কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টির সেরা রচনাগুলির অন্যতম হল ‘ আমি চিনি গো চিনি ‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমি চিনি গো চিনি গানের লিরিক্স বাংলা হরফে । Ami Chini Go Chini Song Lyrics in Bengali
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ।
তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী ॥
তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে,
তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী ।
আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান,
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী ।
ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে,
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী ॥
Ami Chini Go Chini Song Lyrics in English Transcription । আমি চিনি গো চিনি গানের লিরিক্স ইংরেজি হরফে
Aami chini go chini tomare ogo bideshini.
Tumi thaako sindhupaare ogo bideshini.
Tomay dekhechhi shaarodopraate, tomay dekhechhi maadhobi raate,
Tomaay dekhechhi hridi maajhare, ogo bidesini.
Aami aakashe paatiya kaan shunechhi shunechhi tomari gaan,
Aami tomare snopechhi praan ogo bidesini.
Bhubon bhromiya sheshe aami esechhi nuton deshe,
Aami otithi tomari dwaare ogo bidesini.
আমি চিনি গো চিনি গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Ami Chini Go Chini Song Information
পর্যায়: প্রেম (86)
উপ-পর্যায়: প্রেম-বৈচিত্র
তাল: একতাল
রাগ: খাম্বাজ-কীর্তন
অঙ্গ: কীর্তন
লিখিত: 11 ই অক্টোবর 1895
স্বরবিতান: ৫০ (শেফালি)
স্বরলিপি লিখেছেন: দিনেন্দ্রনাথ ঠাকুর / জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর / সরলা দেবী
আমি চিনি গো চিনি গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Ami Chini Go Chini Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।