আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবনী, Biography of Bangladeshi photographer Manzoor Alam Beg in Bengali


মনজুর আলম বেগ হলেন বাংলাদেশে আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ, যিনি এম এ বেগ বা বেগ স্যার এবং আলোকচিত্রাচার্য হিসাবেই বেশি পরিচিত। বাংলাদেশের প্রথম ফটোগ্রাফি শিক্ষা কেন্দ্র “বেগ আর্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফী” (১৯৬০) এবং “বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি”-র (১৯৭৬) প্রতিষ্ঠাতা ছিলেন আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ। 

আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগের জীবনী

জন্ম ও পরিবার, Birth year and Family 

আলোকচিত্রাচার্য মনজুর আলম ১৯৩১ সালে ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। রাজশাহীর নবাবগঞ্জের শ্যামপুর গ্রামে তাঁর জন্ম হয়। আলমের পিতার নাম প্রফেসর হোসামউদ্দিন বেগ এবং মাতার নাম যাহেদা চৌধুরী।

করুণাময়ী রাণী রাসমণির জীবনী, Biography of Rani Rashmoni in bengali

মনজুর আলম বেগের শিক্ষাজীবন, Education 

মনজুর আলম ১৯৪৭ সালে ঢাকা বোর্ড থেকে ম্যাট্রিক পাশ করেন এবং ১৯৪৯ সালে এইচ.এস.সি. অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করেন । অতঃপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ১৯৪৯ সালে আলোকচিত্র বিষয়ে ‘পাকিস্তান এয়ার ফোর্স টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে’ প্রশিক্ষণ লাভ করেন। এর কিছুকাল পর, ১৯৫৭ সালে করাচীতে ইউনেস্কোর অধীনে মাইক্রোফিল্ম বিষয়ে প্রশিক্ষন লাভ করেন। পরবর্তী সময়ে, ১৯৬৮ সালে ব্রিটিশ সরকার প্রদত্ত বৃত্তি লাভ করেন এবং তার সাহায্যে তিনি ইংল্যান্ডে “হ্যাটফিল্ড কলেজ অফ টেকনোলজীর ন্যাশনাল রিপোগ্রাফীক সেন্টার ফর ডকুমেন্টেশন”-এ রিপোগ্রাফী বিষয়ে জ্ঞানার্জন করেন। একই সালে তিনি লন্ডনের কোডাক ফটোগ্রাফীক স্কুল থেকে রঙ্গিন ফটোগ্রাফী বিষয়ক ট্রেনিং লাভ করেন।

মনজুর আলম বেগের শিক্ষাজীবন

১৯৭৪ সালে তিনি ইংল্যান্ডের “ ব্রিটিশ ইন্সটিটিউট অফ ইনকরপোরেটেড ফটোগ্রাফারস ” (IIP) থেকে ফটোগ্রাফী বিষয়ক কোর্সে ডিপ্লোমা করেন। ১৯৭৬ সালে ইংল্যান্ডের ইন্সটিটিউট অফ রিপোগ্রাফিক টেকনোলজীতে পেশাদারী যোগ্যতা ‘AMIRT’- এর জন্য আবেদনমূলক দরখাস্ত দেন তিনি; কিন্তু মনজুর আলমকে একধাপ উপরের ‘MIRT’ যোগ্যতাটি দেওয়া হয়।

এরপর একই সালে তিনি ইউনেস্কো প্রদত্ত বৃত্তি লাভ করে বাংলাদেশ সরকার থেকে ‘থাইল্যান্ড ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন’ -এর ৪র্থ কংগ্রেসে যোগ দেন। ১৯৮০-৮১ সালে ভারত সরকার এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “TRAINING COURSE FOR INFORMATION CENTRE MANAGERS” শীর্ষকের এক অনুষ্ঠানে নিউদিল্লীতে অংশগ্রহণ করেন তিনি।

মনজুর আলম বেগের পেশাগত জীবন, Career Life

মনজুর আলম বেগ ১৯৪৯- ১৯৫৫ সাল পর্যন্ত ফটোগ্রাফী বিষয়ে পাকিস্তান এয়ারফোর্সে চাকুরিরত ছিলেন; সেখানে তিনি স্থির, মুভী এবং এরিয়াল ফটোগ্রাফী বিষয় নিয়ে এয়ার ফোর্সের করাচি, লাহোর, পেশোয়ার, কোয়েটা ইত্যাদি বিভিন্ন স্টেশনে কাজ করেন। ১৯৫৫-১৯৫৭ সালে বেগ স্যার ঢাকা এবং ময়মনসিংহে ‘ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সারভিস’ (USIS) অফিসে মোশন পিকচার্স বিভাগে চাকুরি করেন। তিনি ১৯৫৭-১৯৬০ সাল পর্যন্ত করাচিতে CSIR এর অধীনে প্যান্সডকে চাকুরি করেন । কয়েক বছর পর ১৯৬৩ সালে ঢাকায় সায়েন্স ল্যাবরেটরীতে প্যান্সডকের শাখা অফিস খোলা হলে মনজুর আলম সিনিয়ার রিপোগ্রাফিক অফিসার পদে যোগ দেন। ১৯৮৮ সালে এম এ বেগ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনস্থ ব্যান্সডক থেকে অবসর গ্রহণ করেন।

মনজুর আলম বেগের পেশাগত জীবন

মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি সৈয়দ আলাওল, Syed Alaol Biography in Bengali

শিক্ষকতা, Teaching 

বেগ স্যার ফটোগ্রাফী বিষয়ে ১৯৬০ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফীতে ৩৮ বছর ধরে শিক্ষকতা করেছিলেন। ১৯৬১- ১৯৬৩ সাল পর্যন্ত তিনি টিচার্স ট্রেনিং কলেজের অডিও ভিজুয়াল সেন্টারে প্রশিক্ষণ দিয়েছিলেন । পরবর্তী সময়ে, ১৯৭৫-১৯৭৭ সালে তিনি বুয়েটের স্থাপত্য বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন ।

শিক্ষকতা

উপদেষ্টা, Advisor

মনজুর আলম তিন বছর বারডেমে ফটোগ্রাফী বিষয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন । তিনি বাংলা একাডেমী, বাংলাদেশ সেনাবাহিনীতে এবং জাতীয় প্রেস ইন্সটিটিউটে রিসোর্স পারসোনাল হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বেশ কয়েক বছর ফটোগ্রাফী উপদেষ্টা প্যানেলের সভাপতি ছিলেন তিনি।

উপদেষ্টা

বিশ্ববন্দিত কবি মাইকেল মধুসূদন দত্ত’র জীবনী, Biography of Michael Madhusudan Dutta in Bengali   

বিচারক, Judge

মনজুর আলম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায় বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন; যেমন শিল্পকলা, ইউনেস্কো, ইউনিসেফ, পর্যটন এবং বিভিন্ন সোসাইটি আয়োজিত জাতীয় প্রতিযোগিতাসমূহ। সার্ক দেশ সমূহের মধ্যে আয়োজিত বিভিন্ন প্রদর্শনীগুলোতেও তিনি বিচারকের পদে দ্বায়িত্ব পালন করেন। 

বিচারক

প্রকাশনা, Publication 

১৯৫৭ সালে মনজুর আলমের ফটোগ্রাফী বিষয়ে প্রথম লেখা প্রকাশিত হয় “দিগন্ত” পত্রিকায়, করাচিতে; “আলোকচিত্রে আরবের দান” শীর্ষক লেখাটি ছাপা হয় দৈনিক ইত্তেফাকে ৭০ দশকে। কলকাতা থেকে “ফটোগ্রাফী চর্চা” এবং ঢাকা থেকে “ফটোগ্রাফী” নামে প্রকাশিত মাসিক পত্রিকার প্রায় প্রতিটি সংখ্যায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে।

মনজুর আলম বেগের ফটোগ্রাফী বিষয়ক বই

● REPORT ON REPROGRAPHY ১৯৬৮ সালে লন্ডন থেকে প্রকাশিত

● আধুনিক ফটোগ্রাফী, ১৯৭৪ সালে ভারত থেকে প্রকাশিত 

● ফটোগ্রাফী ফরমূলা, ১৯৭৪

● ফটোগ্রাফী ডাইজেস্ট, ১৯৮১

● রঙ্গিন প্রিন্ট করা, ১৯৮১

মনজুর আলম বেগের ফটোগ্রাফী বিষয়ক বই

● মাইক্রোফিল্ম কি ও কেন? ১৯৯০

● RURAL BANGLADESH ,১৯৯৩

● আলোকচিত্র সাদাকালো ও রঙ্গিন, ১৯৯৩ সালে, বাংলাদেশ থেকে প্রকাশিত 

● ডার্করূম সলিউশন, ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে প্রকাশিত হয় ।

অন্যান্য বই

● বিশ্ব-ভাষা, ১৯৮৩ সালে 

● মআবের কবিতা, ১৯৯১ সালে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়।

শিক্ষাবিদ আবদুল্লাহ আল-মুতীর জীবনী, Biography of Abdullah-Al-Muti in Bengali

সম্পাদনা, Publishing 

১৯৭৮ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির BPS NEWSLETTER এর সম্পাদনা ও প্রকাশনার কাজ শুরু করেন মনজুর আলম। তিনি ১৯৯১ সাল থেকে দেশের প্রথম ও একমাত্র ফটোগ্রাফী বিষয়ক “মাসিক ফটোগ্রাফী” পত্রিকার সম্পাদনা করেছিলেন । দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯২ সালে তিনি “কোন ছবি কেন ভাল” এ বিষয়ে নিয়মিত সমালোচনামূলক প্রবন্ধ লিখেছেন ।

সম্পাদনা

মনজুর আলম বেগের সাংগঠনিক তৎপরতা, Organizational activities of Manzoor Alam Beg

কর্মজীবনে বেগ স্যার নিজের ছাত্রদের সাথে মিলে চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা সিনেসিক ক্লাব, ব্রাহ্মনবাড়ীয়া ফটোগ্রাফিক সোসাইটি, রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটি এবং দিনাজপুর ফটোগ্রাফিক সোসাইটি গঠন করেছিলেন; সে সকল ক্লাব গুলোকে এক পতাকার নিচে নিয়ে আসার উদ্দেশ্যে আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ ‘বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি’- কে ফেডারেশনে উন্নীত করেন, এর ফলশ্রুতিতে ‘বিপিএস’ আন্তর্জাতিক ফটোগ্রাফিক ফেডারেশনের (FIAP) সদস্যপদ লাভ করে এবং আরো শক্তিশালী সংগঠনে পরিণত হয়।

মনজুর আলম বেগের সাংগঠনিক তৎপরতা

সম্মাননা, Honors

ফটোগ্রাফী বা আলোকচিত্রের ক্ষেত্রে উন্নয়ন বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশের ফটোগ্রাফি বিষয়ক সোসাইটিগুলো তথা পার্শ্ববর্তী দু’টি দেশ ভারত ও শ্রীলঙ্কা এবং আন্তর্জাতিক ফটোগ্রাফিক ফেডারেশন FIAP থেকে এম এ বেগকে দুর্লভ সম্মানে ভূষিত করা হয়েছে। ১৯৮৪ সালে বাংলাদেশে ফটোগ্রাফিক সোসাইটি থেকে তাঁকে সর্বোচ্চ পেশাদারী যোগ্যতার ফেলোশিপ সনদ (FBPS) প্রদান করা হয় ।

