আধুনিক জীবন ও প্রযুক্তি রচনা, Best composition about Modern life and technology in Bengali



ভূমিকা, Introduction 

মানবজীবন সর্বদাই গতিশীল। পুরাতনকে পেছনে ফেলে ক্রমশ এগিয়ে চলে যায় নতুনের পথে, আর এই কারণেই নতুন সৃষ্টি এবং আবিষ্কারের দিকে মানুষের ঝোঁক রয়েছে আদিকাল থেকে। ক্রমে শতাব্দীর পর শতাব্দীকাল অতিক্রম করে এসে মানুষ নানা রকম আবিষ্কারের মধ্য দিয়ে সমাজ ও সভ্যতাকে দিনের পর দিন এক নতুনরূপে গড়ে তুলেছে। জ্ঞান-বিজ্ঞানে সুসমৃদ্ধ আজকের পৃথিবীতে বসবাসরত জীবনযাপনকেই আমরা আধুনিক জীবন বলি।

আধুনিক জীবন ও প্রযুক্তি

প্রযুক্তি ও জীবন, Technology and human life

বিজ্ঞানকে মানব কল্যাণে নিয়োজিত রাখার প্রবণতা থেকেই বিকাশ ঘটেছে প্রযুক্তিবিদ্যার, আর মানবজাতির মেধা এবং কল্পনাশক্তির বলেই আজ এর অগ্রগতি সম্ভব হয়েছে। মানুষ এখন আর প্রকৃতির ওপর নির্ভর করে নেই। বিভিন্ন প্রয়োজনে সে বেশিরভাগ সময় প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে এবং নানা রকমের পণ্য উৎপাদন করছে। 

এই কৌশল বর্তমানের আধুনিক জীবনে এনে দিয়েছে মহিমা, পাশাপাশি এক সম্ভাবনাময় শক্তির উৎস হিসেবে চিহ্নিত করেছে মানব সভ্যতার ইতিহাসকে। বিজ্ঞান ক্রমশ মানুষকে পরিমিত শক্তির অধিকারী করে তুলেছে। তবে সেই শক্তি কোনো দৈবশক্তি নয়, বা পরনির্ভরশীলতাও নয়, বরং সেই শক্তি হল আত্মশক্তিরই নব আবিষ্কৃত রূপ।

প্রযুক্তি ও জীবন

মানব জাতি নিজের বুদ্ধি ও কৌশলের মাধ্যমে কলাকৌশলের সুষ্ঠু প্রয়োগ করে অসম্ভবকে সম্ভব করে দেওয়ায় আজ যে অসাধারণ প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পারছে, তা কয়েক যুগ আগেও হয়তো অভাবিত ছিল।

একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা রচনা, A Visit to a Historical Place – Paragraph in Bengali [ PDF ]  

জীবন ও প্রযুক্তির মেলবন্ধন, Merging life and technology

আজকের সময়ের আধুনিক জীবনব্যবস্থায় জীবন এবং প্রযুক্তি পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে। দিনের পর দিন মানবজীবন ক্রমশ প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। তবে এই প্রযুক্তির অবদানে মানবজাতি বহু ক্ষেত্রে অনেকটা বিপদমুক্ত হয়ে উঠেছে, তাই নিরাপদভাবে বাস করতে পারছে।

সময়ের সাথে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়ে মানুষ আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছে। তবে প্রযুক্তির সঙ্গে যদি মানব সভ্যতার সম্পর্ক না থাকতো তাহলে হয়তো মানবজীবন আদিমতায় ঢেকে যেত। প্রযুক্তির উন্নতিতে বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ মানুষ প্রতিনিয়তই নয়া প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে। প্রযুক্তিই পারে মানব জীবনের সকল অভাব অনটন দূর করে দিতে।

মানুষের জ্ঞানের পরিধিকে প্রযুক্তি যেভাবে প্রসারিত করে চলেছে, তেমনি খাদ্যের চাহিদা মেটানোর কাজেও অবদান রাখছে। কৃষি প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে খাদ্যের চাহিদা মেটানোর জন্যে; উন্নতমানের চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন হয়েছে রোগ-ব্যাধি নির্মূল করার উদ্দেশ্যে।  এসব ছাড়াও জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই প্রযুক্তির অবদান অপরিসীম। 

জীবন ও প্রযুক্তির মেলবন্ধন

ছবি সাজানোর সফটওয়্যার ডাউনলোড করার নিয়ম, Know how to download photo editing software in Bengali

মানব জাতি ও আধুনিক জীবন, Human race and modern life

বর্তমান সভ্যতায় মানবজাতির আধুনিক জীবন কর্মচঞ্চল। অলস বা বিলাসী হওয়াটা এখন যেন আর মানব সমাজের উন্নয়ন তথা স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অনুকূল নয়। বুদ্ধি এবং শক্তির সমন্বয়ে পরিশ্রমী মানুষ দিন দিন এক নতুন জীবন চেতনার দিকে অনুসারী হচ্ছে।

