কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, What is the Importance of computer education in Bengali



আজকের সময়ে খুব কম সংখ্যক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কম্পিউটার ব্যবহার করেন না। বর্তমান যুগে সারা বিশ্বে কাজ করার মত যত ধরণের ক্ষেত্র আছে তার বেশীরভাগই ক্ষেত্রের কাজই কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে সম্পন্ন করতে হয়। আবার এমনও কিছু কাজ আছে যে কাজগুলো কম্পিউটারের সাহায্য ছাড়া সম্পন্ন করা সম্ভব হয় না, কিছু ক্ষেত্রে হাতে কলমে করার চাইতে এই যন্ত্রের ব্যবহার করে অনেক সহজ এবং শীঘ্র কাজ টি শেষ করা যায়।

কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা

এ সব কিছু থেকেই বোঝা যায় যে বিশ্ব আজ কম্পিউটার ছাড়া কতটা অসহায়। তবে কম্পিউটার ব্যবহার করতে হলে অবশ্যই কম্পিউটার পরিচালনা করার মত জ্ঞান থাকতে হবে। তাই এই ডিজিটাল যুগে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম।  

দৈনন্দিন জীবনে কম্পিউটারের সম্পৃক্ততা, Computer in daily life

আজকের কম্পিউটার হল বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের অন্যতম একটি আবিষ্কার, যা মানুষ প্রতি ক্ষেত্রে উপলব্ধি করছে। বর্তমানে মানুষ নিজ গৃহের অন্দর থেকে শুরু করে স্কুল, অফিস, আদালত অর্থাৎ বিশাল কর্মজগতের সবখানেই কম্পিউটার বিস্ময়কর ভাবে পদচারণা করছে, যাকে মানুষ নিজ শরীরের একটি অত্যাবশ্যকীয় প্রত্যঙ্গের মত নিত্য দিনের সঙ্গী হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

যে সকল বৈশিষ্ট্যের জন্য কম্পিউটার আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা হল কম্পিউটারের দ্রুতগতিতে কাজ, নির্ভুল কর্ম সম্পাদন, ইত্যাদি; এই সব বৈশিষ্ট্যই সময়ের সাথে সাথে কম্পিউটারের প্রয়োগ ক্ষেত্রকে বাড়িয়ে তুলছে। কম্পিউটারের প্রতি আমরা এখন এতটাই দুর্বল হয়ে পড়েছি যে, কম্পিউটার ছাড়া আর উন্নততর আধুনিক জীবন কল্পনা করতেই পারিনা।

দৈনন্দিন জীবনে কম্পিউটারের সম্পৃক্ততা

শিক্ষার মাধ্যম হিসেবে তো কম্পিউটার একক রাজা, এছাড়াও আমাদের প্রাত্যহিক জীবনের বিচিত্রতর কাজকর্মের সাথে কম্পিউটার সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে, কম্পিউটারকে মানুষ হাতের কাছে পেতে উদগ্রীব হচ্ছে। 

ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত তথ্য, Best ever detailed study about wordpress in Bengali 

কম্পিউটার আমাদের কি কি কাজে লাগে, Usage of computer

আগেকার দিনে মানুষে পড়তে বা লিখতে না জানলে তাদেরকে যেমন নিরক্ষর বলা হত, ঠিক তেমনই বর্তমান যুগে যদি কোনো ব্যক্তির কম্পিউটারের ব্যবহার সম্পর্কে জ্ঞান না থাকে তবে তার শিক্ষা অসম্পূর্ণ বলে ধরে নেওয়া হয়।

কম্পিউটার আমাদের কি কি কাজে লাগে

আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার একটি নির্দিষ্ট এবং প্রয়োজনীয় হাতিয়ার বলে একে নিজের স্বার্থে ভালোভাবে শেখার কোনো বিকল্প নেই। কম্পিউটারের বিভিন্ন শাখা এবং ক্ষেত্রগুলোকে বিস্তৃতভাবে ব্যবহার করাই হল কম্পিউটার শিক্ষা।

আজকের সময়ে কম্পিউটারে দক্ষতা অর্জন কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য আবশ্যকীয়, কারণ সকল অফিসের কাজই কম্পিউটার ভিত্তিক।

মানবজাতির টিকে থাকা এবং ভালোভাবে বেঁচে থাকার সাথে সম্পর্কিত প্রতিটি আধুনিক উপায়, যেমন ওষুধপত্র, উড়োজাহাজ শিল্প, শিল্পকারখানা পরিচালনা করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের হিসাব রক্ষণ করা, তথা শিক্ষার আদান প্রদান, তথ্য সংরক্ষণ ইত্যাদির ক্ষেত্রে কম্পিউটারের ব্যাপক ব্যবহার রয়েছে।

বর্তমানে কম্পিউটারের ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রিক বিল, টোলিফোন বিল ইত্যাদি বিভিন্ন কাজ খুব সহজেই সম্পন্ন করা যায়। তাই এরূপ বিভিন্ন সুবিধার কথা ভেবে বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলা হয়।

ভ্রমণে যাবার আগে বিমান, গাড়ী, হোটেল প্রভৃতির অগ্রিম বুকিং করার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয়।

শিক্ষা কার্যক্রমের প্রতি ক্ষেত্রে এই কম্পিউটার যেন এক অল রাউন্ডারের ভূমিকা রাখে। পাঠদান করা, পাঠগ্রহণ করা, পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন করার কাজ, শিক্ষা প্রশাসনের যাবতীয় কাজকর্ম, পরীক্ষার ফলাফল প্রণয়ন, নম্বরপত্র এবং সনদপত্র সংগ্রহ ইত্যাদি সব কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। বর্তমানে কম্পিউটারের অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তির সুবিধা দ্বারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের নিখুঁত শিক্ষা প্রদান করছেন।

শিক্ষা কার্যক্রমের প্রতি ক্ষেত্রে এই কম্পিউটার যেন এক অল রাউন্ডারের ভূমিকা রাখে

প্রায় সকল বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এখন সাউন্ড প্রজেক্টরগুলো আছে। তাছাড়া ‘মাল্টিমিডিয়া অর্থাৎ স্লাইড অ্যান্ড সাউন্ড প্রেজেন্টেশন’ – এর মাধ্যমে স্কুল কলেজে সহজে পড়া শেখানো যায়৷ এমনকি বিদ্যালয়ের পাঠ্যক্রমেও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হয়েছে।

সংবাদ পত্র আজকাল অনলাইনে পাওয়া যায়, যা কম্পিউটারের ব্যবহার করেই আমাদের হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়, এবং সহজে আমরা দেশ বিদেশের বিভিন্ন খবর জেনে যেতে পারি।

কম্পিউটারের ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিতভাবে লিখতে গেলে হয়তো একটি বই লিখেও শেষ করা যাবে না। উপরিউক্ত কাজগুলি ছাড়া আরও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে কম্পিউটার ব্যবহৃত হয়, যা আমাদের জীবন যাপনকে অনেক সহজ করে তুলেছে।

কম্পিউটারের ব্যবহারের প্রয়োজনীয়তা

ভিডমেট কি? ভিডমেট সম্পর্কে বিস্তারিত তথ্য, Best detailed information about Vidmate in Bengali   

কেন কম্পিউটার শিক্ষা জরুরী? Why is computer education important?

বর্তমান বিশ্বের সাথে সঠিকভাবে তাল মিলিয়ে যদি চলতে হয় তবে আপনাকে কম্পিউটার শিখতেই হবে। আপনি অফিসে কাজ করুন বা পড়াশোনা করুন, সব ক্ষেত্রেই আপনার কম্পিউটার শেখাটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আজকের দিনে সব ধরনের কাজকর্ম কম্পিউটার এবং অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হয় থেকে। কম্পিউটারের ব্যবহার আপনার অনেক কাজ সহজ করে দেয়, যেমন ডাটা এন্ট্রি করা,

মাইক্রোসফট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন লেখালেখির কাজ করা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরী, মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন তথ্য জমা করা ও হিসাব সংক্রান্ত কাজ করা, বই প্রকাশনা করার কাজ,বিভিন্ন গবেষণা সংক্রান্ত কাজ, মেইল আদান প্রদান; তাছাড়াও আছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, ফটো এডিটিং ইত্যাদি কাজ।

কেন কম্পিউটার শিক্ষা জরুরী?

অন্যদিকে দেখা যাচ্ছে যে কম্পিউটারের ব্যবহার করে বিভিন্ন গেম তৈরী এবং অ্যানিমেশন ভিডিও তৈরী করেও মানুষ রোজকার করার পথ খুঁজে পেয়েছে। সুতরাং বলা বাহুল্য যে এই কম্পিউটার শিক্ষা আমাদের জীবন যাপনকে কতটা সহজ করে তুলতে পারে।

তবে একটা কথা মাথায় রাখা জরুরী যে প্রতিটি জিনিসের সার্থকতা তার সঠিক প্রয়োগের উপরই নির্ভরশীল থাকে। যেহেতু কম্পিউটারের প্রয়োগ আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করে থাকে তাই ভাল কোনো কাজের ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার যেমন সুফল বয়ে আনে, খারাপ কোনো উদ্দেশ্যে কম্পিউটারের ব্যবহার করা হলে কুফলই পাওয়া যাবে। 

হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে বিশদ তথ্য, Best details on Hardware and Software in Bengali 

চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিউটারের বিষয়ে কি কি জেনে রাখা উচিত? Knowledge of computers in getting a job

বেসরকারি বা সরকারি ভালো কোনও কোম্পানিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিউটারের বিভিন্ন ব্যাপারে দক্ষ হতে হবে; যেমন- কম্পিউটারের প্রাথমিক ব্যবহার , ডিজিটাল ইলেকট্রনিক্স, সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং (বেসিক এবং অ্যাডভান্সড), সি (C) সঙ্গে প্রোগ্রামিং, সি (C) প্রোগ্রামিং, সি ++, পিএইচপি, ভিজ্যুয়াল বেসিক, জাভা (java), অপারেটিং সিস্টেম, মাল্টিমিডিয়া ল্যাব, সি ব্যবহার করে ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচারস ল্যাব, কম্পিউটার নেটওয়ার্ক, পিসি হার্ডওয়্যার, গ্রাফিকাল ব্যবহারের ইন্টারফেস ল্যাব,

চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিউটারের বিষয়ে কি কি জেনে রাখা উচিত

ওয়েব ডিজাইন প্রভৃতি বিষয়ে জ্ঞান থাকা জরুরী। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কম্পিউটার সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে তারা অন্যদের তুলনায় অনেকটা সহজে চাকরি পেয়ে যায়। তাছাড়া এই যন্ত্রের দ্বারা যেহেতু প্রায় সব কাজই সহজে এবং কম সময়ে করা যায়, তাই হয়তো অফিস আদালতে কম্পিউটার শিক্ষা প্রাপ্ত ব্যক্তিদের চাহিদা বেশি। প্রতি পদে এই যন্ত্র আমাদের সময় বাঁচিয়ে কঠিন কাজ সম্পন্ন করতে সাহায্য করছে।

পরিশেষে, Conclusion

দিন যত যাচ্ছে কম্পিউটার এর ব্যবহার ততই বাড়ছে। আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। এই জন্য নিত্যদিন কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে এই ডিজিটাল যুগে কম্পিউটার শিক্ষার গুরুত্ব অনেক বেশি। কম্পিউটার সম্পর্কে জ্ঞান একটি জাতিকে স্বাবলম্বী করে তুলে এবং পাশাপাশি আমাদের উন্নত জীবন যাপনে অগ্রসর হওয়ার পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিন যত যাচ্ছে কম্পিউটার এর ব্যবহার ততই বাড়ছে

আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজ কম্পিউটারের সাথে সম্পর্কিত, তা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবেই হোক না কেন। বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া নিত্য দিনের প্রায় যাবতীয় কাজ অচল। পড়াশুনার ক্ষেত্রে হোক অথবা অফিস আদালতের কাজ, সব জায়গাতেই কম্পিউটারের ব্যবহার অনিবার্য।

Recent Posts