ঈমান কথাটি সাধারণত ইসলাম ধর্মীয় ব্যক্তিদের মধ্যে ব্যবহার হতে দেখা যায়। সাধারণভাবে এর অর্থ হল বিশ্বাস স্থাপন করা। ইসলামের যে সকল বিষয় রাসূল (সাঃ) হতে অকাট্যরূপে বর্ণিত ও প্রমাণিত তা মন থেকে মেনে নেওয়া এবং বিশ্বাস করার নামই হল ঈমান।
ইসলামের প্রতি দাওয়াত দিতে গেলে সর্বপ্রথমে এই ঈমান নিয়ে আলোচনাকে আরো সমৃদ্ধ করার জন্য ঈমান সম্পর্কে বাণীর প্রয়োজন পড়ে।
আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “ঈমান” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

ঈমান নিয়ে স্ট্যাটাস, Imaan nie status



- “ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না।”
- লজ্জা হল ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- “দয়া হল বিশ্বাসীর একটি চিহ্ন; যার মধ্যে দয়া নেই, তার মাঝে ঈমানও নেই।”
- কুরআন তেলাওয়াত মানুষের ঈমান বৃদ্ধি করে
- আল্লাহের উপর আছে যাদের পূর্ণ ঈমান, কোথায় লুকিয়ে আছে সেই মুসলমান ?
- “যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে সে তার ঈমানকে সুরক্ষিত করে।”
- “ঈমান না থাকলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না।”
- কোন একটি পাপ কাজ করার জন্য আপনার কামনা যত বড় হবে, সেই পাপকেই এড়িয়ে গেলে আপনার ঈমান তত বড় হয়ে যাবে।
- “ব্যভিচারী ঈমান থাকা অবস্থায় কখনই ব্যভিচারে লিপ্ত হতে পারে না।”
- “মানুষ আল্লাহর সৃষ্টিকূল নিয়ে যত বেশি চিন্তা করবে, ততই তার ঈমান বৃদ্ধি পাবে।”
- আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞ থাকাটাই কোনো ব্যক্তির মধ্যে ঈমান কমে যাওয়ার অন্যতম কারণ।
- “আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। আল্লাহ নিশ্চয়ই মানুষের প্রতি অতীব দয়ালু।”
- এসো আমরা নিজের ঈমানকে বাড়াই, চলো আমরা সকলে আল্লাহকে স্মরণ করি।
- প্রতিবন্ধকতা অজান্তেই আপনার ঈমানকে দৃঢ় করে তোলে এবং আপনাকে জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করে।

ঈমান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বিশ্বাস নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।





ঈমান সম্পর্কে ইসলামিক উক্তি বিশেষ, Best Islamic quotes on Iman


- “নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ।” (সূরা আল-মুমিনূন: ১)
- “যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে।” (সূরা ইউনুস: ৯)
- “যারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ তাদের পাপ মোচন করবেন এবং তাদের জন্য মহান প্রতিদান রাখবেন।” (সূরা আল-মায়েদা: ৯)
- “যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদের জান্নাতের উদ্যানসমূহে প্রবেশ করাবো।” (সূরা আন-নিসা: ৫৭)
- “যারা ঈমান আনে এবং নিজেদের ঈমানের সঙ্গে কোনো জুলুম মিশ্রিত করে না, তারাই নিরাপত্তা লাভ করবে এবং তারাই সঠিক পথে রয়েছে।” (সূরা আল-আনআম: ৮২)
- “মানুষ কি মনে করে, তারা শুধু বলবে ‘আমরা ঈমান এনেছি’, আর তাদের পরীক্ষা করা হবে না?” (সূরা আল-আনকাবূত: ২)
- “যদি কেউ আল্লাহর দিকে ফিরে আসে (তওবা করে) এবং ঈমান আনে, তবে সে অবশ্যই সঠিক পথের দিশা পাবে।” (সূরা তোয়া-হা: ৮২)
- “যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহর দয়া লাভ করবে।” (সূরা আল-বাকারা: ২১৮)
- “তোমরা কি মনে করো যে জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো পরীক্ষা করা হবে না?” (সূরা আল-বাকারা: ২১৪)
- “যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে কখনও শেষ না হওয়া পুরস্কার।” (সূরা ফুসসিলাত: ৮)
- “নিশ্চয়ই যারা ঈমান এনেছে, তাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয়।” (সূরা আর-রাদ: ২৮)
- “আল্লাহ সেই ঈমানদারদের সাহায্য করবেন, যারা সত্যের জন্য লড়াই করে।” (সূরা হজ: ৪০)
- “আল্লাহ মুমিনদের ঈমান দৃঢ় করেন এক সুদৃঢ় কথার মাধ্যমে।” (সূরা ইবরাহিম: ২৭)
- “তাদের মুখ থেকে যে কথা বের হয়, তা কতই না গুরুতর! তারা যা বলে, তা সম্পূর্ণ মিথ্যা।” (সূরা কাহফ: ৫)
- “তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, যারা ঈমান এনেছে, কিন্তু পরে কুফরি করেছে।” (সূরা আল-মুনাফিকুন: ৩)
- “যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত।” (সূরা মুহাম্মদ: ১২)
- “মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।” (সূরা আত-তাওবা: ১১৯)
- “যারা ঈমান এনেছে, তাদের বন্ধু আল্লাহ। তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন।” (সূরা আল-বাকারা: ২৫৭)
- “আল্লাহ কখনো মুমিনদের প্রতিদান বিনষ্ট করেন না।” (সূরা আলে ইমরান: ১৭১)
- “আল্লাহ মুমিনদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছেন, যেখানে রয়েছে অফুরন্ত নেয়ামত।” (সূরা আত-তাওবা: ৭২)



ঈমান নিয়ে কোরআনের আয়াত, Best thoughtful lines about Imaan in Bangla



- “আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত, তার ফেরেশতা, আসমানী কিতাব এবং তার রাসূলগণের উপর বিশ্বাস রাখা উচিত, এরূপ পরকাল এবং ভাগ্যের ভাল-মন্দের উপর বিশ্বাস রাখার নামই হল ঈমান।”
- তোমরা যদি কোনো এক ব্যক্তিকে রোজ মসজিদে আসতে অভ্যস্ত দেখো, তবে তার ঈমান আছে বলে অবশ্যই সাক্ষ্য প্রদান করো।
- কোনো ব্যক্তি যদি আল্লাহ তায়ালা এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তবে সে যেন সবসময় ভালো কথা বলে।
- “কুফর এবং ঈমান কখনই একসাথে থাকতে পারে না; যখন এগুলোর মধ্যে একটি উপস্থিত থাকে, তখন অন্যটি হারিয়ে যায়।”
- কারো প্রতি ভালবাসায় অন্ধ হয়ে যাওয়া এবং কোনো কারণে মতবিরোধ হলে তাকে নিয়ে যা-তা সমালোচনা করাটা নিজের হাতেই নিজের ঈমান ধ্বংস করার মত।
- “তোমরা যেই রূপে ঈমান এনেছো, তদ্রুপ তারাও যদি ঈমান আনে তাহলে নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্ত হবে।”
- “নিজের মধ্যে ঈমান আনার পরও যারা আল্লায় অবিশ্বাস করে এবং যাদের সত্য প্রত্যাখ্যান করার প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে তাদের দোয়া কখনও কবুল হবে না, কারণ এরা পথভ্রষ্ট।”
- “আপনার পছন্দের সবকিছু আপনার কাছে থাকার মাঝে কিন্তু সত্যিকারের সুখ নেই, বরং আপনার কাছে যা কিছু আছে তাই পছন্দ করার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। এটাই হলো ঈমানের ষষ্ঠ স্তম্ভ, অর্থাৎ ভাগ্যে বিশ্বাস করা।”
- মানুষের মধ্যেও বেশ কিছু লোক এমন আছে, যারা বলে যে আমরা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান আনয়ন করেছি; অথচ তারা কিন্তু মুমিন নয়।

ঈমান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বিশ্বাস নিয়ে কিছু উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

ঈমান নিয়ে কবিতা ও ছন্দ, Poems about Imaan or faith in Bangla

- তোর রাষ্ট্র ভাষা বাংলা, তোর রাষ্ট্র ধর্ম কি ?জন্ম সূত্রে মুসলিম হলেই, মুসলিম হয় নাকি।অন্তরে মোনাফেকি, মুখে ঈমান প্রীতি,রন্ধ্রে রন্ধ্রে পোষণ করিস, যত নাস্তিক নীতি।মুসলিম তুই ঈমান নিয়ে করিস লজ্জাবোধ,কাফির-নাস্তিক বাতিল নিয়ে করে গর্ববোধ।
- আল্লাহ্র উপর পূর্ণ আস্থা, যাবেনা কেন রাখা ? কোন সে প্রভু তোর, চালায় ঈমানের চাকা ।এক আল্লাহতেই যদি, তোর না থাকে বিশ্বাস,কোন সে শয়তান শক্তিতে, করিস পূর্ণ আশ্বাস। ঈমানদারের রূপ ধরিয়া, করিস ঈমান চুরি,মুসলিম নয়, মুরতাদ তুই, করিস মুশরিক গিরি।।
- সে ঈমান চাইনা আমি , যে ঈমান সত্য বলতে ভীতু হয়ে রয় ,সে ঈমান চাইনা আমি , যে ঈমান কাঁদেনা অন্যের দুঃখ দুর্দশায়।সে ঈমান চাইনা আমি, যে ঈমান বাতিলের সামনে হয় পরাজয়,সে ঈমান চাইনা আমি, যে ঈমান আল্লাহকে ভুলে মানুষকে পায় ভয়।সে ঈমান চাইনা আমি, যে ঈমান কাফেরদের সামনে মাথা নত হয়, সে ঈমান চাইনা আমি, যে ঈমান আল্লাহর কাছে অনেক প্রিয় নয়।সে ঈমান চাইনা আমি, যে ঈমান মুহাম্মদের প্রেমের জন্য নয়, সে ঈমান চাইনা আমি, যে ঈমান মুগ্ধ থাকে অশ্লীল বাজনায়।সে ঈমান চাইনা আমি, যে ঈমান বুলেট বোমা দেখলে পিছু হটে যায়, সে ঈমান চাইনা আমি, যে ঈমান অনাহারী রেখেও পেটটি পুরে খায়।
- পরিচ্ছদে যায় কি পাওয়া ঈমানদারীর আসল চিন?বেঈমানেরই রূপটা কিসে কোন রাহে পাই আসল দ্বীন?পাঁচটি বারের ছালাতেতে হয় কি ঈমান সব পুরা?ছালাত, ছিয়াম করলে পালন হয় কি দ্বীনের সব সারা?কিংবা সঠিক হয় কি পালন জাল হাদীছ জাল দলীলে?কোন রাহে হয় দীপ্ত ঈমান কোথা সঠিক দ্বীন মিলে?
- জাগ্রত কর মুক্ত হৃদয় আবার ঈমান আনো, কোথা ইসলাম? সে পথের পরে সন্ধানে দিঠে হানো।
- সবাই মিলে শপথ করো, মরো ঈমান নিয়ে, প্রিয় নবীর মান বাঁচাতে জীবনটাকে দিয়ে।
- মুসলমানে সৌভাগ্য ঈমান আলোতে, জীবন ধন্য হবে, ঈমানী মৃত্যুতে।
- দেখেছে কে প্রভু ভবে? আনিতে ঈমান, উঁচু মর্যাদায় তবু, বিশ্বাসের স্থান। মুহাম্মদের কালেমা, বাণী – -শাহাদাত ইসলাম প্রচারের চলে দাওয়াত। আল্লাহ অতুলনীয়, অদ্বিতীয় সত্তা বিশ্বাসের সর্বশ্রেষ্ট, পরম মহাত্মা।
- সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে।খোদার রহম মেঘের মতো ছায়া দেবে তরে।।
- আর কতো আক্ষেপ কষ্টের ক্রন্দন …চাই দৃঢ় মনোবল সত্যের বন্ধন!.রুখবে কে পরাজয় সব প্রপাগাণ্ডা, প্রয়োজন সত্যের অবিচল ঝাণ্ডা!প্রয়োজন সে ঈমান সেই মহামন্ত্রযার তেজ, শেষ করে দেবে ষড়যন্ত্র! কই বীর খালিদ আর তারিকের ভক্ত.. আজ নয়া চেতনায় প্রয়োজন রক্ত!
- চারদিকে মজলুম মুসলিম নিঃস্বমসজিদে হামলা নিশ্চুপ বিশ্ব!খ্রিস্টান ইহুদির একই প্রাণ, লক্ষ্য..দুর্বল হয়ে যাক ঈমানের বক্ষ!
- হে খোদা তুমি জগতের আমিন, তোমার পূর্ণ নিখিলে ভাসে দুনিয়ার দ্বীন।তোমার কোরআনের বাণীতে আশ্রিত মু’মিন॥ দ্বীনই মুসলিম তোমার ঈমানের জোরে, ছাড়িয়াছে ঘর, সংসার দুনিয়ার মোহ ত্যাগ করে।
- যারা কাফের দ্বীন হীন বেদুঈন, ছলনায় পড়ে মুসলিম হারিয়েছে দ্বীন।তারা রাসূলকে নিয়ে ঠাট্টা করে যায়,কখনও আবার ঈমান আমলের সুর গায়॥
- পড়বো কুরআন এবং নামাজ করবো মধুর জিকির..ঈমান-আমল নিয়ে হবে ফিকির ।মাগফিরাতের তুলবো ধ্বনি, আল্লাহ করবেন ক্ষমাধন্য… হবো করবো না পাপ জমা ।
- বাড়াবাড়ি ছাড়াছাড়ির হোক বাতায়ন বন্ধ, থাকলে ঈমান আমল লাগেনেক কাজে আনন্দ ৷
- আল্লা- তত্ত্ব জেনেছ কি, যিনি সর্বশক্তিমান?শক্তি পেলো না জীবনে যে জন, সে নহে মুসলমান।ঈমান! ঈমান! বল রাতদিন, ঈমান কি এত সোজা?ঈমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা?
- এই পৃথিবীর সবকিছুই ধোঁকা..খেয়ে নিবে এই সুন্দর দেহ পোকা।খুব অন্ধকার খোকা খুব অন্ধকার, ঈমান নিয়ে না এলে করে নির্মম প্রহার।


- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali
- বি আর আম্বেদকর জয়ন্তী ২০২৫- বি আর আম্বেদকরের জীবনী, অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, B.R Ambedkar’s life and inspirational quotes
- জীবন নিয়ে আল্লাহর বাণী, Best sayings of Allah about life in Bangla
- কুরান-এর বিশেষ কিছু উক্তি, বাণী, Best sayings of Quran in Bangla

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “ঈমান” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।