শাড়ির দোকানের নাম | কাপড়ের দোকানের নাম | Bangla Garment/Cloth Shop Name Ideas



সারা পৃথিবীব্যাপী কাপড়ের চাহিদা কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না । তবে একটি ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই ব্যবসাটির সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত নয়তো ব্যবসাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। তাই একটি ব্যবসা সঠিকভাবে দাঁড় করানোর জন্য অবশ্যই উপযুক্ত এবং মানানসই ব্যবসায়ীক নাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

শাড়ির দোকানের নাম | কাপড়ের দোকানের নাম | Bangla Garment/Cloth Shop Name Ideas

আপনি যদি শাড়ি বা কাপড়ের ব্যবসা করেন তবে তার জন্য নাম বাছাই করতে গেলে কিছু বিশেষ দিক ভালোভাবে বিবেচনা করতে হবে যা আপনার সম্ভাব্য গ্রাহকের কাছে প্রথম ইমপ্রেশন তৈরি করতে সাহায্য করবে এবং ইংরেজিতে একটি কথাই আছে ,First impression is the last impression . তাই ক্রেতা দোকানে ঢোকার আগে যদি আপনার দোকানের নামটি তাঁর নজর কাড়ে এবং আকর্ষণ বাড়ায় তা হলে প্রথম দর্শনেই তা ক্রেতাদের মনর একটি সদর্থক অনুভূতি তৈরি করে দেবে যা যেকোনো দোকানের জন্য একটি বড় প্লাস পয়েন্ট ।

একটি পোশাক বা শাড়ি ব্যবসার সঠিক নামকরণ , বিপণন এবং ব্র্যান্ডিং কৌশলের একটি অপরিহার্য দিক হিসেবে পরিগণিত হয়ে থাকে। অতএব সবদিক বিবেচনা করে কিছু নজরকাড়া শাড়ি ও পোশাকের দোকানের নামের তালিকা নিচে সংযোজন করা হল যা যেকোনো পোশাক বা শাড়ির দোকানের মানকে আরও উন্নত করতে সাহায্য করবে।

বাংলায় কিছু শাড়ির এবং পোশাকের দোকানের নামের তালিকা

  • পোশাক পরিচ্ছদ
  • অঙ্গ শোভা
  • অঙ্গসজ্জা
  • অঙ্গরাগ
  • বস্ত্র বিপণি
  • কায়া কল্প
  • শাড়ি কুটির
  • পোশাক আশাক
  • তনু রঞ্জন
  • শাড়ি জংশন
  • আবরণী
  • শাড়ি সম্ভার
  • আবৃতা
  • আচ্ছাদন
  • অভিজাত বিপণি
  • সঠিক পরিধান
  • অদ্বিতীয়া
  • বসনালয়
  • বেশভূষা
  • আটপৌরে
  • রূপকথা
  • অনন্যা নারী
  • শাড়ি সদন
  • প্রিয়দর্শিনী
  • রূপলাগি
  • শাড়ি শোভা
  • বস্ত্র ভাণ্ডার
  • বস্ত্র বিতান
  • বস্ত্র ভিলা
  • বুটিক হাউস
  • এলিগেন্ট ফেব্রিক
  • শাড়ি নিকেতন
  • শাড়ি ঘর
  • অদ্বিতীয়া শাড়ি হাউস
  • মোহিনী শাড়ি নিকেতন
  • শাড়িতে নারী
  • নকশিকাঁথা
  • মেমসাহেব
  • অঙ্গনা শাড়ি সদন
  • বিচিত্রা

Some relevant names of garment/ saree shops in English

  • Wear House
  • Right Wear
  • Fashion Moods
  • Fashion is passion
  • Fashion hub
  • Fashion street
  • Classic cloth
  • Fashion fiesta
  • Ultimate choice
  • Showstopper
  • Dreamgirl saree garden
  • His ‘n Hers’
  • Selection stores
  • Shree Saree palace
  • Adam and eve
  • House of fashion
  • Beauty and elegance
  • Easy Fashion
  • Apparel and attire
  • Best Outfit
  • Fashion and glory
  • My Wardrobe
  • Garment glory
  • Style ‘n fashion
  • Saloni saree palace
  • Mehjabeen Naazneen
  • Trend setter
  • Adab~arz-Hai
  • Trendz Fashion house
  • Variety saree villa
  • Saree Destnation

প্রত্যেকটা দোকানের নাম ই অভিনব এবং প্রাসঙ্গিক । আপনি চাইলে এর মধ্যে যেকোনো একটি নাম আপনার প্রিয় দোকানটির জন্য বেছে নিতে পারেন। লোকে যে বাহবা দেবে এই নিয়ে ১০০ শতাংশ আশাবাদী আমরা।

Recent Posts