ইন্টারভিউতে জিজ্ঞাস্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, Most asked best and unique interview questions in Bengali 


যেকোনো চাকরিতে কর্মী নিয়োগের আগে আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হয়।ইন্টারভিউ চলাকালীন সর্বাধিক কৌতূহলের বিষয় হল –  কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হবে? যদিও এই বিষয়ে যে কোনো ব্যক্তির প্রকৃত প্রতিক্রিয়া শুধুমাত্র ইন্টারভিউয়ের সময়েই পাওয়া যায়, তবে এমন কিছু কিছু প্রশ্ন থাকে যা বেশিরভাগ ইন্টারভিউতেই জিজ্ঞাসা করা হয়। পূর্বেই যদি এইসব প্রশ্ন উত্তর অনুশীলন করে নেওয়া যায়, তবে আপনি আত্মবিশ্বাসের সাথে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবেন এবং অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রেও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারবেন।

ইন্টারভিউতে জিজ্ঞাস্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সাধারণত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, Frequently asked questions in job interview 

ইন্টারভিউ চলাকালীন সর্বাধিক কৌতূহল এবং টেনশন এ নিয়েই হয় যে ‘আমাকে কী জিজ্ঞাসা করা হবে?’ এই ক্ষেত্রে আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে অবশ্যই ভালোভাবে সকল প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবেন। তবে বিভিন্ন প্রশ্নের উত্তরে কি বলা উচিত সেটা জেনে রাখা খুব জরুরী, এতে আপনার মনে থাকা ভয় দূর হবে এবং আত্মবিশ্বাসের সাথে সাক্ষাৎকার গ্রহণকারীর সামনে নিজেকে চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করতে পারবেন। ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর কেমন হতে পারে, দেখে নেওয়া যাক 

সাধারণত ইন্টারভিউতে জিজ্ঞাসা করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

ইউনিক বিজনেস আইডিয়ার হদিস, Best and unique business ideas in Bengali

আপনি নিজের সম্পর্কে কি বলতে পারেন? Tell me something about yourself

এই প্রশ্নটি কথোপকথন শুরু করার জন্য সবচেয়ে সাধারণ একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের দ্বারা সাক্ষাত্কার গ্রহণকারী সাধারণত আপনার নিজস্ব বিশ্বাস পরীক্ষা করতে চায়। এই প্রশ্নের উত্তরে আপনার নাম, বাবার নাম অথবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সহযোগে জবাব দেবেন না। বরং আপনার সর্বোচ্চ স্তরের শিক্ষা সম্পর্কে, কাজের দক্ষতা এবং অন্যান্য আগ্রহগুলোর সম্পর্কে সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে। যেমন, আমি আইটিআই থেকে এই বিষয়ে ডিপ্লোমা কোর্স করেছি এবং পাশাপাশি আমি এই কমপিউটার কোর্সটি করছিলাম; অথবা, সম্প্রতি আমি একটি প্রাইভেট কোম্পানিতে এই কাজের প্রশিক্ষণ পেয়েছিলাম।

আপনি নিজের সম্পর্কে কি বলতে পারেন?

আপনার strength কি? What is your strength?

আজকের সময়ে ‘কঠোর পরিশ্রমী, সৎ,’ ইত্যাদির মতো উত্তরগুলো খুব সাধারণ বলে মনে হয়। তাই মনে রাখবেন যে, উক্ত প্রশ্নটির উত্তরে, আপনার একটু আলাদা রকম কিছু বলতে হবে। এর জন্য সব থেকে ভালো উত্তর হল ‘আমি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পছন্দ করি। আমার মধ্যে নতুন কোনো জিনিস শেখার  বা নতুন কিছু জানার আগ্রহ রয়েছে, বা আমি একটা টিম গঠন করে কাজ করতে ভালোবাসি।

অনলাইন টাকা রোজগার করার সেরা উপায়, Best ideas for earning money online in Bengali 

আপনার দুর্বলতা কি নিয়ে? What is your weakness?

এই প্রশ্নের উত্তর হিসেবে আপনার কোনও ঘাটতি বা দুর্বলতা নেই এমন কথা ভুলেও কখনো বলবেন না। এই ক্ষেত্রে আপনি সাধারণভাবে উত্তর দিতে পারেন যে, ‘আমি একটি নতুন সফটওয়্যার ব্যবহারের পদ্ধতি বা কোনো কম্পিউটার প্রোগ্রাম শিখছি, যে কাজে আমি এখনও পূর্ণ দক্ষতা অর্জন করিনি।’ এই ধরনের উত্তরগুলি আপনার আগ্রহ প্রকাশ করে, এমন সব উত্তর এটা প্রকাশ করে যে, আপনি উচ্চ স্তরের দক্ষতা / নৈপুণ্য অর্জনের দিকে কতটা আগ্রহী এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে ও আরো কঠোর পরিশ্রম করতে সর্বদা প্রস্তুত।

আপনার দুর্বলতা কি নিয়ে?

