বিশ্বকবির সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘আমি চঞ্চল হে’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমি চঞ্চল হে গানের লিরিক্স বাংলা হরফে । Ami Choncholo Hey Song Lyrics in Bengali
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে
তারি আশা চেয়ে, থাকি বাতায়নে,
ওগো, প্রাণে মনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী,
আমি সুদূরেরও পিয়াসি।
ওগো সুদূর, বিপুল সুদূর,
তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি,
মোর ডানা নাই, আছি এক ঠাঁই
সে কথা যে যাই পাশরি,
আমি চঞ্চল হে
আমি সুদূরেরও পিয়াসি।
আমি উন্মনা হে
হে সুদূর আমি উদাসী,
রৌদ্র-মাখানো অলস বেলায়
তরুমর্মরে ছায়ার খেলায়,
কী মুরতি তব নীল আকাশে
নয়নে উঠে গো আভাসি,
হে সুদূর, আমি উদাসী।
Ami Choncholo Hey Song Lyrics in English Transcription । আমি চঞ্চল হে গানের লিরিক্স ইংরেজি হরফে
Ami Choncholo Hey
Ami sudurero piyashi
Din chole jaay ami anmone
Taari asha cheye thaki bataone
Ogo praane mone ami je tahari
Porosh pabar proyashi
Ogo sudur bipul sudur
Tumi je bajao byakul bashori
Mor dana nai achi ek thai
Se kotha je jai pashori
Ami unmona hey
Hey sudur ami udashi
Roudro makhano olosh belay
Toru mormore chayar khelay
Ki muroti tobo neel akashe
Noyone uthey go abhashi
Ami Chanchal Hey
আমি চঞ্চল হে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Ami Choncholo Hey Song Information
পর্যায়: বিচিত্র – 65
তাল: দাদরা
রাগ: ভৈরবী
লিখিত: 1903
সংগ্রহঃ উৎসর্গ
স্বরবিতান: 36
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমি চঞ্চল হে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Ami Choncholo Hey Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।