শত্রু নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes, captions on enemy in Bengali


আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” শত্রু ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

শত্রু নিয়ে উক্তি
Pin it

শত্রু নিয়ে  স্টেটাস, Shotru nie status

শত্রু নিয়ে  স্টেটাস 1
Pin it
শত্রু নিয়ে উক্তি 1
Pin it
শত্রু নিয়ে উক্তি 2
Pin it
শত্রু নিয়ে উক্তি 3
Pin it
শত্রু নিয়ে উক্তি 4
Pin it
  • মাঝে মাঝে আমার মন দেখতে চায় যে ভালো মনের মানুষেরা শত্রু হিসেবে কেমন হয়।
  • শত্রুদেরকে যত এড়িয়ে চলা যায় ততই ভালো, অকারণে কাউকে বিরক্ত করে সমস্যা সৃষ্টি করে কি লাভ !
  • দুই শত্রুর মধ্যে দাঁড়িয়ে এমনভাবে কথাবার্তা বল তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়। 
  • সে বন্ধু বেশে এসেছিল আমার জীবনে, কিন্তু কখন যে শত্রু হয়ে আমাকে নিঃস্ব করে দিল বুঝতেই পারলাম না।
  • যে শত্রুকে নিয়ে আমরা সহজে সন্দেহ করি না, বেশিরভাগ সময় তারাই সবার থেকে বিপদজনক হয়ে থাকে।
  • বিশেষ কোনো পার্বণের শুভ দিনে শত্রুদের সাথেও সদ্ব্যবহার করা উচিত, নেতিবাচক ভাবনা সরিয়ে রেখে ইতিবাচক মনোভাব নিয়ে ভালো দিনগুলো কাটানো উচিত।
  • মানুষের সবেচেয় বড় শত্রু হল মানুষ নিজেই। 
  • একজন লোকের জন্য একজন শত্রুই যথেষ্ট হয়।
  • জীবনে এমন একটা সময় আসে যখন আপনার সবচেয়ে খারাপ শত্রু আপনি নিজেই হয়ে ওঠেন, কিন্তু শত্রু হিসেবে নিজের কিভাবে ক্ষতি করছেন তা নিজেও বুঝতে পারা যায় না। 
  • শত্রু মরে গেছে বলে আনন্দ কোরো না, কারণ জীবনে চলার পথে পুনরায় শত্রু সৃষ্টি হবেই।
  • যার কাছে শক্তি আছে তার কাছে শত্রুও আছে। বলতে গেলে শত্রুতা হল শক্তিপূজার নৈবেদ্য। 
  • ধনী লোকজনের সম্পদই হল তার প্রধান শত্রু, এই শত্রু কখনই শান্তি লাভ করতে দেয় না। 
  • বিধাতার নিকট আমার একটাই প্রার্থনা, তিনি যেন আমাকে শুধু বন্ধু না দেন, বরং আমাকে শত্রুও দিও ভগবান, যাতে আমি আমার ভুল-ভ্রান্তিগুলি ধরতে পারি।
শত্রু নিয়ে  স্টেটাস 2
Pin it
শত্রু নিয়ে উক্তি 5
Pin it
শত্রু নিয়ে উক্তি 6
Pin it

শত্রু নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অমানুষ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

শত্রু নিয়ে উক্তি 7
Pin it

শত্রু নিয়ে লেখা নতুন সেরা স্ট্যাটাস, Shotru niye lekha sera notun status

শত্রু নিয়ে উক্তি 8
Pin it
শত্রু নিয়ে উক্তি 9
Pin it
  • শত্রু কখনো বাহিরের কারো মধ্যে সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো শত্রু লুকিয়ে থাকে আমাদের নিজের ভেতরে—আমাদের ভয়, অহংকার, এবং হিংসার মধ্যে। এই অন্তর্নিহিত শত্রুকে জয় করাই সত্যিকারের বিজয়।
  • শত্রু হলো সেই প্রতিপক্ষ, যে আমাদের দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসে। কিন্তু শত্রুর জন্যই আমরা নিজের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারি এবং সেই সীমা অতিক্রম করার শক্তি অর্জন করি।
  • জীবনে শত্রু থাকা মানেই তুমি গুরুত্বপূর্ণ। যে মানুষের কোনো লক্ষ্য নেই, তার কোনো শত্রুও নেই। শত্রু হলো সেই ছায়া, যা তোমার আলোকে স্বীকৃতি দেয়।
  • শত্রুকে ছোট ভাবলে নিজের শক্তিকেও ছোট করা হয়। শত্রুকে সম্মান করো, কারণ তার বিরুদ্ধেই তুমি নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারো।
  • শত্রু এমন এক আয়না, যা তোমার ভুলগুলোকে স্পষ্টভাবে দেখায়। শত্রুর প্রতি বিদ্বেষ না রেখে, তাকে শিক্ষকের মতো দেখো, যে তোমার উন্নতিতে সাহায্য করে।
  • শত্রু শুধু ক্ষতি করার জন্য আসে না; সে আমাদের সাহসী করে তোলে। শত্রুর বিরুদ্ধেই আমরা আমাদের দৃঢ়তা, সহনশীলতা, এবং মনের শক্তি পরীক্ষা করি।
  • শত্রু হলো সময়ের সেই শিক্ষক, যে আমাদের সঠিক পথ চিনিয়ে দেয়। তার আঘাত যত গভীর, আমাদের শিক্ষা ততই মূল্যবান। শত্রু যখন আসে, তখনই আমরা জানতে পারি আমাদের শক্তি কতটা গভীর।
  • শত্রু কখনো আমাদের ধ্বংস করতে পারে না, যদি আমরা নিজেদের বিশ্বাস ও আত্মবিশ্বাস বজায় রাখি। তার উপস্থিতি আমাদের সাহসিকতার পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষা আমাদের উন্নতির সিঁড়ি।
  • যে শত্রু তোমাকে আঘাত করে, সে তোমাকে শক্তিশালী হওয়ার সুযোগ দেয়। শত্রুর বিরুদ্ধেই তুমি বুঝতে পারো, নিজের ক্ষমতা কতটা অসীম এবং সাহস কতটা দৃঢ়।
  • শত্রুর প্রতিটি ষড়যন্ত্র হলো একটি নতুন উপলক্ষ্য। সে আমাদের দুর্বলতাগুলোকে প্রকাশ করে, যাতে আমরা সেই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে পারি।
  • শত্রু তোমার গতিপথ বদলাতে পারে, কিন্তু গন্তব্য নয়। তার চেষ্টাগুলো যত প্রবল হবে, তোমার অদম্য ইচ্ছাশক্তি ততই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে।
  • শত্রু হলো জীবনের এক ধরনের পর্দা, যা আমাদের আসল বন্ধুদের চিনিয়ে দেয়। শত্রু যতই ষড়যন্ত্র করুক, সত্যিকারের বন্ধুত্বের আলোর কাছে সে অন্ধ হয়ে যায়।
  • যে শত্রুকে তুমি পরাস্ত করতে পারো না, তাকে বন্ধু বানিয়ে নাও। কারণ, শত্রু থেকে শিক্ষা পাওয়া আর তাকে জয় করার মধ্যে কোনো পার্থক্য নেই।
  • শত্রু তোমার বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু তার মাধ্যমেই তোমার চরিত্রের প্রকৃত শক্তি প্রকাশ পায়। শত্রুর উপস্থিতি তোমাকে শিখিয়ে দেয়, কীভাবে সঠিক পথে দৃঢ় থাকতে হয়।
  • জীবনে শত্রু থাকা মানেই তুমি কিছু না কিছু এমন কাজ করছ, যা অন্যদের ঈর্ষার কারণ। শত্রু তোমার সফলতার সাক্ষী, তারাই তোমার বিজয়ের প্রেরণা।
  • শত্রু হলো সেই বাতাস, যা কখনো ঝড় হয়ে আসে, আবার কখনো তোমার নৌকাকে সামনে এগিয়ে দেয়। তার শক্তি ভয় পাওয়ার নয়; বরং তা ব্যবহার করে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত কৌশল।
  • যে শত্রুকে তুমি ঘৃণা করো, সে তোমার শক্তি চুষে নেয়। আর যে শত্রুকে তুমি ক্ষমা করো, সে তোমার মনের ভার হালকা করে এবং তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখায়।
  • শত্রু হলো জীবনের পরীক্ষার অংশ। সে আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিন্তু সেই চ্যালেঞ্জই আমাদের প্রকৃত শক্তি আর সাহসের প্রকাশ ঘটায়।
  • শত্রুকে ভয় পেও না, কারণ তার উপস্থিতি তোমার সাফল্যের প্রমাণ। যত শত্রু তৈরি হবে, ততই বুঝবে তুমি সঠিক পথে আছো।
  • একজন প্রকৃত বীরের শত্রু কখনো মানুষ নয়; তার শত্রু হলো মনের ভয়, লোভ, এবং অজ্ঞানতা। শত্রু যত বড়ই হোক, জয়ের আসল যুদ্ধটা নিজের ভেতরেই হয়।
Pin it

