রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা বার্তা, রবীন্দ্রনাথের অমূল্য বাণী ~ Collection of Great Bengali Quotes by Rabindranath Tagore



বাংলার অন্যতম মনীষী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুর্দান্ত সমস্ত বাণী নিয়ে আমরা আজ এসে গেছি. এই উক্তি গুলি আমরা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেছি শুধুমাত্র আপনাদের জন্যে. ভালো লাগলে উক্তিগুলি তথা পেজটি শেয়ার করুন.

রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রনাথের অমূল্য বাণী

We are here with the best Rabindranath Tagore quotes in Bengali, the largest collection available online. Read, Enjoy and please share with others.

রবীন্দ্রনাথের বাণী সমগ্র ~ Full Collection of Tagore’s Quotations

রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 1
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 2
  •  ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায়
  •  ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে
  •  নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।
  •  শর ভাবে, ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, শর, জান না সে কথা-আমারি অধীন জেনো তব স্বাধীনতা।
  •  অতীতকাল যত বড় কালই হ’ক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত। মনে থাকা উচিত তার মধ্যে জয় করবার শক্তি আছে।
  •  অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ সীমা হতে চায় অসীমের মাঝে হারা
  •  ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?
  •  আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম
  •  স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না
  •  আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা
  •  যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে, ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত।
  •  ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।
  •  পৃথিবীতে বালিকার প্রথম প্রেমেরমত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথমযৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মত সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন পোড়ায়।
  •  ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে।
  •  চোখ কতটুকুই দেখে কান কতটুকুই শোনো স্পর্শ কতটুকুই বোধ করে। কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে।
  •  যৌবনের শেষে শুভ্র শৎরকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের শেষে ফল ফলিবার এবং শস্য পাকিবার সময়
  •  দীর্ঘ আয়ু দীর্ঘ অভিশাপ বিচ্ছেদের তাপ নাশে সেই বড়ো তাপ
  •  সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহুর্তে সময় নেই
  •  যৌবনই ভোগের কাল বার্ধক্য স্মৃতিচারণের
  •  আমরা কথার অধীন, প্রধার অধীন অসংখ্য প্রবৃত্তির অধীন
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 3
রবীন্দ্রনাথের বাণী সমগ্র

রবীন্দ্রনাথের বাণী সমগ্র নিয়ে তৈরি আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি নেলসন ম্যান্ডেলার সেরা উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা বার্তা, Rabindra Jayanti wishes in Bengali

রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 4
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 5
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 6
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 7
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 8
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 9
  • “যেখানে থাকে স্বাধীনতার গান, সেখানেই রবীন্দ্রনাথ!” – কবিগুরুর সুরে-ছন্দে ভরে উঠুক হৃদয়, শুভ রবীন্দ্রজয়ন্তী!
  • “আমাদের চেতনার রঙ তিনি দিয়েছেন, আমাদের স্বপ্নের ভাষা তিনি গড়েছেন!” – কবিগুরুর জন্মদিনে প্রণাম!
  • “তোমার সুরের আকাশে আজো মেতে আছে মন!” – রবীন্দ্রনাথের গান, কবিতা আর ভাবনায় রঙিন হোক জীবন!
  • “যেখানে যাই, যা কিছু করি, রবীন্দ্রনাথ আছেন আমাদের অন্তরে!” – শুভ রবীন্দ্রজয়ন্তী!
  • “কবিগুরুর গান আর কবিতায় খুঁজে পাই জীবনের আসল মানে!” – এই দিনে হৃদয় ভরে থাক রবীন্দ্রসুরে!
  • “সৃজনশীলতার মূর্ত প্রতীক, মানবতার অগ্রদূত – রবীন্দ্রনাথ ঠাকুর!” – তাঁর আদর্শেই হোক জীবন আলোকিত!
  • “গান, কবিতা, গল্প, উপন্যাস—যে দিকেই তাকাই, রবীন্দ্রনাথের ছোঁয়া!” – শুভ রবীন্দ্রজয়ন্তী!
  • “আমাদের সংস্কৃতির মেরুদণ্ড, সাহিত্যের প্রাণ—তিনি রবীন্দ্রনাথ!” – এই দিনে প্রণাম কবিগুরুকে!
  • “তোমার সৃষ্টি যদি হয় অমর, তবে কেনই বা করব ভয়?” – কবিগুরুর সৃষ্টির আলোয় ভরে উঠুক জীবন!
  • “রবীন্দ্রনাথ মানেই প্রেম, প্রকৃতি, মানবতা আর স্বাধীনতার গান!” – এই দিনে গেয়ে উঠুক হৃদয়!
  • “যেখানেই থাকো, রবীন্দ্রনাথ আছেন তোমার পাশে!” – তাঁর কথা, সুর আর ভাবনায় বেঁচে থাকুক অনুপ্রেরণা!
  • “তিনি শুধু কবি নন, তিনি এক অনুভূতি!” – কবিগুরুর জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই!
  • “আকাশ জুড়ে রবীন্দ্রসুর, হৃদয়ে বাজে তাঁর অমর সৃষ্টি!” – শুভ রবীন্দ্রজয়ন্তী!
  • “তোমার গান গেয়ে, তোমার কবিতা পড়ে বড় হয়েছি আমরা!” – কবিগুরুর প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা!
  • “একজন কবি পারেন, ভাষা আর সংস্কৃতিকে চিরস্মরণীয় করে রাখতে!” – রবীন্দ্রনাথই তার প্রমাণ!
  • “যেখানে ভাষা, সুর ও প্রেমের কথা, সেখানেই রবীন্দ্রনাথ!” – তাঁর সৃষ্টি আমাদের চিরকালীন সম্পদ!
  • “রবীন্দ্রনাথের গান, কবিতা ও সাহিত্য ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ!” – এই দিনে তাঁকে স্মরণ করি শ্রদ্ধায়!
  • “তোমার সুরে, তোমার গানে জীবন পেয়েছি নতুন মানে!” – শুভ রবীন্দ্রজয়ন্তী!
  • “তাঁর কলম থেকে ঝরে পড়া শব্দগুলো আজও আমাদের পথ দেখায়!” – কবিগুরুর প্রতি অশেষ শ্রদ্ধা!
  • “সাহিত্য, সংগীত, দর্শন – সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথ চিরন্তন!” – তাঁর আলোয় আলোকিত হোক আমাদের পথ!
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 10
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 11
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 12
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 13

সম্পর্ক ও জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি – Lines on Relationship & Life by Rabindranath Tagore

রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 14
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 15
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 16
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 1
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 2
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 3
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 4
  •  ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ
  • তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ
  • আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ
  •  ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে
  •  কখনো বা চাঁদের আলোতে  কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে
  •  ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত
  •  আমার মৃত্যুকালে তোমাকে যে- কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও- না কেন আমি বহন করিতে পারিব।
  •  ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ, সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি। প্রেমের আলো যখনই পাই তখনই যেখানে চোখ মেলি সেখানেই দেখি, সীমার মধ্যে সীমা নাই।
  •  পুরুষের বুদ্ধি খড়গের মতো; শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো; যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।
  •  হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
  •  এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়
  •  নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়
  •  মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন
  •  অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না
  •  ‘কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।
  •  পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? নাহ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।
  •  আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 5
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 17
সম্পর্ক ও জীবন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 18

রবীন্দ্রনাথের বাণী সমগ্র নিয়ে তৈরি আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বারাক ওবামার জীবনী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

রবীন্দ্রনাথের অমূল্য বাণী 6
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 7
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 8

রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ বাণী, Rabindranath Tagore best quotes ever

