ভিডমেট কি? ভিডমেট সম্পর্কে বিস্তারিত তথ্য, Best detailed information about Vidmate in Bengali   


ভিডমেট মোবাইল ব্যবহারকরীদের কাছে বেশ পরিচিত একটা অ্যাপ। পাঠকদের মধ্যে অনেকেই হয়তো এর ব্যবহার করে থাকেন। বিভিন্ন সময় পছন্দের ভিডিও বা অডিও অনলাইন থেকে অফলাইনে ডাউনলোড করার কাজে এটি সাহায্য করে, কারণ বেশিরভাগ সাইটে ভিডিও দেখে তা অনলাইন এ সংরক্ষণ করে রাখা যায়, তবে সব সাইটে ডাউনলোড এর বিকল্প দেওয়া থাকেনা। সেক্ষেত্রে ভিডমেট কার্যকরী ভূমিকা পালন করে।

ভিডমেট কি? ভিডমেট সম্পর্কে বিস্তারিত তথ্য

ভিডমেট কি? What is vidmate?

ভিডমেট হলো ইউসি ওয়েব ( UC Web) দ্বারা তৈরী করা একটি অ্যাপ। আবার এই ইউসি ওয়েব হল আলিবাবা নামক জনপ্রিয় একটি গ্রুপ এর অংশ। বিশ্বের ১০০ টিরও অধিক দেশে ভিডমেট অ্যাপ এর অসংখ্য ব্যবহারকারী রয়েছে। এই ভিডমেট বিনামূল্যে ভিডিও ডাউনলোড করার অ্যাপ, যা ব্যবহার করে আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য ওয়েবসাইট থেকে পছন্দমত যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করে নিতে পারি। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড চালিত যেকোনো ডিভাইসে ব্যবহার করা যায়, যেমনঃ মোবাইল, ট্যাবলেট, ইত্যাদি। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে একটাই সমস্যা দেখা যায় যে এতে মাঝেমধ্যে অতিরিক্ত এড দেখানো হয়।

ভিডমেট কি

হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে বিশদ তথ্য, Best details on Hardware and Software in Bengali 

ভিডমেট অ্যাপ দিয়ে কি কি করা যায়, Activities that can be done by using Vidmate 

ভিডমেট অ্যাপ ভিডিও ডাউনলোড করার কাজে লাগে, এটি প্রায় সকলেরই জানা। তবে অ্যাপটির কাজ এখানেই শেষ নয়। ভিডমেট অ্যাপ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ হল :

● ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক সহ মোট এক হাজারের উপর ভিন্ন ভিন্ন সাইট থেকে ভিডিও ডাউনলোড।

● নানা ভাষার সিনেমা এবং টিভি শো ডাউনলোড করা।

● মিউজিক স্ট্রিমিং করা এবং অডিও ডাউনলোড করা।

● হোয়াটঅ্যাপে দেওয়া স্ট্যাটাস ডাউনলোড করা।

● একাধিক এবং বিভিন্ন কোয়ালিটির ভিডিও একসাথে ডাউনলোড করা যায়। বিভিন্ন কোয়ালিটি যেমন : ৬৪k, ১২৮k ইত্যাদি।

● অ্যান্ড্রয়েড অ্যাপ লাইব্রেরি ডাওনলোড করা যায়।

● হাই কোয়ালিটি থেকে কম কোয়ালিটি, প্রয়োজন মত যেকেনো কোয়ালিটির ছবি ডাউনলোড করা যায়।

ভিডমেট অ্যাপ দিয়ে কি কি করা যায়

কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার কি কি কাজে ব্যবহার করা হয়? Know about the Importance of computer in Bengali

ভিডমেট অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোরে নেই কেনো? Why the vidmate is not found in Google Play Store Google?

অন্যান্য মোবাইল সফটওয়্যারের মত গুগল প্লে স্টোর বা অ্যাপল এর অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ টি ইন্সটল করা যায় না, এমনকি এর কোনোটাতেই ভিডমেট অ্যাপ এর অস্তিত্বই নেই। এই ভিডমেট অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোরে না থাকার পেছনে বেশ কিছু উল্লেখ্যযোগ্য কারণ রয়েছে, তা হল, এক সময়ে এই অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলব্ধ ছিল, কিন্তু গুগল প্লে স্টোর এর নির্দিষ্ট করা কিছু নীতিমালার সাথে ভিডমেটের বৈশিষ্ট্য মানানসই না হওয়ায় ফলে এটি বর্তমানে গুগল প্লে স্টোরে নেই, কারণ ভিডমেট অ্যাপটি বিশেষ কিছু দিক থেকে গুগল এর পলিসির বিরুদ্ধে কাজ করে। এই অ্যাপটি ইউটিউব, ইনস্টাগ্রাম সহ আরো বেশ কিছু ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোডকে প্রচার করে যা গুগল এর টার্মস অফ সার্ভিসের সাথে সাংঘর্ষিক।

ভিডমেট অ্যাপ প্লে স্টোর বা অ্যাপ স্টোরে নেই কেনো?

