নিত্য নতুন সৃষ্টির সাথে তাল মিলিয়ে বর্তমান যুগেও ঠিক একইভাবে প্রাসঙ্গিক রবীন্দ্র সৃষ্টিসমূহ যার সাথে মিশ্রণ ঘটেছিল প্রাচীন সঙ্গীতধারারও । বিশ্বকবির সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমারে করো তোমার বীণা ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমারে করো তোমার বীণা গানের লিরিক্স বাংলা হরফে । Aamare Koro Tomar Bina Song Lyrics in Bengali
আমারে করো তোমার বীণা, লহো গো লহো তুলে
উঠিবে আজি তন্ত্রীরাজি মোহন অঙ্গুলে ॥
কোমল তব কমলকরে, পরশ করো পরান-‘পরে,
উঠিবে হিয়া গুঞ্জরিয়া তব শ্রবণমূলে ॥
কখনো সুখে কখনো দুখে কাঁদিবে চাহি তোমার মুখে,
চরণে পড়ি রবে নীরবে রহিবে যবে ভুলে।
কেহ না জানে কী নব তানে উঠিবে গীত শূন্য-পানে,
আনন্দের বারতা যাবে অনন্তের কূলে ॥
Aamare Koro Tomar Bina Song Lyrics in English Transcription । আমারে করো তোমার বীণা গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamare koro tomar bina, loho go loho tule.
Utthibe aaji tontriraaji mohono ongule.
Komol tobo komolokore, porosh koro poran-pore,
Utthibe hiya gunjoria tobo shrobonomule.
Kokhono sukhe kokhono dukhe knaadibe chaahi tomaro mukhe,
Chorone pori robe nirobe rohibe jobey bhule.
Keho naa jaane ki nobo taane utthibe geeto shunyo-paane,
Aanonder baarota jaabe onontero kule.
আমারে করো তোমার বীণা গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamare Koro Tomar Bina Song Information
পর্যায়: প্রেম (33)
উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র
তাল: দাদরা
রাগ: খাম্বাজ
লিখিত: 1894 (১৯ জৈষ্ঠ ১৩০১)
স্বরবিতান: 10
স্বরলিপি লিখেছেন: ইন্দিরা দেবী চৌধুরানী / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
আমারে করো তোমার বীণা গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamare Koro Tomar Bina Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।