বিজ্ঞানের নানা আবিষ্কারের ফলে আমাদের পৃথিবীর চেহারা যেমন ক্রমে বদলে যাচ্ছে, ঠিক তেমনি বদল হচ্ছে মানুষের জীবন প্রবাহের গতিরও, এরই সাথে প্রযুক্তি প্রয়োগের কৌশলে বিভিন্ন নতুন নতুন আবিষ্কারের সুফলগুলি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তাই বলা যায় যে মানুষের আধুনিক জীবন প্রযুক্তিরই অবদান। এক্ষেত্রে দেখতে গেলে প্রযুক্তিবিহীন জীবন যেন এখন এক অকল্পনীয় বিষয়।

ইউটিউব এবং টুইটার অ্যাকাউন্ট খোলার নিয়মাবলী, Know how to open Twitter and YouTube account in Bengali

সময়ের সাথে আধুনিক প্রযুক্তিবিদ্যার বিকাশ, Development of modern technology over time

বর্তমান বিশ্বের বেশিরভাগ মানুষই যান্ত্রিক। আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যেন একই স্রোতধারায় প্রবর্তিত হচ্ছে, প্রযুক্তিবিদ্যার কারিগরি কৌশলের মাধ্যমে বিজ্ঞানকে মানব জীবনের সর্বস্তরে কার্যকর করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার আবির্ভাব এবং বিকাশকে মূলত তিন যুগে ভাগ করে নেওয়া যায়। প্রথম যুগে বাষ্পীয় যন্ত্রের প্রাধান্য ছিল, এরপর দ্বিতীয় যুগে প্রাধান্য পেলো বিদ্যুৎ, তারপর তৃতীয় তথা বর্তমান যুগ প্রাধান্য দিচ্ছে পারমাণবিক এবং সৌরশক্তিকে।

সময়ের সাথে আধুনিক প্রযুক্তিবিদ্যার বিকাশ

প্রযুক্তির সুফল, Advantages of Technology

মানব সভ্যতার ইতিহাসকে ভিন্ন ভিন্ন যুগে বিভক্ত করা হয়েছে। বর্তমানে মানবজাতি শিল্প সমৃদ্ধির যুগে বসবাস করছে। শিল্পের বিভিন্ন ক্ষেত্রে এখন নানা ধরনের কলা কৌশলের সুষম প্রয়োগ অবলম্বন করা হচ্ছে। মানুষের চাহিদা দিনের পর দিন সীমাহীনভাবে বেড়ে চলেছে, আর সেইসব চাহিদাগুলো মানুষ নিজের শ্রমশক্তি দিয়েও যেন পূরণ করতে পারছে না।

তাই তাদেরকে গ্রহণ করতে হচ্ছে যন্ত্রশিল্পের আশ্রয়। বর্তমান যুগকে যন্ত্রযুগ বললেও হয়তো ভুল বলা হবে না। মানুষের শৈল্পিক সৃষ্টি এবং শিল্প পণ্য উৎপাদনকারী যন্ত্র তৈরির কৌশল আধুনিক জীবনকে যেন এক নতুন মহিমায় অভিষিক্ত করেছে। মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল প্রযুক্তিগুলোর সহায়তায় এক নতুন জীবনায়ন ঘটাতে সক্ষম হয়েছে। যাতায়াত ব্যবস্থা, কৃষি, কল-কারখানা, উৎপাদন এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত যন্ত্রগুলো ক্রমে প্রধান উৎপাদকের ভূমিকা নিচ্ছে।

বিভিন্ন সফল প্রযুক্তির সাহায্যে কল-কারখানার উন্নতি হয়েছে। মানুষ জলযান, আকাশযান, স্থলযান সব ক্ষেত্রেই দ্রুত গমনের যে বুদ্ধিদীপ্ত উদ্ভাবন করেছে তা প্রযুক্তির সুষ্ঠু প্রয়োগ কৌশলের পারদর্শিতায় সফলতা লাভ করেছে।

প্রযুক্তির সুফল

 প্রযুক্তি শুধু আধুনিককালেরই নয়, বরং অতীতের সময়েও প্রযুক্তিগত উৎকর্ষের নিদর্শন লক্ষ্য করা যায়। ইতিহাসের পাতায় নজর দিলেই লক্ষ্য করা যায় যে সফল প্রযুক্তির দ্বারাই প্রাচীন মিসরীয়রা পিরামিডের মত এক আশ্চর্য স্থাপত্যশিল্প তৈরি করতে সম্ভবপর হয়েছিল। তবে বলা বাহুল্য যে আধুনিক সময়ে প্রযুক্তির সুফলগুলি অতীতের তুলনায় অনেক ব্যাপক।

মানবজাতি প্রযুক্তির কল্যাণে এই যন্ত্রযুগে নিজের দৈহিক শক্তির অপচয় রোধ করে যান্ত্রিকভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পেরেছে। বর্তমানের প্রযুক্তিবিহীন জীবন যেন একেবারে অর্থহীন বলে মনে হয়। জীবনের মান উন্নয়ন এবং সভ্যতার বিকাশে প্রযুক্তিগত জ্ঞান ও কৌশলের ওপর প্রয়োজনীয় প্রায় সবকিছুর উৎপাদনের বিপুল সম্ভাবনা নির্ভরশীল হয়ে আছে।

ইন্টারভিউতে জিজ্ঞাস্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, Most asked best and unique interview questions in Bengali 

প্রযুক্তির কুফলসমুহ, Disadvantages of technology

ইংরেজিতে বলে, “Everything has a bad side.” অর্থাৎ প্রত্যেক জিনিসেরই একটা খারাপ দিক রয়েছে। আমাদের মধ্যে প্রায় সকলেই এটা কখনো না কখনো অনুভব করেছি যে কোনো বিষয়ে সুবিধার পাশাপাশি অসুবিধা থাকা খুব স্বাভাবিক ব্যাপার।

ভালোর পিছনেও যেমন খারাপ থাকে বা আলোর নিচেই যেমন অন্ধকার থাকে; তেমনি প্রযুক্তিকে আধুনিক জীবনের হাতিয়ার হিসেবে ধরা হলেও এর কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। প্রযুক্তির সঠিক ব্যবহারে কেউ যদি ব্যর্থ হয় তখন এই প্রযুক্তিই মানবজাতির সম্মুখে হুমকির কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেকে দেশ ও দশের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে বিজ্ঞান প্রযুক্তিকে খারাপ উদ্দেশ্যেও ব্যবহার করে থাকেন, এরফলে প্রযুক্তির বহু অবদান থাকা সত্ত্বেও এর প্রতি মানব সভ্যতার একটা বিরূপ ধারণাও রয়েছে।

প্রযুক্তির কুফলসমুহ

এই বিরূপ মনোভাব থেকেই মানুষ প্রযুক্তিকে ঘৃণা করতে শুরু করে। তাই প্রযুক্তিকে কেউ যাতে অসৎ পথে ব্যবহার না করে সেদিকে আমাদের নজর দেওয়া উচিত।  অকল্যাণে নয় বরং মানব কল্যাণেই হওয়া উচিত প্রযুক্তির ব্যাবহার।

অনলাইন টাকা রোজগার করার সেরা উপায়, Best ideas for earning money online in Bengali 

প্রযুক্তির অগ্রগতি ও ভবিষ্যৎ সভ্যতা, Advancement in technology and future civilizations

সময়ের সাথে সাথে নব প্রযুক্তি উদ্ভাবন ঘটার ফলেই আধুনিক বিশ্বে মানুষের জীবনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশ বিদেশের বৈজ্ঞানিকগণ প্রতিনিয়ত নতুন নতুন গবেষণার মাধ্যমে প্রযুক্তিকে আরো উন্নত করছে, আর সেইসব উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়েই দেশ, জাতি তথা সমগ্র বিশ্বের উন্নতি ঘটছে।

প্রযুক্তির অগ্রগতি ও ভবিষ্যৎ সভ্যতা

বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের প্রভাবে মানুষের সকল অভাব দূর হচ্ছে, মানুষ রোগমুক্ত হচ্ছে উন্নত চিকিৎসার ফলে, বলতে গেলে প্রযুক্তিই মানব জীবনের প্রায় সকল সমস্যার সফলভাবে সমাধান করছে। প্রযুক্তির প্রভাবে বর্তমান বিশ্বে উন্নতির ধারা প্রবাহিত হচ্ছে, আর এই উন্নয়নের ধারার সাথে তাল মিলিয়েই মানব জাতি সভ্য হচ্ছে। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি যদি অব্যাহত থাকে তবে ভবিষ্যতে মানবজাতি সামাজিক অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ের দিক থেকেও উন্নতির শিখরে পৌঁছে যেতে সক্ষম হবে।

উপসংহার, Conclusion 

ঘরে বা বাইরে সর্বত্রই আজ বিজ্ঞানের নিয়ন্ত্রণ অপরিসীম। প্রযুক্তির কল্যাণে বর্তমান বিশ্ব অতি অল্প সময়েই তথা খুব সহজে বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করছে। বাইরে তো আছেই, এমনকি ঘরের ভেতরেও বিজ্ঞানপ্রযুক্তি আমাদের উপর নিজের প্রভুত্ব বিস্তার করে চলেছে। শুধুমাত্র শহুরে জীবনেই নয়, বরং গ্রামীণ জীবনেও প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান থাকা একান্ত প্রয়োজনীয়। যে দেশে প্রযুক্তি বেশি সমৃদ্ধ সেই দেশ ততই উন্নত এবং সেখানকার মানুষের জীবন ততই আধুনিক।

Recent Posts