শত্রু নিয়ে  ক্যাপশন, Best ever caption about enemy in bangla

শত্রু নিয়ে  ক্যাপশন 1
Pin it
শত্রু নিয়ে উক্তি 10
Pin it
শত্রু নিয়ে উক্তি 11
Pin it
শত্রু নিয়ে উক্তি 12
Pin it
  • কারও শত্রু হয়ে কি লাভ, বরং কারোর প্রকৃত বন্ধু হওয়ার চেষ্টা করো, কারণ বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু সবাই প্রকৃত বন্ধু হয় না।
  • কারও ভালো না করতে পারলে খারাপ করাও উচিত না, কারও খারাপ করতে গিয়ে শত্রু হওয়ার কোনো মানে নেই।
  • আজকাল কোনো কিছু না করেও মানুষ মানুষের শত্রু হয়ে যায়, সমাজটা যেন বিগড়ে গেছে।
  • আমি কখনো কারও শত্রু হতে চাই নি, কিন্তু সমাজে এমন কিছু লোক আছে যারা আমাকে অবাঞ্ছিত কারণে নিজের শত্রু হিসেবে ধরে নিয়েছে।
  • ভালো একজন শত্রু কি পাওয়া যাবে? ভালো বন্ধু পাওয়া অসম্ভব নয়, তাহলে ভালো শত্রু কেন পাওয়া যায় না?
  • শত্রুদের কাছে বিনয় আশা করা অনুচিত, দুঃখ তাতে বাড়বে, তো কমবে না !
  • শত্রুদেরকে কখনও ছোটো মনে কোরো না, কারণ তুমি জানতেও পারবে না কখন কোথা থেকে তোমার উপর আক্রমণ করবে।
  • বন্ধুর আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের চিনতে সময় লাগে ৷ যারা তোমার সামনে তোমার সাথে এমন আচরণ করে মনে হবে ওরা না থাকলে, তুমি নিঃস্ব হয়ে যেতে; কিন্তু তোমার অবর্তমানে তোমার নামে এমন এমন কিছু কুৎসিত মন্তব্য করে যা তুমি শুনলে, নিজের কানকেই বিশ্বাস করতে পারবে না। তাই খুব শ্রীঘ্রই বন্ধুর আড়ালে থাকা শত্রুদের চিনতে শেখে।
  • তুমি যখন ভাল করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে ৷ না চাইলেও তোমার শত্রু জন্মাবে।
  • আমি তাকে বন্ধু বলে ভুল করেছিলাম, সে যে ছিল আমার চরম শত্রু।
  • সেই শত্রুকে ভয় করোনা যে আক্রমণকারী, বরং সেই বন্ধুকে ভয় করো যে তোষামোদকারী।
  • শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে!
  • কখনো কারোর কাঁটা হয়ে নুনের ছিটে দিও না, কারও খারাপ সময়ে তাদের প্রতি নেওয়া তোমার ভুল পদক্ষেপ তোমাকে তাদের শত্রু বানিয়ে দিতে পারে।
  • কোনও মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এ পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়!
  • যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না।
শত্রু নিয়ে  ক্যাপশন 2
Pin it
শত্রু নিয়ে উক্তি 13
Pin it

শত্রু নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি দুমুখো মানুষ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

শত্রু নিয়ে উক্তি 14
Pin it
শত্রু নিয়ে উক্তি 15
Pin it

শত্রু নিয়ে  কবিতা, Thoughtful poems on enemy

শত্রু নিয়ে  কবিতা 1
Pin it
শত্রু নিয়ে উক্তি 16
Pin it
  • আপন ভেবে শত্রুকে যে বুকে দেবে ঠাঁই, তার মত বড় বোকা আর কেহ নাই!
  • শত্রুর শত্রু আমার বন্ধু এটা মেনেই চলছে বিশ্ব, বাকি সব নীতিকথার ফাঁকা বুলি শুধুই অশ্ব ডিম্ব।
  • ঘনিষ্ঠ বন্ধু বলে তর্কাতর্কি মাঝে মাঝে সোহাগ আছে দুই সখীতে, মান অভিমান তাইতো সাজে, তাই বলে শত্রু তারা, এমন কথা কে বলেছে? বাজি ধরে বলতে পারি, ভুল বুঝেছে, ভুল বকেছে।
  • শত্রু আসে বন্ধু বেশে সবার অজান্তে, বাজিয়ে সে ক্ষতির বাঁশি, থাকে অচেনা প্রান্তে।
  • কে কোথায় আছে শত্রু চেনা ফের শুরু হলো খোঁজ, যায় সময় তবু ধার কমে না তার যে অস্ত্র মগজ। ফের ছুটে চলা এদেশ ওদেশ ঠিক খুলে যাবে জট, ফের সময় মতো সলভ হবে কেস দুষ্টু লোক স্পিকটি নট।
  • এদেশ বিপন্ন আজ; জানি আজ নিরন্ন জীবন- মৃত্যুরা প্রত্যহ সঙ্গী, নিয়ত শত্রুর আক্রমণ রক্তের আল্পনা আঁকে, কানে বাজে আর্তনাদ সুর; তবুও সুদৃঢ় আমি, আমি এক ক্ষুধিত মজুর, আমার সম্মুখে আজ এক শত্রুঃ এক লাল পথ, শত্রুর আঘাত আর বুভুক্ষায় উদ্দীপ্ত শপথ।
  • মেঘ করে আসে, স্মৃতির আনাচে কানাচে কার্নিশে, প্রজাপতি বৃষ্টি হয়ে হাঁটতে হাঁটতে ভুলে যাই পুরোনো বন্ধুত্বের নামে অনেক শত্রুতার ইস্তাহার জমেছে আমার সমাজে, ছুটি দিও সমাজ, আমি বরং মেঘ হই!
  • কে যে কার বন্ধু, কে যে কার শত্রু, এসবের উত্তর খোঁজাটাই ব্যর্থ, কিন্তু শত্রুর শত্রু আমার বন্ধু এটাই যেনো চিরসত্য।
  • ঘরের শত্রু বিভীষণ, করছে ক্ষতি ভীষণ।ঘরের খবর পরের কাছে, পাঠিয়ে দিবে অনায়াসে, থাকবেনা আর গোপনীয়তা আনবে টেনে বিষন্নতা, করবে নিষ্ঠুর প্রহসন।
  • আমার মন ভেঙ্গেছে, এই অন্তরে যতন করে, দুঃখের আগুন জ্বেলেছে, আমার বন্ধু এখন শত্রু হয়েছে।
  • বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গন্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম, না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ঐ দৃষ্টিতে, তবু অন্য হাজার জনের মাঝেই আমি অনন্য হলাম, শত্রু বলে গন্য হলাম।
  • শত্রু তুমি.. বন্ধু তুমি.. তুমি আমার সাধনা। তোমার দেয়া আঘাত আমায়, দেয় যে মধুর বেদনা, তুমি আমার সাধনা।
  • চারিদিকে এতো মুখোশ পরা মানুষ, বোঝায় যায় না উদ্দেশ্য কার কি ! মিষ্টি মুখে থাকে সর্বক্ষণ, পিছন থেকে বসায় ধারালো তির, দাবি করে কাছের মানুষ হয়ে, শত্রুর থেকে ও এক পা আগে চলে।
শত্রু নিয়ে  কবিতা
Pin it
শত্রু নিয়ে উক্তি 17
Pin it
শত্রু নিয়ে উক্তি 18
Pin it
শত্রু নিয়ে উক্তি 19
Pin it

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “শত্রু” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now

Recent Posts