বাংলাদেশের যানজট সমস্যা, Traffic congestion problem of Bangladesh best article in Bengali


সারা বিশ্বের বিভিন্ন স্থানে যানজট নিয়ে সমস্যা থাকেই। বিশেষত ব্যস্ত শহরগুলোতে এই সমস্যা প্রত্যহ লেগেই থাকে। অনেক সময় যানজটের সমস্যার ফলে অফিস স্কুল প্রমুখ স্থানে পৌঁছতে দেরি হয়ে যায়, আবার অনেকে সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য নির্ধারিত সময়ের অনেক আগে বেরিয়ে পড়ে যাতে যানজটে পড়তে হলেও দেরি না হয়ে যায়।

আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের যানজট সমস্যা নিয়ে আলোচনা করবো। বাংলাদেশে যেমন ব্যস্ত শহর রয়েছে তেমনি বেশ কিছু গ্রামও রয়েছে। তবে অধিকাংশ মানুষ কর্মসংস্থান ও উন্নত জীবনযাপনের আশায় আজ শহরাভিমুখী হয়ে পড়েছে, আর এর ফলস্বরূপ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশালসহ এই দেশের প্রধান শহরগুলোতে মানুষের ক্রমবর্ধমান বৃদ্ধি ঘটার ফলে শহরের অবস্থা আজ মুমূর্ষু। বিশেষ করে যে সমস্যা বেশি দেখা যায় তা হল বাসস্থানের অভাব ও যানবাহন সমস্যা।

এইসব সমস্যার কারণে নাগরিক জীবন যেন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। যাবতীয় সকল সমস্যা মিলিয়ে নগর জীবন যেন জনগণের কাছে আজ বিপর্যস্ত তথা ভয়াবহ; ফলে অনেকেই অতিষ্ঠ হয়েই বলে ওঠে, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’

বাংলাদেশের যানজট সমস্যা

শহরে যানজটের সমস্যা হওয়ার কারণ, reasons of traffic congestion in the city 

বর্তমান বিশ্ব দ্রুত গতিতে এগিয়ে চলেছে, বিশ্বের বিভিন্ন দেশ দিন দিন ক্রমশ যান্ত্রিক এবং প্রগতিশীল হয়ে উঠছে, আর এই গতিময় বিশ্বের দেশগুলোর উন্নতি অনেকাংশে নির্ভর করে আছে সুষ্ঠু যানবাহন ব্যবস্থার ওপর। যেসব জায়গায় যানবাহন চলাচলের সুব্যবস্থা রয়েছে সেখানে বিভিন্ন কারণে যাতায়াত করা ও পণ্য সামগ্রী আনা নেওয়ার সুবিধাও বেশি থাকে, ফলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। বাংলাদেশে বিভিন্ন কারণে যানজট সৃষ্টি হয়, যা যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি জনগণের সামগ্রিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই কারণগুলি হল :

1. দেশের জনসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি : পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। বিশেষত রাজধানী ঢাকায় জনসংখ্যার হার ক্রমশ বেড়ে চলছে। অথচ রাস্তাঘাট প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। তাছাড়া, রাস্তাগুলো অনেক সংকীর্ণ হওয়ায় যানবাহন ও মানুষ চলাচলে অসুবিধার সৃষ্টি হয়।

2. রাস্তাঘাটে অতিরিক্ত যানবাহন চলাচল : জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যাও বিপুলহারে বৃদ্ধি পাচ্ছে, ফলে মানুষ চলাচল ও যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে এবং যানজট বৃদ্ধি পাচ্ছে ।

শহরে যানজটের সমস্যা হওয়ার কারণ

3. রাস্তাঘাটের সংকীর্ণতা এবং অনুন্নত সড়ক : ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য বড়ো শহরগুলোতে কোনো ধরনের সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই বড় বড় অট্টালিকা গড়ে উঠছে। একইভাবে রাস্তা নির্মাণের ক্ষেত্রেও পরিকল্পনার অভাব পরিলক্ষিত হয়, যার ফলে অধিকাংশ রাস্তাই সংকীর্ণ এবং ভেঙে আঁকা বাঁকা হয়ে আছে। এর থেকেই নিত্যদিন যানবাহনগুলো রাস্তাঘাটে সুনির্দিষ্ট গতিতে চলাচল করতে পারে না এবং যানজট সমস্যা সৃষ্টি হয় ।

