জয়া আহসানের জীবনকাহিনি | Biography of Jaya Ahsan in Bengali


একজন বিশিষ্ট বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান বা জয়া মাসউদ হলেন একাধারে একজন স্বনামধন্য মডেলও। বর্তমান যুগে তিনি পশ্চিমবঙ্গের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম । কেরিয়ারের সূত্রপাতে তিনি মডেলিং জগতে প্রবেশ করেন যদিও পরবর্তী পর্যায়ে চলচ্চিত্র এবং টেলিপর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের পরিচিতি রেখেছেন । নিজের অসামান্য অভিনয় দক্ষতা দিয়ে তিনি জিতে নিয়েছেন হাজারো দর্শকের মন আর ঠিক এজন্যই জয়া এহসান আজ রয়েছেন খ্যাতির শিখরে আর তার স্বীকৃতি প্রদান করে অভিনেত্রীর প্রাপ্ত সম্মানজনক পুরস্কারগুলি । জয়া আহসান এর বর্তমান বয়স প্রায় 39 বছর ( জয়া আহসান ১লা জুলাই , ১৯৮৩ জন্মগ্রহণ করেন )।

জয়া আহসানের জীবনকাহিনি

প্রাথমিক জীবন | জয়া আহসান পরিবার | Jaya Ahsan Family Details in Bangla

বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন অভিনেত্রী জয়া আহসান ।তাঁর বাবা ,এ এস মাসউদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা রেহানা মাসউদ শিক্ষকতার কাজ করতেন । অভিনেত্রীর নিজের আর এক বোন এবং ভাই বর্তমান । অভিনয় জগতে পদার্পণ করার আগে থেকেই জয়া, নৃত্য এবং গানের প্রতি আকৃষ্ট ছিলেন । প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার সাথে সাথে অভিনেত্রী আঁকা শিখেছিলেন এবং একটি সঙ্গীত স্কুলও পরিচালনা করে থাকতেন ।

বেস্ট বাংলা ক্যাপশন ও বায়ো কালেকশান ~ 275+ Top Bengali Captions & Bio for Facebook, Instagram

জয়া আহসান পরিবার

কর্মজীবন | Career of Jaya Ahsan

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে জয়া আহসানের চলচ্চিত্র জগতে অভিষেক হয় । পরবর্তীকালে দীর্ঘ ৬ বছর পর নুরুলআলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে নিজের অভিনয়দক্ষতা প্রকাশ করেন । এর ঠিক পরেই অর্থাৎ ২০১১ সালে তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা ছবিতে অভিনয় করে বেশ নাম করেন জয়া আহসান । গেরিলা চলচ্চিত্রের অভূতপূর্ব সাফল্যের পর থেকে অভিনেত্রী নিয়মিত বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্রে কাজ করা শুরু করে দেন।

২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালিতে একজন সাংবাদিকের চরিত্রে অসামান্য অভিনয় করে সবার নজর কাড়েন তিনি । এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন কলকাতার  ইন্দ্রনীল সেনগুপ্ত।২০১৩ সালে তিনি অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’ ছায়াছবিতে অভিনয় করেন এবং এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।

সেই বছরই বাংলাদেশের সাফি উদ্দিন সাফি পরিচালিত রোমান্টিক ছায়াছবি,’ পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’তে অভিনয় করেন যেখানে প্রথমবারের মত অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবিটি বক্স অফিসে মারাত্মক ভাবে সফল হয়ে থাকে । ২০১৪ সালে মারুফ হাসান পরিচালিত পারলে ঠেকা চলচ্চিত্রটিতে অভিনয় করেন তবে এই ছায়াছবিটি এখনো মুক্তিপ্রাপ্ত হয় নি।জনপ্রিয় এই অভিনেত্রী ২০১৫ সালে অভিনয় করেন বাংলাদেশের অনিমেষ আইচ পরিচালিত মনস্তাত্ত্বিক-থ্রিলারধর্মী ‘জিরো ডিগ্রী ‘চলচ্চিত্রে । এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন মাহফুজ আহমেদ। বক্স অফিসে এই চলচ্চিত্রটি সেভাবে সফল না হলেও অভিনেত্রীর অসামান্য অভিনয় বহুল প্রশংসিত হয় ।