● ১৯৮২ সালে ভারতে প্রথম আন্তর্জাতিক ফটোগ্রাফী সন্মেলন হয় কোলকাতায়। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এম এ বেগ সহ মোট এগারোজনকে ফটোগ্রাফী বিষয়ক শ্রেষ্ঠ ফেলোশিপ (Hon.FPAD) সম্মানে ভূষিত করা হয়। এ সম্মান দলিল হস্তান্তর করেন বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ।

● ১৯৮৩ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি Hon. Fellowship (Hon.FBPS) সম্মানে তাঁকে ভূষিত করে।

● ১৯৮৩ সালে ওয়ার্ল্ডভিউ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের একটি জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক সংগঠন জনাব বেগকে আজীবন সদস্যপদ প্রদান করে শ্রীলঙ্কায় অবস্থিত তাদের কেন্দ্রীয় দফতর থেকে।

সম্মাননা

● ১৯৮৬ সিনেসিক পদক।

● ১৯৮৭ সালে The International Federation of Photographic Art (FIAP) জার্মানিতে অনুষ্ঠিত তাদের ১৯তম কংগ্রেসে জনাব বেগকে ESFIAP (FIAP Excellence for Services Rendered) সম্মানে ভূষিত করে।

● ১৯৯১ সালে নিউ দিল্লীর ইন্ডিয়া-ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কাউন্সিল থেকে জনাব বেগকে ASIIPC সম্মানে ভূষিত করা হয়।

● চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন ১৯৯৭ সালে কোলকাতা বই মেলাতে দুই বাংলাতে ফটোগ্রাফী উন্নয়ণে বিশেষ অবদান রাখার জন্য জনাব বেগকে ফটোগ্রাফি চর্চা পদক প্রদান করেন ।

● ইন্ডিয়া-ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কাউন্সিল ১৯৯৭ সালে বিশ্ব আলোকচিত্র দিবসে জনাব বেগকে FSIPC সম্মান প্রদান করে ।

● বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ৯ জুলাই, ১৯৯৮ সালে তাঁকে আলোকচিত্রের সর্বোচ্চ সম্মান ‘আলোকচিত্রাচার্য’ উপাধিতে ভূষিত করে।

মৃত্যু, Death 

আলোকচিত্র জগতের এই মহান শিল্পী ১৯৯৮ সালের ২৬ শে জুলাই মৃত্যুবরণ করেন। জীবনাবসান কালে তিনি রেখে গেছেন বহু আলোকচিত্র সম্ভার, যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উপসংহার, Conclusion 

 আলোকচিত্রাচার্য এম এ বেগ ছাত্রদের উদ্বুদ্ধ করে দেশের বিভিন্ন অঞ্চলে ফটোগ্রাফিক সোসাইটি এবং ক্লাব গঠনে কার্যকর ভূমিকা পালন করেছিলেন; যার ফলস্বরূপ আজ বাংলাদেশে আলোকচিত্র বিষয়ে উন্নতি লক্ষ্য করা যায়। নিজের কাজের দ্বারা তিনি বহু মানুষের মনে অনুপ্রেরণা জাগিয়েছেন। আলোকচিত্র জগতের উন্নতি সাধনে তাঁর অবদান অনস্বীকার্য।

আলোকচিত্রাচার্য এম এ বেগ

Frequently Asked Questions

মনজুর আলম বেগ কে?

মনজুর আলম বেগ হলেন বাংলাদেশে আলোকচিত্র আন্দোলনের পথিকৃৎ, যিনি এম এ বেগ বা বেগ স্যার এবং আলোকচিত্রাচার্য হিসাবেই বেশি পরিচিত। 

মনজুর আলম কবে জন্মগ্রহণ করেন?

১৯৩১ সালে ১ অক্টোবর জন্মগ্রহণ করেন।

মনজুর আলম বেগের লিখিত প্রথম বই কোনটি?

‘REPORT ON REPROGRAPHY’ , ১৯৬৮ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়।

মনজুর আলম কবে মৃত্যু বরণ করেন?

১৯৯৮ সালের ২৬শে জুলাই।

Recent Posts