রোনাল্ড উইলসন রেগনের জীবনী, Best Biography of President Ronald Reagan in Bengali



রোনাল্ড উইলসন রেগন মূলত একজন মার্কিন রাজনীতিবিদ ছিলেন। একসময়ের হলিউড চলচ্চিত্রের এই অভিনেতা ১৯৬৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৩৩ তম গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি হিসেবে রাজনীতির কাজে নিয়োজিত ছিলেন।

রোনাল্ড উইলসন রেগনের জীবনী

রোনাল্ড রেগনের  জন্ম ও শৈশব জীবনের বিভিন্ন তথ্য, Various facts about Ronald Reagan’s birth and childhood life

রোনাল্ড উইলসন রেগন ইলিনয় অঙ্গরাজ্যের ট্যামপিকোর এক বাণিজ্যিক ভবনের তৃতীয় তলার একটি অ্যাপার্টমেন্টে জন্মগ্রহণ করেছিলেন। ১৯১১ সালের ৬ ফেব্রুয়ারিতে জন্ম হয় তাঁর। তিনি জ্যাক রেগন এবং নেল ক্লাইড দম্পতির কনিষ্ঠ পুত্র ছিলেন। 

 পিতা জ্যাক পেশাগতভাবে একজন বিক্রেতা এবং গল্পকথক ছিলেন, তাঁর পূর্বপুরুষেরা ছিলেন কাউন্টি টিপারেরির হতে আগত আইরিশ ক্যাথলিক অভিবাসী। অন্যদিকে, মা নেল ছিলেন ইংরেজ ও স্কটিশ বংশোদ্ভূত। রোনাল্ডের জ্যেষ্ঠ ভ্রাতা নিল রেগন একজন বিজ্ঞাপন নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।

রোনাল্ড রেগনের  জন্ম ও শৈশব জীবনের বিভিন্ন তথ্য

ইলন মাস্কের জীবনী, Best ever biography of Elon Musk in Bengali

রোনাল্ড রেগনের শিক্ষাজীবনের ইতিহাস, Ronald Reagan’s educational history

রেগন প্রাথমিকভাবে ডিক্সন হাই স্কুলে পড়াশোনা করেছিলেন। সেইখানে অভিনয়, খেলাধুলা এবং গল্পকথনের দিকে তাঁর আগ্রহ জন্মেছিল। উত্তর ইলিনয়ের ছোট শহরের একটি নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা রেগন ১৯৩১ সালে ইউরেকা কলেজ থেকে স্নাতক অর্জন করেন। ছাত্র হিসেবে তিনি বেশ অমনোযোগী ছিলেন।

স্নাতক পাঠকালীন সময়ে তাঁর প্রধান বিষয় ছিল অর্থনীতি এবং সমাজবিজ্ঞান। C গ্রেড গড় ফলাফল নিয়ে তিনি স্নাতক শিক্ষা সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি রাজনীতি তথা খেলাধুলা এবং মঞ্চে নিজের কৃতিত্ব দেখানোর মাধ্যমে “সকল কাজের কাজী” হিসেবে সুপরিচিতি অর্জন করেছিলেন। এছাড়াও তিনি কলেজের ফুটবল দলের সদস্য এবং সাঁতার দলের অধিনায়কও ছিলেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং বিশেষ কিছু কারণে কলেজের সভাপতির বিরুদ্ধে আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন।

রোনাল্ড রেগনের শিক্ষাজীবনের ইতিহাস

ডোনাল্ড ট্রাম্প এর জীবনী, Best ever biography of President Donald Trump in Bengali 

রোনাল্ড রেগনের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Career experiences of Ronald Reagan

স্নাতক শিক্ষা অর্জনের পর রোনাল্ড রেগন বেতারের ক্রীড়া ভাষ্যকার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। ১৯২৭ সালের দিক থেকে লোওয়েল পার্কের রক নদীতে লাইফগার্ড হিসেবেও বেশ কিছু বছর কাজ করেন তিনি। রেগন ছয় বছরে ৭৭ জনকে উদ্ধার করেছিলেন।

পরবর্তী সময়ে ১৯৩৭ সালে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান তিনি এবং সেখানে চলচ্চিত্রের অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। রেগন স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি হিসেবে কমিউনিস্ট প্রভাব দূর করার কাজ করেছিলেন। পরে ১৯৫০-এর দশকে টেলিভিশনে কাজ শুরু করেন তিনি। ১৯৬৪ সালে “আ টাইম ফর চুজিং” শিরোনামে দেওয়া তাঁর বক্তৃতাটি সারাদেশের নজর কেড়েছিল।

রেগান অভিনীত কিছু বিখ্যাত মুভি হচ্ছে Kings Row , Knute Rockne All American, Law and Order, The Winning Team, এবং কমেডি মুভি Bedtime for Bonzo। ১৯৬৪ সালে ‘দ্য কিলার্স’ নামক চলচ্চিত্রে শেষবার অভিনয় করেন তিনি। রিগান মোট ৫৩ টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এবং অভিনয় জীবনে একজন বিখ্যাত তারকা হয়ে উঠেছিলেন।

রোনাল্ড রেগনের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা

রোনাল্ড রেগনের রাজনৈতিক জীবনের প্রাথমিক দিক, Early aspects of Ronald Reagan’s political career

অভিনেতা হিসেবে কাজ করার ফলে রোনাল্ড রেগনের অনুরাগীর সংখ্যা ভালো ছিল। পরে বিভিন্ন ভাবে নিজের সমর্থকগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে ১৯৬৬ সালে রেগন ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচিত হন। গভর্নর হিসেবে তিনি কর বৃদ্ধি করেন, রাজ্য ব্যয়ের ঘাটতি কম করেন, ইউসি বার্কলির আন্দোনলকারীদের প্রতিহত করেন, এবং আন্দোলনকালে ন্যাশনাল গার্ড ট্রুপদের নির্দেশ প্রদান করেন।

রোনাল্ড রেগনের রাজনৈতিক জীবনের প্রাথমিক দিক

বিজ্ঞানী স্টিফেন হকিং- এর জীবনী, Best Biography of scientist Stephen Hawking in Bengali

রোনাল্ড রেগনের বৈবাহিক সম্পর্ক, Ronald Reagan’s marital relationship

রোনাল্ড রেগান ১৯৪০ সালের ২৬ শে জানুয়ারী, অভিনেত্রী জেন উইম্যান কে বিবাহ করেন। পরবর্তীতে এই দম্পতির ঘরে দুই সন্তান জন্মগ্রহণ করে। তাদের নাম রাখা হয়েছিল: মরিয়েন এবং মাইকেল। পরে রাজনীতিতে যোগ দেওয়ার ফলে জেন রিগ্যান তাঁকে ছেড়ে দেন। ১৯৪৮ সালের জুন মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর তিনি ন্যান্সি রিগ্যান কে বিয়ে করেন, যিনি পরবর্তী সময়ে ফাস্ট লেডি হন। ১৯৬২ সালের ৪ ঠা মার্চ তাদের বিবাহ হয়। পরবর্তী সময়ে ন্যান্সি এবং রোনাল্ড রিগ্যানের ঘরে রন রিগ্যান এবং প্যাট্টি ডেভিস নামে আরো দুটি সন্তানের জন্ম হয়েছিল।

রোনাল্ড রেগনের বৈবাহিক সম্পর্ক

রোনাল্ড রেগনের রাজনৈতিক জীবনের ইতিহাস, A History of Ronald Reagan’s Political Life

রোনাল্ড রিগ্যান রিপাবলিক্যান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব প্রাপ্ত হলেও প্রথম জীবনে তিনি একজন ডেমোক্র্যাট ছিলেন। ১৯৬২ সালের দিকে রিপাবলিক্যানদের সাথে যুক্ত হন তিনি। বেশ কিছু বছর ধরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করার পর ১৯৬৮ সাল এবং ১৯৭৬ সালে রিপাবলিকানের প্রেসিডেন্ট নমিনেশন পাওয়ার চেষ্টা করেছিলেন। নমিনেশন পাওয়ার দৌড়ে হেরে গেলেও তিনি পিছিয়ে যান নি।

পরে ১৯৮১ সালে জিমি কার্টার কে হারিয়ে রেগান নমিনেশন পেয়ে যান, যথারীতি প্রেসিডেন্টও হন সেই বছরেই। প্রথম অভিষেকের সময়, রিগ্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তাঁর রাষ্ট্রপতিত্বের প্রথম দিকে, তিনি নতুনভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেন।

তবে প্রেসিডেন্ট হওয়ার ৬৯ দিনের মাথায় তিনি আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়েছিলন। ১৯৮২ সালের ৩০ শে মার্চ ওয়াশিংটন ডিসিতে হিলটন হোটেলের বাইরে গুলি করা হয় তাঁকে।  তখন প্রচুর রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও দ্রুত চিকিৎসা প্রাপ্ত হওয়ায় সে যাত্রায় বেঁচে যান তিনি। প্রেসিডেন্সির সময়, রেগান এমন সব নীতি অনুসরণ করেছিলেন যা ব্যক্তি স্বাধীনতায় তাঁর ব্যক্তিগত বিশ্বাসকে প্রতিফলিত করেছিল, দেশের অর্থনৈতিক পরিবর্তন এনেছিল, সামরিক বাহিনীকে সম্প্রসারিত করেছিল এবং ঠান্ডা যুদ্ধের অবসানে অবদান রেখেছিল।

রোনাল্ড রেগনের রাজনৈতিক জীবনের ইতিহাস

সেসময়ে এই পরিস্থিতিকে “রিগান বিপ্লব” হিসেবেও অভিহিত করা হয়েছিল। তাঁর রাষ্ট্রপতিত্ব আমেরিকান মনোবলকে বাড়িয়ে তুলেছিল, মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এবং সরকারের উপর জনগণের নির্ভরতা হ্রাস করেছিল। 

রাষ্ট্রপতি হিসাবে, রিগান একটি ডায়েরি রেখেছিলেন যাতে তিনি প্রেসিডেন্সির প্রতিদিনকার ঘটনাবলী এবং বিভিন্ন বিষয়গুলিতে নিজের মতামত সম্পর্কে লিখে রেখেছিলেন।  ডায়েরিগুলি ২০০৭ সালের মে মাসে ‘দ্য রিগান ডায়েরিজ’ হিসেবে প্রকাশিত হয়েছিল।

ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর জীবনী, Biography of Rani Lakshmibai of Jhansi in Bengali

রাষ্ট্রপতি হিসেবে রোনাল্ড রেগানের উল্লেখযোগ্য কাজ হল:

● ১.৭ বিলিয়ন ডলারের এক ড্রাগস এনফোর্সমেন্ট বিল পাশ করিয়েছিলেন তিনি।

● রিগ্যান আমেরিকার সুপ্রীম কোর্টে প্রথম কোনো মহিলা বিচারপতি কে নিয়োজিত করেছিলেন।

● রাষ্ট্রপতি পদের ক্ষমতায় থাকাকালীন আমেরিকার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। স্নায়ু যুদ্ধ বন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি সর্বদাই স্মরণীয়।

● রাশিয়ার নেতা মিখাইল গর্বাচেভের সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ করেন রিগ্যান, এরপর উভয়ই যৌথভাবে নিজেদের পরমাণু অস্ত্রগুলির অপব্যবহার নির্মূল করতে সম্মত হন।

রাষ্ট্রপতি হিসেবে রোনাল্ড রেগানের উল্লেখযোগ্য কাজ

রোনাল্ড রেগনের জীবনাবসান, The death of Ronald Reagan

প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগে আক্রান্ত ছিলেন। বর্ননাময় জীবনের অধিকারী এই মার্কিন প্রেসিডেন্ট ২০০৪ সালের ৫ ই জুন মৃত্যু বরণ করেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বেল এয়ার জেলায় নিজস্ব বাড়িতে মৃত্যু হয় তাঁর। আলঝেইমার রোগের জটিলতায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান রিগান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

রেগানের মৃতদেহ সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়ার কিংসলে এবং গেটস ফিউনারেল হোমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর শুভাকাঙ্ক্ষীরা ফুল এবং আমেরিকান পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ৭ ই জুন, তাঁর মৃতদেহ রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে স্থানান্তরিত করা হয়, যেখানে যাজক মাইকেল ওয়েনিং দ্বারা পরিচালিত একটি সংক্ষিপ্ত পারিবারিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। রিগানের দেহ  লাইব্রেরির লবিতে ৯ জুন পর্যন্ত রেখে,  সেদিনই ওয়াশিংটন, ডি.সি.-তে পাঠানো হয়, পরে ১১ জুন, ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালিত হয়েছিল। 

রোনাল্ড রেগনের জীবনাবসান

উপসংহার, Conclusion 

রোনাল্ড রিগ্যান একসময় বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন, দর্শকদের উপহার দিয়েছিলেন চমৎকার কিছু চলচ্চিত্র। সেই তিনিই পরবর্তীতে হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট, রাজত্ব করে গেলেন টানা দুইবার। আমেরিকার উন্নয়নে প্রাণবাজি রেখে বহু পদক্ষেপ নিয়েছেন তিনি। নিজের কার্যকলাপের দরুন কুড়িয়েছেন প্রভূত খ্যাতি। তাঁকে স্মরণ করার একটি দুটি না, বরং বহু কারণ রয়েছে। তাছাড়া তাঁর পরবর্তী অন্যান্য প্রেসিডেন্টদের কাছেও তিনি অনুপ্রেরণা স্বরূপ স্মরণীয়। 

Frequently asked questions

রোনাল্ড রিগ্যান কে?

রোনাল্ড উইলসন রেগন মূলত একজন মার্কিন রাজনীতিবিদ তথা একসময়ের হলিউডের চলচ্চিত্র অভিনেতা।

রোনাল্ড রিগ্যান কবে প্রেসিডেন্ট নির্বাচিত হন?

১৯৮২ সালে।

রোনাল্ড রিগ্যান যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ছিলেন?

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি।

রোনাল্ড রিগ্যান কবে মৃত্যু বরণ করেন?

২০০৪ সালের ৫ ই জুন।

Recent Posts