আপনি এই চাকরির নিয়োগের ব্যাপারে কিভাবে জানতে পেরেছেন? How did you find out about this job posting?

এরূপ প্রশ্ন যেকোনো প্রার্থীর চাকরিটির প্রতি কতটা আগ্রহ আছে সে সম্পর্কে জানার জন্যই সাধারণত করা হয় থেকে। এক্ষেত্রে যদি আপনি কোন বন্ধু বা পরিচিত কোনো কর্মকর্তার মাধ্যমে সেই চাকরির ব্যাপারে জেনে থাকেন তবে তা উল্লেখ করতে পারেন। তাছাড়া যদি কোনো জব পোর্টালে দেওয়া বিজ্ঞাপন থেকে এ তথ্য পেয়ে থাকেন তাও উল্লেখ করুন এবং পাশাপাশি কেন এই বিজ্ঞাপনই আপনার চোখে পড়েছিল সেই ব্যাপারে কিছু কথা বলতে পারেন। একইসাথে কোম্পানির বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কেও বর্ণনা করা উচিত যা চাকরি প্রার্থীর সেই কোম্পানি সম্বন্ধে আগ্রহ থাকার বিষয়কে ফুটিয়ে তুলতে পারে।

গুগল ড্রাইভ কি এবং কিভাবে তা ব্যবহার করতে হয়? Know what is Google Drive and its usage in Bengali

আপনি কেন এই কাজটি করতে চান / কেন আমরা আপনাকে এই কাজ দেব? Why do you want to do this job / Why should we give you this job?

এই প্রশ্নটির উত্তরে কখনোই এটা বলা উচিত নয় যে বেতনের জন্য আপনি কাজটি পেতে চান। এটা অবশ্যই মনে রাখতে হবে যে প্রশ্নটি সম্পূর্ণভাবে কাজ সম্পর্কিত, বেতন সম্পর্কিত নয়। এক্ষেত্রে উত্তর দিন যে ‘আমার শিক্ষা/দক্ষতা আপনার কোম্পানির এই কাজের বিবরণের সাথে যথেষ্ট মানানসই।’ অথবা এমনও বলতে পারেন যে ‘আমি এই কাজ সম্পর্কিত প্রশিক্ষণ নিয়েছি এবং কাজটির মাধ্যমে আমি নিজের দক্ষতা বাস্তবায়িত করতে এবং একে আরো উন্নত করতে পারব।’

আপনি কেন এই কাজটি করতে চান / কেন আমরা আপনাকে এই কাজ দেব?

আপনাকে কি অনুপ্রানিত করে? / আপনার বর্তমান বেতন কত? / কিভাবে আপনি ধকল এবং চাপ সামলান? What inspires you? / What is your current salary? / How do you handle stress and pressure?

আপনাকে এই রকম আরো অনেক প্রশ্ন করা হতে পারে। এসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় সেই কোম্পানি সম্পর্কে বিভিন্ন মজাদার বিষয়গুলো এবং যে কাজের জন্য আপনার সাক্ষাতকার নেওয়া হচ্ছে সেই বিষয়ের উপর ভিত্তি করে উত্তর দিতে পারেন। তাছাড়া নিজের দক্ষতার ভিত্তিতে কাজের চাপ সামলাতে পারবেন বলে তাদের আশ্বাস দিতে পারেন।

আপনি কত বেতন আশা করেন? How much salary do you expect?

এই প্রশ্নের উত্তর ভালোভাবে চিন্তা করে দেওয়া উচিত। এক্ষেত্রে যে চাকরি প্রার্থী, তার বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার কথা বিশদভাবে জেনে রাখতে হবে। তবেই বুঝে শুনে উপযুক্ত উত্তর দিতে পারবেন।

আপনি কত বেতন আশা করেন?

কিভাবে ভালো ল্যাপটপ চিনবেন? Know which laptop is the best one for you in Bengali 

প্রশ্নোত্তর পর্ব ছাড়াও অন্যান্য বিষয়, Other topics apart from the question and answer session

প্রশ্নোত্তর পর্ব ছাড়াও সাক্ষাৎকার গ্রহণকারীরা ইন্টারভিউতে আরো বিভিন্ন দিকে লক্ষ্য রাখেন, সেগুলো কি কি জেনে নিন-

