স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প ~ স্বাবলম্বী হওয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায় | Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa Application Form, Fees, Eligibility, Documents, All details in Bangla


স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য উদ্যোগ ।পশ্চিমবঙ্গ সরকার উক্ত প্রকল্প বা এসভিএসকেপি-র মাধ্যমে একক বা দলগত উদ্যোগে স্বাবলম্বী হতে এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে বৃহত্তর অংশের বেকার যুবক-যুবতীদের ।

রাজ্য সরকারের স্বরোজগার নিগম লিমিটেডের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হয়। পশ্চিমবঙ্গে বসবাসকারী , যাঁরা নিজেদের উদ্যমে কর্মসংস্থানে উদ্যোগী , তাঁদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্প । এই প্রকল্পের উদ্দেশ্যে রাজ্য সরকার, প্রদান করে থাকে প্রকল্প ব্যয়ের আর্থিক ভর্তুকি, তেমনই হাতে-কলমে কাজ শিখিয়ে উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যে পৌঁছে দিতেও সরকার বদ্ধপরিকর।

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প ~ স্বাবলম্বী হওয়ার এক গুরুত্বপূর্ণ অধ্যায় | Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa Application Form, Fees, Eligibility, Documents, All details in Bangla

প্রকল্পটির শুভ সূচনা

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পটিকে চিহ্নিত করা হয়েছিল গত ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর মাসে। ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে এই প্রকল্পের নাম রাখা হয়েছে‘আত্মমর্যাদা’ এবং এই প্রকল্প ব্যয় ১০ লক্ষ টাকা। দলগত উদ্যোগের ক্ষেত্রে এর নাম ‘আত্মসম্মান’ এবং সেক্ষেত্রে এই প্রকল্পের ব্যয় ২৫ লাখ টাকা। উদ্যোক্তা মোট প্রকল্প ব্যয়ের ৫ শতাংশ ব্যয়ভার বহন করবেন। কেবলমাত্র মেয়াদি ঋণের ক্ষেত্রে এই সরকারি ঋণ দেওয়া হয়ে থাকে।

প্রকল্পটির উদ্দেশ্য | Objective of SVSKP Scheme

স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তর পরিচালিত স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের উদ্দেশ্য  হল
রাজ্য জুড়ে সফল উদ্যোগী গড়ে তোলা। শহর ও গ্রাম—উভয় স্থানেই বেকার যুবক-যুবতীদের স্ব-নিযুক্তির উদ্দেশ্যে এটি একটি পথিকৃৎ প্রকল্প বলা যেতে পারে। প্রকল্পটি রূপায়িত হয়েছে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড (WBSCL)-এর মাধ্যমে। পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত মানুষেরা নিজের উদ্যোগে কোনও ব্যবসা বা কর্মসংস্থানের কাজ করতে চান এবং একই অঞ্চলের ৫ বা ততোধিক ব্যক্তি মিলে দল গঠন করে কোনও আর্থিক উদ্যোগ শুরু করে থাকেন, এই প্রকল্পের মাধ্যমে তাঁদের সরকারি ভরতুকি দেওয়া হয়ে থাকে তাঁদের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa Application Form, Fees, Eligibility, Documents, All details