4. ট্রাফিক ব্যবস্থার মধ্যে ত্রুটি : বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা বেশ ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক পুরনো সময় থেকে এই ট্রাফিক ব্যবস্থা একইভাবে চলছে আজও, তাই বেশ কিছু ট্রাফিক সিগন্যালে এখন বাতি পর্যন্ত জ্বলে না। অন্যদিকে ট্রাফিক পুলিশ নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে উদাসীন এবং কিছু ক্ষেত্রে তারা দুর্নীতিমূলক কাজের সাথেও যুক্ত, এসব কারণে ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা। 

5. রাস্তাঘাটে অদক্ষ চালকের পরিমাণ বেশি : বাংলাদেশের বেশ কিছু গাড়ি চালক আছে যাদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান কম। তাছাড়া অনেক গাড়ি চালকদের কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স নেই। এই অজ্ঞতা ও অদক্ষতার কারণেও যানজটের সৃষ্টি হয়।

6. ভিন্ন রকম যানবাহনের একসাথে চলাচল করায় যানজট হয় : শহরের রাস্তাঘাটে বিভিন্নরকম যানবাহন একসাথে চলাচল করে। কোনোটা বড়ো গাড়ি, কোনোটা আবার ছোটো, কোনোটা দুই চাকার, আবার কোনোটা হয় চার চাকা বা তিন চাকার। তাই এদের গতিবেগও হয় ভিন্ন ধরনের, যেমন বাস-ট্রাক সহ অন্যান্য যান্ত্রিক সব যানের পাশেই চলছে মনুষ্যচালিত রিকশা।

ধীরগতির এই যান এলোপাথাড়ি চলাচল করলে অনেক সময় যন্ত্রচালিত যানবাহন রাস্তার মাঝে আটকা পড়ে যায়, এর ফলে সৃষ্টি হয় যানজট। অন্যদিকে প্রত্যেক গাড়ির চালকের মধ্যে যেন প্রতিযোগিতা চলতে থাকে একজন আরেকজনের আগে যাওয়ার, ফলে বিশৃঙ্খলভাবে চলতে শুরু করে গাড়িগুলো, এভাবেও যানজটের সৃষ্টি হয়।

ট্রাফিক ব্যবস্থার মধ্যে ত্রুটি :

7. রাস্তার উপর বিভিন্ন দোকান ও বাজার স্থাপন : দেশের প্রায় সকল শহরেই দেখা যায়, রাস্তার উপর ছোটো ছোটো বাজার এবং দোকানপাট গড়ে উঠছে, যার ফলে লোকজনের চলাচলের সমস্যা হয়। রাস্তার পাশের ফুটপাতগুলো বিভিন্ন হকারদের দখলে, তাই লোকজনের রাস্তা দিয়ে হেঁটে যায়, ফলে সৃষ্টি হয় যানজট।

বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স কী ভাবে পাওয়া যায়, How to get a driving license in Bangladesh explained in Bengali

যানজট হওয়ার ফলে কি কি সমস্যা হচ্ছে, problems faced due to traffic congestion 

যেকোনো শহরেই যানজটের সমস্যার কারণে অনেক ক্ষতি হয়, অনেকটা সময় নষ্ট হয় এবং আরো অনেক অনিয়ম ঘটে। কিন্তু বর্তমানে যানজটের হওয়ার সমস্যা এতটাই বেড়ে উঠেছে যে শহরবাসী এসবের সাথে অভ্যস্ত হয়ে পড়ছেন। যানজটের ফলে সৃষ্ট সমস্যাগুলি হল :

●  যানজটের সমস্যায় স্কুল-কলেজে কিংবা অফিস-আদালতে ঠিক সময়ে পৌঁছানো মুশকিল হয়ে যাচ্ছে।

● অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি দিয়ে মুমূর্ষ রোগী হাসপাতালে যাওয়ার পথে যানজট হলে অনেক সময় পথেই রোগীর মৃত্যু হয়, অথবা অনেক ক্ষেত্রে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পারায় সমস্যা গুরুতর আকার ধারণ করতে পারে।

● যানজটে পড়ে অনেকসময় খুব গুরুত্বপূর্ণ সংবাদ যথাস্থানে সঠিক সময়ে পৌঁছানো যায় না, ফলে অনেকসময় বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়।

● কোনো অঞ্চলে যদি একটি অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে ও সেই জরুরি সংকটের সময় পুলিশ, ফায়ার বিগ্রেড বা এম্বুলেন্স ইত্যাদির মত নাগরিকদের সুবিধা প্রদানকারী প্রয়োজনীয় ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে সমস্যার সৃষ্টি হয়, ফলে শহরের নাগরিকদের সুবিধা নিশ্চিত হচ্ছে না এবং জনগণের নিরাপত্তামূলক ব্যবস্থা ভেঙে পড়ছে। 

যানজট হওয়ার ফলে কি কি সমস্যা হচ্ছে

● যানজটে আটকা পড়ে বৃথা সময় অপচয় হয়, ফলে নিত্য দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।  

● অনেক ক্ষেত্রে যানজট হওয়ার কারণে মারাত্মক দুর্ঘটনাও ঘটে থাকে। 

● যানজটের আটকে পড়া বেশিরভাগ গাড়ি চালু করাই থাকে, এই কারণে যানবাহনের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি পোড়ানো হচ্ছে। 

● যানজটের ফলে যানবাহনেরও ক্ষতি হয়, বাহনগুলোর জীবনীশক্তি হ্রাস পায়। 

যানজটের ফলে যানবাহনেরও ক্ষতি হয়, বাহনগুলোর জীবনীশক্তি হ্রাস পায়। 

বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কিত শুভেচ্ছাবার্তা এবং সুন্দর কিছু লাইন, Victory day of Bangladesh Quotes, Greetings, Wishes, Lines in Bengali

যানজট নিরসন করার জন্য কি কি করা উচিত, What should be done to alleviate traffic congestion?

দেশ তথা শহরের উন্নতির স্বার্থে যানজট সমস্যা নিরসন করা অত্যন্ত জরুরি, এর জন্য বেশ কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। সেই বিষয়গুলি নিম্নরূপ :

ট্রাফিক ব্যবস্থার উন্নতি করতে হবে : বাংলাদেশের যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে তা মান্ধাতার আমল থেকে চলে এসেছে। তখনকার সময়ে যানবাহনের সংখ্যা কম ছিল তাই সেরূপ ব্যবস্থায় বর্তমানের মত সমস্যা হয় নি। কিন্তু এখনকার পরিস্থিতি অন্য রকম, তাই অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার মধ্যেও আধুনিকীকরণ করতে হবে। তাছাড়া ট্রাফিক আইন প্রয়োগের দিকেও কড়াভাবে নজর দিতে হবে। বিভিন্ন ট্রাফিক পয়েন্টে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে। 

রাস্তাঘাটের সংস্কার এবং বাইপাস নির্মাণ করতে হবে : যানজট কম করতে হলে শহরের সংকীর্ণ রাস্তাগুলো প্রশস্ত করে তুলতে হবে। শহরের কাছেই বাইপাস রাস্তা নির্মাণ করা উচিত এবং এর পাশাপাশি লোকজনের চলাচলের জন্য ফুটপাথ উন্মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে।

যানজট নিরসন করার জন্য কি কি করা উচিত

 রিকশাগুলো নিয়ন্ত্রণ করে রাখা : শহরের ব্যস্ততম সড়কে রিকশা চলাচল যতটা সম্ভব বন্ধ করা বা কম করতে হবে। শহর এলাকায় নির্দিষ্ট সংখ্যক রিকশা রেখে অবশিষ্ট রিকশা চলাচল বন্ধ করে দিতে হবে।

 চালকদের সঠিক প্রশিক্ষণ প্রদান করা : দেশের বেশিরভাগ যানবাহন চালকদের অক্ষরজ্ঞান থাকে না। চালকদের মধ্যে অনেকেই হয়তো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করে নি। আবার অনেকে অবৈধভাবে লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে। এমনও অনেক গাড়ি আছে যা অন্যান্য গাড়ির পাশাপাশি অবৈধ ভাবে চলাচল করছে। এদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা উচিত এবং সকল অবৈধ যানের ক্ষেত্রে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে সচেতন যানজট অনেকাংশে কম করা সম্ভব। 

উপসংহার, Conclusion 

যানজট সমস্যাকে যদি আমরা আমাদের প্রাত্যহিক চলাচল তথা জীবনযাপনের বিড়ম্বনাস্বরূপ মনে করি, তা ভুল কিছু নয়। এই সমস্যার ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে স্বাভাবিক জীবনেও সমস্যার সৃষ্টি হচ্ছে। দেশের বিভিন্ন শহরে যত তাড়াতাড়ি যানজটের সমস্যাটি সমাধান করা হবে, জাতির উন্নতির জন্য ততটাই মঙ্গল।

Recent Posts