IMPS এবং NEFT সম্পর্কে বিস্তারিত তথ্য, Detailed information about IMPS and NEFT in Bengali

ভিডমেট অ্যাপ কতটা নিরাপদ? How far vidmate is safe?

গুগল প্লে স্টোর থেকে বাদ হয়ে যাওয়ার পর থেকে ভিডমেট অ্যাপ এর নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিভিন্ন নিউজ সাইটের আর্টিকেলেও উক্ত অ্যাপটির সম্পর্কে একাধিক নিরাপত্তাজনিত সমস্যার কথাও উল্লেখ করা হয়, এর মধ্যে এক আর্টিকেলে নির্দিষ্ট এক রিসার্চ সম্পর্কে উল্লেখ করা হয় যেখানে এই ভিডমেট অ্যাপ এর সন্দেহজনক কিছু কার্যকলাপ পরিলক্ষিত হয়।

উক্ত রিসার্চ এর তথ্য থেকে জানা যায় যে ভিডমেট অ্যাপ ব্যবহারকারীদের সামনে বহু গোপন কিছু বিজ্ঞাপন তুলে ধরে, এছাড়াও এর ব্যবহারকারীরা বিভিন্ন টাকা দিয়ে কেনার মত প্রদত্ত পরিষেবা তে অজান্তেই সাবস্ক্রাইব করছেন, অন্যদিকে অ্যাপটি ব্যবহারকারীদের মোবাইলের অনেক ডাটাও নষ্ট করছিল।

 ভিডমেট অ্যাপ দিয়ে শুধু যে ভিডিও বা অডিও ডাউনলোড করা যায় তা না, পাশাপাশি অন্য অ্যান্ড্রয়েড অ্যাপ এবং গেমও ডাউনলোড করা যায়। তবে ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে গুগল এন্ড্রয়েড ব্যবহারকারীদের শুধুমাত্র প্লে স্টোর থেকেই দরকারি অ্যাপ বা গেম ইন্সটল করার পরামর্শ দিয়ে থাকে। 

ভিডমেট অ্যাপ কতটা নিরাপদ?

 অন্যদিকে এটাও জেনে রাখা ভালো যে ভিডমেট অ্যাপ এর নকল ভার্সনও বিভিন্ন সাইটে থাকতে পারে। ভিডমেট লিখে কেউ যদি গুগলে সার্চ করেন, তবে দেখতে পাবেন যে ডাউনলোড করার জন্য অনেকগুলো লিংক আছে, এর মধ্য কোনটি আসল আর কোনটি নকল তা বুঝে ওঠা কঠিন। কিছু অসাধু ব্যক্তি আছে যারা ভিডমেটের নাম করে অন্য ক্ষতিকর কিছু অ্যাপ অথবা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন সব অ্যাপ সাইটে সাজিয়ে রেখে দেয় যা ডাউনলোড করলে আমাদের ফোনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং ডিভাইসে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে। 

বাসন্তী পূজা সম্পর্কে বিস্তারিত তথ্য, Detailed information about Basanti Puja in Bengali

ভিটমেট অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন? How to download vidmate software?

ভিটমেট অ্যাপের সকল রকম সুযোগ সুবিধা উপভোগ করার জন্য প্রথমে অ্যাপটি মোবাইল ফোনে ইন্সটল করতে হবে। এই অ্যাপ টি ইন্সটল করা খুব কঠিন কাজ নয়। তবে সাইটে ডাওনলোড লিংক এর খোঁজ করতে গিয়ে ভুল কিছু না ক্লিক হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন। অরিজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে হলে নিজের এন্ড্রয়েড মোবাইল ফোনের যেকোনও একটি ব্রাউজার এ গিয়ে সার্চ বক্সে vidmate app (ভিটমেট অ্যাপ) লিখতে হবে। অ্যাপের অফিসিয়াল সাইট গিয়ে ‘ডাওনলোড’ লেখা বিকল্পের মাধ্যমে এটি ডাউনলোড করে নিয়ে নিজের ফোনে ইনস্টল করে নিতে পারবেন। এরপর থেকেই যেকোনো সময়ই আপনি এর ব্যবহার শুরু করে দিতে পারেন।

ভিটমেট অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন?

ভিডমেট অ্যাপ থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায়? How to download videos from vidmate software?

ভিটমেট থেকে ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে যা করতে হবে সেটা হল, ইউটিউবে বা অন্য সাইটে গিয়ে আপনার পছন্দের ভিডিও অর্থাৎ যে ভিডিও বা অডিও ডাউনলোড করতে চাইছেন সেটা play করবেন, তারপর ভিডিওর নিচে থাকা শেয়ার আইকনেvক্লিক করতে হবে। শেয়ার আইকনে ক্লিক করে দেখতে পাবেন যে হোয়াটস অ্যাপ, বা অন্য অ্যাপের সাথে ভিটমেট অ্যাপস এর লোগোও রয়েছে। সেই ভিটমেট অ্যাপ এর উপরে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে অনেকগুলো বিকল্প আসবে, তবে আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে ভিডিও রেজুলেশন সিলেক্ট করবেন, আর যদি অডিও ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অডিও সিলেক্ট করতে হবে, তারপর শুধু ডাউনলোড লেখা জায়গায় ক্লিক করে দিলেই সেই ভিডিওটি বা অডিও টি ডাউনলোড হতে শুরু করবে এবং শেষ হয়ে গেলে সেটা আপনার গ্যালারিতে সংরক্ষিত হয়ে যাবে।

ভিডমেট অ্যাপ থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায়?

সিটি স্ক্যান ও এমআরআই সম্পর্কীয় যাবতীয় তথ্য, A Detailed information about CT scan and MRI in Bengali

ভিডমেট অ্যাপ এর বিকল্প আর কি আছে? Substitute of vidmate application 

Vidmate App দ্বারা ইউটিউব ভিডিও ডাউনলোড এর অত্যাধিক জনপ্রিয়তার কথা গুগলের কাছে এখন আর অজানা কিছু নয়। কেউ যদি ভিডমেট অ্যাপ ব্যবহার করতে না চায় তবে ইউটিউব প্রদত্ত ডাউনলোড ফিচারটি নিশ্চিন্তে এবং নিরাপদে ব্যবহার করতে পারেন। এই ফিচারটি সম্পূর্ণ নিরাপদ ও কোনো ঝুঁকিবিহীন। সেই কথা মাথায় রেখে ইউটিউব অফিসিয়াল অ্যাপে অফলাইনে ভিডিও ডাউনলোড করে রেখে যেকোনো সময় দেখার বৈশিষ্ট্যটি যুক্ত করেছে গুগল। বর্তমানে অধিকাংশ ভিডিও ইউটিউব এর অ্যান্ড্রয়েড ও আইওএস এ থাকা অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করে অফলাইনে দেখা সম্ভব। 

ভিডমেট অ্যাপ এর বিকল্প আর কি আছে?

শেষ কথা, conclusion

ভিডমেট অ্যাপ সম্পর্কে উল্লিখিত সকল ব্যাপারগুলোকে যদি একপাশে রাখা হয়, তবে অ্যাপটির বৈশিষ্ট্য সমূহ হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তবে কেই এই অ্যাপ ব্যবহার করবে কি না তা সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্ত। যদিও ইউটিউব বা অন্য কোনো সাইট থেকে ভিডিও ডাউনলোড করার ব্যাপারটা অনেক ক্ষেত্রে বেআইনী, কারণ গুগল এমন সব থার্ড পার্টি টুল ব্যবহারের মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোডকে সমর্থন করেনা। তাই উক্ত অ্যাপ দ্বারা ইউটিউব ভিডিও ডাউনলোড করা গুগলের চোখে আইনসম্মত নয়।

Frequently asked questions

Vidmate কি?

ভিডমেট বিনামূল্যে ভিডিও ডাউনলোড করার অ্যাপ, যা ব্যবহার করে আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য ওয়েবসাইট থেকে পছন্দমত যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করে নিতে পারি।

Vidmate গুগল প্লে স্টোরে নেই কেন?

 অ্যাপটি ইউটিউব, ইনস্টাগ্রাম সহ আরো বেশ কিছু ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোডকে প্রচার করে যা গুগল এর টার্মস অফ সার্ভিসের সাথে সাংঘর্ষিক।

vidmate কোথা থেকে ডাউনলোড করা যায়?

Vidmate এর অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে ডিভাইসে ইনস্টল করতে হয়।

Recent Posts