ঋতুরাজ বসন্ত সেরা রচনা, Best essay on Spring season in Bengali



“আজি বসন্ত জাগ্রত দ্বারে।তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে, কোরো না বিড়ম্বিত তারে।আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো। “

       প্রকৃতিতে লেগেছে বসন্তের ছোঁয়া। উদাস মৃদু হাওয়া যেন ফাগুনের গান গেয়ে যায়। সেই হাওয়ায় মর্মর ধ্বনি তুলে ঝরে পড়ে যায় গাছের শুকনো পাতাগুলো। গাছে গাছে আবার উঁকি দেবে নতুন নতুন কচি পাতা। তাই এমন নতুনের ছোঁয়ায় ভালো লাগার একটা অন্যরকম অনুভূতি যেন ছড়িয়ে পড়ে সবার মনের মাঝে।

সময়ের আবর্তে ৫ ঋতু এবং ১০ মাস পেরিয়ে বাংলা বছরের শেষে হাজির হয় ঋতুরাজ বসন্ত। এসেই প্রকৃতির জীর্ণতা মুছে দিয়ে আবার ফুলে ফলে ভরিয়ে তোলে, পাখির কলতানে মুখরিত করে তোলে চারপাশ। ঠিক যেমন রাজার আগমনে চারদিকে সাজো সাজো রব পড়ে, তেমনি বসন্ত ঋতুর আগমনে প্রকৃতিও যেন নতুন সাজে সেজে ওঠে। 

ঋতুরাজ বসন্ত সেরা রচনা

বসন্ত কালের প্রাকৃতিক মাধুর্য, Nature in Spring 

 বসন্ত এলে প্রকৃতি শীত নিদ্রা শেষে যেন আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে। নতুন সময় নতুনভাবে শুরু হয়। শীতের শুকনো সময়ে পাতাগুলো ঝরে পড়ে যে গাছ ন্যাড়া হয়ে গিয়েছিল তাতে ফের একবার জাগে প্রাণের স্পন্দন। কচি পাতায় জানান দেয় বসন্তের আগমনের। সবুজ পাতায় পড়ন্ত বিকেলের আলোর নাচন যেন মানব মনেও আনন্দের অনুভূতি জাগায়। বসন্তে প্রকৃতি খুলে দেয় দখিনা দুয়ার, তাই হালকা হিমেল বাতাসে জুড়িয়ে যায় সকলের মন প্রাণ। মন গেয়ে ওঠে, 

” আমি খোলা জানালা, তুমি ওই দখিনা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। “

বসন্তের বাতাস যেন ভালবাসার পরশ বুলিয়ে দিয়ে যায়, তাই বিরহীর  মন আনচান করে ওঠে। তাইতো বাউল কবির মন গেয়ে ওঠে-

 “ বসন্ত বাতাসে সই গো/ বসন্ত বাতাসে/ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। ”  বসন্তের রূপ লাবণ্য সম্পর্কে যত বলি কম হবে। মাধুর্য ভরা পরিবেশ আর উদাসী হাওয়ার দোলায় বিরহী মন তো আর ঘরে থাকতে চায় না। উদাসী মনের কথা কবি শহীদুল ইসলাম প্রামাণিক এর ভাষায়-

 ” শিমুল ডালে রাঙা ফুলে বসন্তেরি আগমন/ এমন দিনে বন্ধু বিনে ঘরে কি আর থাকে মন/ পুবাল হাওয়ায় মন উতালা-নেচে উঠে কি সুখে। “

বসন্ত কালের প্রাকৃতিক মাধুর্য,

বাংলার ঋতুবৈচিত্র্য, Seasonal diversity of Bengal, Best details in Bengali

রঙিন ফুল ও পাখিদের সমারোহ, Festival of colorful flowers and birds

বসন্তে এক প্রাণচাঞ্চল্য দেখা দেয় প্রকৃতিতে। ঋতুরাজের ছোঁয়ায় শীতের খোলস ছেড়ে বৃক্ষরাজি নতুন রূপ ধারণ করে। গাছের শুকনো পাতাগুলো ঝরে নতুন পাতা গজায়। নানা ধরনের রঙিন ফুলে ভরে ওঠে গাছের ডাল।

এটা কারো কাছে অজানা নয় যে বসন্তের ফুল মানেই রঙের মেলা; শিমুল, পারুল, পলাশ, কৃষ্ণচূড়া ইত্যাদির রঙে রঙিন হয়ে ওঠে গ্রাম, বন-বাদার, বাগ-বাগিচাগুলো। ফুলগুলোর প্রস্ফুটিত হাসি দেখে মনে হয় যেন, ” ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফুলে  পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে॥ ”  অন্যদিকে গাঁদা ও অতসী ফুলের বাসন্তী রং বাড়িয়ে তোলে প্রকৃতির সৌন্দর্য্য। মাঠে-ঘাটে হাঁটতে গিয়ে পা ফেলতে হয় খুব সাবধানে, কারণ সেখানে যে ফুটে থাকে ঘাস আর গুল্ম ফুল। এসব কিছু দেখে যেন মনটা হয়ে ওঠে ফুরফুরে।

ফুলগুলোর রূপে ও গন্ধে মাতাল হয়ে মধুমক্ষী আর পতঙ্গেরা আসে মধু পান করতে। মৌমাছির গুঞ্জনে মুখরিত ফুল বাগান, তাদের গুঞ্জন যেন এক সুরেলা সঙ্গীতের মত। তাই কবি লিখেছেন,

” সবুজ বাগানে ফুলের ঘ্রাণে রানী আজ বসন্ত, ফুলের কলিতে ছোঁয়া দিয়ে মৌমাছিরাও ক্লান্ত।”  

        অন্যদিকে ডালে ডালে পুঞ্জিত থাকে আম্র মকুল। প্রকৃতির এত মাধুর্য দেখে গাছে বসে থাকা পাখির কিচির মিচির জানান দেয় তাদের আনন্দের উচ্ছ্বাস। মনের আনন্দে মাঠে-ঘাটে উড়ে বেড়াতে দেখা যায় ফড়িং সহ রঙিন প্রজাপ্রতিদের। বসন্তকালে পাখিরা যে পরিমাণ কুহুতান করে, অন্য কোনোও ঋতুতে হয়তো এতটা দেখা যায় না।

বিশেষ করে কোকিলের গান। বসন্তের পাখি গাছের মগডালে বসে নিজেকে আড়াল করে রেখে কুহু কুহু রবে গান গেয়ে যায়, তার গানে বিমোহিত হয় মানুষের মন। তাই বসন্ত এলেই বাঙালীদের মনে পড়ে যায় কবি গুরুর সেই পরিচিত গান, 

“আহা আজি এই বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়।” 

রঙিন ফুল ও পাখিদের সমারোহ

রঙিন বসন্তের বর্ণময় উক্তি | Beautiful Bengali Quotes, Posts about Spring Season

শীতের আমেজ কাটিয়ে উষ্ণতার ছোঁয়া, A touch of warmth during Spring season

” শীত জড়তার হলো তবে নির্গমন, ঋতুরাজ বসন্তের আগমনে, ঘুমন্ত প্রকৃতির হলো চোখ উম্মোচন, হলো কত উদ্দীপ্ত এই ফাগুনে। ” 

         বসন্তকালীন সময় শীতের তীব্রতা ক্রমশ হালকা হয়ে যেতে থাকে এবং রোদের তেজ ধীরে ধীরে বাড়তে থাকে। হঠাৎ হঠাৎ ঘূর্ণি বাতাস বয়ে যায়, মাঝে মাঝে হালকা বৃষ্টিরও দেখা পাওয়া যায়, অর্থাৎ সব মিলিয়ে প্রকৃতির রূপ বদলাতে থাকে। শীত কালের লেপ-তোশকগুলো ধীরে ধীরে তুলে রাখার কাজ করেন অনেকে। শীতের আবহে ব্যবহৃত সোয়েটার, জ্যাকেট, কোট গুছিয়ে নিয়ে হালকা পোশাক পরার দিন নিয়ে আসে বসন্ত। চলাফেরায় এক হালকা ভাব আসে। 

শীতের আমেজ কাটিয়ে উষ্ণতার ছোঁয়া

শরৎকাল ও তার প্রকৃতি, Best write-up on Autumn and its nature in Bengali

বসন্তের সকাল-সন্ধ্যার প্রকৃতি, nature of spring season during day and evening

বসন্ত কালের প্রাকৃতিক বৈচিত্র্যতা যুগ যুগ ধরে মুগ্ধ করে এসেছে কবিদের হৃদয়কে। বসন্ত ঋতুর আগমনের সাথে প্রকৃতিতে যেমন সৌন্দর্য্যের দোলা লাগে তেমনি মানব মনেও সুখের দোলা লাগে।

এই ঋতুতে আবহাওয়া বেশ স্বস্তিদায়ক থাকে, তাই মানুষ তখন বাইরে বের হয় বেশি, ঘুরতে যাওয়ার জন্যও এই সময়টা একদম সঠিক, কারণ এই সময়টা নাতিশীতোষ্ণ হয় বলে অনায়াসে ঘুরে বেড়ানো সম্ভব। তাছাড়া বাধা ধরা গণ্ডির বাইরে গেলে, বিশেষ করে প্রকৃতির সান্নিধ্যে এসে মানুষের মন চনমনে হয়। মনে প্রশান্তি নিয়ে কাজে-কর্মে উৎসাহ বাড়ে। মানসিক চাপ কিছুটা দূর হয় বলে এ সময় মানুষের মন প্রসন্ন থাকে।

অনেক মানুষেরই সকাল বিকেল হাঁটার অভ্যাস,  আর বসন্ত কালের সময়টাতে সকালে কুয়াশাও থাকে কম এবং ভোরের দিকে হালকা শীত। এমন পরিবেশে সকালে উঠে প্রকৃতির মধ্যে ঘুরে আসলে মন ভালো হয়ে যায়। অন্যদিকে এ ঋতুর সন্ধ্যাগুলো একটু দীর্ঘতর হয়, তাই বিকেলে বেশ কিছুটা অবসর সময় কাটানো যায়। বসন্তের বিকেলে কবির লেখা কিছু কথা মনে আসে, ” প্রেমময় বসন্তের একটি পড়ন্ত বিকেল, ছিল যৌবনময় ফসলের বিস্তৃত মাঠ, চারদিকে ছিল শুধুই প্রাণবন্ত সবুজ। “

বসন্তের সকাল-সন্ধ্যার প্রকৃতি

শীতকাল নিয়ে উক্তি, স্টেটাস, ফটো সমূহ ~ Bengali Quotes, Lines, Shayeri & SMS on Winter Season

বসন্ত উৎসব, Spring festival

বেশ কিছু বিশিষ্ঠ কবিদের মতে নারীও নাকি প্রকৃতির মতো। যেখানকার প্রকৃতি সুন্দর হয় সেই স্থানের নারীরাও হয় সুন্দরী। তাই তো বাসন্তী সাজে সেজে ওঠা নারীকে দেখতে যতটা স্নিগ্ধ লাগে, হয়তো অন্য কোনো সাজে তেমনটা লাগে না। নারীদের খোঁপায় গুঁজে রাখা বসন্তের ফুলগুলো যেন সকল রকম অলঙ্কারকে হার মানায়।

উৎসব পাগল বাঙালীদের বসন্ত মানেই রঙের উৎসব। পহেলা ফাল্গুন এলেই যেন সকলের মনে বসন্তের রং লাগে। বিশেষ করে তরুণ-তরুণীরা মেতে ওঠে বসন্ত উৎসব নিয়ে, কবিতা, গান ও নাচের আয়োজন করা হয়ে থাকে সারাদেশে। বাসন্তী রঙের শাড়ি পরিহিতা তরুণী-কিশোরীর পদচারণায় মুখরিত সর্বত্র, তাল মিলিয়ে তরুণেরা পরেন রঙ্গিন পাঞ্জাবি-পাজামা। কবির কথায়, 

বসন্ত উৎসব

” এ ফাগুনে প্রকৃতি পড়ে বাসন্তী শাড়ি, সাজে রূপবতী তরুণী চপলা; হয়ে যায় অলিরা তাই উন্মাদ ভারী, ভালোবাসে যে প্রকৃতি রূপকলা। “

শেষ কথা, Conclusion 

কবিতার ঋতু বসন্ত। গানের ঋতু বসন্ত। ভাল লাগার ঋতু বসন্ত। ভালবাসার ঋতু বসন্ত। প্রিয় মানুষকে কাছে পাওয়ার সুখ নিয়ে আসে বসন্ত। মনের মিলনের ঋতু বসন্ত।

মনে নানা রং লাগানোর ঋতু বসন্ত

মনে নানা রং লাগানোর ঋতু বসন্ত। এক কথায় মানুষের মনের পরিবর্তন ঘটায় যে ঋতু সেটি হল বসন্ত। সকলের হৃদয় স্পর্শ করে বসন্ত।

Recent Posts