ই-লার্নিং ও আধুনিক শিক্ষা ব্যবস্থা, Know what is e-learning in Bengali


আজকের যুগে ই লার্নিং সম্পর্কে সকলেই অবগত। বিশেষত করোনা মহামারীর সময় থেকে বিশ্বের প্রায় সকলেই ই লার্নিং পদ্ধতির উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। তাছাড়া এই পদ্ধতি আমাদের অনেকটা সময় বাঁচায় এবং কর্মজীবনে প্রবেশ করার পরও আমরা এই পদ্ধতিতে অনেক কিছু শিখে নিতে পারি।

তবে ই লার্নিং এর ক্ষেত্রে বিভিন্ন সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। আজ এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা ই লার্নিং সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করবো।

ই-লার্নিং ও আধুনিক শিক্ষা ব্যবস্থা

ই-লার্নিং কি ? What is e-learning?

 ই-লার্নিং এর থাকা ‘ই’ এর অর্থ হল ‘ইলেক্ট্রনিক’ অর্থাৎ এটি হল একটি ইলেকট্রনিক শিক্ষা পদ্ধতি। অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা কোনো এক সংস্থা থেকে জরুরী বিষয়ে শিক্ষা গ্রহণ করাকেই ই-লার্নিং বলা হয়। বর্তমান যুগে ই-লার্নিং ছাত্র ছাত্রী তথা অফিস কর্মীদের মধ্যেও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, এর কারণ হল ই- লার্নিং এর মাধ্যমে নিজের মূল্যবান সময় এবং অর্থ ব্যয়, উভয়েরই সঠিক ব্যবহার করা যায়।

ই-লার্নিং কি

সবার শিক্ষা সর্বশিক্ষা অভিযান, Know about Education for all campaign in Bengali

ই-লার্নিং এর মাধ্যমে দক্ষতা অর্জন, Skill acquisition through e-learning

ছাত্রজীবনে থাকাকালীন সময়ে আমরা পড়াশুনার পাশাপাশি আরো বেশ কিছু কোর্স করার সুযোগ পাই, যেমন : কম্পিউটার কোর্স ইত্যাদি। এমন আরও বেশ কিছু ব্যাপারে আমাদের দক্ষতা থাকা জরুরি হয়, কিন্তু সময়ের অভাবে অনেক সময় আমরা সেইসব জ্ঞান অর্জন করতে পারিনা।

তবে চলার পথে কাজে লাগতে পারে এমন বহু কোর্স অনলাইনে রয়েছে যা ই-লার্নিং এর মাধ্যমে অনেকটা সহজেই করে নেওয়া যায়। যারা চাকরিজীবি অথবা ব্যবসায়িক জীবনে কাজের চাপে ব্যস্ত থাকেন, বা আপনার কাছে পর্যাপ্ত সময় না থাকার কারনে জরুরী জ্ঞান ও সৃজনশীল দক্ষতা অর্জনে পিছিয়ে আছেন, তবে আপনারা খুব সহজেই ই-লার্নিং এর মাধ্যমে নিজের অবসর সময়ে বিভিন্ন কোর্স করে প্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে পারেন।

এই শিক্ষা পদ্ধতিটি মূলত অনলাইন ভিত্তিক হয়, যেখানে নির্দিষ্ট শিক্ষামূলক প্লাটফর্ম থেকে বিভিন্ন ধরনের কোর্স এর ব্যবস্থা করা হয়, আপনি নিজের সুবিধা অনুযায়ী ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ইলেক্ট্রনিক লার্নিং ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। ই- লার্নিং কে আবার অনলাইন লার্নিং বা অনলাইন শিক্ষা হিসাবেও অভিহিত করা যায়। এক কথায় বলতে গেলে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানার্জনের বা দক্ষতা অর্জনের মাধ্যমকেই বলা হয় ই-লার্নিং।

ই-লার্নিং এর মাধ্যমে দক্ষতা অর্জন

মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali

বিদেশি শিক্ষা-প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জনের সুযোগ, Opportunity to obtain a degree from a foreign educational institution

