কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারত তথা বিশ্বের গর্ব | তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে একটি হল ‘ আমার সকল রসের ধারা ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমার সকল রসের ধারা গানের লিরিক্স বাংলা হরফে । Aamar Sokol Roser Dhaara Song Lyrics in Bengali
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা ॥
জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ,
তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখিতারা ॥
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার ॥
ছড়িয়ে-পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লও গো তুলি,
গলার হারে দোলাও তারে গাঁথা তোমার ক’রে সারা॥
Aamar Sokol Roser Dhaara Song Lyrics in English Transcription । আমার সকল রসের ধারা গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamar sokol roser dhaara
Tomate aaj hok-na haara.
Jibon jure laaguk porosh, bhubon bepe jaaguk horosh,
Tomar rupe moruk dube aamar duti aankhitaara.
Haariye-jaawa monti aamar
Phiriye tumi aanle aabar.
Chhoriye-pora aashaguli kuriye tumi low go tuli,
Golar haare dolao taare gnaatha tomar kore saara.
আমার সকল রসের ধারা গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamar Sokol Roser Dhaara Song Information
পর্যায়: পূজা (62)
উপ-পর্যায়: বন্ধু
তাল: ত্রিতাল
রাগ: ইমন
লেখা: 1914 (১০ ভাদ্র ১৩২১)
স্থানঃ সুরুল
সংগ্রহঃ গীতালী
স্বরবিতান: 43
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমার সকল রসের ধারা গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamar Sokol Roser Dhaara Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।