দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার, Price hike and its remedies in Bengali



আমাদের সাধারণ জীবনযাপনে প্রতিদিনই বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজন হয়, যার মধ্যে বেশিরভাগ জিনিসই আমরা বাজার থেকে মূল্য দিয়ে ক্রয় করে আনি। তাই দ্রব্যমূল্যের সাথে আমাদের জীবনযাত্রার অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে

বিশ্বব্যাপী জনগণের নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য দ্রব্যের মূল্যে লাগামহীনভাবে বৃদ্ধি ঘটা বর্তমান যুগের সাধারণ মানুষের সরল জীবনযাপনের পথে এক অন্যতম সমস্যা। নানা সময়ে বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদরা দ্রব্যমূল্যের অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণ তথা এর প্রতিকারে বিভিন্ন উপায়ে চিহ্নিত করেছেন। আজকের প্রতিবেদনে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করবো।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার

দ্রব্য এবং তার মূল্য, Product and its price

জীবনে বেঁচে থাকতে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার দ্রব্যের প্রয়োজন হয়। সেই দ্রব্যগুলো আমাদের সমাজ ও দেশের অর্থনীতির সাধারণ নিয়মানুযায়ী জনগনকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিনে আনতে হয়। বাজারজাত যেকোনো দ্রব্যই সাধারণ মানুষের যোগ্যতাকে কাজে লাগানোর মাধ্যমে উৎপাদিত হওয়া উপাদান, যার বিনিময়ে উৎপাদনের সাথে যুক্ত জনগণ নিজের জীবনধারণের মূল্য সংগ্রহ করতে সক্ষম হন। উক্ত উৎপাদনের ক্ষেত্রে ক্রেতা, বিক্রেতা এবং মালিক এর সাথে যুক্ত থাকে শ্রমিক শ্রেণীও।

ক্রেতার কাছে পণ্য পৌঁছানোর আগে অবধি যেকোনো পণ্যের উৎপাদন খরচের উপর নিজ নিজ লাভের ভাগ চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিটি স্তরেই আলাদা করে দ্রব্যগুলোর মূল্য নির্ধারণ করে নেওয়া হয়। তারপর ক্রেতার কাছে বিক্রয় করার নির্দিষ্ট মূল্য নির্ধারিত হয়।

দ্রব্য এবং তার মূল্য

সবার শিক্ষা সর্বশিক্ষা অভিযান, Know about Education for all campaign in Bengali

দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধির হার, Incremental growth rate of commodity prices

বর্তমান সমাজে বসবাসকারী জনগণের নিত্য জীবনের একটি জ্বলন্ত সমস্যা হল দৈনন্দিন ব্যবহারযোগ্য দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি। তবে যুগ যুগ ধরেই এই দ্রব্যমূল্য ক্রমবর্ধমানতা আমাদের সমাজের এক অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ইতিহাসের পাতায় চোখ ফেরালেই দেখা যায়, বিভিন্ন কারণে প্রায় সকল যুগেই দ্রব্যের মূল্য বৃদ্ধি বা হ্রাস ঘটেছে, এইরূপ পরিস্থিতিকে সামলে নেওয়ার জন্য উপযোগী ব্যবস্থাও গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রশাসনগুলো।  

অষ্টাদশ শতাব্দীর সময়কাল থেকে সমগ্র বিশ্বব্যাপী শিল্প বিপ্লব ঘটতে শুরু করে যার মধ্য দিয়ে মানবজাতি ব্যাপকভাবে প্রযুক্তিগত উন্নতির যুগে প্রবেশ করেছে, এর পর থেকেই বিশ্ব জুড়ে বিভিন্ন জিনিসের মূল্যে চূড়ান্ত রকমের অস্থিরতা লক্ষ্য করা যায়। এই বিশ্বায়নের যুগে যেন এই মূল্যবৃদ্ধির মাত্রা পূর্বের তুলনায় আরো বেড়ে উঠছে। বিশ্বের প্রায় সকল অংশে বৃদ্ধি প্রাপ্ত মূল্যের এই ক্রমবর্ধমান প্রবণতার বেশ কিছু আলাদা কারণ চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল :

● আধুনিক যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে নতুন নতুন অর্থনৈতিক উদ্ভব তথা ব্যাপক পরিমাণ সম্পদ প্রাপ্তি প্রভৃতি ইতিবাচক দিকগুলিও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে।

