ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত তথ্য, Best ever detailed study about wordpress in Bengali 


বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস হল ওয়ার্ডপ্রেস (WordPress), এছাড়াও এটি এক শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যেখানে কন্টেন্ট বলতে একটি ছবিও বোঝানো যেতে পারে, কিংবা কোনো লেখা, ভিডিও বা অডিও হতে পারে। এটি মূলত একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরি ।

ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত তথ্য

২০০৩ সালের ২৭শে মে ম্যাট মুলেনওয়েগ প্রাথমিকভাবে এই সফটওয়্যারটি প্রকাশ করেন। প্রথম পর্যায়ে এই ওয়ার্ডপ্রেস একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম ছিল যা বিনামূল্যে ডাউনলোড করার মত সুবিধাযুক্ত এবং যেকোনো ব্লগার অতি সহজে এর ব্যবহারের শুরু করতে পারে। কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল এর বিষদ জ্ঞান ছাড়া তথা কোনো কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস এর সাহায্যে একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। 

বর্তমান বিশ্বের ৬০% এরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস (WordPress) দিয়ে তৈরি।

ওয়ার্ডপ্রেস (WordPress) এর সাহায্যে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, Types of websites  that can be created with the help of WordPress

ইতিমধ্যে ওয়েবসাইটের ব্যবহার অনেকটা বৃদ্ধি পেয়েছে, কিছু কাল আগে অবধিও ওয়েবসাইট কি সেটা অনেকের কাছেই অজানা ছিল; কিন্তু এখনকার সময়ে বিভিন্ন কারণে মানুষ এর ব্যবহার করছে, আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন লেখা বা ছবি,ভিডিও, নিউজ ইত্যাদি অনলাইনে খোঁজ করে থাকি, সেইসব কিছু ওয়েবসাইটের দ্বারাই প্রকাশ করা হয়ে থাকে। তাছাড়া বর্তমান সময়ে ব্যবস্থা বাণিজ্যের প্রসার করার ক্ষেত্রেও ওয়েবসাইট অনেক সহায়তা করছে, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ওষুধপত্র, সবকিছুই ঘরে বসে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করে নেওয়া সম্ভব। 

ওয়ার্ডপ্রেস (WordPress) এর সাহায্যে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়

ভিডমেট কি? ভিডমেট সম্পর্কে বিস্তারিত তথ্য, Best detailed information about Vidmate in Bengali   

ওয়ার্ডপ্রেস দ্বারা কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় জেনে নিন, Websites that can be created using Word Press

● ব্লগ ওয়েবসাইট : এই ক্ষেত্রে বিভিন্ন তথ্য বা বিনোদনমূলক লেখা প্রকাশ করা যায়।

● ই-কমার্স (E-commerce) ওয়েবসাইট : এই ক্ষেত্রে দৈনন্দিন ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিস যা পূর্বে বাজার থেকে কিনে আনতে হয় তা অনলাইনে কেনা বেচার মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই প্রকার ওয়েবসাইট তৈরি করা হয়।

● পোর্টফলিও (Portfolio) ওয়েবসাইট : বিভিন্ন বিষয়ে পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ওয়েবসাইট কার্যকরী।

● বুকিং (Booking) ওয়েবসাইট : কোথাও যাওয়ার আগে বিমান, গাড়ি, ট্রেন বা অন্য কোনো যান এর আগাম বুকিং অথবা হোটেল বুকিং এর কাজে এটি ব্যবহৃত হয়, এছাড়াও সিনেমা দেখার জন্য আগে থেকে টিকিট বুক করার ক্ষেত্রেও এমন ওয়েবসাইট ব্যবহার করা হয়।

● ট্রাভেল (Travel) ওয়েবসাইট : ভ্রমণে যাওয়ার আগে সকল প্রকার আগাম বুকিং এমন ওয়েবসাইটগুলির দ্বারা করা যায়।

● স্পা (Spa) ওয়েবসাইট : শরীরচর্চা সম্পর্কিত বিভিন্ন স্পা, বডি মাসাজ পার্লার রয়েছে যারা এইসব ওয়েবসাইট ব্যবহার করেন।