বিভিন্ন দেশে অনলাইন শিক্ষা গ্রহণের পদ্ধতি চালু আছে। অনেকেই অফলাইন শিক্ষার পাশাপাশি অনলাইনে বিভিন্ন কোর্স করছে। অন্যদিকে আপনি ই-লার্নিংয়ের সাহায্যে দেশের বাইরের অর্থাৎ বিদেশের যেকোনো শিক্ষা-প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করার সুযোগ পাবেন এবং ডিগ্রীটি বিশ্বের সকল দেশেই গ্রহণযোগ্য হবে। অনলাইনে খোঁজ করলেই নিজের প্রয়োজন অনুযায়ী বহু কোর্স পাওয়া যায় যা বিভিন্ন সময়ে আমাদের কাজে লাগবে এবং আমাদের অনেক কাজ সহজ করে দেয়।

পৃথিবীর যেকোনো প্রান্তে বসে দক্ষতা অর্জনের সুবিধা, Ability to acquire skills anywhere in the world

ই-লার্নিংয়ে দক্ষতা অর্জনের জন্য আপনাকে আলাদা করে কোথাও যেতে হয় না, ঘরে বসেই শিক্ষা গ্রহণ সম্ভব। আপনি ইচ্ছে করলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বাসে চড়ার সময়, দোকানে ব্যাবসা করার সময়, অথবা বাড়িতে থেকেই আপনার প্রতিদিনের ক্লাস করতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে আপনার অতিরিক্ত ব্যয় হ্রাস করতে হলে নিশ্চিন্তে আপনি ই-লার্নিং কোর্স ব্যবহার করতে পারেন, কারণ ই-লার্নিং শিক্ষা ব্যবস্থায় সকল শিক্ষার্থীদের জন্য অডিও এবং ভিডিও রেকর্ড করে তার মাধ্যমে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়া হয় যাতে বিভিন্নভাবে নির্দিষ্ট কোনো বিষয়ে সৃজনশীল জ্ঞান প্রদান করা হয় থেকে।

পৃথিবীর যেকোনো প্রান্তে বসে দক্ষতা অর্জনের সুবিধা

শিক্ষা বিস্তারে গ্রন্থাগারের ভূমিকা, Know about Contribution of library in education in Bengali

ই-লার্নিং এর ব্যবহার বৃদ্ধি, Increasing use of e-learning

 ই-লার্নিং এর ব্যবহার দিনের পর দিন বেড়ে চলেছে বিভিন্ন দেশে, সহজভাবে নিজের সময় বাঁচিয়ে জরুরী জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা আছে বলেই হয়তো এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। 

ই-লার্নিং এর ব্যবহার বৃদ্ধি

ই-লার্নিং এর কিছু ব্যবহার, Some uses of e-learning

1. অনলাইনে জরুরী ভিত্তিতে দক্ষতা বিষয়ক কোর্স করে নিজের জ্ঞান বৃদ্ধি।

2. আজকাল ই-লার্নিং এর মাধ্যমে অনলাইনে MBA কোর্স করা সম্ভব।

3. ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং, কোডিং এবং বিভিন্ন প্রকার টেকনিকাল কোর্স করা যায়।

ই-লার্নিং পদ্ধতিতে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ভিডিও রেকর্ড প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন যা আমাদের জন্য বুঝতে সহজ হয়। তাছাড়াও বেশ কিছু শিক্ষণের বিষয় আছে যা স্ক্রিনের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হয়, যার মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানার সুযোগ পাওয়া যায়। তাই ই-লার্নিং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আমাদের দেশে বেশ কিছু জনপ্রিয় অনলাইন লার্নিং প্লাটফর্ম আছে, যেখানে প্রথম দিকে ফ্রিতে ক্লাস করার সুযোগ থাকে এবং পরে নিজের পছন্দ অনুযায়ী সামান্য অর্থ ব্যয় করে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষাগ্রহণ এর সুযোগ রয়েছে।

ই-লার্নিং এর কিছু ব্যবহার

নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজ, Students and Eradication of illiteracy in Bengali

ই-লার্নিং এর উপকারিতা, Advantages of e-learning

বর্তমান মানুষ নিজের বাড়িতে বসে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কোর্স এবং দক্ষতামূলক কোর্স করে নিচ্ছে, ই-লার্নিং এর ব্যবহারের এর থেকে ভালো উপকারিতা আর কিছুই হতে পারে না। তবুও এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। 

