কর্মফল নিয়ে উক্তি, কর্ম নিয়ে ক্যাপশন, Bengali Karma Quotes, Captions and Pictures



ভাগ্যক্রমে কিছুই হয় না। আপনি আপনার কর্ম দ্বারা নিজের ভাগ্য তৈরি করেন অার সেটাই আপনার কর্মফল। কথিত আছে যে,” যেমন কর্ম তার তেমনি ফল”। ‘কর্ম’ হল মূলত আপনার অতীত কর্মের ফলাফল এবং বর্তমানে নিরাময় এবং ভারসাম্য বজায় রাখার একটি সুযোগ।কর্মের আক্ষরিক অর্থ “ক্রিয়া” এবং আরও ব্যাপকভাবে এর অর্থ হল- ‘কারণ ও তার প্রভাব’।এটি আমাদের জীবন পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থাএবং সম্পর্কের মধ্য দিয়ে এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পাঠ শেখার সুযোগ করে দেয়। নিম্নে উল্লিখিত হল ‘কর্ম’ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ উক্তি

কর্মফল নিয়ে উক্তি

কর্মফল নিয়ে বাংলা লাইন, Bengali Quotes on Karma

কর্মফল নিয়ে বাংলা লাইন 1
কর্মফল নিয়ে বাংলা লাইন 2
কর্মফল নিয়ে বাংলা লাইন 3
  • সুবিশাল এই মহাবিশ্বে আমরা যা কিছু প্রদান করব,তাই আমাদের কাছে ফিরে আসবে।
  • সব থেকে সেরা প্রতিশোধ হ’ল খুশিভাবে এগিয়ে যাওয়া এবং …
    কর্ম বাকী কাজটি সম্পাদন করবে।
  • আমরা আমাদের কৃত ভালো কর্মের ফল যেমন ভোগ করব,ঠিক তেমন ভাবেই খারাপ কাজের ফল ভোগের জন্যও আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
  • মানব জীবনে কিছুই আপনা আপনি ঘটে না। সেগুলি মানুষকেই ঘটাতে হয়। কোনও কিছু পাওয়ার ইচ্ছা হলে তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে।
  • আধুনিক প্রযুক্তির যুগে উন্নয়নের কান্ডারি মানবজাতি উন্নয়নের হাতছানিতে যেভাবে পরিবেশকে দূষিত করেছে, তেমন ভাবেই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে সেই দূষণের প্রতিফল মানুষকে ভোগ করতে হয় প্রতিনিয়ত।
  • মানুষ যদি জীবনে উদ্যোগী না হয় তবে ভালো কর্মফলের প্রত্যাশা করা বৃথা।
  • যদি আপনি আঘাতের ওপর মনোনিবেশ করেন তবে আপনি কেবলমাত্র কষ্ট ভোগ করতে থাকবেন, আর আপনি যদি জীবন থেকে প্রাপ্ত শিক্ষার ওপর মনোনিবেশ করেন তবে আপনার সর্বাঙ্গীন বৃদ্ধি হবে।
  • জীবনকে তুমি যতটা দান করো, জীবন তোমাকে ততটাই ফেরত দেবে।
    karma-is-bitch-bengali-caption
  • আপনি আজ যা বিচার করবেন, হয়তো আগামীকাল আপনাকে সেই রায়গুলি সহ্য করতে হতে পারে।
  • লোকেরা তোমার সাথে যেভাবে আচরণ করে তা তাদের কর্ম; তুমি কীভাবে তার প্রতিক্রিয়া জানালে তা তোমার কর্ম ।
  • বিনয় ও নম্রতা হল সর্বোত্তম একটি শিক্ষা যা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি। যারা উদ্ধত ও অবিনয়ী তাদের পতন অবশ্যম্ভাবী।
  • প্রত্যেকটি মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যত্‍ – সবই এক সুতোয় গাঁথা। আপনার অতীত জীবনে একসময়ে যা ঘটেছে তার প্রভাব কখনোই আপনার বর্তমান ও ভবিষ্যত্‍ জীবন এড়িয়ে যেতে পারে না।
  • মানুষ যদি তার জীবনে পরিবর্তন চায় তবে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে।
  • মানুষের মন যদি অনিয়ন্ত্রিত হয় তা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেবে। মনকে সঠিক প্রশিক্ষণ দিতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে।
  • জীবন হোক বা সমাজ, কোনও নিয়মের পরিবর্তন ঘটাতে চাইলে, সর্বপ্রথম তা মেনে নেওয়া ও জানার প্রয়োজনীতা আছে। তবেই সে নিয়মের বদল আনা সম্ভব।
  • জীবনে ইতিবাচক কিছু না ঘটলে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। তখন যদি আমরা আমাদের নিজেকে প্রশ্ন করি, ভালো কিছুর জন্য সত্যিই আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত কিনা; আমরা ঠিক তার উত্তর পেয়ে যাব । তাই যদি আমরা নিজেকে উন্নত করার চেষ্টা করি , আশেপাশের সবকিছুই ভালো লাগবে।
কর্মফল নিয়ে বাংলা লাইন 4
কর্মফল নিয়ে বাংলা লাইন 5
কর্মফল নিয়ে বাংলা লাইন 6

কর্মফল নিয়ে  সেরা নতুন উক্তি, Best new quotes on Karmafal

কর্মফল নিয়ে বাংলা লাইন 7
কর্মফল নিয়ে বাংলা লাইন 8
কর্মফল নিয়ে বাংলা লাইন 9
  • কর্মের ফল অমোঘ। যে যেমন কর্ম করে, তার ফল তেমনই পায়।
  • তোমার কাজের ফল যদি আজ না পাও, ভবিষ্যতে অবশ্যই পাবে। কারণ কর্ম কখনও বৃথা যায় না।
    — রবীন্দ্রনাথ ঠাকুর
  • তুমি যা বপন করবে, তাই কেটে নিতে হবে। সুতরাং ভালো কাজ করো।
    — বাইবেল
  • যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সৎ কর্ম করে, সে-ই জীবনে সত্যিকারের সাফল্য লাভ করে।
    — মহাভারত
  • তোমার কাজের প্রতি মনোযোগ দাও, ফল নিয়ে চিন্তা করো না। কর্মই তোমার ধর্ম।
    — শ্রীমদ্ভগবদ্গীতা
  • কর্মফল থেকে পালানোর চেষ্টা অর্থহীন। সৎ পথে চললে, ফলেও তা প্রতিফলিত হবে।
    — বিবেকানন্দ
  • জীবনে যা কিছু পেতে চাও, তার বীজ আগে বপন করতে হবে। কারণ কর্মের ফল অনিবার্য।
    — বুদ্ধ
  • কর্ম মানুষের পরিচয় দেয়, ফল সেই পরিচয়ের সীলমোহর।
    — কাজী নজরুল ইসলাম
  • নিজের কর্মকে ভালোবাসো, ফল নিয়ে ভাবনা তোমার সফলতার পথ বন্ধ করবে।
    — মহাত্মা গান্ধী
  • অন্যকে ক্ষতি করে কখনও নিজের লাভ হয় না। কর্মফল শেষ পর্যন্ত নিজেকেই ভোগ করতে হয়।
    — তিরুক্কুরাল
  • কর্মই জীবনের চালিকা শক্তি, আর তার ফল হলো আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি।
  • সৎ কর্মের পথে চললে জীবনের প্রতিটি ফলই হয়ে ওঠে মধুর ও অর্থবহ।
  • জীবনের পথে যা ঘটছে, তা কেবল তোমার কর্মেরই প্রতিফলন।
  • অন্যের জন্য ভালো কিছু করলে, তা একদিন ফিরে আসে আরও বড়ো ভালোবাসা হয়ে।
  • কর্মফল হলো সময়ের ধারাপাত, যা অদৃশ্যভাবে তোমার জীবনে প্রভাব ফেলে।
  • যে বীজ আজ রোপণ করবে, আগামীকাল তার ফলেই তোমার ভবিষ্যত গড়ে উঠবে।
  • ভালো কর্ম করো; কারণ সময়ে সময়ে প্রকৃতি নিজেই তোমার জন্য সুবিচার করবে।
  • কর্মের প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে থাকে ভবিষ্যতের গল্পের সূচনা।
  • কর্মফল হলো জীবনের আয়না, যেখানে আমরা আমাদের প্রকৃত চেহারা দেখতে পাই।
  • নিজের কর্মের দায়িত্ব নাও, কারণ জীবন তোমাকে তেমনই ফল দেবে, যেমন তুমি বপন করেছ।
কর্মফল নিয়ে বাংলা লাইন 10
কর্মফল নিয়ে বাংলা লাইন 11

কর্ম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অপরাহ গেইল উইনফ্রের জীবনী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

কর্মফল নিয়ে বাংলা লাইন 12
কর্মফল নিয়ে বাংলা লাইন 13

কাজ নিয়ে উক্তি ও ক্যাপশন, Karma Captions in Bangla

কর্মফল নিয়ে বাংলা লাইন 14
কর্মফল নিয়ে বাংলা লাইন 15
  • নিজের চিন্তাভাবনা ও কাজকর্মের সাথে আমাদের ব্যবহার এবং আচার আচরণকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে।
  • যে মানুষ কেবল নিজের দুঃখকে আপন করে জীবন অতিবাহিত করে সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের
    দুঃখ আপন করে জীবন কাটায় সে ই প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠে।
  • নিয়তি আপনার আত্মীয় বেছে দেয়, আর আপনি বেছে নেন আপনার বন্ধু।
  • যে জন নিজের মর্যাদা অনুধাবন করতে পারে না ,অন্যেও তার মর্যাদা দেয় না।
  • রেগে যাওয়ার অর্থ মানে নিজেকেই শাস্তি দেওয়া।
  • মনঃসংযোগ হল মানুষের জীবনের সাফল্যের অন্যতম চাবিকাঠি। এক ই সময় ও একসাথে একাধিক বিষয়ে মনোনিবেশ করলে শেষমেশ কোনও কাজই ঠিকমতো সম্পূর্ণ হয় না। তাই জীবনে যখন যে কাজটি করবেন, তা সম্পূর্ণরূপে মনঃসংযোগ দিয়ে করবেন আর সেটাই আপনাকে সাফল্য এনে দেবে।
  • যে কাজটি তুমি নিজে করতে সক্ষম নয়, তা অন্যকে করতে উপদেশ না দেওয়া উচিত।
  • জীবনে যে কাজই করুন না কেন , তা পূর্ণ উদ্যম সহকারে করবেন আর তখনই সেই কাজে সম্পূর্ণ সুফল পাওয়া যাবে।
  • অন্তরের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সে ই জয়লাভ করে ।
  • একটি সুখময় জীবনের জন্য প্রতিটি মুহূর্তের ইতিবাচক ইচ্ছাগুলিকে প্রাধান্য দিতে হবে যার জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি প্রয়োজনে মৃত্যুকেও।
  • আমাদের জীবনে ঘটে যাওয়া সবরকম পরিস্থিতির দায়ভার আমাদেরই বহন করতে হবে। ভালো কিছু ঘটলেও যেমন তার দায়িত্ব আমাদের, ঠিক একই ভাবে জীবনে খারাপ কিছু ঘটলে তার দায়িত্বও সম্পূর্ণ ভাবে আমাদেরই নিতে হবে।
  • নিজের কথার মূল্য নিজেকেই দিতে হবে কারণ মানুষের নিজের কথার ওপরই নির্ভর করে অন্যের ভালো কিংবা মন্দ কাজ।
কর্মফল নিয়ে বাংলা লাইন 16
কর্ম নিয়ে শায়েরি, গান ও কাব্যের কিছু অংশবিশেষ:

কর্ম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সাফল্যের উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

( কাজই জীবন এই নিয়ে বাংলা সুন্দর কথা ) Best Bengali Lines about Karma

কর্মফল নিয়ে বাংলা লাইন 17
কর্মফল নিয়ে বাংলা লাইন 18
কর্মফল নিয়ে বাংলা লাইন 19
  • আনন্দকে ভাগ করে নিলে দুটি জিনিস প্রাপ্ত করা যায়; একটি হচ্ছে জ্ঞান ও অপরটি হচ্ছে প্রেম।
  • কেবলমাত্র নিজের কথাই ভাবা নয় , অন্যের খেয়াল রাখা মাজবজীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা।
  • জীবনে চলার পথে সামনের দিকে তাকিয়ে অগ্রসর হতে হয়। যা ঘটে গেছে সেই সব পুরনো কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি । নতুন করে শুরু করার নাম ই জীবন।
  • নিজের জন্য তো সবাই বাঁচে , তাই নিজের জীবনের কিছুটা অংশ অন্যের উপকার হেতু কাজে লাগানো খুব জরুরি।
  • ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূরীভূত করা যায় না। অন্ধকারে আলো ফোটাতে গেলে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালতেই হবে।
  • . ভুল মানুষমাত্রেই হয় ।অতীতে সংঘটিত ভুল থেকেই আমরা সঠিক শিক্ষা নিয়ে নিজেকে শোধরাতে পারি আর এভাবেই আমরা সামনের দিকে অগ্রসর হতে পারব। এর ফলে একই ভুল আমাদের বারবার হবে না।
  • বাতাস কোনও পর্বতকে উল্টে দিতে পারে না; ঠিক যেমন কোনো কিছুর প্রলোভন একজন জাগ্রত, শক্তিশালী এবং নম্র মানুষকে স্পর্শ করতে পারে না কারণ তিনি নিজের মনকে আয়ত্ত করতে সক্ষম এবং জীবনের আদর্শ গুলিকে সুষ্ঠুভাবে পালন করতে পারেন।
  • ধৈর্য ধরে রেখে সঠিকভাবে চলা হল জীবনের একটি অন্যতম বড় শিক্ষা। কথিত আছে, ‘যে সয়, সে রয়।’ তাই মানুষ যদি হঠকারিতা না করে নিজের ধৈর্য্য ধরে থাকতে পারে তাহলে অনেক সময় কাঙ্খিত ফল সামনে আসে।
  • একজন ক্রুদ্ধ মানুষকে নিজের প্রেম দিয়ে শান্ত করুন ; একজন বদমেজাজী মানুষকে আপনার মহানুভবতা দিয়ে শান্ত করুন ; একজন কৃপণ কে আপনার উদারতা দিয়ে শান্ত করুন এবং একজন মিথ্যাবাদী মানুষকে আপনার সততা দিয়ে শান্ত করুন।
  • মানুষ বাস্তবে যা তা হল তাদের চিন্তার ফলশ্রুতি।
kaj-nie-kichu-sundor-bangla-line

কর্ম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি স্টিভেন স্পিলবার্গের জীবনী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

কর্ম নিয়ে শায়েরি, গান ও কাব্যের কিছু অংশবিশেষ ~ Karma Photos in Bengali

কর্মফল নিয়ে বাংলা লাইন 20
  • তব জাগ্রত নির্মল নূতন প্রাণ
    ত্যাগব্রতে নিক দীক্ষা,
    বিঘ্ন হতে নিক শিক্ষা–
    নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
    দুঃখই হোক তব বিত্ত মহান।
  • শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান।
    সব দুর্বল সংশয় হোক অবসান।
  • যদিবা ভেঙেছে ক্ষণিক মোহের ভুল,
    এখনো প্রাণে কি যাবে না মানের মূল।
    যাহা খুঁজিবার সাঙ্গ হল তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা,
    তবু কেন হেন সংশয়ঘনছায়ে
    মনের কথাটি নীরব মনে লুকায় রে॥
    jibon-kormo-nie-ukti-status-bengali
  • বসিয়া আছ কেন আপন-মনে,
    স্বার্থনিমগন কী কারণে?
    চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
    ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
    প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥
  • বিষাদে হয়ে ম্রিয়মাণ বন্ধ না করিয়ো গান,
    সফল করি তোলো প্রাণ টুটিয়া মোহকারা ॥
    রাখিয়ো বল জীবনে, রাখিয়ো চির-আশা,
    শোভন এই ভুবনে রাখিয়ো ভালোবাসা।
    সংসারের সুখে দুখে চলিয়া যেয়ো হাসিমুখে,
    ভরিয়া সদা রেখো বুকে তাঁহারি সুধাধারা॥
  • তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে–
    তাই ব’লে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না ॥
    শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে–
    সহজ পথে চলব ভেবে পড়ব না, পাঁকের ‘পরে পড়ব না ॥
    ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে–
    বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না ॥

কর্ম একটি বিশ্বাস যা এই সত্যটিকে ব্যক্ত করে যে আপনি যা কিছু করেন তা আপনার জীবনে ফিরে আসবে, না হয় এই জীবনে বা পরবর্তী জীবনে। এটি বৌদ্ধধর্ম, হিন্দু ধর্ম এবং বিশ্বজুড়ে অন্যান্য ধর্মাবলম্বীরাও অনুসরণ করে। ভাল এবং খারাপ উভয় রূপেই কর্মের এই ধরন প্রতিনিয়ত আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই। তাই ছোট্ট এই জীবনে সুখে থাকার একটি মাত্র পথ; ‘ভাল কাজ করে যাও , ভালো ফল পাবেই তুমি”।

কর্ম নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভীষ্মের উপদেশমূলক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পরিশেষে, Conclusion

কর্ম নিয়ে উক্তি সংক্রান্ত আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts