জর্জ বুশের বিস্তারিত জীবনী, Best biography of George Bush in Bengali 



জর্জ ওয়াকার বুশ একজন আমেরিকান রাজনীতিবিদ যিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল অবধি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩ তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। দলের বিভিন্ন কাজে খুবই সক্রিয় ছিলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর অনেক সময় তাকে “বুশ ৪৩” এবং তার বাবাকে “বুশ ৪১” নামে ডাকা হতো। বুশের বাবা জর্জ এইচ ডব্লিউ বুশ ও মার্কিন রাষ্ট্রপতি পদে দ্বায়িত্ব পালন করেন 

জর্জ বুশের বিস্তারিত জীবনী

জর্জ বুশের জন্ম ও শৈশব জীবনের ইতিহাস,  George Bush Birth and Childhood Life History

জর্জ বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেরে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৬ সালের ৬ই জুলাই জন্ম হয় তাঁর। তিনি ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ এবং বারবারা বুশের জ্যেষ্ঠ সন্তান। টেক্সাসের মিডল্যান্ড এবং হাউসটনে চার ভাই-বোনের সাথে শৈশব-কৈশোর কাল কাটে তাঁর। ভাই-বোনদের নামগুলো হল: নেইল, জেব, মারভিন এবং ডরোথি।

রবিন নামের তাঁর আরেকটি ছোট বোন ছিল যে ১৯৫৩ সালে লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। জর্জ বুশের বাবা ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং কানেক্টিকাট থেকে তাঁর দাদা প্রেসকট বুশ যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন পিয়ার্স সহ আরও অন্য বেশ কয়েকজন রাষ্ট্রপতির সঙ্গে বুশের দূর সম্পর্কের আত্মীয়তার বন্ধন ছিল।

জর্জ বুশের জন্ম ও শৈশব জীবনের ইতিহাস

ফ্র্যাংকলিন রুজভেল্টের জীবনী, Best Biography of Franklin Roosevelt in Bengali

জর্জ বুশের শিক্ষাজীবনের বিভিন্ন দিক, Various aspects of George Bush’s educational career

জর্জ বুশ ছাত্র হিসেবে মধ্যম মানের ছিলেন। তিনি নিজের বাল্য জীবনে ফিলিপ অ্যাকাডেমিতে পড়াশোনা করেন। এটি ম্যাসাচুসেটসের অ্যানডোভারে অবস্থিত, সেখানে তিনি নিয়মিত বেসবল খেলতেন। উক্ত স্থানে পড়াশুনা শেষ করার পর নিজের বাবার পদাঙ্ক অনুসরণ করেই ইয়েল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন বুশ। পরবর্তীতে ১৯৬৮ সালে ইয়েল থেকে ইতিহাস বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেছিলেন। কলেজে সিনিয়র থাকাকালীন সময়ে বুশ স্কাল অ্যান্ড বোন সোসাইটি নামক একটি সংগঠনের সদস্য ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশুনা করেছিলেন।

জর্জ বুশের শিক্ষাজীবনের বিভিন্ন দিক

জন এফ. কেনেডির জীবনী, Best Biography of John F. Kennedy in Bengali

জর্জ বুশের বিভিন্ন দিক, Various aspects of George Bush’s personal life

১৯৭৭ সালে বন্ধুদের মাধ্যমে লরা ওয়েল্‌চের সাথে জর্জ বুশের পরিচয় হয়। লরা তখন পেশাগতভাবে একজন স্কুল শিক্ষক এবং গ্রন্থাগারিক ছিলেন। পরবর্তীতে বিয়ে করে এই দম্পতি টেক্সাসের মিডল্যান্ডে আবাস স্থাপন করেন। বুশ নিজ পরিবারের মান্যতা সম্পর্কিত এপিস্কোপাল চার্চ পরিত্যাগ করে দিয়ে স্ত্রী লরার ইউনাইটেড মেথডিস্ট চার্চে যোগ দিয়েছিলেন।

জর্জ বুশের বিভিন্ন দিক

জর্জ বুশের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Various career experiences of George Bush