  • বিশ্বাস হলো সেই পাখি যে আলো অনুভব করে এবং ভোরের অন্ধকার থাকা সত্ত্বেও গান গায়।”
  • “আমাদের অস্তিত্বের সেই দিক যার অভিমুখ অসীমের দিকে যা সম্পদ নয়, বরং স্বাধীনতা এবং আনন্দ খোঁজে।”
  • যখন তুমি এসেছিলে তুমি কেঁদেছিলে আর সবাই আনন্দে হেসেছিল; যখন তুমি যাও তখন হাসো এবং পৃথিবীকে তোমার জন্য কাঁদতে দাও।”
  • “নারীর স্বভাবের সবচেয়ে বড় পরিবর্তন আসে ভালোবাসার মাধ্যমে; পুরুষের মধ্যে, উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে”
  • “শুধু দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পার হওয়া যায় না।”
  • “শিশুকে নিজের শেখার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না
  • “আমি দূর-দূরান্তে ভ্রমণ করে অনেক টাকা খরচ করেছি এবং উঁচু পাহাড় এবং সীমাহীন সমুদ্র দেখেছি, তবুও আমার বাড়ি থেকে কয়েক কদম দূরে ঘাসের এক ফোঁটার শিশিরবিন্দু দেখার সময় পাইনি।”
  • “মৃত্যু আলো নিভিয়ে দেওয়া নয়; এটি কেবল প্রদীপ নিভিয়ে দেওয়া কারণ ভোর এসেছে।”
  • “ধূসর চুল জ্ঞানের লক্ষণ, যদি তুমি তোমার জিহ্বা ধরে রাখো, কথা বলো, আর সেগুলো কেবল চুলই, যেমনটা তরুণদের ক্ষেত্রে হয়।”
  • “আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম যে জীবন একটি আনন্দ। আমি জেগে উঠে দেখলাম যে জীবন হল সেবা। আমি অভিনয় করে দেখলাম, সেবা হল আনন্দ।”
  • “নির্বাণ মানে মোমবাতি নিভিয়ে দেওয়া নয়। এটি হল আগুনের শিখা নিভিয়ে দেওয়া কারণ দিন এসেছে।”
  • ভালোবাসা একটি অন্তহীন রহস্য কারণ এর ব্যাখ্যা দেওয়ার মতো কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।”
  • “তোমার জীবনকে সময়ের ধারে পাতার ডগায় শিশিরের মতো হালকাভাবে নাচতে দাও।”
  • “ফুলের পাপড়ি ছিঁড়ে তুমি ফুলের সৌন্দর্য সংগ্রহ করতে পারো না।”
  • “আমি যখন নিজের উপর হাসি তখন আমার নিজের বোঝা হালকা হয়।”
  • মৃত্যু আলো নিভিয়ে দেয় না; এটি কেবল প্রদীপ নিভিয়ে দেয় কারণ ভোর এসেছে।”
  • “আমি ঘুমিয়েছিলাম এবং স্বপ্ন দেখেছিলাম যে জীবন একটি আনন্দ।
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 9

রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা ইংরেজি উক্তি, Rabindranath Tagore quotes in English

রবীন্দ্রনাথের অমূল্য বাণী 10
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 11
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 12
  • The butterfly counts not months but moments, and has time enough
  • You can’t cross the sea merely by standing and staring at the water
  • If you shut the door to all errors, truth will be shut out.’
  • Love is an endless mystery because there is no reasonable cause that could explain it.”
  • “Everything comes to us that belongs to us if we create the capacity to receive it.”
  • “The real friendship is like fluorescence, it shines better when everything has darkened.”
  • “Love’s gift cannot be given, it waits to be accepted.”
  • Reach high, for stars lie hidden in you. Dream deep, for every dream precedes the goal.”
  • “The stars are not afraid to appear like fireflies.”
  • “The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existence.”
  • “We come nearest to the great when we are great in humility.
  • Let me not pray to be sheltered from dangers, but to be fearless in facing them.
  • If you cry because the sun has gone out of your life, your tears will prevent you from seeing the stars.’
  • “It is very simple to be happy, but it is very difficult to be simple.”
  • “The roots below the earth claim no rewards for making the branches fruitful.”
  • “Clouds come floating into my life, no longer to carry rain or usher storm, but to add colour to my sunset sky.”
  • “The greed for fruit misses the flower.”
  • “A mind all logic is like a knife all blade. It makes the hand bleed that uses it.”
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 13
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 14
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 15
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 16

সমাজ এর উপরে কবিগুরুর লেখনী – Tagore’s Quotes on Society

রবীন্দ্রনাথের অমূল্য বাণী 17
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 19
  •  কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে
  • যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে, ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত। সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই
  •  এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক  যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
  • হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে
  • যৌবনই ভোগের কাল বার্ধক্য স্মৃতিচারণের
  • আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না
  • দূরে কোন্‌ শয্যায় একা কোন্‌ ছেলে বংশীর ধ্বনি শুনে
  • ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে
  • অনুগ্রহ দুঃখ করে, দিই, নাহি পাই। করুণা কহেন, আমি দিই, নাহি চাই।
  •  তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।
  • অক্ষমের লোভ আলাদিনের প্রদিপের গুজব শুনলেই লাফিয়া অঠে
  • আমি পাইলাম , আমি ইহাকে পাইলাম
  • মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য
  • এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়
  • সাহেব সাজা বাঙালিদের প্রতি পদে ভয়, পাছে তারা বাঙালি বলে ধরা পড়েন
  • বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না
  •  আনন্দে আতঙ্কে নিশি নন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হাহা রবে ঝার সঞ্জীব বাধ উন্মাদিনী কালবৈশাখীর নৃত্য হোক তবে ।
  • সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট
  • বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান
  •  সংসারের কোন কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভাল বই লিখিবে
    rabindranath-tagore-bengali-lines--bongquotes
  • সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ
  • তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি
  • কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি
  •  লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই
  •  প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
  • অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে
  • অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না
  •  সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা – তরকারীতে লঙ্কামরিচের মত
  • নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে
  • আমরা কথার অধীন, প্রধার অধীন অসংখ্য প্রবৃত্তির অধীন
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 18
রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা 20
সমাজ এর উপরে কবিগুরুর লেখনী

রবীন্দ্রনাথের বাণী সমগ্র নিয়ে তৈরি আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মনীষীদের বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্রেম নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা – Thoughts on Love by Rabindranath in Bengali 

রবীন্দ্রনাথের অমূল্য বাণী 19
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 20
রবীন্দ্রনাথের অমূল্য বাণী 21
  • যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে
  •  সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব – আঁধারে মিশে গেছে আর সব।।
  •  আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।
  •  যে পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আর্কষণ করিতে পারে।
  •  ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে।
  •  শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই
  •  সংসারে সেরা লোকেরাই কুড়ে এবং বেকার লোকেরাই ধন্য। উভয়রে সম্মিলন হলেই মণি কাঞ্চন যোগ। এই কুঁড়ে বেকারে মিলনের জন্যইতো সন্ধ্যেবেলাটার সৃষ্টি হয়েছে।যোগীদরে জন্য সকালবেলা রোগীেদের জন্য রাত্রি কাজের লোকদের জন্য দশটা-চারটে।
  •  স্পন্দিত নদীজল ঝিলিমিলি করে , জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে । নৌকা ডাঙায় বাঁধা , কাণ্ডারী জাগে , পূর্ণিমারাত্রির মত্ততা লাগে
  • পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ।
  • ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। ~ রবীন্দ্রনাথ
  • অবাধ্য যার স্ত্রী, জীবন তার দুর্বিষহ। ~ রবীন্দ্রনাথ
  • বোবার শত্রু নেই একথা যে বলেছিলো, সে নিশ্চই অবিবাহিত ছিলো। ~ রবীন্দ্রনাথ
  • প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। ~ রবীন্দ্রনাথ
  • তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও।যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না। ~ রবীন্দ্রনাথ
  • পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে, এইজন্য তো বিবাহ । ~ রবীন্দ্রনাথ
  • স্ত্রীর সঙ্গে বীরত্ব করে লাভ কি? আঘাত করলেও কষ্ট, আঘাত পেলেও কষ্ট। ~ রবীন্দ্রনাথ
  • মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাসতে পারে, কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে । ~ রবীন্দ্রনাথ
  • শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই । ~ রবীন্দ্রনাথ
  • প্রেম মানুষ কে শান্তি দেয়। কিন্তু স্বস্তি দেয় না। প্রেমের মধ্যে ভয় না থাকলে প্রেমের রস নিবিড় হয় না। ~ রবীন্দ্রনাথ
  • নাম মানুষকে বড় করে না, মানুষই নাম কে জাগিয়ে তোলে। ~ রবীন্দ্রনাথ
  • আলো বলে, অন্ধকার তুই বড় কালো অন্ধকার বলে, ভাই তাই তুমি আলো। ~ রবীন্দ্রনাথ
  • ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। ~ রবীন্দ্রনাথ
  • সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো, যার অতীত ভালো ~ রবীন্দ্রনাথ
প্রেম নিয়ে রবীন্দ্রনাথের ভাবনা

রবীন্দ্রনাথের বাণী সমগ্র নিয়ে তৈরি আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অ্যাডলফ হিটলারের বিখ্যাত উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পরিশেষে, Conclusion

রবীন্দ্রনাথের বাণী সমগ্র নিয়ে তৈরি আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts