সুরদাস জয়ন্তী – ইতিহাস, তাৎপর্য, উক্তি, শুভেচ্ছা, Surdas Jayanti wishes in Bangla



সন্ত সুরদাস ষোড়শ শতকের একজন বিখ্যাত কবি ও সংগীতজ্ঞ ছিলেন। তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। বৈশাখ মাসের  শুক্লপক্ষের পঞ্চমীতে তাঁর জন্ম হয়েছিল। তাই প্রতিবছর এই সময় তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়। তাঁর জন্মবার্ষিকী সুরদাস জয়ন্তী হিসেবেও পরিচিত।

গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এইদিনটির কোন সঠিক তারিখ বলা হয়নি। তাঁর জন্ম হয়েছিল ১৪৭৮ খ্রিস্টাব্দের ২৪ এপ্রিলে হরিয়ানার সিহি গ্রামে। অনেকে আবার মনে করেন আগ্রার রুঙ্কতায় তাঁর জন্ম হয়েছিল। তিন জন্ম থেকেই অন্ধ ছিলেন। তাঁর পিতার নাম রামদাস সারস্বত ও মায়ের নাম যমুনা দাস। তাঁর আধ্যাত্মিক জ্ঞান ও কৃষ্ণ ভক্তি তাঁকে প্রসিদ্ধ করে তোলে।

সন্ত সুরদাস অন্ধ ছিলেন বলে তাঁর পারিবারের লোকেরা তাঁকে উপেক্ষা করেছিল। তাই তিনি খুব কম বয়সেই গৃহ ত্যাগ করেছিলেন ও মথুরার বিক্রমঘাটে চলে যান। পরবর্তীতে তিনি মথুরা ও আগ্রার মধ্যবর্তী গৌঘাটে চলে যান ও সেখানে বৈষ্ণব ধর্মগুরু বল্লভাচার্যের সঙ্গে তাঁর দেখা হয়।

সুরদাস জয়ন্তী - ইতিহাস, তাৎপর্য, উক্তি, শুভেচ্ছা

তিনি অন্ধ হলেও সুর সাগর নামে অনেকগুলো গান রচনা করেছিলেন। তিনি এতটাই বিখ্যাত হয়েছিলেন যে তাঁকে আকবরের দরবারে বাদক হিসেবে নিযুক্ত করা হয়েছিল।তিনি তাঁর শেষ জীবনকালে ব্রজে থাকতেন ও সেখানে ভজন গাইতেন। তিনি হাজারেরও বেশি গান লিখছিলেন ও সুর দিয়েছিলেন।  আসুন আজ তাঁর কিছু বিখ্যাত উক্তি ও শুভেচ্ছা বার্তা জেনে নিই যেগুলো আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।

সুরদাসের বিখ্যাত উক্তি, Surdas famous quotes

সুরদাসের বিখ্যাত উক্তি 1
সুরদাসের বিখ্যাত উক্তি 2
সুরদাসের বিখ্যাত উক্তি 3
সুরদাসের বিখ্যাত উক্তি 4
সুরদাসের বিখ্যাত উক্তি 5
সুরদাসের বিখ্যাত উক্তি 6
সুরদাসের বিখ্যাত উক্তি 7
সুরদাসের বিখ্যাত উক্তি 8
  • “কৃষ্ণের প্রেমে আমি মত্ত, আমি হরি তত্ত্বেই ডুবে আছি।”
  • “ভজ হরে গো ভজ হরে, চিত্ত তৃপ্তি পাবে।”
  • “হরি অনন্ত, হরি কথা অনন্ত।”
    “যাইসে তিল মে তেল হ্যায়, জিয়ন চাকমাক মে আগ, তেরা সাই তুঝ মে হ্যায়, তু জাগ সাকে তো জাগ।”
  • “সুমিরন কর লে মেরে মন, মেন নাম গান গান রে।”
  • “ভক্তি বিনা নাহি মুক্তি, মুক্তি বিনা না প্রেম।”
  • “যদি পাপী হই, তবুও আমি হরি, তবু তো আমার কিছুই ক্ষতি নাই।”
  • “বিন্দু বিন্দু সাগরে, প্রেমে মিলেছে মোর, হৃদয় মাঝে শ্রীকৃষ্ণের, থাকুক চিরকাল তোর।”
  • “দীনদয়াল কৃষ্ণ, তুমি রহো সহায়, তব শুভ্র করুণায়, জীবন কাটাও ঐ।”
  • “কৃষ্ণ করুণায় পূর্ণ, দয়া-দৃষ্টি তার অশেষ।”
    “শ্রীকৃষ্ণের বন্দনায় সুখ, দুঃখ কেটে যায় সবে।”
  • “দুনিয়াতে সুখ কেবল তত্ত্বে, প্রেমে, কৃষ্ণে”
  • “কৃষ্ণের প্রেমেই আমরা জীবন পেয়েছি, কৃষ্ণের প্রেমে আমরা বাঁচবো।”
  • “যত পাপী হই, তবু শ্রীকৃষ্ণের প্রেম ছেড়ো না, সে প্রেম সব কিছু নষ্ট করে ভালো করে দেয়।”
    “যে প্রেমে শ্রীকৃষ্ণ, সে প্রেমেই সমাধান, হৃদয় শুদ্ধ হয় প্রেমে।”
সুরদাসের বিখ্যাত উক্তি 9
সুরদাসের বিখ্যাত উক্তি 10
সুরদাসের বিখ্যাত উক্তি 11

সুরদাস জয়ন্তী সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মহাবীর জয়ন্তী র শুভেচ্ছা সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।

সুরদাসের বিখ্যাত উক্তি 12
সুরদাসের বিখ্যাত উক্তি 13
সুরদাসের বিখ্যাত উক্তি 14

সুরদাস জয়ন্তী ২০২৫: শুভেচ্ছা এবং বার্তা, Surdas Jayanti Greetings 2025

সুরদাসের বিখ্যাত উক্তি 15
সুরদাসের বিখ্যাত উক্তি 16
সুরদাসের বিখ্যাত উক্তি 17
  • কৃষ্ণের ভক্ত এবং ভক্তি ও প্রেমের কবি সন্ত সুরদাস জয়ন্তী উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
  • সুরদাস জয়ন্তী উপলক্ষে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার সাথে থাকুক এবং তাঁর প্রতি আপনার ভক্তি দিন দিন আরও গভীর হোক। সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা!
  • আসুন আমরা সন্ত সুরদাসের জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে নিজেদের নিমজ্জিত করি। সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা!
  • আপনাকে এবং আপনার পরিবারকে সুরদাস জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা! এই দিনটি আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক।
  • সুরদাস জয়ন্তীর এই শুভদিন উপলক্ষে, আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের ধার্মিকতার পথে পরিচালিত করেন এবং আমাদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন।
    সন্ত সুরদাসের ঐশ্বরিক শিক্ষা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসায় পূর্ণ জীবনযাপন করতে অনুপ্রাণিত করুক। সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা!
  • আসুন আমরা ভালোবাসা, শান্তি এবং আনন্দ ছড়িয়ে দিয়ে সন্ত সুরদাসের জন্মবার্ষিকী উদযাপন করি। আপনাকে এবং আপনার পরিবারকে সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা।
  • সুরদাস জয়ন্তীর এই দিনে, আসুন আমরা সন্ত সুরদাসের শিক্ষা স্মরণ করি এবং ভগবান শ্রীকৃষ্ণের আরও ভালো ভক্ত হওয়ার চেষ্টা করি। এই শুভ ক্ষণ উপলক্ষে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
  • সুরদাস জয়ন্তী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক কৃপা আপনার সাথে থাকুক সর্বদা। সুরদাস জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা!
    আসুন আমরা ভজন গেয়ে, মন্ত্র জপ করে এবং ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে সন্ত সুরদাসের জন্মবার্ষিকী উদযাপন করি। শুভ সুরদাস জয়ন্তী!
  • সুরদাস জয়ন্তীর এই শুভ দিনে, আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করি এবং সকলের মঙ্গল কামনা করি। এই বিশেষদিনে আপনাকে এবং আপনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা।
    শুভ সুরদাস জয়ন্তী! আপনাকে এবং আপনার পরিবারকে সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা জানাই! এই দিনটি আপনার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং সুখ।
  • সুরদাস জয়ন্তীর এই শুভদিন উপলক্ষ্যে, আসুন আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের ন্যায়ের পথে পরিচালিত করেন এবং আমাদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন।
  • মহান কবি সুরদাস জির জন্মবার্ষিকীতে আন্তরিক অভিনন্দন ও কবিকে জানাই অনেক আন্তরিক শ্রদ্ধা।।শুভ সুরদাস জয়ন্তী।
  • মহান কবি সুরদাসের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। শুভ সুরদাস জয়ন্তী।
  • সুরদাস জয়ন্তী উপলক্ষে আপনাকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন! এই বিশেষ দিনে সুরদাসের মহান সৃষ্টি ও সাহিত্যকর্মের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। আশা করছি তাঁর ভক্তিমূলক কবিতা ও গীতি পৃথিবীকে আলোকিত করবে।
  • সুরদাসের অন্তর্দৃষ্টি ও ভক্তিমূলক গীতির মধ্যে পেতে থাকুন শান্তি ও পরিতৃপ্তি। সুরদাস জয়ন্তী শুভ হোক!
  • সুরদাসের প্রেমময় কবিতা আমাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের নাম জপে শান্তি এনে দিক। সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা!
  • সুরদাসের ভক্তিমূলক গান আজও আমাদের জীবন আলোকিত করে। সুরদাস জয়ন্তী উপলক্ষে সকলকে শুভেচ্ছা!
  • শ্রীকৃষ্ণের প্রেম ও সুরদাসের কবিতায় জাগ্রত হোক আমাদের অন্তর। সুরদাস জয়ন্তী শুভ হোক!
  • সুরদাসের গীতির মাধ্যমে প্রাপ্ত হোক সকলের জীবনে শান্তি, ভালোবাসা ও আশীর্বাদ। সুরদাস জয়ন্তী শুভেচ্ছা!
  • সুরদাসের অন্তরঙ্গ প্রেম ও ভক্তির আলো আমাদের জীবনকে আলোকিত করুক। সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা!
  • শ্রীকৃষ্ণের প্রেমে বাঁচুন, সুরদাসের গীতির সঙ্গেই। সুরদাস জয়ন্তী উপলক্ষে আপনাদের মঙ্গল কামনা করি!
  • সুরদাসের শ্রীকৃষ্ণভক্তি আমাদের জীবনে এনে দিক অনন্ত শান্তি ও সুখ। সুরদাস জয়ন্তী শুভ হোক!
  • সুরদাসের পদাবলি আমাদের পথপ্রদর্শক হোক, আমাদের হৃদয়ে প্রেমের আলো ছড়িয়ে পড়ুক। সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা!
  • সুরদাসের ভক্তিমূলক কাব্য আমাদের মনকে পরিশুদ্ধ করুক। সুরদাস জয়ন্তী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা!
  • সুরদাসের মতো ভগবানের প্রেমে হারিয়ে যাওয়ার ক্ষমতা আমাদেরও অমৃত দানে ভরিয়ে তুলুক। শুভ সুরদাস জয়ন্তী!
  • সুরদাসের শ্রীমদ্ভগবত গানের বাণী, আমাদের জীবনে প্রেমের সঙ্গীত হয়ে প্রতিধ্বনিত হোক। সুরদাস জয়ন্তী আপনাদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুক!
  • সুরদাসের সঙ্গীত, সৃষ্টির মাধ্যমে জীবনকে নতুন রূপে পরিগ্রহ করুক। সুরদাস জয়ন্তী আপনাদের জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক!
  • সুরদাসের গান আমাদের হৃদয়ে প্রেমের আলো জ্বালিয়ে দেয়। এই শুভ দিনটি আমাদের জীবনে আনন্দ ও শান্তি নিয়ে আসুক। সুরদাস জয়ন্তীর শুভেচ্ছা!
  • সুরদাসের জন্মোৎসবে প্রার্থনা করি, তাঁর অমর সৃষ্টি আমাদের জীবনে অজস্র আলোর প্রদীপ জ্বালাক। শুভ সুরদাস জয়ন্তী!
সুরদাসের বিখ্যাত উক্তি 18
সুরদাসের বিখ্যাত উক্তি 19
সুরদাসের বিখ্যাত উক্তি 20

পরিশেষে

সুরদাসের জন্মবার্ষিকীতে তাঁর ভক্তরা তাঁকে শ্রদ্ধা জানায়, তাঁর গান ও কবিতার মাধম্যে ভগবান কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে থাকে। উত্তর ভারত ও দক্ষিণ ভারতে তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়। এইদিনে তাঁর ভক্তরা কৃষ্ণের উদ্দেশ্যে উপবাস রাখেন, ব্রাহ্মণদের খাবার খাওয়ায় ও সুরদাসের পূজো করে থাকেন। আশা করছি সুরদাস জয়ন্তীর বিষয়ে এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনি আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের সাথে ভাগ করে নিতে পারেন।

Recent Posts