অনেক দিয়েছ নাথ লিরিক্স । Onek Diyecho Nath Lyrics – By Rabindranath Tagore



বাংলা গানের রচনার ধারায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক অবিস্মরণীয় নাম। বহু উল্লেখযােগ্য ও সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে অন্যতম একটি গান হল ‘ অনেক দিয়েছ নাথ ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

অনেক দিয়েছ নাথ লিরিক্স বাংলা হরফে । Onek Diyecho Nath Lyrics in Bengali

অনেক দিয়েছ নাথ,
আমায় অনেক দিয়েছ নাথ,
আমার বাসনা তবু পুরিল না
দীনদশা ঘুচিল না, অশ্রুবারি মুছিল না,
গভীর প্রাণের তৃষা মিটিল না, মিটিল না ॥
দিয়েছ জীবন মন, প্রাণপ্রিয় পরিজন,
সুধাস্নিগ্ধ সমীরণ, নীলকান্ত অম্বর, শ্যামশোভা ধরণী।
এত যদি দিলে, সখা, আরো দিতে হবে হে–
তোমারে না পেলে আমি ফিরিব না, ফিরিব না ॥

Onek Diyecho Nath Lyrics in English Transcription । অনেক দিয়েছ নাথ লিরিক্স ইংরেজি হরফে

Anek diyechho naath,
Aamay anek diyechho naath,
Aamar baasona tobu purilo na –
Dinodasha ghuchilo na, oshrubaari muchhilo na,
Gobhiro praanero trisha mitilo na, mitilo na.
Diyechho jibano mono, praanopriyo porijano,
Shudhasnigdho somirano, nilokanto ambaro, shyamoshobha dharoni.
Eto jodi dile, sokha, aaro dite hobe hey –
Tomare na pele aami phiribo na phiribo na.

অনেক দিয়েছ নাথ গান সম্পর্কিত কিছু তথ্য । Onek Diyecho Nath song information

পর্যায়: পূজা

উপ-পর্যায়ঃ বিবিধ

তাল: ত্রিতাল

রাগ: আশাবরী-ভৈরবী

লিখিত: ১৮৮৭

স্বরবিতান:

স্বরলিপি লিখেছেন: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর/কাঙ্গালীচরণ সেন/সরলা দেবী

সুর: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

অনেক দিয়েছ নাথ গানটি দেখে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে। Onek Diyecho Nath Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts