ভূমিকা, Introduction
সংবাদপত্র হল বর্তমানের আধুনিক জীবনযাত্রার এক অপরিহার্য অঙ্গ। সমাজ সম্পর্কে দেশবাসী যতটা সচেতন থাকবে ততই সমাজের প্রতি তাদের কদর এবং দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। উন্নয়নশীল দেশগুলোতে সংবাদপত্রের ভূমিকা অনস্বীকার্য। দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের আধুনিকতম সংবাদ জনগণের সামনে তুলে ধরে সংবাদপত্রগুলো, আর এই ভাবেই সম্যকরূপে শিক্ষিত করে তোলে দেশবাসীকে; পাশাপাশি সমাজ ও সভ্যতার প্রগতিকেও দিগদর্শন করায় সংবাদপত্র।
সংবাদপত্র কী? What is a newspaper?
বিভিন্ন বিষয় সংক্রান্ত সংবাদ পরিবেশনকারী পত্রগুলোকেই সংবাদপত্র বলা হয়। এই পত্র পৃথিবীর বিভিন্ন অংশের খবর জনগণের নিকট পৌঁছে দেয়। বিশাল পৃথিবীকে মানবজাতির গৃহপ্রাঙ্গণে এনে হাজির করে দেয় এই সংবাদপত্র। তাই বলা যায় যে আমাদের মানসিক পুষ্টি, জ্ঞানের বিকাশ ও স্ফুর্তির ক্ষেত্রে সংবাদপত্রের গুরুত্ব অনস্বীকার্য।
পণপ্রথা একটি জাতীয় সমস্যা, Best essay on the Dowry System in Bengali
আধুনিকতার হাতিয়ার সংবাদপত্র, Newspaper is a tool of modernity
সংবাদপত্র হল গণতন্ত্রের এক অতন্দ্র প্রহরী তথা জনমত গঠনের ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম। কোনো অপরাধমূলক কাজ হোক, কিংবা মানবজাতির মৌলিক অধিকারগুলো বিঘ্নিত হলে, কোথাও গণতন্ত্রের মর্যাদা লুণ্ঠিত হলে তা বিভিন্ন সংবাদপত্রের নির্ভীক লেখনের মাধ্যমে প্রতিবাদের সুরে ধ্বনিত হয়। তাই সংবাদপত্রকে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে এক দায়িত্বশীল অভিভাবক বলে মনে করা হয়।
aমাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
দেশে সংবাদপত্রের ইতিহাস, History of newspapers in the country
বহুকাল পূর্বে, ঊনবিংশ শতকে নবজাগরণের সময়কালে দেশের বরেণ্য মনীষীগণ একটি ব্যাপার গভীরভাবে উপলব্ধি করেছিলেন, সেটা হল, সমাজ উন্নয়ন শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপর আশ্রয় করে সম্ভব নয়। সামাজের লোকজনকে শিক্ষিত করতে হলে সর্বপ্রথম প্রয়োজন হবে একটি সাময়িকপত্রের ।
আধুনিক জীবনকে সংবাদপত্র ছাড়া ভাবলে তা অনেকটা তেলহীন প্রদীপের মতো বলে মনে হয়। আমাদের দেশের প্রথম সংবাদপত্র ১৭৮০ খ্রিস্টাব্দে শুরু হয় হিকি সাহেবের হাত ধরে, যায় নাম ছিল ‘বেঙ্গল গেজেট’। বাংলা ভাষায় প্রকাশ করা প্রথম সাময়িকপত্রটির নাম হল ‘দিগদর্শন’, যা ১৮১৮ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়।
অন্যদিকে ‘সংবাদ প্রভাকর’ ছিল বাংলার অন্যতম প্রধান দৈনিক সংবাদপত্র। তার মাধ্যমে দেশ, সমাজ, জ্ঞান -বিজ্ঞান, সাহিত্য -কলা সম্বন্ধে রকমারি সংবাদ ও আলোচনা-সমালোচনা প্রকাশ করে মানুষকে লোকশিক্ষা দেবার প্রয়াসী হয়েছিলেন তাঁরা।
শিক্ষাবিস্তারে গণমাধ্যমের ভূমিকা, Role of mass media in Education in Bengali
আধুনিক সংবাদপত্রের ভূমিকার বিভিন্ন দিক, Diversified role of modern newspapers
আধুনিক সমাজ জীবনকে সংবাদপত্র যে কোন কোন দিক থেকে স্পর্শ তথা প্রভাবিত করে থাকে তা বলে শেষ করা যাবে না। আমাদের দেশে জনমত গঠনের ক্ষেত্রে সংবাদপত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শাসকদলের পাশাপাশি বিরোধী দলগুলোর প্রতিনিধিদের সকল বক্তব্য জনসমক্ষে তুলে ধরা, সকলের মতামত সমানভাবে তুলে ধরে তাদের পক্ষে যুক্তি এবং তথ্যনিষ্ঠ সমালোচনা প্রকাশ করার মাধ্যমে সংবাদপত্রগুলি জনগণের বিচারবোধ এবং গণতান্ত্রিক চেতনাকে পরিপূর্ণ করে তুলতে সহায়তা করে।
নিষ্ঠার সঙ্গে জনসাধারণের মনে চেতনা জাগিয়ে তোলার দায়িত্ব পালন করে সংবাদপত্র জাতীয় বিবেকের কণ্ঠস্বর তথা সমাজজীবনের প্রহরী হয়ে ওঠে। সংবাদপত্রের মাধ্যমে জনমত প্রতিফলিত হয়, তাই শাসক কর্তৃপক্ষও এই সকল ব্যাপারে অবগত হওয়ার সুযোগ লাভ করেন, এসব বিষয়ের সমালোচনার আলোয় তারা নিজেদের দোষ ত্রুটি সংশোধন করে নেওয়ার সুযোগ পান এবং দেশ শাসনের নীতি এবং কার্যক্রমগুলো সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হন।
সংবাদপত্রের মধ্যে খবরের পাশাপাশি নানা বিষয়ে বেশ কিছু লেখা চিঠিপত্র স্তম্ভে প্রকাশিত হয়, এছাড়া বিভিন্ন সময়ে পাঠক-পাঠিকাদের মতামত, জনসাধারণের মতামত, আশা-আকাঙ্ক্ষা প্রত্যাশা ইত্যাদি ছাপানোর ক্ষেত্রে মূল্যবান দিগদর্শন হল সংবাদপত্র। সামাজিক অন্যায়-অবিচারগুলোর প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধের বিরুদ্ধে আন্দোলনের উপযুক্ত হাতিয়ার হিসেবেও সংবাদপত্র সময় বিশেষে এক কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে।
পণপ্রথা ও জাতি বর্ণভেদ ব্যবস্থার শিকার হয়ে দেশের বহু নারী-পুরুষ বিংশ শতাব্দীর সময়কাল থেকে যেসব নিষ্ঠুর লাঞ্ছনা উৎপীড়ন ভোগ করেছিল, সে সবকিছু সম্পর্কে সংবাদপত্রগুলি বিভিন্ন বিবরণ প্রকাশ করে এই প্রথার বিরুদ্ধে জনমত সংগঠিত করেছিল, ফলে ধীরে ধীরে পণপ্রথা ও জাতি বর্ণভেদ প্রথাগুলোর প্রভাব সমাজ থেকে অনেকটা কম হয়ে যায়।
আমাদের এই আধুনিক যুগের সংবাদপত্রগুলো বিভিন্ন বিষয়ে খবর তথা প্রতিবেদন প্রকাশ করে থাকে; যেমন অর্থনৈতিক সমস্যা, খেলাধুলো, বিজ্ঞান, নাটক, শিল্পকলা, সিনেমা, বই ও পত্রপত্রিকা, শিক্ষা সংক্রান্ত লেখা, মেলা ও উৎসব, সাংস্কৃতিক জীবন ইত্যাদি বিভিন্ন বিষয়ে সমীক্ষা তথা সমালোচনামূলক লেখনী প্রকাশ করে থাকে সংবাদপত্র সংস্থাগুলো।
জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন বিশেষজ্ঞদের লেখা বিশ্লেষণ থেকেই আমরা নানা বিষয় সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করি, বিভিন্ন সমস্যার ব্যাপারে বুঝে নিতে পারি। নাটক, সিনেমা, সাহিত্য ইত্যাদির প্রচারের বিষয়ে জনসাধারণের রুচি গঠনের ক্ষেত্রেও সংবাদপত্রের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দেশের জনগণকে জ্ঞানসম্পৃক্ত করতে, সুস্থ থাকায় সহায়তা করার ক্ষেত্রে তথা সমাজে এক সাংস্কৃতিক জীবন গড়ে তোলার ক্ষেত্রে সংবাদপত্র যথেষ্ট পরিমাণে সহায়তা করতে সক্ষম। বিচ্ছিন্নতাবাদ তথা অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামে তথা জাতীয় সংহতি বজায় রাখার ক্ষেত্রেও সংবাদপত্র নিঃসন্দেহে এক কার্যকরী দায়িত্ত্ব পালন করতে পারে।
আধুনিক শিক্ষায় ইন্টারনেট, Best use of Internet in Modern education in Bengali
সংবাদপত্রের বিশেষ আকর্ষণ, Special attraction of newspaper
সংবাদপত্র খবরের পাশাপাশি আরো বিশেষ কিছু পাতা প্রকাশ করে যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিবেদন, কবিতা, ছড়া এবং জ্ঞানমূলক লেখনী থাকে। তাই এই সংবাদপত্র বা খবরের কাগজ হল এমন একটি লিখিত প্রকাশনা যার মাধ্যমে বর্তমান ঘটনা, তথ্যপূর্ণ নিবন্ধ, সম্পাদকীয়, বিভিন্ন কিছু সম্পর্কে ফিচার এবং বিজ্ঞাপনও দেখা যায়।
শিশুদের মনোরঞ্জনে কোনো পত্রিকা সাপ্তাহিক ভাবে কবিতা, ছোটদের গল্প, বিভিন্ন অঞ্চলের শিশুদের আঁকা ছবির ইত্যাদি প্রকাশ করে থাকে, যা শিশুদের আগ্রহী করে তুলে। তাছাড়াও রান্না বান্না, কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য, এবং বিভিন্ন শিক্ষামূলক বিষয় তুলে ধরে হয়। এইসব কিছু জনগণের মনোরঞ্জনের পাশাপাশি তাদের জ্ঞানের বৃদ্ধি ঘটাতে সক্ষম। তাছাড়াও পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপন দেখতে পাওয়া যায় যা প্রচারের ক্ষেত্রে সহায়ক, কোনো ব্যবসার প্রচার না পাত্র পাত্রী চেয়েও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
সমাজে সংবাদপত্রের ভূমিকা নিয়ে সমালোচনা, Criticism of the role of newspapers in society
বর্তমানের সংবাদপত্রগুলো দেশ ও সমাজের কল্যাণ মূলক মহৎ আদর্শ থেকে অনেকটা ভ্রষ্ট হয়ে পড়েছে। আজ কালের সংবাদপত্রগুলো লাভ সংগ্রহের জন্য এক বাণিজ্যিক সংস্থা রূপে পরিচালিত হচ্ছে। এমন বহু সংবাদপত্র রয়েছে যারা অধিক লাভের লোভে পড়ে বেশ কিছু অস্বাস্থ্যকর, উত্তেজনামূলক এবং কুরুচিকর খোরাক জোগানোর দিকে সর্বদাই তৎপর হয়ে থাকে।
আবার কিছু সংবাদপত্র সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা এবং আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদের ক্ষেত্রে ইন্ধন জোগায়। প্রতিটি সংবাদপত্রের প্রাথমিক দায়িত্ব নিরপেক্ষ তথা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করা। কখনও আবার মিথ্যা সংবাদ প্রকাশ করার মত অসদাচরণের দৃষ্টান্তও সংবাদপত্রের জগতের দুর্লভ বিষয় নয়। সমাজের কল্যাণ সাধন করার পাশাপাশি তার ক্ষতি সাধন করার ক্ষমতাও সংবাদপত্রের হাতেই থাকে।
সংবাদপত্রের মাধ্যমে বিভ্রান্তি, Distraction through newspapers
নিরপেক্ষতাই হল সংবাদপত্রে খবর প্রকাশের প্রধান শর্ত। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু ব্যক্তির দ্বারা ব্যাবসায়িক তথা রাজনৈতিক স্বার্থে পরিচালিত সংবাদপত্রগুলোর মধ্যে প্রকাশিত বিভিন্ন বিষয় দেশের জনগণকে বিভ্রান্ত করে তুলছে। বিশেষ কিছু সম্প্রদায় বা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত পত্রিকাগুলো বেশ কিছু ক্ষেত্রে জাতীয়তা বিরোধী ভূমিকাও গ্রহণ করে থাকে। অন্যদিকে কিছু সংবাদপত্র আবার মুনাফা অর্জন করতে গিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ খবরগুলো পরিবেশন করে। এরাই দেশ বিদেশের সংবাদপত্রগুলোর পবিত্র আদর্শকে বিনষ্ট করে দেয়।
কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, What is the Importance of computer education in Bengali
আধুনিক সংবাদপত্রের বিষয়-বিস্তার, Modern Newspaper Subject-Details
আজকের যুগে সংবাদপত্রের পরিধি পরিসর ব্যাপকভাবে বিস্তারিত। আধুনিক সংবাদপত্রের পরিধি এখন শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং দেশ-বিদেশ সম্পর্কিত রাজনৈতিক এবং সামাজিক-অর্থনৈতিক নানা ধরনের খবরও সংবাদপত্রের দ্বারা পরিবেশন করা হয়। বিচিত্র সব তথ্য প্রতিবেদনরূপে প্রকাশিত হয়, যা আমাদের মনোরঞ্জনে সহায়ক এবং জ্ঞান বৃদ্ধিতেও সহায়তা করে। শিল্প-সাহিত্য সম্পর্কিত আলোচনা, গণবিজ্ঞানের বিভিন্ন তথ্য এবং ঐতিহ্য, সংস্কৃতি, ক্রীড়া এবং বিনোদন জগতের বিচিত্র সব কর্মধারা সম্পর্কে লেখা প্রতিবেদনগুলো এখন সংবাদপত্রের আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে।
কিন্তু প্রযুক্তির সাথে সাথে অনেকেরই সংবাদপত্র পড়ার অভ্যাস কম হয়ে গেছে, বেশিরভাগ মানুষ ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন খবর বা প্রয়োজনীয় বিষয় খোঁজ করে দেখে নেন, যার ফলে সংবাদপত্রের মূল্যবোধ হ্রাস পাচ্ছে। পৃথিবীর আধুনিক বিপ্লব এবং সংগ্রামের ইতিহাসে সংবাদপত্রগুলোর ভূমিকা অপরি।
- জীবন গঠন এবং চরিত্র সেরা রচনা, Best essay on Development of life and character in Bengali
- বাংলাদেশের যানজট সমস্যা, Traffic congestion problem of Bangladesh best article in Bengali
- ইভটিজিং সম্পর্কে বিস্তারিত, Best details about Eve teasing in Bengali
- সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম, Best write-up on Cyber crime in Bengali
- অধ্যবসায়ের গুরুত্ব সেরা রচনা, Importance of perseverance best essay in Bengali
উপসংহার, Conclusion
আমাদের দেশ সামাজিক কুপ্রথা, দারিদ্র্য, অন্ধ সংস্কার বিশ্বাস, অশিক্ষা, কুশিক্ষা প্রভৃতিতে আজও ভারাক্রান্ত, এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নতাকামী শক্তিগুলিও সক্রিয় ভূমিকায় রয়েছে। এরূপ পরিস্থিতিতে আমাদের সংবাদপত্রগুলির দায়িত্ব নিয়ে যেকোন অবস্থাতেই বার বার জনগনকে সামাজিক কল্যাণ বোধের আদর্শগুলো মনে করিয়ে দেওয়া উচিত।