একসময় দেশের জনগণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কর ধার্য করার জন্য নির্দিষ্ট পণ্য এবং সার্ভিসের ওপর নানা ধরনের ট্যাক্স অন্তর্ভুক্ত করা হত। সেই করের অর্থ আলাদা আলাদা করে দিতে হত। কিন্তু ভারত সরকার দেশে নতুন একটি কর ধার্য করেন যার মধ্যে একসাথে সকল ট্যাক্স অন্তর্ভুক্ত করা রয়েছে। এই কর জিএসটি (GST) নামে পরিচিত।
জি.এস.টি সম্পর্কে বিভিন্ন তথ্য, Various information about GST
GST আজকাল সর্বত্রই বর্তমান। যেদিকেই যান না কেনো GST এর উল্লেখ থাকবেই। সমস্ত কেন্দ্রীয় তথা রাষ্ট্রীয় করের উপর ভিত্তি করে ধার্য এক ব্যাপক পরোক্ষ ট্যাক্স হল জি এস টি। পণ্য ও সেবার সরবরাহ ভিত্তিক খরচের কর হল GST।
আমাদের দেশ ভারত এক দ্বৈত GST মডেল গ্রহণ করেছে, যার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার GST- কে একসাথে একটি সাধারণ কর হিসেবে মূল্যায়ন করতে পারবে। পণ্য ও পরিষেবাগুলির অভ্যন্তর-রাষ্ট্রীয় সরবরাহের উপর ভিত্তি করে, কেন্দ্রীয় তথা রাজ্য জিএসটি প্রযোজ্য হবে।
একইভাবে, কেন্দ্রীয় সরকার কর্তৃক পণ্য এবং পরিষেবাদির ক্ষেত্রে ইম্পোর্ট সহ প্রতিটি আন্তঃ রাষ্ট্রীয় সরবরাহের ক্ষেত্রে সমন্বিত ইন্টিগ্রেটেড GST বা আইজিএসটি কর প্রযোজ্য হবে।
ইউনিক বিজনেস আইডিয়ার হদিস, Best and unique business ideas in Bengali
জিএসটি এর পুরো নাম কি ? What is the full form of GST?
জিএসটি বা GST এর পুরো নাম হল Goods And Services Tax, অর্থাৎ বাংলায় যাকে বলে ‘পণ্য এবং সেবার উপর ধার্য করা ট্যাক্স’। এই কর বা ট্যাক্স নির্দিষ্ট পণ্য তথা সেবা ভোগকারী সকল ক্রেতাদেরই সরকারকে দিতে হয়। এই কর বিক্রেতার মাধ্যমে সরকারের কাছে পৌঁছায়।
জিএসটি (GST) কয় প্রকার এবং কি কি? What are the types of GST and what are they?
আমাদের দেশে জিএসটি মূলত চার প্রকারের হয়। সেগুলো হল :
১. CGST : এর সম্পূর্ণ নাম হল Central Goods And Services Tax। এই অংশের আওতাভুক্ত করের অর্থ কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এই ধরনের কর কেন্দ্রীয় সরকার কর্তৃক আরোপিত তথা পরিচালিত হবে।
২. SGST : এর সম্পূর্ণ নাম হল State Goods And Services Tax। রাজ্য সরকার দ্বারা এই অংশের আওতাভুক্ত করের অর্থ নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ এই প্রকার কর রাজ্য সরকার দ্বারা আরোপিত ও পরিচালিত হবে।
৩. IGST : এর সম্পূর্ণ নাম হল Integrated Goods And Services Tax। এই অংশের আওতাভুক্ত কর সংক্রান্ত অর্থ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, উভয়েকেই প্রদান করতে হয়।
8. UTGST : এর সম্পূর্ণ নাম হল Union Territory Goods And Services Tax। ভারতের অন্তর্গত বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই প্রকার GST এর স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জিএসটি (GST) কবে চালু করা হয়েছিল? When was GST introduced?
বিশ্বে প্রথম GST চালু হয়েছিল ফ্রান্সে। ১৯৫৪ সালে উক্ত দেশে প্রথম জিএসটি চালু করা হয়। তবে ভারতে, ২০১৭ সালের ১ লা জুলাই থেকে জিএসটি কর চালু হয়েছিল।
জিএসটি কর কাদের ক্ষেত্রে প্রযোজ্য, To whom GST tax applies
আজকাল যেখানেই যাবেন থাকা-খাওয়া বা কিছু কেনার ক্ষেত্রে যে অর্থ ব্যয় করা হয় তাতে GST যোগ করা থাকে। বিলের কোনো রসিদ যদি দিয়ে থাকে তবে তাতেই দেখতে পাওয়া যায় যে GST হিসেবে কত অর্থ দিতে হচ্ছে খরচের মূল অর্থের সাথে লেখা থাকে। অন্যদিকে কোনো খাবারের জিনিস কিনলে দেখা যায় যে প্যাকেটে দামের সাথে GST কত তা নির্ধারিত করা থাকে। এইভাবে আমরা বুঝে নিতে পারি যে কোন জিনিসের ক্ষেত্রে আমাদেরকে কতটা কর দিতে হচ্ছে। এবার কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে GST কর প্রযোজ্য, জেনে নিন :
● দেশের যেকোনো ব্যক্তি, যার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন অংশে সারা বছরে ২০ লক্ষ অথবা তারও বেশি পরিমাণ অর্থের লেনদেন করতে হয়, তাকে সংশ্লিষ্ট রাজ্যকে জিএসটি কর দিতেই হবে।
● নিজ রাজ্য ছাড়া অন্য কোনও রাজ্যের সাথে অর্থ লেনদেন করা হলে সেক্ষেত্রে জিএসটি দেওয়া বাঞ্ছনীয়, সেক্ষেত্রে ২০ লক্ষের চেয়ে কম বা বেশি টাকার ব্যাপার থাকেনা, যত টাকাই হোক না কেন জিএসটি কর দিতে হবে।
● অনলাইনে কোনো জিনিসপত্র যদি কেনা হয় বা বিক্রি করা হলে জিএসটি কর দিতে হয়।
জি এস টি কর এর সুবিধাগুলো কি কি, What are the benefits of GST tax?
দেশে সরকার কর্তৃক যেকোনো নতুন কিছু শুরু করার ক্ষেত্রে এই বিষয়ে প্রাপ্ত সুবিধাগুলো সম্পর্কে জনগণের ভালোভাবে জেনে রাখা উচিত। জিএসটি কর এর সুবিধাগুলো হল :
● GST হল জনগণের জন্য একটি সহজবোধ্য কর কাঠামো।
● এতে কোনও রকম লুকানো কর অন্তর্ভুক্ত থাকেনা।
● জিএসটি করের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই করা হয় ফলে এতে রেজিস্ট্রেশন থেকে রিটার্ন সবকিছুই খুব সহজেই করা যায়।
● খুচরো বিক্রেতাদের ক্ষেত্রে অতিরিক্ত কর লাগেনা, সেজন্যই ব্যবসা করার ক্ষেত্রে খরচও কম হবে।
● পূর্বে ভ্যাট এবং সার্ভিস ট্যাক্স দিতে হত, যার ক্ষেত্রে প্রত্যেকটির একটি নিজস্ব রিটার্ন এবং কমপ্লায়েন্সও ছিল, কিন্তু জিএসটি-র ক্ষেত্রে একটি মাত্র রিটার্ন দাখিল করতে হবে।
আধুনিক শিক্ষায় ইন্টারনেট, Best use of Internet in Modern education in Bengali
জিএসটি কাউন্সিল গঠন, Formation of GST Council
আমরা ইতিমধ্যে জেনে গেছি যে GST বা পণ্য ও পরিষেবা কর হল দেশের একটি পরোক্ষ বা ভোগ কর যা ভারতে পণ্য এবং পরিষেবার সরবরাহে ব্যবহার করা হয়। এই কর ব্যবস্থা একটি ব্যাপক, বহুস্তর, গন্তব্য-ভিত্তিক কর। ব্যাপক বলার কারণ এটি দেশের সর্ব ক্ষেত্রে প্রায় সমস্ত রকম পরোক্ষ করকেই একসাথে অন্তর্ভুক্ত করেছে।
সাংবিধানিক 122 তম সংশোধনী বিলের মধ্যে দিয়ে 2016 সালের এপ্রিল মাসের থেকে ভারতে এক নতুন ধরনের কর ব্যবস্থা প্রয়োগ করা হয়। বিলটিতে ভারতের বর্তমান কর ব্যবস্থার প্রতিস্থাপন করার জন্য প্রস্তাব করা হয়েছে। সাংবিধানিক ধারা 279 A- এর মাধ্যমে জিএসটি প্রয়োগ এবং পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটি জিএসটি কাউন্সিল গঠন করা হয়েছিল। পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কর চার প্রকার কর স্তরে বা ট্যাক্স স্ল্যাবে প্রয়োগ করা হয়। সেই স্ল্যাবগুলো হল 5%, 12%, 16%, এবং 28%।
বিভিন্ন কোম্পানির বিস্তারিত তথ্যের মধ্যে দেখতে পাওয়া যায় যে এই GST স্ল্যাবের উল্লেখ করা আছে। এইরূপ উল্লেখ করার বিষয়টা বর্তমানে বাধ্যতামূলক।
ছবি সাজানোর সফটওয়্যার ডাউনলোড করার নিয়ম, Know how to download photo editing software in Bengali
জি এস টি কর প্রয়োগের অসুবিধাগুলি কি কি ? What are the disadvantages of GST tax implementation?
বিশ্বের প্রায় সকল বিষয়ের বেশ কিছু সুবিধা যেমন থাকে তেমনি কম বেশ অসুবিধাও অবশ্যই থাকে। জি এস টি কর প্রয়োগের ক্ষেত্রেই এই নিয়মে ব্যতিক্রম নেই, এক্ষেত্রে কি কি অসুবিধা দেখা দেয় জেনে নিন :
● ব্যবসায়ীদের ক্ষেত্রে করের পরিমাপ সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য বিদ্যমান অ্যাকাউন্টিং সফটওয়্যারটিকে জিএসটি-র অনুকূলে আপডেট করে নিতে হবে বা নতুন করে জিএসটি সফটওয়্যার ক্রয় করতে হবে , সেক্ষেত্রে সফটওয়্যার কেনার জন্য ব্যয় বাড়বে।
● নির্ধারিত জিএসটি না মেনে চললে জরিমানা হতে পারে, যেসব ছোট বা মাঝারি ব্যবসাগুলি এখনও ডিজিটাল ভাবে আত্মপ্রকাশ করেনি তাদের জিএসটি কর প্রদানের ব্যবস্থা করতে সময় লাগবে। ডিজিটাল ভাবে রেকর্ড রক্ষা করার পাশাপাশি সময়মত রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, কিন্ত অনেক ক্ষেত্রে সময়ের মধ্যে দাখিল করা সম্ভব হয় না।
● ছোট ব্যবসা, বিশেষ করে উৎপাদন খাতে জিএসটি -র অধীনে সমস্যার সম্মুখীন হতে হবে। এর আগে, কেবলমাত্র যেসব ব্যবসার লাভ ১.৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল তাদের কর দিতে হত , কিন্তু এখন যে কোনও ব্যবসা যার টার্নওভার ২০ লক্ষ টাকার বেশি হবে তাকে জিএসটি দিতে হবে।
● কয়লা এবং পেট্রোলিয়ামের মত শিল্পগুলো জিএসটি -র আওতায় আসে না, যা তেল বা পেট্রোলিয়াম কোম্পানিগুলির ক্ষেত্রে অসুবিধাজনক, কারণ সেক্ষেত্রে তারা ইনপুট ট্যাক্স ক্রেডিট এর জন্য দাবি করতে পারবে না।
● ভিন্ন ভিন্ন রাজ্যে ব্যবসা করতে থাকা কোম্পানিগুলোকে জিএসটি করের জন্য, প্রতিটি রাজ্যে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আর এইভাবে তাদের পরিচালনার খরচ বৃদ্ধি পায়।
- গুপ্তমুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি, Best details on Cryptocurrency in Bengali
- আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং, Best write-up on Outsourcing and freelancing in Bengali
- মোবাইল ব্যাংকিং, Know in detail about Mobile banking in Bengali
- সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম, Best write-up on Cyber crime in Bengali
- ই-লার্নিং ও আধুনিক শিক্ষা ব্যবস্থা, Know what is e-learning in Bengali
উপসংহার, Conclusion
বর্তমানে আমাদের দেশে GST এর প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়েছে। যদিও আমাদের মধ্যে অনেকেই এসব বিষয়ে সঠিক ভাবে অবগত নয়। তা সত্বেও বিভিন্নভাবে এই কর প্রদান করতে হচ্ছে সকলকেই।
সেক্ষেত্রে যারা GST স্ল্যাব সম্পর্কে জানেন তাদেরকেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আবার কিছু ক্ষেত্রে লাভের মুখও দেখছেন তারা। বিভিন্ন কোম্পানির বা বলতে গেলে প্রায় সকল ক্ষেত্রেই GST কর প্রদান বেশ কিছু ক্ষেত্রে সুবিধাজনক।