আকাশ আমায় ভরলো আলোয় লিরিক্স । Akaash Aamay Vorlo Aaloy Lyrics – By Rabindranath Tagore


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টির সেরা রচনগুলির অন্যতম  হল ‘আকাশ আমায় ভরলো আলোয়‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আকাশ আমায় ভরলো আলোয় লিরিক্স বাংলা হরফে । Akash Amay Vorlo Aaloy Lyrics in Bengali

আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে,
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে,
ওরে পলাশ, ওরে পলাশ,
রাঙা রঙের শিখায় শিখায়,
দিকে দিকে আগুন জ্বলাস,
আমার মনের রাগ রাগিণী
রাঙা হল রঙিন তানে।।
দখিন হাওয়ায় কুসুমবনের
বুকের কাঁপন থামে না যে,
নীল আকাশে সোনার আলোয়
কচি পাতার নূপুর বাজে।
ওরে শিরীষ, ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে,
গন্ধজালে শূন্য ঘিরিস,
তোমার গন্ধ আমার কন্ঠে
আমার হৃদয় টেনে আনে।।

Akash Amay Vorlo Aaloy Lyrics in English Transcription । আকাশ আমায় ভরলো আলোয় লিরিক্স ইংরেজি হরফে

Aakash aamay bhorlo aaloy,
Aakash aami bhorbo gaane.
Surer aabir haanbo haaway,
Naacher aabir haaway haane.
Ore palash, ore palash,
Raanga ranger shikhay shikhay
Dike dike aagun jwaalas –
Aamar moner raag raagini
Raanga holo rongin taane.
Dokhin haaway kusumboner
Buker knaapon thaame naa je.
Neel aakashe sonar aaloy
Kochi paatar nupur baaje.
Ore shirish, ore shirish,
Mridu haasir antorale
Gandhojaale shunyo ghiris –
Tomar gandho aamar kantthe
Aamar hriday tene aane.

আকাশ আমায় ভরলো আলোয় গানের বিষয়ে কিছু তথ্য । Akash Amay Vorlo Aaloy Song Information

পর্যায়: প্রকৃতি

উপ-পর্যায়: বসন্ত

তাল: দাদরা

রাগ: ছায়ানট

লেখা: ১৯১৫ (রাত্রি ১৩ ফাল্গুন ১৩২১)

স্থানঃ সুরুল

প্রকাশিত: সবুজপত্র

সংগ্রহঃ ফাল্গুনী

স্বরবিতানঃ ৭ (ফাল্গুনী)

স্বরলিপি লিখেছেন: ইন্দিরা দেবী চৌধুরানী

আকাশ আমায় ভরলো আলোয় গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Akash Amay Vorlo Aaloy Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts