রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আমার না-বলা বাণীর ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমার না-বলা বাণীর গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Na-Bola Baanir Song Lyrics in Bengali
আমার না-বলা বাণীর ঘন যামিনীর মাঝে
তোমার ভাবনা তারার মতন বাজে ॥
নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে
না-দেখা ফুলের গোপন গন্ধ ফিরে,
আমার লুকায় বেদনা অঝরা অশ্রুনীরে–
অশ্রুত বাঁশি হৃদয়গহনে বাজে ॥
ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান
তোমায় আমার গান।
পরানের সাজি সাজাই খেলার ফুলে,
জানি না কখন নিজে বেছে লও তুলে–
তুমি অলখ আলোকে নীরবে দুয়ার খুলে
প্রাণের পরশ দিয়ে যাও মোর কাজে ॥
Aamar Na-Bola Baanir Song Lyrics in English Transcription । আমার না-বলা বাণীর গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar na-bola baanir ghono jaaminir maajhe
Tomar bhaabna taarar moto raaje.
Nibhrito moner boner chhaayati ghire
Na-dekha phuler gopon gondho phire,
Aamar lukay bedona ojhora oshrunire –
Oshruto bnaashi hridoygohone baaje.
Khone khone aami na jene korechhi daan
Tomay aamar gaan.
Poraner saaji saajai khelar phule,
Jaani na kokhon nije bechhe low tule –
Tumi olokh aaloke nirobe duwar khule
Praaner porosh diye jaao mor kaaje.
আমার না-বলা বাণীর গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন । Aamar Na-Bola Baanir Song Information
পর্যায় :পূজা (56)
উপ-পর্যায় : বন্ধু
তাল: দাদরা
শৈলী: কীর্তন
অঙ্গ: কীর্তন
লিখিত: 1928 (৫ মাঘ ১৩৩৪ বঙ্গাব্দ)
স্বরবিতান: ১৩
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমার না-বলা বাণীর গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Na-Bola Baanir Song Video
- আমারে করো তোমার বীণা গানের কথা । Aamare Koro Tomar Bina Song Lyrics – By Rabindranath Tagore
- আমারে ডাক দিল কে গানের কথা । Aamare Daak Dilo Ke Song Lyrics – By Rabindranath Tagore
- আমার হৃদয় তোমার গানের কথা । Aamar Hridoy Tomar Song Lyrics – By Rabindranath Tagore
- আমার হিয়ার মাঝে গানের কথা । Aamar Hiyar Maajhe Song Lyrics – By Rabindranath Tagore
- আমার সোনার বাংলা গানের কথা । Aamar Sonar Bangla Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
