কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টির সেরা রচনগুলির অন্যতম হল ‘ অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে লিরিক্স বাংলা হরফে । Ognibeena Baajao Tumi Kemon Kore Lyrics in Bengali
অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক’রে !
আকাশ কাঁপে তারার আলোর গানের ঘোরে ।।
তেমনি ক’রে আপন হাতে ছুঁলে আমার বেদনাতে,
নূতন সৃষ্টি জাগল বুঝি জীবন-‘পারে ।।
বাজে ব’লেই বাজাও তুমি সেই গরবে,
ওগো প্রভু, আমার প্রাণে সকল সবে ।
বিষম তোমার বহ্নিঘাতে বারে বারে আমার রাতে
জ্বালিয়ে দিলে নূতন তারা ব্যথায় ভ’রে ।।
Ognibeena Baajao Tumi Kemon Kore Lyrics in English Transcription। অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে লিরিক্স ইংরেজি হরফে
Ognibina baajao tumi kemon kore.
Aakash knaape taarar aalor gaaner ghore.
Temni kore aapon haate chnule aamar bedonate,
Nuton srishti jaaglo bujhi jiban-pare.
Baaje bolei baajao tumi sei gorobe,
Ogo probhu, aamar praane sokol sobe.
Bisham tomar bonhighaate baare baare aamar raate
Jwaaliye dile nutan taara byathay bhore.
অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে – গানটি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। Ognibeena Baajao Tumi Kemon Kore Song Information
পর্যায়য: পূজা
উপ-পর্যায়: বিরহ
তাল: তেওরা
রাগ: সাহানা
লেখা: ১৯১৪ (রাত্রি 13 আশ্বিন ১৩২১)
স্থানঃ শান্তিনিকেতন
প্রকাশিত: প্রবাসী
সংগ্রহঃ গীতালী
স্বরবিতান: ৪৪
স্বরলিপি লিখেছেন: অনাদিকুমার দস্তিদার
অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে গানটি দেখে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Ognibeena Baajao Tumi Kemon Kore Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।