১৯৬৮ সালের মে মাসের দিকে ভিয়েতনাম যুদ্ধ চলাকালে অতিরিক্ত সেনা সদস্য ভর্তি করার কাজ চলছিল। পাইলটদের অ্যাপটিচুড পরীক্ষায় অনেক কম নম্বর পাওয়া সত্ত্বেও বুশকে টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের দলে ভর্তি করে নেওয়া হয়।  প্রশিক্ষণ প্রাপ্তির পর তাঁকে হাউজটনে দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে ১৯৭২ সালে বুশ স্বেচ্ছায় আলবামা এয়ার ন্যাশনাল গার্ডে বদলি হন। তাঁর উদ্দেশ্য ছিল সেখানকার একটি রিপাবলিকান সিনেট প্রচারণায় অংশ গ্রহণ করা। ১৯৭৩ সালের অক্টোবর মাসে টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড থেকে জর্জ বুশকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হন।

তবে সেই সময়কালে তিনি এতটাই মাদকাসক্ত হয়ে পড়েন যে তাঁর যৌবন দায়িত্বজ্ঞানহীন ভাবে কাটে। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ১৯৭৬ সালের ৪ সেপ্টেম্বর তাঁকে আটক করে রাখা হয়েছিল। এই ব্যাপারে দোষী প্রমাণিত হওয়ায় ১৫০ ডলার জরিমানা দেন তিনি। তাছাড়া ১৯৭৮ সাল পর্যন্ত মেইনে তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হয়।

জর্জ বুশের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা

 জর্জ বুশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করার পর টেক্সাসে পারিবারিক তেল ব্যবসায় যোগ দিয়েছিলেন।  বুশ ১৯৭৮ সালে টেক্সাসের ১৯তম কংগ্রেশনাল জেলা থেকে হাউজ অফ রিপ্রেসেনটিটিভ্‌সের প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ৬,০০০ ভোটের ব্যবধানে হেরে যান তিনি। তাই আবার তেল ব্যবসায় ফিরে যান, সেখানে বিভিন্ন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তার এবং সিনিয়র অংশীদারের দায়িত্ব পান তিনি।

তবে তেলের দাম হঠাৎ কম হয়ে যাওয়ায় ১৯৮০’র দশকে উক্ত তেল কারখানা এবং আঞ্চলিক অর্থনীতি বিশেষভাবে আক্রান্ত হয়ে পড়ে। পরবর্তীতে ১৯৮৮ সালের দিকে বুশ তাঁর বাবার রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারণায় সহায়তা করার উদ্দেশ্যে নিজের পরিবারের সাথে ওয়াশিংটন ডি সি-তে চলে যান। প্রচারণার কাজ শেষ হলে পর টেক্সাসে ফিরে ১৯৮৯ সালের এপ্রিল মাসে টেক্সাস রেঞ্জার্‌স বেসবল ফ্রাঞ্চাইজের একটি শেয়ার ক্রয় করেন তিনি।

পরবর্তী চার বছর ধরে এই দলের অংশীদারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রখ্যাত বেসবল খেলোয়াড় স্যামি সোসার উপর নির্ভর করে বুশ নিজের ব্যবসা নিয়ে বেশ উচ্চাকাঙ্খী হয়ে উঠেছিলেন। পরে সেই শেয়ার বিক্রি করে অচিরেই ১৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেন তিনি।

বিরাট কোহলি, ভারতের আন্তর্জাতিক ক্রিকেট-এর নক্ষত্র, Biography of famous Indian cricketer, Virat Kohli in Bengali

টেক্সাসের গভর্নর নির্বাচন, Texas gubernatorial election

জর্জ বুশ টেক্সাসের গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৯৯৪ সালে নিজের নাম ঘোষণা করেন। অন্যদিকে তাঁর ভাই জেব ফ্লোরিডার গভর্নর পদে প্রতিদ্বন্দ্ব্বিতা করার জন্য নাম ঘোষণা করেন। তবে বুশ খুব সহজেই প্রাথমিক রিপাবলিকান মনোনয়ন পেয়ে যান। এর পরবর্তিতে তাঁকে তৎকালীন গভর্নর অ্যান রিচার্ডসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল।

অ্যান রিচার্ডস তখন বেশ জনপ্রিয় একজন ডেমোক্র্যাট তথা উক্ত নির্বাচনের জন্য প্রিয় হিসেবে বিবেচিত হয়েছিলেন। সেই সময় বুশ বেশ ক’জন রাজনৈতিক উপদেষ্টার সহায়তা পেয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন ক্যারেন হিউস, কার্ল রোভ এবং জন আলবাউ। এই নির্বাচনে অ্যান রিচার্ডসকে অপদস্থ করার মধ্য দিয়ে বুশ নেতিবাচক রাজনৈতিক প্রচারণা চালিয়েছেন বলে অনেকেই সমালোচনা করেছিলেন।

টেক্সাসের গভর্নর নির্বাচন

তবে এমন একটি রাজনৈতিক বিতর্কে আশার অতীত সাফল্য লাভ করায় অচিরেই জনপ্রিয়তা অর্জন করেন বুশ। উক্ত নির্বাচনে টিং শতকরা ৫২ ভাগ ভোট পান এবং রিচার্ডস পেয়েছিলেন ৪৭ ভাগ ভোট। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল অবধি টেক্সাস অঙ্গরাজ্যের ৪৬তম প্রশাসক বা গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন।

 বিজ্ঞানী স্টিফেন হকিং- এর জীবনী, Best Biography of scientist Stephen Hawking in Bengali

জর্জ বুশ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর, After George Bush was elected president

জর্জ ওয়াকার বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম রাষ্ট্রপতি। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত উক্ত পদে নিজ দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ২০০০ এবং ২০০৪ সালের রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিজয়ী হন।

জর্জ বুশ প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর

ইরাক যুদ্ধ চলার মাঝামাঝি সময়ের বিশৃঙ্খল অবস্থায় থাকা সত্ত্বেও ২০০৪ সালের নির্বাচনে তিনি পুনরায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। এই সব কারণে বুশ নিজেকে “যুদ্ধ রাষ্ট্রপতি” অভিধায় আখ্যায়িত করেছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর ১৩০ কোটি ডলার কর মওকুফ করেছিলেন তিনি। অন্যদিকে “কোন শিশু আইনের বাইরে থাকবে না” শীর্ষক আইন প্রণয়ন করেও বিশেষ আলোচিত হয়েছিলেন। 

বিল গেটস এর জীবনী, Best ever biography of Bill Gates in Bengali

সমালোচনা, Criticism

২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে, যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হয়ে যায়। জর্জ বুশ এর পর বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করে দেন। এই যুদ্ধেরই ধারাবাহিকতা বজায় রেখে আফগানিস্তারের তালেবান সরকারকে উৎখাত করার জন্য সেদেশে আগ্রাসন চালানো হয়। এই সবের মূল উদ্দেশ্য ছিল আল কায়েদা ধ্বংস করে দিয়ে ওসামা বিন লাদেনকে আটক করে নেওয়া। পরবর্তীতে বুশ ২০০৩ সালের মার্চ মাসের দিকে ইরাক দখলের সিদ্ধান্ত ঘোষণা করেন।

সমালোচনা

এর কারণ হিসেবে তিনি বলেছিলেন যে, সেদেশে বেশ কিছু অবৈধ গণবিধ্বংসী অস্ত্র আছে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ঘোষণা ১৪৪১-এর পরিপন্থী ছিল। ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তার অজুহাত দেখিয়ে পরিকল্পনা অনুযায়ী ইরাক দখল করা হয়। কিন্ত সেখানে কোনও গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। এই নিয়ে বুশের বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছিল। 

উপসংহার, Conclusion

জর্জ বুশ নিজের রাজনৈতিক জীবনে বহু সমালোচনার সম্মুখীন হয়েছেন।এমনকি একসময় বিশ্বের সবচেয়ে ঘৃণিত মানুষের তালিকার ৪ নম্বরে ছিল জর্জ বুশের নাম। তিনি নিজের রাজনৈতিক জীবনে বহু ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করেছিলেন, তাছাড়া বিভিন্ন আইন সংক্রান্ত বিষয়েও কাজ করেছিলেন। রিপাবলিকান পার্টির হয়ে বিতর্কিত বিজয় অর্জন করেও তিনি প্রভূত খ্যাতি অর্জন করেছেন।

Frequently Asked Questions 

জর্জ বুশ কে?

জর্জ ওয়াকার বুশ একজন আমেরিকান রাজনীতিবিদ যিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল অবধি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

 জর্জ বুশের জন্ম কবে হয়?

৯৪৬ সালের ৬ই জুলাই।

জর্জ বুশ কত তম রাষ্ট্রপতি?

 ৪৩ তম রাষ্ট্রপতি।

Recent Posts