি হে তোমার চরম শান্তি, পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়পদ্মদলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে ॥

Aamar Maatha Nato Kare Song Lyrics in English Transcription । আমার মাথা নত করে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamar maatha noto kore daao hey tomar chorondhular tole.
Sokol ohonkar hey aamar dubao chokher jole.
Nijere korite gourob daan nijere keboli kori opoman,
Aaponare shudhu gheriya gheriya ghure mori pole pole.
Sokol ohonkar hey aamar dubao chokher jole.
Aamare na jeno kori prochar aamaro aapono kaaje,
Tomari ichcha koro hey purno aamar jibonmaajhe.
Jaachi hey tomar chorom shaanti, porane tomar porom kaanti,
Aamare aaral koriya dnaarao hridoypodmodole.
Sokol ohonkar hey aamar dubao chokher jole.

আমার মাথা নত করে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Maatha Nato Kare Song Information

পর্যায়: পূজা (492)

উপ-পর্যায়: বিবিধ

তাল: তেওরা

রাগঃ ইমন কল্যাণ

লেখা: 1906 (1313)

প্রকাশিত: বঙ্গদর্শন

সংগ্রহঃ গীতাঞ্জলি

স্বরবিতান: 23

স্বরলিপি: কাঙ্গালীচরণ সেন

আমার মাথা নত করে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Maatha Nato Kare Song Video

https://youtu.be/qvNvzgJVwhM

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts