ভাই বোনের সম্পর্কের বাণী ও উক্তি, স্টেটাস ও ফটো ~ Bengali Quotes and Captions on Brother-Sister Relation


ভাইবোনের সম্পর্ক বড়োই মধুর আর খুনসুটিতে ভরা, এই সম্পর্ক তাকেই আরো গভীরতা দেওয়ার জন্যে নিজের কাছের মানুষটিকে ডেডিকেট করার জন্যে কিছু সুন্দর উক্তি ও বাংলা লাইন দিদি, ভাই ও বোনকে ডেডিকেট করার মতো আমরা শেয়ার করলাম আজ এই পোস্টে। ভালো লাগলে শেয়ার করবেন।

ভাই বোনের সম্পর্কের বাণী ও উক্তি
Pin it
ভাই বোনের সম্পর্কের বাণী

ভাই বোনের সম্পর্কের বাণী | Quotes on Brother Sister Relation in Bangla

ভাই বোন নিয়ে স্ট্যাটাস 1
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 2
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 3
Pin it

ভাই ও বোনের একান্ত সম্পর্ক নিয়ে কিছু লাইন রইলো নিচে,

ভাই বোন নিয়ে স্ট্যাটাস 4
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 5
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 6
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 7
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 8
Pin it
  • ভাই, বোনের সম্পর্ক মানেই
    শত রাগ, অভিমান হওয়ার পরেও
    কথা না বলে থাকতে না পারা ।
  • ভাই বোন মানে…
    এমন এক সম্পর্ক যা
    শত ঝগড়ার পরেও কখনও
    ভালোবাসা কমে না ।
  • বড় ভাই মানে
    একটা বড় সাপোর্ট
    পাওয়া ।
  • আনলিমিটেড ঝগড়া + আনলিমিটেড
    কেয়ারিং+ আনলিমিটেড ভালোবাসা
    = দুইবোন ।
  • বোন মানে
    ছোট একটি শব্দ
    অনেক বড় পাওনা ।
  • বোন মানে
    প্রত্যেক ভাইয়ের কাচে
    কলিজার টুকরা ।
  • প্রতিটা ছোট বোনের একটা
    করে বড় আপু
    থাকা মানে তারা খুব
    ভাগ্যবতী ।
  • বড় বোন,
    যে ছোটবেলা থেকেই নিজের
    সন্তানের মত করে
    ছোট ভাই-বোনদের
    বড় করে তোলে ।
ভাই ও বোন এর রিলেশন নিয়ে সুন্দর লাইন
Pin it
ভাই ও বোন এর রিলেশন নিয়ে সুন্দর লাইন
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 9
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 10
Pin it

ভাই ও বোনের সম্পর্কে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মাতৃ দিবসের শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ভাই বোন নিয়ে স্ট্যাটাস 11
Pin it

ভাই বোন নিয়ে স্ট্যাটাস, Bhai bon niye status 

ভাই বোন নিয়ে স্ট্যাটাস 12
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 13
Pin it
  • ভাই-বোনের সম্পর্ক এমন একটি ডালপালা, যেখানে শিকড়ে ভালোবাসা আর পাতায় বিশ্বাস ফুটে ওঠে।
  • ভাই-বোনের বন্ধন মানেই জীবনের প্রতিটি ওঠাপড়ায় একজন অনির্বাণ আলো হয়ে পাশে থাকা।
  • যে সম্পর্কের জন্য শব্দের প্রয়োজন হয় না, সেই সম্পর্কের নাম ভাই-বোন।
  • জগৎ যতই পরিবর্তিত হোক, ভাই-বোনের ভালোবাসা কখনও ফুরোয় না।
  • ভাই-বোন মানেই একে অপরের ছায়ায় বাঁচা, একসঙ্গে স্বপ্ন দেখা আর হারানোর ভয় পায় না।
  • যে মানুষটি ছোটবেলায় খেলনাগুলো ছিনিয়ে নিত, সেই আজ জীবনজুড়ে সবচেয়ে বড় আশ্রয়।
  • ভাই-বোনের সম্পর্ক মানেই কিছু না বলেও সব কিছু বোঝার এক অদ্ভুত ক্ষমতা।
  • ভাই-বোন একে অপরের কাছে যেন জীবনের সমস্ত দুঃখের ঔষধ।
  • ভাই-বোন এমন একটি সম্পর্ক, যেখানে রাগ যতই থাকুক, ভালোবাসার গভীরতা কখনো কমে না।
  • যেখানে সমস্ত সম্পর্ক শেষ হয়, সেখানেও ভাই-বোনের সম্পর্ক অটুট থাকে।
  • ভাই-বোনের সম্পর্ক সেই পবিত্র বন্ড, যা সবসময় শক্তিশালী থেকে শক্তিশালী হয়।
  • একসঙ্গে বেড়ে ওঠার স্মৃতিগুলোই ভাই-বোনের বন্ধনকে আরও মজবুত করে।
  • ভাই-বোনের হাসি, কান্না, ঝগড়া—সবকিছুই মিশে থাকে এক অনন্য স্মৃতিতে।
  • ভাই-বোনের সম্পর্কের গভীরতা এমন যে, তা হাজারো সমস্যার মধ্যেও অটুট থাকে।
  • যত ঝগড়াই হোক না কেন, ভাই-বোন একে অপরের সবচেয়ে বড় সঙ্গী।
  • ভাই-বোন মানেই নির্ভরতার নাম, ভালোবাসার অঙ্গীকার।
  • জীবনের সমস্ত ঝড়েও যে সম্পর্ক কখনও ভেঙে যায় না, সেই সম্পর্কের নাম ভাই-বোন।
  • ভাই-বোনের সম্পর্ক এমন এক আশীর্বাদ, যা ঈশ্বরের সবচেয়ে বড় উপহার।
  • একটি মিষ্টি বন্ধন, যা সমস্ত কষ্টের মধ্যেও হাসি নিয়ে আসে।
  • ভাই-বোনের ভালোবাসা মানেই জীবনের শেষ পর্যন্ত একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা।

ভাই ও বোন এর রিলেশন নিয়ে সুন্দর লাইন | Beautiful Bengali lines on Sister – Brother Chemistry

ভাই বোন নিয়ে স্ট্যাটাস 14
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 15
Pin it

দিদি আর ভাই এর মধ্যে খুনসুটি নিয়ে লাইনগুলো,

  • নিজের সব কিছু ভুলে
    শুধু তাদের মুখে
    হাসি ফোটাতে ব্যস্ত থাকে ।
  • বোন মানে সব জিনিস
    শেয়ার বোন মানে ভরসা
    বোন মানে আম্মুর মতো আদর ।
  • ভাই-বোন মানেই!!
    দূরে গেলে মিস করা
    কাছে থাকলেই ঝগড়া করা
  • বোনরা হাসি ভাগ
    করে নেওয়া এবং
    অশ্রু মুছে দেওয়ার
    জন্য সেরা ।
  • ভাই-বোনেরা হাত ও
    পায়ের মতোই কাছের ।
  • একজন বোন খুব ভালো
    করে জানে কিভাবে
    তার ছোট ভাই বোনদের
    আগলে রাখতে হয় ।
  • তোমার কষ্টের প্রতদান সবচেয়ে
    ভালো দিতে পারবে
    তোমার বোন ।
  • ভাইরা একে অপরকে
    একা অন্ধকারে
    চলতে দেয় না
  • যার একজন ছোট ভাই
    আছে সে অনেক সুখী ।

ছোট বোনের জন্যে বাংলা স্টেটাস ও উক্তি, Bengali Cute Lines dedicated to Sister

ভাই বোন নিয়ে স্ট্যাটাস 16
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 17
Pin it

ছোট বোনকে ডেডিকেট করার জন্যে দারুন বাংলা উক্তি ও স্টেটাস,

ভাই বোনের ভালবাসার
সাথে অন্য
কারো ভালোবাসা
তুলনা হয় না ।
Pin it
ভাই বোনের ভালবাসার
সাথে অন্য
কারো ভালোবাসা
তুলনা হয় না ।
  • পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হল
    ভাই, বোনের সম্পর্ক
    যে সম্পর্ক কখনো বিচ্ছেদ
    হয় না ।
  • ভাই বোনের ভালবাসার
    সাথে অন্য
    কারো ভালোবাসা
    তুলনা হয় না ।
  • বড় ভাই মানে
    হাজারটা আবদার করার সুযোগ ।
  • মায়ের পর যদি কারো স্পেশাল
    স্থান থেকে থাকে,
    সেটা হচ্ছে বড় বোনের ।
  • ভাই-বোন মানে
    সারাদিন মারপিট
    তারপর
    মায়ের কাছে বকা খাওয়া ।
  • সৌভাগ্যবান সেই যার
    একটা বড় ভাই
    এবং বড় বোন আছে ।
  • বোন মানে,
    আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ
    উপহার ।
  • বোন মানে সব জিনিস শেয়ার
    বোন মানে ভরসা
    বোন মানে আম্মুর মতো আদর
    বোন মানে মারামারি
    বোন মানে বিশ্বাস
    বোন মানে বুকের মাঝে
    তার জন্য এক অন্য স্থান ।
  • বড় একটা বোন থাকা মানে,
    অর্ধেক পৃথিবীটা আমার ।
  • বোন মানে…
    শত বিপদে পাশে থাকা
    কষ্ট গুলো ভাগ করে নেওয়া
    ঠিক মায়ের মতো ।
  • বোন মানে
    চোখের সামনে থাকলে অনেক ঝগড়া
    আর না থাকলে অনেক Miss করা ।
  • ভাই বড় ধন রক্তের
    বাঁধন, যদিও পৃথক
    হয় নারীর কারন।
  • সে আমার বোন,
    আমার সেরা বন্ধু,
    আমার আত্মার সঙ্গী
    এবং আমার সেরা অংশ ।
  • বোন এবং বন্ধু,
    দুটি শব্দ যার অর্থ একই জিনিস ।
  • একজন বোন সৃষ্টিকর্তার
    পক্ষ হতে অনেক বড় উপহার ।
  • বোনের চেয়ে ভালো বন্ধু
    হয়ে আর কেউ তোমার
    সমস্যার সমাধান করতে পারে না ।
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 20
Pin it
ভাই বোন নিয়ে স্ট্যাটাস 18
Pin it

ভাই ও বোনের সম্পর্কে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মা- বাবাকে কে নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ছোট ভাই এর জন্যে বাংলা বাণী ও পংক্তি ~ Bangla Quotes and Lines for Younger Brother

ভাই বোন নিয়ে স্ট্যাটাস 19
Pin it
Bangla Quotes and Lines for Younger Brother
Pin it

নিজের ছোট্ট ভাইটিকে আদর করে মিস করলে যে স্টেটাস ও ক্যাপশন আপনি ব্যবহার করতে পারেন ,

  • তোমার কস্ট তোমার বোনের
    সাথে শেয়ার করো,
    কারন সে সব সময়
    তোমার ভালো কামনা করে ।
  • আপনার একজন ভাই
    থাকাকালীন কি জন্য
    সুপারহিরো দরকার
  • শুধু মাত্র একজন বড়
    ভাই-ই বাবার অভাব
    পুরন করতে পারে ।
  • শুধু মাত্র একজন বড়
    ভাই-ই বাবার অভাব
    পুরন করতে পারে ।
  • ছোট্ট সুতোয় বাঁধা রাখি
    বাঁধা আছে দুটো মন
    ছায়ার মত থাকে দুজন
    লোকে বলে ভাই বোন !!
  • ভাই মানে
    প্রত্যেকটা বোনের পার্সোনাল
    বডিগার্ড !
  • বোন তো সেই
    যে আপনার চেহারা জিজ্ঞেস
    করে বসে ।
    কিরে কি হইছে তোর ?
  • ভাই বোন মানে
    তুই আজকে সারাদিন TV
    দেখছোস কিছু বলি
    নাই এখন আমাকে রিমোট দে ।
  • সব থেকে কিউট সম্পর্ক
    কোনটা জানতে চান?
    সেটা হলো, ভাই-বোনের সম্পর্ক।
  • বড় বোন মানে
    ভালোবাসার আরেক নাম ।
  • ভাই + বোন= ফাজলামি
    বোন + বোন= বিউটি পার্লার
    ভাই + ভাই = রেসলিং ম্যাচ ।
  • বোন মানে
    এক অবিচ্ছেদ্য বন্ধন
    যে ভাইকে সবসময়
    আগলে রাখে…
  • বোন মানে
    আল্লাহর দেওয়া স্পেশাল গিফট
    যা সবার ভাগ্যে থাকে নাহ ।
  • বোন মানে…
    ঝগড়া না করলে
    পেটের ভাত হজম হয় না ।
  • বড় ভাই মানে
    নিজে না হেঁসে ছোট ভঅই বা বোনের
    মুখে হাঁসি ফোটানো ।
  • একজন বোনের মূল্য
    এক হাজার বন্ধুর চেয়েও বেশী ।
  • একজন বোনের ভালোবাসা
    পৃথিবীর সকল মূল্যবান
    জিনসের চেয়েও পবিত্র ।
  • ভাইয়ের মত সেরা বন্ধু
    আর কেউ হতে পারে না।
Didir Jonne Sundor Ukti o status | Borodidike dedicate kora status
Pin it

দিদির জন্য সুন্দর উক্তি ও স্টেটাস, Didir Jonne Sundor Ukti o status | Borodidike dedicate kora status

  • আল্লাহ তাকে সাহায্য করেন
    যিনি তাঁর ভাইকে সাহায্য করেন।
    – আবু বকর (রাঃ)
  • তোমার মূল্য আর কেউ না
    বুজলেও তোমার বোন বুঝবে ।
  • বড় ভাই মানে…
    বাবার দ্বিতীয় ছায়া!!
  • একজন মেয়ে যতই সুন্দর
    হোক না কেনো;
    তার ভাইয়ের কাছে সে সবসময়
    পেত্নীই থাকে ।
  • একজন বোন কখনই তার
    ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না ।
  • ভাই বোন মানে
    সারাদিন মারামারি করা আর
    কিছুক্ষন পর আবার মিলে যাওয়া ।
  • ভাই মানে
    মারামারি আর একরাশ
    ভালোবাসা,
  • ভাই বোনের সম্পর্ক হলো
    Tom আর Jerry
    ওরা মারামারি করবে,
    ঝগড়া করবে ,
    কিন্তু একে অপরকে ছাড়া
    থাকতে পারবে না ।
  • ভাইয়া নামক শব্দ মানেই
    বোন কে পাহারা দেওয়া ,
    সব কিছুর বিনিময়ে বোন কে সুখি
    করা আর হাসানো ।
  • আদরের আরেক নাম
    বড় বোন ।
  • মেয়েরা যতই দেখতে
    সুন্দর হোক না কেন…
    তার ভাইয়ার কাছে সে পেতনী হয়ে
    থাকে, আর এটাই বাস্তব !
  • ভাই-বোনেরা যতই ডানপিটে হোক,
    দিনের শেষে ওরাই তোমায় হাসিয়ে দেবে।
  • ম্যানশন করুন
    সেই ভাই-বোনকে ।
    যারা রক্তের চেয়েও দামি

ভাই ও বোনের সম্পর্কে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ফাদার্স ডে শুভেচ্ছা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বড় দাদার উদ্দেশ্যে লেখা সুন্দর ক্যাপশন, Boro Dadar jonne Status o Dedicate korar line, SMS

  • বিয়ের পর আমার বোনটা
    যেন সারাজীবন হাসি খুশি থাকে
    mention ur bon
  • I Wish,
    আমার বোনটা যেন –
    আজীবন হাসিখুশিতে থাক
    mention your বোন।
  • বোন তো সেই হয়
    যে সর্বদা ভাইয়ের খবর রাখে।
  • প্রিয় আপু এবার ঈদের সালামি টা
    রকেটে দিশ
  • ভাই : আপু তোর বিয়েতে আমাকে
    ৫ হাজার টাকা দিবি মার্কেট করার জন্য!
    বোন : ভাই তোর বিয়েতে আমাকে কি দিবি ?
    Me : সুন্দর একটা ভাবি দিবো!
  • Maa:- এতো রাতে লাইট জ্বালিয়ে কি করিস?
    Ami:- প্র্যাক্টিকেল করি!
    Choto bun:- মা হেতি প্রেম করে গো প্রেম করে..
  • ভাই তুমি তো ছাতা,
    বৃষ্টিতে ভরসা,
    যার একটা বড় ভাই আছে,
    তার মাথার উপর একটা ছাতা
    আর সময়ের প্রয়োজনে একটা
    বাবা আদর পেয়ে যায়
  • ভাই হয়ে বোনের সাথে বেইমানি….
    এই কি তাহলে ভাই-বোনের শেষ পরিণতি
    ভাই আজো তোকে অনেক ভালোবাসি
  • বড় বোন মানে
    দ্বিতীয় মা
    আবদারের আরেক ভান্ডার
  • ভাইয়ের কপালে দিলাম ফোটা
    যম দুয়ারে পড়ল কাটা
    কাটা যেন নড়ে না
    আমার ভাই কোন
    মেয়ের চক্করে পড়ে না ।
  • ভাই বোনের সম্পর্কটা
    ভালোবাসার এমন এক অধ্যায়
    যেখানে ভালেবাাসর শুরু আছে
    কিন্তু শেষ নেই।
  • ভাই-বোনের সম্পর্ক
    হাজার ভালোবাসর
    সম্পর্কের উর্ধে…
  • তোর বিপদে হবো আমি,
    মস্ত বড়ো ঢাল
    মা’র মতো আগলে রাখিস,
    আমায় চিরকাল
    থাকুক সুখে ভাই-বোন ,
    সারাজীবন ধরে
    ওদের জীবন রঙিন হোক,
    রামধনুর রঙে ।
  • ভাই আর বোন
    দুটি শব্দ মা শব্দের
    পরেই স্থান করে নেয়

ভাই ও বোনের মধুর সম্পর্ক নিয়ে লেখা বাংলা এসএমএস, Bhai o Bon er modhur somporko nie bangla sms, instagram caption

  • মেয়েদের মধ্যে মায়ের পরে ভালোবাসার
    নামটি হলো বোন।
    আর সেই বোনটি যদি বন্ধুর মতো হয়
    তাহলে ভাই-বোনের দুষ্টুমি ঝগড়া
    আর ভালোবাসা আরও দ্বিগুন হয়ে যায়।
  • যার ভাই/বোন মারা গেছে
    শুধু তারাই জানে
    ভাই-বোন হারানোর যন্ত্রনা কতটা।
  • বইন ফোন কিনতে গিয়ে
    ভাইর কাছে জানতে চায় কি ফোন কিনবে।
    হয়তো সেটাও ভাই-বোনের মধুর ভালোবাসা।
  • -আমার কোয়ারান্টাইন,
    -বোনের সাথে ঝগড়া,
    করতে করতে কাটে।
  • জিবনে সব থেকে বড় পাওয়া হল
    একটা কলিজার টুকরা বোন
    যার বোন আছে তার ভালবাসার অভাব নেই
  • ভাই আর বোন
    কত আদরের এ বাধঁন
  • রাস্তা দিয়ে মাল যায় না..
    ~তোমার বোনের মতো
    অন্য কারো বোন যায়..
  • রাস্তা দিয়ে মাল যায় না..
    ~তোমার বোনের মতো
    অন্য কারো বোন যায়..
  • বাইরের কোনো শত্রু লাগে না
    যদি ঘরে একটা
    ছোট ভাই-বোন থাইক্কা থাকে।
  • মেয়েরা মাল নয়
    মেয়েরা মা হয়।
    মেয়েরা বোন হয়।
    কথাটা সবাই মনে রাখবেন।
  • বোন মানে
    প্রত্যেক ভাইয়ের কলিজার
    টুকরা
  • অ্যালবাম: ভাই-বোন মানে
    সম্পাদনায়: হৃদয়ের Highway
  • কোন ভাই চায় না
    তার বোন কারো কাছে
    অসম্মানিত হোক ।
  • ভাই
    বোনকে বোন বলা কম
    মোটি, টেপি, লম্বু বলা বেশী ।
    কিছু খুঁজে না পেলেই বোন নিয়েছে ।
    কিছু হারালেই বোন নিয়েছে ।
    বকা, চুলটানা, সারাদিন ঝগড়া ,
    আবার বোনের কিছু হলে ,
    সবার আগে সেই ভাই ।
  • যার ভাই-বোন নেই শুধু মাত্র
    সেই জানে ভাই বোন না থাকার
    শূন্যতা কতটা কষ্টের !
  • ৬বছর বয়সী বোন
    ৯বছর বয়সী ভাইকে প্রশ্ন করলো…
    ভাইয়া ভালোবাসা কাকে বলে ?
    ভাই বলল …
    এই যে তুই প্রতিদিন আমার
    ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস
    তা জেনেও আমি
    প্রতিদিন ওখানেই চকলেট রাখি
    এটাকেই ভালোবাসা বলে ।

ভাই ও বোনের সম্পর্কে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পরকীয়া নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ভাই ও বোনের জন্য সেরা বাংলা লাইন, Bengali Quotes and Captions for Brothers and Sisters

  • দুই বোনের সম্পর্ক মানেই
    একটু ঝগড়া, একটু রাগারাগি আর
    এত্তো গুলো ভালোবাসা ।
  • বড় ভাই
    সে তো বাবার পরে দ্বিতীয় ভরসার হাত,
    যেটা সবার ভাগ্যে থাকে না
  • ভাই ,
    -ছোট হোক কিংবা বড় ,
    -প্রতিটি ভাই তার বোনের জন্য ছায়া
  • প্লিজ দাদা ভাই আমাকে কখনো
    বিয়ে দিয়ে পর করে দিস না,,
    অত্যন্ত দুই বেলা ঝগড়া করার জন্য
    হলেও তোর কাছে থেকে যেতে চাই!!
  • আমি : আপু চা খাবি?
    আপু : অবশ্যই খাবো.
    আমি : তাহলে যা বানিয়ে খা আমার জন্যও বানা
  • আপু তোমায়
    খুব মনে পরে প্রতিটি খোনে।
  • ভাই-বোন মানে,
    রিমোট টা আমাকে দে।
    না হলে, তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হবে ।
  • মেয়েরা কিছু পারুক আর না পারুক
    নিজের ভাইকে নিজের চেয়েও
    বেশি ভালোবাসতে জানে!
  • ভালো মেয়েদের
    বয়ফ্রেন্ড থাকে না
    ভাই থাকে ভাই ।
  • বোনহীন জীবন টা যে কি???
    শুধু মাত্র যার বোন নেই…
    সেই বলতে পারে….!!
  • বড় ভাইকে শাসন করাতেও
    এক ধরনের মজা পাওয়া যায় ,
    যারা করতে পারে শুধু তারাই বোঝে
  • Bon mane
    Jhogra na korle
    peter Vat hojon hoy na !
  • Meyera Mal Noy,
    Meyera Ma Hoy,
    Meyera Bon Hoy,
    Kothata Sobai mone rakhben!
  • Bon to sei hoy
    Je sorboda
    Vaiyer Khobor rakhe !
  • Bon mane
    Prottek Vaiyer
    Kolijar Tukra !
  • Prithivite misti somporko holo
    Vai-boner somporko
    Je somporko kokhono
    bicched hoy na!
  • Boro bon mane
    valobashar arek name!
  • Vai R bon
    2ti Sobdo Ma Sobder
    porei isthan kore nei !
  • Vai R Bon
    koto adorer badhon !
  • Boro ekta bon thaka
    mane Ordhek
    Prithivita amar!
  • Vai-boner somporko manei
    soto rag, Oviman hoyar poreyo
    kotha na bole thakte na para !
  • Priyo Bon
    Abar Eid- r salamita
    Rockete Dis!
  • Boro vai mane
    ekta boro support
    pawya !

ভাই ও বোনের সম্পর্কে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি রিলেশান , ভালোবাসা, সম্পর্ক নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পরিশেষে, Conclusion

ভাই ও বোনের সম্পর্কে উক্তি সংক্রান্ত  আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।


Recent Posts