আজি বাংলাদেশের হৃদয় হতে গানের কথা । Aaji Bangladesher Hridoy Hote Song Lyrics – By Rabindranath Tagore



নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আজি বাংলাদেশের হৃদয় হতে’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে   আপনারা খুব সহজেই  গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন।  তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আজি বাংলাদেশের হৃদয় হতে গানের লিরিক্স বাংলা হরফে । Aaji Bangladesher Hridoy Hote Song Lyrics in Bengali

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥
ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥
তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥
যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি–
আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥
আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী–
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥

Aaji Bangladesher Hridoy Hote Song Lyrics in English Transcription । আজি বাংলাদেশের হৃদয় হতে গানের লিরিক্স ইংরেজি হরফে

Aaji baangladesher hridoy hote kokhon aaponi
Tumi ei aporup rupe baahir hole janoni.
Ogo maa, tomay dekhe dekhe aankhi naa phire !
Tomar duwar aaji khule gechhe sonar mondire.
Daan haate tor khorgo jwale, bnaa haat kore shankahoron,
Dui noyone sneher hnaasi, lolaatnetro aagunboron.
Ogo maa, tomar ki muroti aaji dekhi re !
Tomar duwar aaji khule gechhe sonar mondire.
Tomar mukto kesher punjo meghe lukay ashoni,
Tomar aanchal jhole aakashtole, roudrobosoni.
Ogo maa, tomay dekhe dekhe aankhi naa phire !
Tomar duwar aaji khule gechhe sonar mondire.
Jakhon anaadare chaaini mukhe bhebechilem dukhini ma
Aachhe bhaanga ghore ekla pore, dukher bujhi naaiko seema.
Kotha se tor doridro besh, kotha se tor molin haasi –
Aakashe aaj chhoriye gelo oi choroner deeptiraashi.
Ogo maa, tomar ki muroti aaji dekhi re !
Tomar duwar aaji khule gechhe sonar mondire.
Aaji dukher raate sukher srote bhaasao dhoroni –
Tomar abhay baaje hriday maajhe hriday haroni.
Ogo maa, tomay dekhe dekhe aankhi naa phire.
Tomar duwar aaji khule gechhe sonar mondire.

আজি বাংলাদেশের হৃদয় হতে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaji Bangladesher Hridoy Hote Song Information

পর্যায়: স্বদেশ (২১)

তাল: একতাল

রাগ: বিভাস-বাউল

অঙ্গ: বাউল

লিখিত: 1905

প্রকাশিত: ভান্ডার

স্বরবিতান: ৪৬

স্বরলিপি লিখেছেন: ইন্দিরা দেবী চৌধুরানী/অনাদিকুমার দস্তিদার

আজি বাংলাদেশের হৃদয় হতে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaji Bangladesher Hridoy Hote Song Video

গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।

Recent Posts