আজি এ ভারত লজ্জিত হে গানের কথা । Aaji A Bhaarot Lojjito Hey Song Lyrics – By Rabindranath Tagore



রবীন্দ্র-সংগীতগুলি সময়ের সাথে সাথে সমসাময়িক হয়ে উঠেছে। কবিগুরুর অনবদ্য সৃষ্টির মধ্যে বিশেষ তাৎপর্যবাহী গানগুলোর মধ্যে একটি হল ‘ আজি এ ভারত লজ্জিত হে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আজি এ ভারত লজ্জিত হে গানের লিরিক্স বাংলা হরফে । Aaji A Bhaarot Lojjito Hey Song Lyrics in Bengali

আজি এ ভারত লজ্জিত হে,
হীনতাপঙ্কে মজ্জিত হে ॥
নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা–
অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে ॥
ধিক্‌কৃত লাঞ্ছিত পৃথ্বী ‘পরে, ধূলিবিলুন্ঠিত সুপ্তিভরে–
রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে ॥
পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে,
পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে ॥

Aaji A Bhaarot Lojjito Hey Song Lyrics in English Transcription । আজি এ ভারত লজ্জিত হে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aaji e bhaarot lojjito hey,
Hinotaponke mojjito hey.
Naahi pourush, naahi bicharona, kothin toposya, sotyosaadhona –
Ontore baahire dhorme korme sokoli bromhobiborjito hey.
Dhikkrito laanchhito prithwipare dhuliluntthito suptibhore –
Rudro, tomar nidarun bojre koro taare sohosa torjito hey.
Porbote praantore nogore graame jaagroto bhaarot bromher naame,
Punye birje obhoye amrite hoibe poloke sojjito hey.

আজি এ ভারত লজ্জিত হে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaji A Bhaarot Lojjito Hey Song Information

পর্যায়: স্বদেশ

তাল: ত্রিতাল

রাগ: ভূপালী

লিখিত: ১৯০০

প্রকাশিত: ধর্ম সঙ্গীত

স্বরবিতান: ৪৭

স্বরলিপি লিখেছেন: সরলা দেবী

আজি এ ভারত লজ্জিত হে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaji A Bhaarot Lojjito Hey Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts