বহু উল্লেখযােগ্য ও সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমরা মিলেছি আজ মায়ের ডাকে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমরা মিলেছি আজ মায়ের ডাকে গানের লিরিক্স বাংলা হরফে । Aamra Milechhi Aaj Mayer Daake Song Lyrics in Bengali
আমরা মিলেছি আজ মায়ের ডাকে।
ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?।
প্রাণের মাঝে থেকে থেকে ‘আয়’ ব’লে ওই ডেকেছে কে,
সেই গভীর স্বরে উদাস করে– আর কে কারে ধরে রাখে?।
যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই প্রাণের টানে টেনে আনে– সেই প্রাণের বেদন জানে না কে?।
মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে–
সেই নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে ॥
কত দিনের সাধনফলে মিলেছি আজ দলে দলে–
আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে ॥
Aamra Milechhi Aaj Mayer Daake Song Lyrics in English Transcription । আমরা মিলেছি আজ মায়ের ডাকে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamra milechhi aaj maayer daake.
Ghorer hoye porer moton bhaai chhere bhai ko-din thaake
Praaner maajhe theke theke ‘Aay’ bole oi dekechhe ke,
Sei gobhir swore udas kore – aar ke kaare dhore raakhe ?
Jethay thaaki je jekhane bnaadhon aachhe praane praane,
Sei praaner taane tene aane – sei praaner bedon jaane naa ke ?
Maan opomaan gechhe ghuche, noyoner jol gechhe muchhe –
Sei nobin aashe hriday bhaase bhaaiyer paashe bhaaike dekhe.
Koto diner saadhonphole milechhi aaj dole dole –
Aaj ghorer chhele sobai mile dekha diye aay re maake.
আমরা মিলেছি আজ মায়ের ডাকে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamra Milechhi Aaj Mayer Daake Song Information
পর্যায় : স্বদেশ (9)
তাল: দাদরা
রাগ: রামপ্রসাদী
লিখিত: 1887
সংগ্রহঃ গানের বই
স্বরবিতান: 47
স্বরলিপি লিখেছেন: সরলা দেবী/কাঙ্গালীচরণ সেন
দ্রষ্টব্য: 1886-এ কংগ্রেসের দ্বিতীয় সম্মেলনে জাতীয় প্রতিনিধিরা সমবেত হয়েছিল। এই সভার জন্যই ‘ আমরা মিলেছি আজ মায়ের ডাকে ‘গানটি লেখা হয়েছিল এবং গুরুদেব নিজেই উদ্বোধনের সময় গানটি গেয়েছিলেন।
আমরা মিলেছি আজ মায়ের ডাকে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamra Milechhi Aaj Mayer Daake Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।