উপকারিতাগুলো হল :

১. ই-লার্নিং অনলাইন কোর্স সরবরাহ করার খুব দক্ষ একটি উপায়, যেখানে অতি সহজেই রেজিস্টার করা যায় ও সেই প্ল্যাটফর্মের অন্যান্য সকল নিয়ম-কানুন মেনে চলে অনলাইনে কোর্স করা যায়।

২. এই ক্ষেত্রে শারীরিক শ্রেণিকক্ষের কোনও প্রয়োজন হয় না, অনলাইনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ক্লাস করার সুযোগ পাওয়া যায়।

৩. অনেকেই আছেন যারা চাকরির পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে যেতে চান, তাদের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন ধরনের ই-লার্নিং ভিত্তিক কোর্স, এতে তাদের কাজ এবং পড়াশুনা দুটোই সহজে হয়।

৪. দেশ বিদেশে এমন অনেকেই আছেন যারা সময়ের জন্য প্রয়োজনীয় ডিগ্রীটি অর্জন করতে পারেন না, কিন্তু ই লার্নিং এর ক্ষেত্রে আপনি নিজের সুবিধা অনুযায়ী যেকোনো সময় প্রয়োজনীয় কোর্সের ক্লাসে যোগ দিতে পারেন এবং সহজেই নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী ডিগ্রি অর্জন করতে পারবেন ।

৫. অনলাইন শিক্ষায় দেশ বিদেশের বিভিন্ন অংশের বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবেন, অর্থাৎ ই-লার্নিং আপনাকে বিশ্বের যে কোনও কোণায় অবস্থিত যে কোনও ব্যক্তির কাছ থেকে শেখার সুযোগ দেয়।

৬. ই-লার্নিং এর মধ্য দিয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও থাকে, তাছাড়া বিভিন্ন নিবন্ধ থাকে যা পড়ে অনেক কিছু জানা যায় এবং বিভিন্ন ধরনের ভিডিও দেখার সুযোগ পাওয়া যায়।

৭. আলোচনা বোর্ড তথা আড্ডার মধ্য দিয়ে অনলাইনে অনেকের সাথে যোগাযোগ করা যায় এবং যদি কখনও কোনো পাঠ্য বিষয় সম্পর্কে বুঝতে গিয়ে সমস্যা থাকে তবে নিজের মনে থাকা সন্দেহগুলিও কোর্স এক্সপার্টদের সাথে আলোচনা করে সমাধান করতে পারবেন।

ই-লার্নিং এর উপকারিতা

ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য, Responsibilities and duties of student life in Bengali

ই-লার্নিং এর অপকারিতা, Disadvantages of e-learning

ই-লার্নিং এর বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও এর বেশ কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। সেগুলি হল :

১. যারা কম্পিউটারের ব্যবহার জানেন না তারা এই শিক্ষা ব্যবস্থার সাথে সহজে সংযোগ স্থাপন করতে পারেন না।

২. অনেক সময় ইন্টারনেটের সমস্যা থাকলে ভিডিও কনফারেন্স, ওয়েবিনারে সঠিক যোগাযোগ সম্ভব হয় না, এর তুলনায় মুখোমুখি বসে এক্সপার্টদের সাথে শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো আরও সহজে প্রকাশ করতে পারে।

৩. ই-লার্নিং এর জন্য একটি কম্পিউটার বা মোবাইল এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন, যার ব্যবস্থা করা অনেকের পক্ষে কষ্টকর।

ই-লার্নিং এর অপকারিতা

উপসংহার, Conclusion 

 ই-লার্নিং বিশ্বের বিভিন্ন অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নিঃসন্দেহে অনেক উন্নয়ন সাধন করছে। একটা সময় এমন ছিল যখন বাইরের দেশ থেকে কোনো প্রকার কোর্স করতে হলে সেইখানে সরাসরি উপস্থিত থাকতে হতো, কিন্তু এখন ই-লার্নিং এর সুবিধা থাকার ফলে বিশ্বব্যাপী যেকোনো স্থান থেকে যেকোনো বিষয়ের উপর কোর্স করে সার্টিফিকেট অর্জন করা যায়।

Recent Posts