বহু উল্লেখযােগ্য ও সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমার নাইবা হল পারে যাওয়া ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমার নাইবা হল পারে যাওয়া গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Naiba Holo Paare Jaawa Song Lyrics in Bengali
আমার নাইবা হল পারে যাওয়া।
যে হাওয়াতে চলত তরী
অঙ্গেতে সেই লাগাই হাওয়া ॥
নেই যদি বা জমল পাড়ি
ঘাট আছে তো বসতে পারি।
আমার আশার তরী ডুবল যদি
দেখব তোদের তরী-বাওয়া ॥
হাতের কাছে কোলের কাছে
যা আছে সেই অনেক আছে।
আমার সারা দিনের এই কি রে কাজ–
ওপার-পানে কেঁদে চাওয়া।
কম কিছু মোর থাকে হেথা
পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা।
আমার সেইখানেতেই কল্পলতা
যেখানে মোর দাবি-দাওয়া ॥
Aamar Naiba Holo Paare Jaawa Song Lyrics in English Transcription । আমার নাইবা হল পারে যাওয়া গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar naiba holo paare jaawa.
Je haawate cholto tori
ongete sei laagai haawa.
Nei jodi ba jomlo paari
ghaat aachhe to boste paari.
Aamar aashar tori dublo jodi
dekhbo toder tori-baawa.
Haater kaachhe koler kaachhe
ja aachhe sei anek aachhe.
Aamar saara diner ei ki re kaaj –
opaar paane knede chaawa.
Kom kichhu mor thaake hetha
puriye nebo praan diye ta.
Aamar seikhanetei kolpolota
jekhane mor daabi-daawa.
আমার নাইবা হল পারে যাওয়া গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Naiba Holo Paare Jaawa Song Information
পর্যায় :বিচিত্র (12)
তাল: দাদরা
শৈলী: বাউল সুর
অঙ্গ: বাউল
লিখিত: 1905 (২৭ ভাদ্র ১৩১২)
স্থানঃ গিরিডি
সংগ্রহঃ খেয়া
স্বরবিতান: ১০
স্বরলিপি লিখেছেন: ইন্দিরা দেবী চৌধুরানী
আমার নাইবা হল পারে যাওয়া গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Naiba Holo Paare Jaawa Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।