প্রকল্প থেকে প্রাপ্ত সুবিধা | Benefits of SVSKP Loan

  • ক্ষুদ্র শিল্প যেমন ছোটো ছোটো উৎপাদন ক্ষেত্র, নির্মাণশিল্প, ব্যবসা, পরিষেবা, কৃষি-ভিত্তিক শিল্প, ফুলচাষ, উদ্যানপালন, প্রাণীপালন ইত্যাদির ক্ষেত্রে প্রকল্প ব্যয়ের ৩০ শতাংশ ভরতুকি বাবদ প্রাপ্তি ঘটে অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং দলগত উদ্যোগের ক্ষেত্রে ৩ লক্ষ ৫০ হাজার টাকা সুবিধাভোগীরা পেয়ে থাকেন। ন্যূনতম ৫ জনের দল হওয়া আবশ্যক এবং একটি পরিবারের শুধু একজন সদস্যই দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
  • প্রকল্পটিতে সুবিধাভোগীদের ভরতুকি প্রদান করার পাশাপাশি প্রশিক্ষণের ক্ষেত্রেও বিশেষ ভাবে আলোকপাত করা হয়েছে । রাজ্যের প্রান্তিক অঞ্চলের যুবক-যুবতীদের স্বনিযুক্তির ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে, অতএব আঞ্চলিক ক্ষেত্রে কাঁচামাল প্রাপ্তির ভিত্তিতে নানা ধরনের উৎপাদনমুখী কর্মসংস্থানের কথা পরিকল্পনা করা হয়েছে। স্থানীয়ভাবে যেসব কাঁচামাল লাভ করা সুবিধাজনক সেগুলিকে ভিত্তি করে ভিন্ন ধরনের প্রয়োজনীয় এবং নতুন জিনিস তৈরির প্রশিক্ষণ ও প্রদান করা হচ্ছে।
  • যে কাঁচামাল বাংলার গ্রামাঞ্চলে সুলভ তবে যেগুলির ব্যবহার অজানা থাকায় কাজে লাগানো যায়নি এতদিন, সেগুলি বর্তমানে যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে সুন্দর সুন্দর জিনিসের উৎপাদন হচ্ছে, রাজ্যের বাইরেও সেগুলির চাহিদা বাড়ছে যার ফলে আয় হচ্ছে অতি সহজেই; আর তার ই সাথে যোগ দিয়েছে বাংলার চিরাচরিত শিল্পকর্ম।

প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন অর্থাৎ যোগ্যতা | Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa Eligibility | SVSKP Loan Eligibility

  1. স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পটির শর্তানুযায়ী, ১৮ থেকে ৪৫ বছর বয়সি যে কোনো বেকার যুবক অথবা যুবতী যাদের পারিবারিক মাসিক আয় ১৫ হাজার টাকার নীচে তারা এই প্রকল্পে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে গ্রহণযোগ্য কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই সীমা পাঁচ বা তার বেশি সদস্য যুক্ত কোনো দলের প্রকল্পের ক্ষেত্রে সর্বাধিক ২৫ লক্ষ টাকা পর্যন্ত মঞ্জুর করে ।
  2. এই প্রকল্প অনুযায়ী ৫ শতাংশ অর্থ সুবিধাভোগীকে নিজেদের বিনিয়োগ করতে হবে। ৩০ শতাংশ অর্থ রাজ্য সরকার প্রদান করবে সরকারি অনুদান হিসাবে। (সর্বোচ্চ অনুদানঃ আত্মমর্যাদায় – ১.৫ লক্ষ টাকা, অত্মসন্মানে – ৩.৫ লক্ষ টাকা।) বাকি ৬৫ শতাংশ অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক/আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হারে ঋন হিসাবে প্রদান করা হবে।
  3. উদ্যোগীরা শিল্প, বাণিজ্য ও পরিেষবা সংক্রান্ত ইউনিট নতুন করে তৈরি করতে আবেদন করতে পারবেন।
  4. সুবিধাভোগী যদি ইতিপূর্বে সরকারি অনুদানপ্রাপ্ত অন্য কোনো স্বনিযুক্তি প্রকল্পে ঋণ পেয়ে থাকেন তাহলে সেই ঋণ পরিশোধ করার পর এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন।
  5. যেসব উদ্যোক্তারা অল্প মূলধন নিয়ে ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন তাঁরা এই প্রকল্প চলাকালীন কিংবা তার পরেও প্রকল্পের সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ এবং অনুদান পেতে সমর্থ ।

প্রকল্পটির জন্য কোথায় যোগাযোগ করবেন | Contact Details for Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa

পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড (West Bengal Swarojgar Corporation Ltd.)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানতে ।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর, ইস্ট ইন্ডিয়া হাউস (প্রথম তল), ২০বি আব্দুল হামিদ স্ট্রিট, কলকাতা-৬৯,

email : [email protected]

জেলা বা মহকুমা:

যে কোনও যোগ্যতাসম্পন্ন উদ্যোগী ব্লক/পৌরসভা/বরো স্তরের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর থেকে ফর্ম সংগ্রহ করতে হবে ও সংশ্লিষ্ট এলাকার প্রকল্প সহায়কের কাছে প্রকল্প প্রতিবেদন-সহ জমা দিতে হবে। প্রকল্প সহায়করা এ কাজে সাহায্য করে থাকেন।

প্রকল্পের সুবিধা পেতে কিছু আইনি নিয়মবিধি | Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa Legal Rules

  • সুবিধাভোগীকে যে কোনো শিল্প বা ব্যবসার ক্ষেত্রেই সংশ্লিষ্ট পুরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।
  • সুবিধাভোগীকে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে।
  • ঋণ মঞ্জুর হয়ে গেলে নিজেদের দেয় উল্লিখিত ৫ শতাংশ অর্থ সংশ্লিষ্ট ব্যাঙ্কে পৃথক অ্যাকাউন্ট খুলে জমা দেওয়া বাঞ্ছনীয় ।
  • নির্ধারিত সময় অনুসারে কিস্তিভিত্তিক সুদসহ ব্যাংক ঋণ পরিশোধ করতে হবে এবং ঋণ পরিশোধ না করলে ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট’ অনুযায়ী সুবিধাভোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও বিশদভাবে জানতে নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে বা ক্লিক করতে পারেন নিচের এই ওয়েবসাইটটিতে : https://shg.wbscl.in/home/swami_vivekananda

এসভিএসকেপি প্রকল্পের অধীনে ভর্তুকি প্রয়োগের জন্য প্রয়োজনীয় নথি | Documents for Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa

  • জন্মের শংসাপত্র / প্রবেশপত্র (২ এমবি, ফর্ম্যাট জেপিজি, জেপিজি),
  • প্যান কার্ড (২ এমবি, ফর্ম্যাট জেপিজি, জেপিজি)।
  • বিডিও থেকে নিয়োগ এক্সচেঞ্জ কার্ড / বেকারত্বের শংসাপত্র (২ এমবি, ফর্ম্যাট জেপিজি, জেপিজি)।
  • এসসি / এসটি / ওবিসি শংসাপত্র (২ এমবি, ফর্ম্যাট জেপিজি, জেপিজি),
  • রঙ্গিন ছবি (২ এমবি, ফর্ম্যাট জেপিজি, জেপিজি),
  • পরীক্ষিত প্রকল্পের প্রতিবেদন (পিডিএফ ফর্ম্যাট, আকার)2 এমবি),
  • স্বাক্ষর (পিডিএফ ফর্ম্যাট, আকার ২ এমবি),
  • স্ব জমি নথি বা পিতা / মাতার কাছ থেকে এনওসিযার নাম জমি নিবন্ধিত আছে বা চায়ের ব্যবস্থাপকের কাছ থেকে বাড়ির মালিক / এনওসি থেকে এনওসিচা বাগানের জমির ক্ষেত্রে বাগান হ’ল (২ এমবি, ফর্ম্যাট জেপিজি, জেপিজি),
  • বাণিজ্য লাইসেন্স(২ এমবি, ফর্ম্যাট জেপিজি, জেপিজি)

উদ্যোগীর কর্ম বিনিয়োগ কেন্দ্রের কার্ড না থাকলে

উদ্যোগীদের কর্মবিনিয়োগ কেন্দ্রের কার্ড না থাকলে তাদের এই প্রকল্পের সুযোগ নেবার জন্য বেকারী সংক্রান্ত শংসাপত্র নিতে হবে –
১) ব্লক এলাকার জন্য – গেজেটেড অফিসার বা গ্রামপঞ্চায়েত প্রধান।
২) পৌর এলাকার জন্য – গেজেটেড অফিসার বা পৌরসভার কাউন্সিলার।
৩) পৌর নিগমের ক্ষেত্রে – গেজেটেড অফিসার বা পৌরনিগমের কাউন্সিলার।

আবেদনপত্র সংগ্রহ করার পদ্ধতি | SVSKP Loan Application Process

উপভোক্তা আবেদনপত্র সংগ্রহ করতে গেলে তাঁকে নিজের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ব্লক / পৌর / বোরো স্বনিযুক্তি আধিকারিক – র অফিস থেকে তা সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্র ১ কপি প্রকল্পসহ সেখানেই জমা দিতে হবে। তার সাথে উপভোক্তার বয়স, বাসস্থান, পারিবারিক আয় সম্পর্কিত প্রমাণপত্র এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড অথবা উপরে উল্লিখিত শংসাপত্র যুক্ত করা একান্ত বাঞ্ছনীয় ।

প্রয়োজনে কিছু যোগাযোগ নম্বর | SVSKP Loan Contact Number

প্রয়োজনে যোগাযোগ করুন জেলা স্বনির্ভরগোষ্ঠী ও স্বনিযুক্তি আধিকারিকআলিপুরদুয়ার – (০৩৫৬৪) ২৫৫১০৬

  • বাকুঁড়া – (০৩২৪২) ২৪০০১৭বীরভূম – (০৩৪৬২) ২৫৯৩৮২
  • বর্ধমান – (০৩৪২২) ৬৬৩৯২৩
  • পূর্ব বর্ধমান –পশ্চিম বর্ধমান –কোচবিহার – (০৩৫৮২) ২২৩২০৩
  • দক্ষিণ দিনাজপুর – (০৩৫২২) ২৩৫৬১২
  • দার্জিলিং –হুগলী – (০৩৩) ২৬৮১ ২৬৮৪
  • হাওড়া – (০৩৩) ২৬৩৭ ৪০৫৭
  • জলপাইগুড়ি – (০৩৫৬১) ২২৪১৩২
  • ঝারগ্রাম –কলকাতা – (০৩৩) ২২৮৬ ৬৪১১
  • কালিম্পং –মালদা – (০৩৫১২) ২২৩১৩৫
  • মুর্শিদাবাদ – (০৩৪৮২) ২৫৮৩৮০
  • নদীয়া – (০৩৪৭২) ২২৩৬৪৬
  • দক্ষিণ ২৪ পরগণা – (০৩৩) ২৫৮৪ ৬৩৯৩
  • পশ্চিম মেদিনীপুর – (০৩২২২) ২৬৩৩১০
  • পূর্ব মেদিনীপুর – (০৩২২৮) ২৬৩৪৭৯
  • পুরুলিয়া – (০৩২৫২) ২২৪২০০
  • উত্তর ২৪ পরগণা – (০৩৩) ২৪৪৯ ০৮২৫
  • উত্তর দিনাজপুর – (০৩৫২৩) ২৪৬৪১৫

আবেদন ফর্ম ডাউনলোড | Swami Vivekananda Swanirbhar Karmasansthan Prakalpa Application Form Download | SVSKP Loan Form Download

এই প্রকল্পটি সম্পর্কিত আবেদন ফর্ম ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করুন :

Download Form for SVSKP here – https://shg.wbscl.in/home/forms_svskp

FAQ :

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পটি সূত্রপাত কবে হয়েছিল ?

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পটিকে চিহ্নিত করা হয়েছিল গত ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর মাসে।

আত্মমর্যাদা এবং আত্মসম্মান প্রকল্পের ভূমিকা কি এ ক্ষেত্রে ?

ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে এই প্রকল্পের নাম রাখা হয়েছে‘আত্মমর্যাদা’ এবং এই প্রকল্প ব্যয় ১০ লক্ষ টাকা। দলগত উদ্যোগের ক্ষেত্রে এর নাম ‘আত্মসম্মান’ এবং সেক্ষেত্রে এই প্রকল্পের ব্যয় ২৫ লাখ টাকা।

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান যোজনার সুবিধা পেতে কোথায় যোগাযোগ করবেন ?

পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড (West Bengal Swarojgar Corporation Ltd.)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর, ইস্ট ইন্ডিয়া হাউস (প্রথম তল), ২০বি আব্দুল হামিদ স্ট্রিট, কলকাতা-৬৯, email : [email protected] জেলা বা মহকুমা: যে কোনও যোগ্যতাসম্পন্ন উদ্যোগী ব্লক/পৌরসভা/বরো স্তরের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর থেকে ফর্ম সংগ্রহ করে সংশ্লিষ্ট এলাকার প্রকল্প সহায়কের কাছে প্রকল্প প্রতিবেদন-সহ জমা দেবেন। প্রকল্প সহায়করা এ কাজে সাহায্য করবেন।

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারেন ?

প্রকল্পটির শর্তানুযায়ী, ১৮ থেকে ৪৫ বছর বয়সি যে কোনো বেকার যুবক/যুবতী, পারিবারিক মাসিক আয় ১৫ হাজার টাকার নীচে হলে এই প্রকল্পে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্কে গ্রহণযোগ্য কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

Recent Posts