সেই বছর ই ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ১৯৪৭ সালের দেশবিভাগ নিয়ে তৈরি হওয়া ‘রাজকাহিনী’ ছবিতে জয়া আহসান অভিনয় করেন। এই চলচ্চিত্রে কিছু আপত্তিকর দৃশ্যে অভিনয় করার ফলে তিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন । ২০১৬ সালে মুক্তি পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি র দ্বিতীয় পর্ব বা সিক্যুয়াল।

এ ছাড়া তিনি অভিনয় করেছেন  শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত  অরিন্দম শীল পরিচালিত চলচ্চিত্র ‘ ঈগলের চোখ’-এ। ২০১৮ সালের জানুয়ারিতে  পুত্র ছবিটি মুক্তি পায় ;সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এই ছবিতে অভিনেত্রী একজন অটিস্টিক শিশুর মায়ের ভূমিকায় অভিনয় করেন। বিরসা দাশগুপ্ত পরিচালিত নারীবাদী চলচ্চিত্র ক্রিসক্রস মুক্তি পায় সে বছরেরই আগস্ট মাসে যেখানে অভিনেত্রী এমন একটি চরিত্রে অভিনয়
করেন যেখানে তিনি কর্মজীবনে সফল, কিন্তু ব্যক্তিগত জীবনে একা একজন নারী ।

কুমার শানুর জীবনী, বিতর্ক ও বিখ্যাত কিছু গান – Kumar Sanu Biography, Age, Wife, Actual Name, Controversies in Bengali

কর্মজীবন

বৈবাহিক জীবন | Jaya Ahsan Marriage

ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মডেল এবং অভিনেত্রী জয়া আহসান ছিলেন ফয়সালের সহধর্মিনী। ১৪ মে ১৯৯৮ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরবর্তী পর্যায়ে অর্থাৎ ২০১১ সালে ফয়সালের সাথে তার বিবাহ বিচ্ছেদ ও ঘটে।

বৈবাহিক জীবন |

জয়া আহসান অভিনীত চলচ্চিত্রসমূহ | Movies by Jaya Ahsan

একনজরে দেখা যাক জয়া আহসান অভিনীত চলচ্চিত্রগুলির তালিকা: ব্যাচেলর, ডুবসাঁতার, ফিরে এসো বেহুলা, গেরিলা, চোরাবালি, আবর্ত, পূর্ন দৈর্ঘ প্রেম কাহিনি, জিরো ডিগ্রি, একটি বাঙ্গালী ভূতের গল্প, রাজকাহিনি, ইগলের চোখ, ভালবাসার শহর, বিসর্জন, খাঁচা, আমি জয় চ্যাটার্জি, পুত্র, দেবী, এক যে ছিল রাজা, ক্রিসক্রস, বিজয়া, বৃষ্টি তোমাকে দিলাম, কন্ঠ।

জয়া আহসান অভিনীত চলচ্চিত্রসমূহ

দুরদর্শনে অভিনেত্রীর কার্যকলাপ | TV Serials by jaya Ahsan

টেলিপর্দায় তিনি যা যা কাজ করেছেন তার মধ্যে অন্যতম হল: আমাদের ছোট নদী, চৈটা পাগল, কফি হাউস, দরজার ওপাশে, লাবন্য প্রভা, মনেমনে, মানুশ বদল, নীর, পলায়ন পর্ব, সিক্সটি নাইন, শঙ্খবাঁশ, শম্পর্কের গল্প, সংশয়, তেভাগা।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জীবনী ও সৃষ্টিসমূহ – Biography and Works of Sharadindu Bandyopadhyay

টেলিফিল্মে অভিনেত্রীর অবদান

জয়া আহসান যেসব টেলিফিল্মে অভিনয় করেছেন সেগুলি হল:

  • আমেরিকানা,
  • অনন্ত অধরা,
  • ভালবাসি তাই,
  • বুমেরাং,
  • চোর ও নভেলিস্ট,
  • ডালিয়া,
  • এবং বনলতা সেন,
  • ঘুম ঘর,
  • হ্যালোউইন প্রভৃতি।

জয়া আহসান ও তাঁর সঙ্গীত জীবন | Jaya Ahsan Singing Career

জয়া এহসান কেবলমাত্র সুদক্ষ অভিনেত্রীও মডেলই নন তিনি তাঁর বেশ কিছু সিনেমায় নিজে (প্লে-ব্যাক) সঙ্গীত পরিবেশন করেছেন ;যেমন তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে ‘ডুবসাঁতার ‘ ছবিতে ‘তোমার খোলা হাওয়া’ এবং ‘মেসিডোনিয়া’র জন্য ‘জঙ্গলের ডাক’ গানটি গেয়ে দর্শকের মন মাতিয়ে তুলেছিলেন ।

জয়া আহসান ও তাঁর সঙ্গীত জীবন

জয়া আহসানের সোশ্যাল মিডিয়া | Jaya Ahsan Social Media Profiles

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে অগুন্তি ফ্যান ফলোয়ার বর্তমান আর দিনে দিনে তা ক্রমবর্ধমান । বাংলাদেশের প্রথম সারির এই অভিনেত্রীর ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রামের ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না ।অভিনেত্রীর নিজস্ব  ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৪০ লাখের উপরে এবং ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা  প্রায় ৩০ লাখের কাছাকাছি। নিচের লিংক দেওয়া হলো:

জয়া আহসানের সোশ্যাল মিডিয়া

Jaya Ahsan’s Facebook Profile

Jaya Ahsan’s Instagram Profile

পুরস্কার ও সম্মাননা | List of Awards won by Jaya Ahsan

অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে তিনি গেরিলায় বিলকিস বানু চরিত্রে অভিনয় করে ২০১২ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারের শিরোপাটি অর্জন করেছিলেন । একই বছর জয়া আহসান , প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার অর্জন করেন।

২০১৩ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন।এছাড়া ২০১৪ সালে প্রদত্ত বাচসাস পুরস্কার-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করে থাকেন।’চোরাবালি ‘ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৩ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার পান।

এছাড়া তিনি পরপর দুই বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। জয়া আহসান ২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসব থেকে নিমন্ত্রিত হন। পরবর্তী পর্যায়ে আবর্ত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার হিসেবে, পূর্বের শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী হিসেবে মনোনয়ন পান।

‘জিরো ডিগ্রী ‘ চলচ্চিত্রে তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচকদের বিচার অনুযায়ী শ্রেষ্ঠ নারী চলচ্চিত্র অভিনয়শিল্পী বিভাগে মনোনীত হন এবং ২০১৭ সালে প্রদত্ত ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানেও ভূষিত হন । এছাড়া জয়া এহসান রাজকাহিনী ছায়াছবিতে অভিনয়ের জন্য ১৬তম টেলি সিনে পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার ও লাভ করে থাকেন ।

নাটকের ক্ষেত্রেও অভিনেত্রী তাঁর অভিনয়ের সুস্পষ্ট ছাপ রাখতে সক্ষম হয়েছেন । “এনেছি সূর্যের হাসি ‘ধারাবাহিক নাটকে অভিনয়ের পর জয়া জাতিসংঘের নারী ও শিশু সহায়তা বিভাগের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হন । ২০১৬ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে অবদানের জন্য ইন্সপায়ারিং ওমেন অ্যাওয়ার্ড প্রদান করা হয় ।

হুমায়ূন আহমেদ এর জীবনী ~ Biography of Humayun Ahmed in Bengali

পুরস্কার ও সম্মাননা

পরিশিষ্ট

টলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত এই অভিনেত্রী বাংলাদেশ ও ভারতবর্ষ উভয় দেশেই তাঁর প্রতিভার গুণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে বিরাজ করছেন । কখনও তাঁর অভিনীত কোনো সাহসী ও বোল্ড চরিত্র নিয়ে আবার কখনও বা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে উঠেছে নানা প্রশ্ন, নানা বিতর্ক ; অভিনেত্রীকে সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সাথে ও। তিনি এই সব প্রশ্ন ও বিতর্কের ঊর্ধ্বে গিয়ে, নিজের অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে আম জনতার হৃদয়ে এক স্থায়ী আসন দখল করে নিতে পেরেছেন ।

জয়া আহসানে

Frequently asked questions about Jaya Ahsan

জয়া এহসানের জন্ম কোথায় হয় ?

বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন অভিনেত্রী জয়া আহসান ।

জয়া আহসানের জন্মতারিখ কবে ?

জয়া আহসান ১লা জুলাই , ১৯৮৩ জন্মগ্রহণ করেন ।

জয়া আহসানের শিক্ষাগত যোগ্যতা কি ?

জয়া আহসান রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সঙ্গীতে ডিপ্লোমা করেছেন ।

জয়া আহসান অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম কী ?

জয়া আহসান অভিনীত প্রথম চলচ্চিত্রটি হলো ,’ব্যাচেলর’।

জয়া আহসানের প্রিয় অভিনেতা কে ?

জয়া আহসানের প্রিয় অভিনেতা হলেন অমিতাভ বচ্চন

Recent Posts