আমরা নূতন প্রাণের চর গানের কথা । Aamra Nuton Praaner Chor Song Lyrics – By Rabindranath Tagore



কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত তথা বিশ্বের গর্ব | তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি হল ‘আমরা নূতন প্রাণের চর’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আমরা নূতন প্রাণের চর গানের কথা বাংলা হরফে । Aamra Nuton Praaner Chor Song Lyrics in Bengali

আমরা নূতন প্রাণের চর হা হা।
আমরা থাকি পথে ঘাটে,
নাই আমাদের ঘর হা হা।।
নিয়ে পক্ক পাতার পুঁজি পালাবে শীত,
ভাবছ বুঝি গো?
ও-সব কেড়ে নেব,
উড়িয়ে দেব দখিন হাওয়ার ‘পর হা হা।।
তোমায় বাঁধব নূতন ফুলের মালায়
বসন্তের এই বন্দীশালায়।
জীর্ণ জরার ছদ্মরূপে
এড়িয়ে যাবে চুপে চুপে?
তোমার সকল ভূষণ ঢাকা আছে,
নাই যে অগোচর গো।।

Aamra Nuton Praaner Chor Song Lyrics in English Transcription । আমরা নূতন প্রাণের চর গানের কথা ইংরেজি হরফে

Aamra nuton praaner chor.
Aamra thaaki pothe ghaate,
Naai aamader ghor Ha Ha .
Niye pokko paatar pnuji paalabe sheet,
Bhaabchho bujhi go ?
O-sob kere nebo,
Uriye debo dokhin-haawar por Ha Ha .
Tomay bnaadhbo nuton phuler maalay
Bosonter ei bondishaalay.
Jirno jorar chhodmorupe
Eriye jaabe chupe chupe ?
Tomar sokol bhushan dhaaka aachhe,
Naai je ogochor go.

আমরা নূতন প্রাণের চর গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamra Nuton Praaner Chor Song Information

পর্যায় : প্রকৃতি

উপ-পর্যায় : শীত

তাল: দাদরা

রাগ: পরজ-বসন্ত

রচিত: 1915 (১৩ ফাল্গুন ১৩২১)

স্থানঃ সুরুল

প্রকাশিত: সবুজপত্র

সংগ্রহঃ ফাল্গুনী

স্বরবিতানঃ ৭ (ফাল্গুনী)

স্বরলিপি লিখেছেন: ইন্দিরা দেবী চৌধুরানী

আমরা নূতন প্রাণের চর গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamra Nuton Praaner Chor Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts