আমরা চাষ করি আনন্দে গানের কথা । Aamra Chaas Kori Aanonde Song Lyrics – By Rabindranath Tagore



বহু উল্লেখযােগ্য ও সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমরা চাষ করি আনন্দে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমরা চাষ করি আনন্দে গানের লিরিক্স বাংলা হরফে । Aamra Chaas Kori Aanonde Song Lyrics in Bengali

আমরা চাষ করি আনন্দে।
মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে ॥
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে,
বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে ॥
সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা,
মাতে রে কোন্ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে।
ধানের শিষে পুলক ছোটে— সকল ধরা হেসে ওঠে
অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে ॥

Aamra Chaas Kori Aanonde Song Lyrics in English Transcription । আমরা চাষ করি আনন্দে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aamra chaas kori aanonde.
Maathe maathe bela kaate sokaal hote sondhye.
Roudra otthe, brishti pore, bnaasher bone paata nore,
Baatas otthe bhore bhore chosha maatir gondhe.
Sobuj praaner gaaner lekha rekhay rekhay dey re dekha,
Maate re kon torun kobi nrityododul chhonde.
Dhaaner shishe pulak chhote – sokol dhora hese otthe
Aghraneri sonar rode, purnimari chandre.

আমরা চাষ করি আনন্দে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamra Chaas Kori Aanonde Song Information

পর্যায়: বিচিত্র (১৩০)

তাল: দাদরা

শৈলী: বাউল সুর

অঙ্গ: বাউল

লিখিত: 1911

স্বরবিতান: 52

স্বরলিপি লিখেছেন: অনাদিকুমার দস্তিদার

আমরা চাষ করি আনন্দে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamra Chaas Kori Aanonde Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts