সাধারণত প্রাপ্তির মধ্যে সুখ ও অপ্রাপ্তির মধ্যে বেদনা লুকিয়ে থাকে কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র । কখনো সব পেয়েও তার দুঃখ মোছে না আবার না পেয়েও সুখের আস্বাদ অনুভব করে সে । তবে এই পাওয়া না পাওয়ার গণ্ডি পেরিয়ে এ কথাটি অনস্বীকার্য যে কোনো মানুষই বঞ্চিত হতে কোনোভাবে চায় না কারণ বঞ্চনার মধ্যে রয়েছে এমন এক বেদনা যা মানুষকে শেষ করে দেয় । তা সে ধনসম্পত্তি হোক বা নিজের অধিকার কিংবা প্রেম ~ভালোবাসা; সব ক্ষেত্রেই বঞ্চিত হওয়ার জ্বালা হৃদয় বিদারক। তেমনই কিছু মর্মস্পর্শী লাইন নিচে উল্লেখ করা হল যা মানুষের না পাওয়ার অনুভূতিকে প্রকট করতে যথেষ্ট ।
ভালোবাসায় বঞ্চিত হবার কিছু উক্তি ও ক্যাপশন, Love Deprived Quotes in Bengali
- হাজারটা সুখময় মুহূর্ত একটি গভীর কষ্টকে মুছে ফেলতে পারে না…কিন্তু, না পাওয়ার বেদনা এতটাই প্রবল যা হাজারটা সুখের স্মৃতিকে নিমেষেই মুছে ফেলতে পারে…এটিই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি।
- তোমাকে না পাওয়ার বেদনা ভুলবো না কখনো;তুমি আজ চোখের আড়ালে ,তোমার প্রতিধ্বনি অন্তরে বাজে এখনো …
- না পাওয়ার জ্বালা যে কী ভীষণ; তা যে বোঝে কেবল সে-ই তা জানে । পাবোনা তোমায় জেনেও ভালোবেসেছি অফুরান ;দেখেছি তোমায় দূর থেকে চাইনি কখনো ভালোবাসার প্রতিদান।
- যাকেই চেয়েছি আমি গিয়েছে সে দূরে সরে না পাওয়ার বেদনায় আজ আমি অভ্যস্ত ,কান্না ভরে আছে পুরো অন্তরজুড়ে !
- জীবনে যা পেয়েছো তা নিয়ে গর্ব কোরো না ; বরং যা পাও নি তা নিয়ে চিন্তা কর, চেষ্টা কর। একসময় না পাওয়াটাও প্রাপ্তিতে পরিণত হবে ।
- জীবনে যদি কিছু না পাওয়া থাকে তা নিয়ে দুঃখ না করে, তাকে নিজের শক্তি বানিয়ে নাও। কে বলতে পারে ? হয়তো তার চেয়ে অনেক ভালো কিছুই তোমার জন্য অপেক্ষা করছে !
- অন্যকে সাহায্য করা এক মহৎ কাজ তবে কখনোই তা নিজেকে বঞ্চিত করে নয় !
- না পাওয়ার কষ্ট যার সহ্য হয়ে গেছে, সে আর পাওয়ার জন্য উতলা হয়ে ওঠে না।
- ভালোবাসাই হোক বা অন্য যে কোন অনুভূতি , জোর করে আদায় করার চেয়ে বরং সেটি না পাওয়াই অধিক শ্রেয়।
কোন কিছু না পাওয়া মানেই ব্যর্থতা নয়, হতে পারে এখান থেকেই শুরু হচ্ছে আপনার হাজারো সফলতার সিঁড়ি । - যে প্রাপ্তি মানুষকে অহংকারী, অমানুষ করে তোলে সে প্রাপ্তি মূল্যহীন ! তার থেকে না পাওয়াই বরং ঢের ভালো।
- পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে প্রাপ্ত করা যায় না কেবলমাত্র মায়ের অকৃত্রিম ভালোবাসা ছাড়া । না পাওয়ার ক্ষতটাকে আমি রাখি সযত্নে লুকিয়ে কারণ সেই স্থানে কেউ আঘাত করলে সত্যি মুষড়ে পড়ব ; লোপ পাবে সহ্যশক্তি ।
না পাওয়ার কিছু কথা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সেরা বাংলা আবেগী উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
বঞ্চিত করে রাখা নিয়ে কিছু ইমোশনাল বাংলা লাইন | Bangla Lines about Deprived
- না পাওয়ার বেদনাই বোধ হয় ভালোবাসার চূড়ান্ত পরিণাম, আর মধ্যবর্তী সময়ের এই আবেগ যাকে আমরা ‘প্রেম’ হিসেবে আখ্যা দিয়ে থাকি তা কেবলমাত্র ই অনুভূতির আস্ফালন।
- কোনো মানুষেরই সব আশা পূর্ণ হয় না ; আর মাঝে মাঝে সেই না পাওয়ার মাঝেও লুকিয়ে থাকে প্রাপ্তির চেয়ে ও বড় আনন্দ। চলে যাওয়া সেই পথেঝিরিঝিরি বাতাসেআমার এই মন কাঁদেতোমায় না পেয়েতাই আমি বসে আছিরিক্ত হয়ে তোমার অপেক্ষায় পাছে তুমি আসো ফিরে আমার কাছে ।
- এগিয়ে যেতে হবে এভাবেই,হাজার মানুষের ভীড়ে নিজেকে নিয়েই,অনেক না পাওয়াকে সাথে করে,অনেক অপূর্ণতাকে সঙ্গে নিয়ে,অনেকটা পথ একাকীত্বের হাত ধরেচলতে হবে এমন ভাবেই……হাজারো আলোর মাঝে,অন্ধকারকে সঙ্গী করে ।
- সবকিছু পেয়ে গেলে পাওয়ার আনন্দটাই হারিয়ে যায় ; তাই কিছু অপূর্ণতা থাকা ভালো ।
- অপূর্ণতার আখ্যান ??~ সে তো জীবন , যার সাথে আষ্টেপৃষ্ঠে বেঁধে আছে না পাওয়ার বেদনা, ফিরে পাওয়ার পূর্ণ প্রয়াস ও পূর্ণতার প্রার্থনা। তবে সব প্রার্থনা পূরণ হয় না; প্রার্থনা পূরণ হলে জীবন ও পায় পূর্ণতা আর পরিপূর্ণ জীবন মানুষকে অতিষ্ঠ করে তোলে ; মনে জাগায় বিতৃষ্ণা। তাই সবকিছু পেয়ে কী লাভ ?
- না পাওয়াটাই বুঝি ভালো ; পেয়ে যাওয়ার পর যদি দেখতাম আমার কল্পনার আকাশে তোমার ভালোবাসার রং ফ্যাকাশে হয়ে আসছে ক্রমশ ; তবে তা মেনে নেওয়া ছিল দুর্বিষহ !! তুমি আমার কল্পনাতেই বেশ আছো। এভাবেই থেকো চিরটাকাল ; আমার নিজের পছন্দের মতো হয়ে। ভুলটা ছিল আমারই ;কারণ স্বপ্নটা তো আমি একাই দেখে ছিলাম লক্ষ্য শূন্যভাবে , তাই আজ না পাওয়ার আঘাতটা শুধু আমারই প্রাপ্য ।
- শীতকালের রুক্ষতা গাছের পাতা কেড়ে নেয় , গ্রীষ্মে নদী থাকে ফুটিফাটা …তাই বলে কি তারা মৃত ?? কখনোই নয় ! প্রকৃতির নিয়মে একই ভাবে শীত পেরিয়ে আসে বসন্ত ; গ্রীষ্ম পেরিয়ে আসে বর্ষা। গাছে গজায় নতুন পাতা ,নদী আবার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জলে। অতএব সব না পাওয়া, সব অপূর্ণতার অর্থই সমাপ্তি নয় ; বরং তা নতুন করে শুরু করার ইঙ্গিত বাহক।
- তোমর নামের অনুভূতিগুলোগুছিয়ে রাখলাম না পাওয়ার খাতায়;তাই হোক মোর সঞ্চয়কারণ মন জানে কিছু প্রেমেরহয় না স্থান মিলনের পাতায়।
- কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না।
- যে ভালোবাসার মাঝে থাকে না পাওয়ার ভয় ; আর সেই কথা মনে করে দুটি হৃদয় কাঁদে সে ভালোবাসা ই হল প্রকৃত ভালবাসা।
- তোমাকে পাইনি এ নিয়ে ক্ষোভ নেই… তোমাকে চেয়েছি সেটাই বা কম কি??
- না পাওয়ার বেদনা তিলে তিলে কুরে কুরে খায় প্রতিনিয়ত ,জানি পাবনা ফিরে তোমায় কখনো;আমার হাজার অনুরোধ ও মিনতি হয়েছিল সেদিন ব্যর্থ ;এই না পাওয়ার যন্ত্রণার মাঝেও তোমাকেই যে চাই , প্রকৃত ভালোবাসা তবে কি এটাই ??
- যারা অন্যকে বঞ্চিত করে তারা নিজেরাও বঞ্চিত হয় ; বিধির বিধান খণ্ডাতে পারে না কেউই ।
না পাওয়ার কিছু কথা সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বেদনা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
না পাওয়া বা বঞ্চনা নিয়ে কিছু বাণী, লাইন | বঞ্চিত করে বাঁচালে মোরে কবিতা | Bonchito kore rakhar opor Bangla Ukti o Picture Caption
- অসহায় ও দুর্বলদের বঞ্চিত করে যারা,মানবজাতির কলঙ্ক ;কাপুরুষ যে তারা !
- নাইবা পেলাম মণিমুক্তো প্রেম ই পরম ধন এর মূল্য হয় না তুল্যএই রতন পায় কজন ?
- না পাওয়ার পর বহু কাঙ্ক্ষিত প্রাপ্তি ঘটলে মনে যে আনন্দের সঞ্চার হয় তার তুলনা হয় না ; তাই অপ্রাপ্তি তেও রয়েছে এক অদ্ভুত উন্মাদনা ;সবকিছু পেয়ে গেলে জীবনটাই হয়ে যায় বৃথা !
- জীবন আমার যেন ভাঙা এক স্বপ্নজীবন আমার যেন ভাঙা এক স্বপ্নঝড় লেগে ঝরে যাওয়া ফুলভালোবাসা গড়ে যে কাঁচেরি স্বর্গসে তো এক সুন্দর ভুলহালভাঙা খেয়া পাড়ি দিতে গিয়ে, হায়পেলো না তো খুঁজে তার কূলনেই দুঃখে কেউ সাথি, হায়
- বেলোয়াড়ি বাতির আলো বারে বারে নিভে গেলো প্রাণেরও জলসা ঘরেরঙ্গিন ফুলের চরে যে আসে যায় সে ফিরেবেদনার কোন আঁধারে
- ভিজে যাওয়া বরষার হাওয়াকেন নিয়ে এলে বেদনার খেয়ামেঘলা মনের কিনারায়হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায়
- সবকিছু পূর্ণা রূপে চাইতে নেই ; সবকিছু পাওয়ার আকাঙ্ক্ষাও করতেi নেই ; কিছু না পাওয়া থাকা ভালো কারণ গোলাপের সম্পূর্ণ গাছটাকে পেতে চাইলে কাঁটার আঁচড়ও সহ্য করতে হতে পারে !
- এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি….আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনেআমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না! ”
- “বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,মন ভালো নেই;ফাঁকা রাস্তা, শূন্য বারান্দাসারাদিন ডাকি সাড়া নেই,একবার ফিরেও চায় না কেউপথ ভুলকরে চলে যায়, এদিকে আসে নাআমি কি সহস্র সহস্র বর্ষ এভাবেতাকিয়ে থাকবো শূন্যতার দিকে? ”
- “আজ তুমি নেই সাথেভুলে থাকা ছলনাতেমনে মনে ভাবি শুধু তোমারি কথাপাওয়া না পাওয়ার মাঝেঅচেনারও সুর বাজেসুরভিত বিরহের মর্ম ব্যথা।”
- “মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে,সন্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান।”
- “চেয়ে পাওয়া যায় না একটা হাসি ভরা মুখ ।অন্তর যদি দহনে পোড়ে, সুখ উড়ে শূন্যে ,জীর্ণ বেশে ধরার মাঝে থাকতে হয় নগণ্যে ।পাওয়া কি যায় চেয়ে চেয়ে ওই প্রণয় ?হৃদয়ের সাথে হৃদয় মিশে যদি এক না হয় ?”
- “কেন বঞ্চিত হব চরণে?আমি কত আশা ক’রে ব’সে আছি,পাব জীবনে, না হয় মরণে।”
- “কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি।”
- ওপেনহেইমার এর জীবনী ও বিখ্যাত উক্তি সমূহ, Best Biography and quotes of Robert J Oppenheimer in Bengali
- ওয়াল্ট ডিজনির জীবনী, The Best Biography of Walt Disney in Bengali
- আবদুর রহমান, এক কিংবদন্তি অভিনেতা, The best biography of Abdur Rahman in Bengali
- মৃণাল সেনের জীবনী, Best Biography of Mrinal Sen in Bengali
- টমাস আলভা এডিসন এর জীবনী, Best Biography of Thomas Alva Edison in Bengali
পরিশেষে, Conclusion
না পাওয়ার কিছু কথা আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।