● বিভিন্ন দেশে উৎপাদিত দ্রব্য ও জনসংখ্যার বৃদ্ধির আনুপাতিক অসাম্য সম্পদের অপ্রতুলতা সৃষ্টি করছে, ফলে জনসংখ্যার প্রয়োজন অনুযায়ী তাদের প্রতিনিয়ত চাহিদার পরিমাণ বাড়ার সাথে দ্রব্যের মূল্যও বৃদ্ধি পেতে থাকে।

● নিজেদের সংকীর্ণ স্বার্থকে চরিতার্থ করার জন্য বিশ্বের লোভী জনগণ বাজারে প্রয়োজনীয় দ্রব্যের অভাব কৃত্রিমভাবে সৃষ্টি করে।  বিশেষ করে কালোবাজারি ব্যবসায়ীদের মাধ্যমে সৃষ্ট এই কৃত্রিম অভাব আজকের যুগে দ্রব্যমূল্য বৃদ্ধির এক অন্যতম কারণ। 

● বিশ্বব্যাপী কিছু দিন অন্তর অন্তর মুদ্রাস্ফীতি দেখা দেওয়াকেও দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম একটি কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

● বিশ্ব জুড়ে বিভিন্ন সময়ে ঘটা নানা বিপর্যয় যেমন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, মহামারী ইত্যাদির প্রভাবেই মূল্য বৃদ্ধি দেখা দিতে পারে।

চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, Value of sports in character building in Bengali

দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধির হার
A business man aiming for higher growth.

বিশ্বের অর্থনীতিতে মূল্য বৃদ্ধির প্রভাব, Effects of price increases on the world economy

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব জাতীয় তথা আন্তর্জাতিক অর্থনীতিতেও ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। মানুষের উপার্জনের মাত্রার সাথে তাল মিলিয়ে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটে তবে অর্থনীতিতে তেমন প্রভাব পড়ে না।

তবে মাত্রাহীন ভাবে যদি দ্রব্যের মূল্য বাড়তে থাকে তখন সাধারণ জনজীবনের দুর্যোগের সম্মুখীন হয়ে পড়ে, ফলে জাতীয় তথা আন্তর্জাতিক অর্থনীতির উপর বিশেষ প্রভাব পড়ে। অতর্কিতভাবে দৈনন্দিন ব্যবহারযোগ্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের মূল্য যদি বৃদ্ধি ঘটে তখন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, ফলে দেশ বিদেশের বিভিন্ন ছোট-বড় শিল্প দ্রব্যের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়।

চাহিদার অভাব হওয়ার কারণে শিল্পের ভিত্তি ধসে পড়ে, এর ফলে যদি কলকারখানাগুলো বন্ধ হয় তবে উৎপাদনের সাথে যুক্ত অসংখ্য জনগণ কর্মহীন হয়ে পড়েন। এইভাবেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মহীন জনগণ মিলে জাতীয় তথা আন্তর্জাতিক বিশ্বে সভ্যতা সংকটের জন্ম দিতে সক্ষম হয়।

বিশ্বের অর্থনীতিতে মূল্য বৃদ্ধির প্রভাব

বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে বিস্তারিত, Best detailed information about Global Warming in Bengali 

সমাজে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রভাব, Effect of price rise on society

দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে আমাদের সমাজের জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাবেই সবচেয়ে বেশি প্রতিকূলতার সম্মুখীন হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে মানুষের আয়ের উৎস এবং উপার্জনের মাত্রা সবসময় পাল্লা দিয়ে বেড়ে যায় না, বরং অধিকাংশ ক্ষেত্রেই আয় সীমিত থাকে। এই কারণেই প্রয়োজনীয় দ্রব্যগুলোর মূল্য মাত্রাহীন ভাবে বেড়ে উঠেলে তা ক্রয় করা অচিরেই সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে যায় ফলে এই সাধারণ মানুষগুলোর জীবনযাত্রায় অবনতি লক্ষ্য করা যায়।

দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলোর অভাবে জনজীবনে নেমে আসে অনাহার, অপুষ্টি, ইত্যাদি বিভিন্ন জটিল সমস্যার প্রকোপ, আর এর প্রভাব সার্বিকভাবে পড়ে একটি দেশের জাতীয় ভাবমূর্তিতে। বলা বাহুল্য দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি সাধারণ জনগণের জীবনের পাশাপাশি সমান ভাবে জাতীয় জীবনকেও প্রভাবিত করতে সক্ষম।

মানবজীবনে পরিবেশের ভূমিকা, Role of environment in human life in Bengali

দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত বিপর্যয়ের প্রতিকার, Remedies for inflation related disasters

দৈনন্দিন চাহিদা পূরণ করতে মানুষ বাজারে গিয়ে নানাবিধ পণ্য ক্রয় করে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অনেকসময় তাদের উপার্জিত আয় দ্বারা এই কেনাকাটাগুলো সম্ভব হয়ে উঠে না, ফলে তাদের দুরবস্থারও কোনো সীমা থাকে না। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি প্রতিকার করার উপায় হিসেবে বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদরা বেশ কিছু উপায় বা পদ্ধতির কথা উল্লেখ করেছেন।

প্রসঙ্গত প্রথমেই বলা উচিত জাতীয় তথা আন্তর্জাতিক বাজারে নিত্য হওয়া কালোবাজারি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মানুষ অধিক মুনাফার আশায় লোভের বশবর্তী হয়ে বাজারে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে দেয়, এই সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। এই মনুষ্য সৃষ্ট বিপর্যয় থেকে দেশের অর্থনীতিকে যথাসম্ভব রক্ষা করার ব্যবস্থা করা খুব প্রয়োজন।

দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত বিপর্যয়ের প্রতিকার

দেশ বিদেশের অর্থনীতিবিদদের মত অনুসারে নির্দিষ্ট উপায় অবলম্বনের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাও দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিকার হিসেবে কাজ করবে। তাছাড়া সভ্যতার প্রয়োজনেই সকলকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা এবং পরিবার পরিকল্পনার দিকেও বিশেষ নজর দেওয়া উচিত, তবে ক্রমবর্ধমান জনসংখ্যার নিত্য প্রয়োজন হেতু বিভিন্ন বিকল্প উপায়ের সন্ধানের ক্ষেত্রেও মনোযোগী হওয়া প্রয়োজন।

জাতীয় সংহতি, Best composition on National Integration in Bengali

দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী গৃহীত উদ্যোগ, Initiatives taken globally to control commodity prices

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি  সীমিত আয় দ্বারা জীবন নির্বাহকারী জনগণের পক্ষে সমস্যা হয়ে দাঁড়ায়, তাই জনজীবন প্রতি পদে বিঘ্নিত হয়। মাত্রাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে বিভিন্ন দেশের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্বব্যাপী জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে কালোবাজারি বন্ধ করার জন্য দেশীয়, মহাদেশীয় এবং বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়েছে।

এছাড়াও নিজ দেশে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে যাতে না চলে যায় এর জন্য বিশ্বের প্রত্যেকটি জাতীয় সরকারেরই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা তথা জরুরী আইন প্রণয়ন করা উচিত।

দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী গৃহীত উদ্যোগ

বেশিরভাগ ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলি কালোবাজারি প্রতিহত করার মাধ্যমে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করার চেষ্টাও করে থাকে। আজকের সময়ে দেশের ক্রেতাগণ সচেতন হয়ে উঠছে, এইসব সচেতন মানুষ এবং বিভিন্ন দেশের ক্রেতা সুরক্ষা দপ্তরগুলোর যৌথ উদ্যোগে দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে।

উপসংহার, Conclusion

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি বিশ্বব্যাপী এক জ্বলন্ত সমস্যা স্বরূপ। এই সমস্যাটি দূর করার জন্য জাতীয় তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও উচ্চপর্যায়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন, পাশাপাশি প্রয়োজন হবে ব্যাপক গণসচেতনতার বৃদ্ধির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংক্রান্ত সমস্যা যেকোনো জাতীয় অর্থনীতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দ্রব্যমূল্যের বৃদ্ধি রােধ করতে দেশের কৃষি এবং শিল্প উৎপাদন সহ আমদানি-রপ্তানির দিক থেকেও উন্নতি সাধন প্রয়ােজন। মজুতদার এবং কালােবাজারিদেরকে কঠোর হাতে দমন করা তথা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে রাখলেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ হবে।

Recent Posts