বিরাট কোহলি, ভারতের আন্তর্জাতিক ক্রিকেট-এর নক্ষত্র, Biography of famous Indian cricketer, Virat Kohli in Bengali


বিরাট কোহলি নাম এর সাথে সকলেরই পরিচিতি যথেষ্ট। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। ক্রিকেট প্রেমীদের মধ্যে তাঁর অনুরাগীদের সংখ্যাও রয়েছে প্রচুর। ভারতীয় ক্রিকেট দলের একজন ভালো খেলোয়াড় হিসেবে তিনি শুরুর দিক থেকেই প্রভূত জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছেন। এমনকি ২০০৮ সালে ভারতীয় জার্সি পরার আগে থেকেই বিরাটের নাম ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছিল, কারণ তিনি অনূর্ধ্ব-১৯ এর ভারতীয় দলকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তারপর থেকে লাগামহীন ঘোড়ার মত ছুটে চলেছেন তিনি। তাই হয়তো আন্তর্জাতিকভাবে এই ডানহাতি ব্যাটসম্যান লোকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।  

বিরাট কোহলি, ভারতের আন্তর্জাতিক ক্রিকেট-এর নক্ষত্র

বিরাট কোহলির  জন্ম ও শৈশব জীবনের বিবরণ, Birth and childhood days of Virat Kohli

বিরাট কোহলির জন্ম হয় ১৯৮৮ সালে ৫ নভেম্বর। ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার দিল্লিতে এক পাঞ্জাবী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবার নাম প্রেম কোহলি, যিনি পেশায় আইনজীবী ছিলেন এবং তাঁর মা সারোজ কোহলি একজন গৃহিণী। 

ভারতের ১৫ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র জীবনী, Biography of Draupadi Murmu, the 15th President of India in Bengali

বিরাট কোহলির  জন্ম ও শৈশব জীবনের বিবরণ

শিক্ষা জীবন, Education 

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কোহলির বিশাল ভারতী পাবলিক স্কুল এর মধ্য দিয়ে শিক্ষা জীবন শুরু হয়, তিনি উক্ত স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে পড়াশুনার প্রতি কখনই তেমন আগ্রহ ছিলনা, তবে ক্রিকেটের প্রতি সর্বদাই তাঁর টান ছিল। তিনি পশ্চিম বিহারের সেভিয়ার কনভেন্ট স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। বিরাট কোহলি তার অনেক সাক্ষাৎকারে ইতিহাসকে তার প্রিয় বিষয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি অতীত সম্পর্কে জানতে এবং তা থেকে শিক্ষা নিতে আগ্রহী ছিলেন।

শিক্ষা জীবন

বিরাট কোহলি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন প্রিয় খেলা ক্রিকেট কে, Virat Kohli chose cricket as his favorite sport

বিরাট অনেক কম বয়স থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসতেন। যখন তাঁর ৩ বছর বয়স, তখন থেকেই শোনা যায় নাকি ক্রিকেট ব্যাটের সঙ্গে তাঁর সখ্যতা তৈরি হয়েছিল। পড়ে ১৯৯৮ সালে পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে গিয়ে রাজকুমার শর্মার অধীনে থেকে ক্রিকেটের অ-আ, ক-খ শেখেন তিনি। সেই থেকে ভারতের হয়ে খেলার আগ্রহ মনে পুষে রেখেছিলেন তিনি। বিরাট কোহলি শচীন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন।

স্বপ্নের দিকে পথ চলতে চলতে বর্তমানে তিনি সারা ভারত তথা বিশ্বে মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান রূপে পরিচিত। তাছাড়া মাঝে-মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও মাঠে ব্যাটিং করতে নেমে থাকেন তিনি। এছাড়াও, বিরাট ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ছিলেন তিনি এবং এর কয়েকমাস পরেই মাত্র ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর।

বিরাট কোহলি পেশা হিসেবে বেছে নিয়েছিলেন প্রিয় খেলা ক্রিকেট কে

তারপর থেকে তিনি শীঘ্রই ওয়ানডে তে মিডল অর্ডারে নিয়মিত খেলোয়াড় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন তিনি এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন। পরবর্তী সময়ে মহেন্দ্র সিং ধোনি ২০১৪ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে অবসর নিলে বিরাটের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়ে।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জীবনী, Biography of former President of India Pranab Mukherjee in Bengali

টেস্ট ক্রিকেট ম্যাচে বিরাটের অভিষেক, Virat’s debut in test cricket match

টেস্ট ক্রিকেটে ‘রান মেশিন’ বিরাট কোহলির অভিষেক ঘটে ২০১১ সালে ধোনির অধিনায়কত্বে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে ঘূর্ণি পিচে। সেই ম্যাচটিতে রাহুল দ্রাবিড় , ভিভিএস লক্ষ্মণ এর সাথে মধ্যম ক্রমে তিনি ব্যাটিং করেছিলেন।

২০১১-১২ তে প্রথম ঘরোয়া সিরিজ এবং প্রথম অর্ধশত রান, First home series and first fifty in 2011-12

ঘরের মাঠেই ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে যুবরাজ সিং-এর পরিবর্তে প্রথম একাদশে স্থান পেয়েছিলেন বিরাট। দুই ইনিংসেই অর্ধ শত রান করেছিলেন তিনি। তবে মাত্র ১ রানের জন্যে ম্যাচটি ড্র হয়ে যায়।

২০১১-১২ অস্ট্রেলিয়া সফর এবং প্রথম শত রান, 2011-12 tour of Australia and first hundred runs

২০১১-১২ সালের মৌসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতীয় দলের ব্যাপক বিপর্যয় ঘটেছিল। সেখানে দলের অন্য জ্যেষ্ঠ খেলোয়াড়গণ ব্যর্থ হয়ে গেলেও বিরাট কোহলি অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর প্রথম শতক রান করেন।

টেস্ট ক্রিকেট ম্যাচে বিরাটের অভিষেক

২০১৪ ইংল্যান্ড সফর, 2014 England tour

২০১৪ সালের ইংল্যান্ড সফরে গিয়েও আশানুরূপ ফল প্রদর্শন করতে পারেননি বিরাট। সেখানে ১০ টি ইনিংস খেলে মাত্র ১৩৪ রান করেছিলেন , তারমধ্যে সর্বোচ্চ রান ছিল ৩৯। দুর্ভাগ্যক্রমে ভারত ১-৩ এর ব্যাবধানে সিরিজ হেরে যায়।

২০১৮ ইংল্যান্ড সফর, 2018 England tour

দীর্ঘসময় পর ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ব্যাক্তিগতভাবে ভালো খেলেন কোহলি, যদিও ভারতীয় দল ১-৪ ব্যাবধানে সিরিজে পরাজিত হয়ে যায়।

২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফর, 2018-19 Australia tour

২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে গিয়েও ভালো খেলেছিলেন বিরাট এবং ভারতীয় ক্রিকেট দল সেখানে ২-১ ব্যাবধানে সিরিজটিতে জয়ী হয়।

২০২০ থেকে সমালোচনা, Criticism from 2020

২০২০ সাল থেকে পরপর নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া , ইংল্যান্ড , দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কার্যত শতক শুন্য থেকেছেন রান মেশিন বিরাট। তাঁর অধিনায়কত্বে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল পরাজিত হয়।  এরপর থেকে তাঁর খারাপ ব্যাটিং নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিস্তর সমালোচনা হতে থাকে।

বিরাট এবং ভারতীয় ক্রিকেট দল

ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলীর জীবনী, Biography of British writer Monica Ali in Bengali

ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য, Virat Kohli’s personal life 

বিরাট কোহলি নিজেই স্বীকার করেন যে তিনি কুসংস্কারে বিশ্বাসী। তিনি নিজের হাতে সবসময় একটি কালো রিস্টব্যান্ড পরেন। তাছাড়াও পূর্বের খেলায় তিনি যে গ্লাভস্ পড়ে ভালো পরিমাণ রান পেয়েছিলেন সেই গ্লাভস্ জোড়া পরেই পরের খেলাতেও মাঠে নামতেন তিনি।

২০১৩ সাল থেকে ভারতীয় ক্রিকেটার কোহলি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন৷ তখন তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বহু চর্চা ছিল। পরবর্তী সময়ে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট এবং অনুষ্কা তাদের প্রথম সন্তানের পিতা-মাতা হন। তারা নিজেদের নাম দুটো একসাথে জুড়ে মেয়ের নাম রাখেন ভামিকা কোহলি। 

সারা বিশ্বেই বিরাট কোহলির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, বিশেষ করে ভারতে তাঁকে নিয়ে একটি “সুপার ভি” নামে কার্টুনও তৈরি করা হয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য

বরেণ্য কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, Biography of famous vocalist Abdul Jabbar in Bengali

বিরাট কোহলির সখ, Virat Kohli’s hobby and likings

ক্রিকেট ছাড়াও সুপার ভি এর আরও একটি শখ রয়েছে। সেটা আর কিছুর নয়, বিলাসবহুল গাড়ির। কোহলির গ্যারাজে প্রায় ৬টি লাক্সারি কার অর্থাৎ বিলাসবহুল গাড়ি রয়েছে। কালেকশনের কথা যদি বলতে হয়, তবে কোহলির কাছে রয়েছে Audi A8L W12 Quattro (প্রায় ১.৯৮ কোটি টাকা), Audi Q7 (৭০ থেকে ৮০ লাখ টাকার কাছাকাছি), Audi R8 LMX (প্রায় ২.৯৭ কোটি টাকা), Audi RS5 (প্রায় ১.১ কোটি টাকা), Land Rover Vogue (প্রায় ২.২৬ কোটি টাকা) রয়েছে।

বিরাট কোহলির সখ

বিরাটের বাণিজ্যিক বিনিময় সম্পর্কিত তথ্য, Information related to  Virat Kohli’s commercial exchange

ক্রিকেটের পর বিরাট কোহলির দ্বিতীয় প্রিয় খেলা হল ফুটবল। তিনি ২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব ‘এফসি গোয়া’ -র সহ-মালিকানা গ্রহণ করেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে বিরাট বলেন যে তাঁর ফুটবলের প্রতি আগ্রহ থাকে তিনি ক্লাবটিতে বিনিয়োগ করেন এবং পাশাপাশি এটাও চান যে ভারতে ফুটবলের সঠিকভাবে বিকাশ ঘটুক। তিনি বলেন, “এটি আমার কাছে ভবিষ্যতের জন্য একটি ব্যবসায়িক বিনিয়োগ। ক্রিকেট আজীবন খেলে যেতে পারব না, তাই আমি অবসরের পর সকল সুযোগ জিইয়ে রাখছি।”

বিরাটের বাণিজ্যিক বিনিময় সম্পর্কিত তথ্য

মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি সৈয়দ আলাওল, Syed Alaol Biography in Bengali

আর্থিক প্রতিপত্তি সম্পর্কে কিছু তথ্য, Virat Kohli’s financial status

বিরাট কোহলির মোট সম্পদের পরিমাণ ৩৮২ কোটি টাকা। ফোর্বস সাময়িকীর চোখে দেখতে গেলে ব্র্যান্ডমূল্যে লিওনেল মেসির চেয়েও বিরাট কোহলি এগিয়ে আছেন। যেখানে মেসির অবস্থান হচ্ছে নয়ে, সেখানে কোহলি আছেন সাত নম্বরে। প্রতি বছরে তাঁর আয় হয় প্রায় ১২১ কোটি টাকার মত। তাছাড়া আইপিএল খেলার বিনিময়ে তিনি প্রতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছ থেকে ১৬ কোটি টাকা বেতন নেন। অন্যদিকে বান্দ্রায় ৯ কোটি টাকার ফ্ল্যাট রয়েছে। বিরাট কোহলি ১৮ টি ব্র্যান্ডের প্রচার করেন। বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে কোনো ব্যান্ডের এক দিনের বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে থাকেন।

সম্মাননা প্রাপ্তি, Awards and recognition 

ভারতীয় ক্রিকেট দলে যোগদানের পর থেকে ক্রমাগত নিজের ভালো খেলার দক্ষতা এবং জনপ্রিয়তার দরুন বহু পুরস্কার লাভ করেছেন তিনি।

● ২০১২ সালে আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হিসেবে আইসিসি পুরস্কার লাভের মর্যাদা পান বিরাট কোহলি। 

● ২০১৬ সালে উইজডেন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসেবে মর্যাদা পান বিরাট।

● ২০১৭ এবং ২০১৮ সালে কোহলি বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জয় করেন। একই সঙ্গে ২০১৮ সালে আইসিসি বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটার হয়েছেন তিনি, এই সম্মান ইতঃপূর্বে আর কেউ পান নি।

● ২০১৩ সালে ‘অর্জুন’ পুরস্কার লাভ করেন বিরাট।

●  ২০১৭ সালে বিরাটের ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রাপ্তি ঘটে।

● ২০১৮ সালে বিরাট কোহলি ভারতের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান “রাজীব গান্ধী” খেলরত্ন পুরস্কার পান। সচিন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির পর তিনি তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান লাভ করেন। 

সম্মাননা প্রাপ্তি

আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবনী, Biography of Bangladeshi photographer Manzoor Alam Beg in Bengali

অন্যান্য সম্মাননা, Other awards 

২০১৪ সালে মার্টিন ক্রো টেস্ট ক্রিকেটের তরুণ চার জন ফ্যাবের অন্যতম খেলোয়াড় হিসেবে জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথের সাথে বিরাট কোহলির নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১৮ সালে, টাইম ম্যাগাজিন বিরাট কোহলিকে বিশ্বের অন্যতম ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজনের আখ্যা দিয়েছিল। তাছাড়াও একসময় ইএসপিএন দ্বারা বিশ্বের অন্যতম একজন বিখ্যাত অ্যাথলেট তথা ফোর্বসের অন্যতম মূল্যবান অ্যাথলেট ব্র্যান্ড হিসাবে স্থান পেয়েছেন কোহলি।

অন্যান্য সম্মাননা

উপসংহার, Conclusion 

ক্রিকেটের কথা উঠলে ভারতীয় দলের ক্ষেত্রে বিরাটের নাম আলাদা করে বলে দিতে হয়না,  নিজের ব্যাটিং স্কিল এবং খেলার টেকনিকের জন্য অন্যান্য অসাধারণ খেলোয়াড়দের সঙ্গেও তাঁকে তুলনা করা হয়। অনেকেই মনে করেন যে শচীন টেন্ডুলকারকে যদি কেউ টপকাতে পারেন তবে তিনি কোহলি-ই হবেন। 

Frequently Asked Questions

বিরাট কোহলি কে ?

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

 বিরাট কোহলির জন্ম কবে হয়?

৫ নভেম্বর ১৯৮৮ সালে।

বিরাট কোহলি কবে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান?

 ২০০৮ সালে, অনূর্ধ্ব-১৯ দলে।

 বিরাট কোহলি কবে ভারতীয় দলের ক্যাপ্টেন হন?

 ২০১৪ সালে।

Recent Posts