নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমার মনের কোণের বাইরে ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার মনের কোণের বাইরে গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Moner Koner Baire Song Lyrics in Bengali
আমার মনের কোণের বাইরে
আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে॥
কোন্ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে–
আছে-আছে নাই রে॥
আমার দুই আঁখি হল হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা।
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁপে হৃদয় তাই রে–
গুন্গুনিয়ে গাই রে॥
Aamar Moner Koner Baire Song Lyrics in English Transcription । আমার মনের কোণের বাইরে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar moner koner baaire
Aami jaanla khule khone khone chaai re.
Kon anek dure udaas sure
Aabhas je kaar paai re –
Aachhe-aachhe naai re.
Aamar dui aankhi holo haara,
Kon gogone khnoje kon sondhataara.
Kaar chhaaya aamay chhnuye je jaay,
Knaape hridoy taai re –
Gunguniye gaai re.
আমার মনের কোণের বাইরে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Moner Koner Baire Song Information
পর্যায়: প্রেম (158)
উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র
তাল: দাদরা
রাগ: কাফি
লিখিত: 1921
স্বরবিতান: 14 (নবগীতিকা 1)
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমার মনের কোণের বাইরে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Moner Koner Baire Song Video
- আমারে করো তোমার বীণা গানের কথা । Aamare Koro Tomar Bina Song Lyrics – By Rabindranath Tagore
- আমারে ডাক দিল কে গানের কথা । Aamare Daak Dilo Ke Song Lyrics – By Rabindranath Tagore
- আমার হৃদয় তোমার গানের কথা । Aamar Hridoy Tomar Song Lyrics – By Rabindranath Tagore
- আমার হিয়ার মাঝে গানের কথা । Aamar Hiyar Maajhe Song Lyrics – By Rabindranath Tagore
- আমার সোনার বাংলা গানের কথা । Aamar Sonar Bangla Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