কোম্পানির ব্যাপারে সঠিকভাবে গবেষণা করুন, Research the company properly

যেকোনো চাকরির ইন্টারভিউতে হয়তো নিজের কোম্পানি সম্পর্কে সরাসরি কোনও রকম প্রশ্ন করা হয় না, তবে চাকরি প্রার্থীর ইন্টারভিউতে যাওয়ার আগে কোম্পানির ব্যাপারে সবকিছু জেনে রাখা উচিত, এতে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়। যে কোম্পানির ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সেই কোম্পানি সম্পর্কে বিষদভাবে জ্ঞান থাকলে সেখানে তারা কি ধরনের প্রার্থীকে চাকরি দিতে চাইছেন সে সম্পর্কেও বোঝা যায়। বর্তমান সময়ে প্রায় সকল রকম কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য অনলাইনেই দেওয়া থাকে এবং প্রত্যেক ব্যক্তিরই উচিত সেখানে আবেদন করার পূর্বে অনলাইন থেকে প্রয়োজনীয় সকল তথ্য ভালো ভাবে জেনে নেওয়া। সেই অনুযায়ী মানসিক প্রস্তুতি নিয়ে তাদের প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর দিয়ে চাকরী পাওয়ার সম্ভাবনাটি অনেকাংশেই বাড়িয়ে তোলা সম্ভব হয়।

কোম্পানির ব্যাপারে সঠিকভাবে গবেষণা করুন

ইন্টারভিউতে কি পরিধান করবেন, What to wear to an interview

 চাকরির ইন্টারভিউতে কি পোশাক পরিধান করা উচিত সাধারণত তা সব থেকে সংশয়ের ব্যাপার হয়। যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেগুলোর উত্তরের পাশাপাশি, চাকরীর একটা সফল ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে উপস্থাপিত করছেন তার উপরও নজর দিতে হয়। এই কারণে ইন্টারভিউতে কি পরিধান করবেন সেটা চিন্তা করার সময় আপনি এই টিপসগুলো অনুসরণ করতে পারেন:

কাপড়ের রং হালকা হাওয়াই ভালো, খুব উগ্র রঙের কিছু পরিধান করবেন না।

আপনার পরিহিত পোশাক টানটান হওয়া উচিত, কুচকানো কোনো কিছু পড়বেন না।

অগোছালোভাবে কাপড় পড়বেন না, শার্ট প্যান্ট হোক কিংবা অন্য কিছু সেটা গুছিয়ে পড়তে হবে। 

জামার পকেটে কম জিনিস রাখা উচিত, রাখলেই এমন জিনিস রাখবেন যাতে তা কোনো ভাবে আলাদা ভাবে বাইরে থেকে বোঝা না যায়।

ইন্টারভিউতে কি পরিধান করবেন

কিউই ফল কি, কিউই ফলের উপকারিতা, kiwifruit benefits in Bengali  

গুরুত্বপূর্ণ কিছু দক্ষতা যা ক্যারিয়ারকে শীর্ষস্থানে নিয়ে যেতে পারে, Some important skills that can take a career to the top

বর্তমান সময় ব্যাপকভাবে বৈচিত্র্যময় এবং ক্রমাগত পরিবর্তনশীল। সুতরাং, যে কোনো ক্ষেত্রেই মানুষ শুধুমাত্র টিকে থাকতে ইচ্ছুক নয় বরং পার্শ্ববর্তী বিভিন্ন গতিশীল কাজের মধ্যে উন্নতির দিকেই বেশ আগ্রহী, এর সাথে যেকোনো ব্যক্তির মধ্যে অভিযোজনযোগ্যতা থাকা উচিত। তবে যেকোনো কোম্পানিতে কাজ খুঁজতে পাওয়ার পূর্বে আপনার পোর্টফোলিও তৈরি করা জরুরি, যেখানে নিজের মধ্যে থাকা উল্লেখযোগ্য গুণাবলীগুলিকে সংযুক্ত করতে হবে যা আপনার বিভিন্ন দক্ষতাকে আরো মূল্যবান করে তুলবে। এছাড়াও আপনার বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ এবং অনন্য গুণাবলীগুলো তাতে যোগ করতে পারেন যা অন্যদের তুলনায় আপনাকে এগিয়ে রাখতে পারে।

গুরুত্বপূর্ণ কিছু দক্ষতা যা ক্যারিয়ারকে শীর্ষস্থানে নিয়ে যেতে পারে

উপসংহার, Conclusion 

আমাদের দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চাকরির সংখ্যা খুবই নগন্য। ফলে বিভিন্ন কোম্পানিতে চাকরি করার জন্যই বিপুলসংখ্যক যোগ্য লোক আবেদন করে থাকেন। তাদের মধ্য থেকে সঠিক ব্যক্তিকে খুঁজে বের করে চাকরি দেওয়ার কাজটা চাকরিদাতাদের জন্যও বেশ কঠিন হয়। তাই ইন্টারভিউতে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাগত বিষয়ের বাইরেও অন্যান্য গুণাবলীকে প্রাধান্য দেওয়া হয়। এজন্যই ইন্টারভিউতে নিজেকে সঠিভাবে উপস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

Recent Posts