● বিউটি ও ফ্যাশন : মেকআপ করার জন্য ব্যবহৃত বিভিন্ন জিনিস এরকম ওয়েবসাইটের মাধ্যমে ক্রেতাদের সামনে তুলে ধরা হয়, যাতে তারা নিজের পছন্দ অনুযায়ী কিনে নিতে পারেন।

উপরিউক্ত সাইট ছাড়াও আরো অনেক ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা নিজের প্রয়োজন অনুযায়ী যেকোনো বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস দ্বারা কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়

হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে বিশদ তথ্য, Best details on Hardware and Software in Bengali 

ওয়ার্ডপ্রেসে (WordPress) কি ভাবে কাজ শুরু হয়? How to start work in WordPress?

ডোমেইন এবং হোস্টিং হলো মূল দুটো জিনিস যা  ওয়ার্ডপ্রেস এ কাজ করতে হলে লাগবেই, তারপর আপনার হোস্টিং এর কন্ট্রোল প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিতে হবে। এরপর ডোমেইন এবং হোস্টিং এর সাহায্যেই আপনি অতি সহজে নিজের ওয়েবসাইট তৈরি এবং তার উন্নয়ন সম্পর্কিত সকল কাজ ধাপে ধাপে করে নিতে পারবেন। তাছাড়া ওয়ার্ডপ্রেস সাইট থিম এবং প্লাগিন এর মাধ্যমে চলে; তাই একটা ওয়ার্ডপ্রেস সাইটকে স্বাধীনভাবে নিজের মত করে তৈরি করার জন্য প্রয়োজন হয় থিম ও প্লাগিন। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী একটা থিম এবং যত বেশি প্লাগিন ব্যবহার করা যাবে তত বেশি বৈশিষ্ট্য সমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করা সম্ভব ।

ওয়ার্ডপ্রেসে (WordPress) কি ভাবে কাজ শুরু হয়?

একনজরে  ওয়ার্ডপ্রেসের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, Main characteristics of WordPress at a glimpse 

● এই সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে এটি ডাউনলোড করে অতি সহজে ব্যবহার করা যায়।

● বর্তমানে ওয়ার্ডপ্রেস পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় CMS সফটওয়্যার।

● এতে বিনামূল্যে বিভিন্ন থিম ও প্লাগইন্স পাওয়া যায়।

● ওয়ার্ডপ্রেসে স্বাধীন ভাবে কাজ করা যায়, কারণ এটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যেকোন তথ্য সহজেই পরিবর্তন, সংযোজন বা বিয়োজন, পরিবর্ধন করা যায়।   

● ওয়ার্ডপ্রেসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশেন অনেক সহজ পদ্ধতিতে ব্যবহার করা যায়।

● ওয়ার্ডপ্রেসের সাহায্যে ছোট বা বড়, যেকোনো রকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, অথবা ছোট ওয়েবসাইট তৈরি করে পরে প্রয়োজন অনুযায়ী ইচ্ছামত এর স্কেল-আপ করা যায়।

● ওয়ার্ডপ্রেস Multiple-Language সমর্থন করে, তাই এতে বাংলা বা ইংরেজি বা উভয় ভাষা তথা অন্য কোনো ভাষাতেও ওয়েবসাইট বানাতে পারবেন।

বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং এর সম্পৰ্কে বিস্তারিত তথ্য, Detailed information on BPO or Business Process Outsourcing in Bengali

একনজরে  ওয়ার্ডপ্রেসের বিশেষ বিশেষ  বৈশিষ্ট্য

ওয়ার্ডপ্রেসে কোনও ওয়েবসাইট তৈরি করার সুবিধা, Benefits of creating a website on WordPress

 ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ বিনামূল্যে: অন্যান্য ওয়েবসাইট তৈরির সফটওয়্যারগুলো ডাউনলোড করতে যেমন টাকা খরচ করতে হয়, সেক্ষেত্রে যে কোনো ব্যক্তি সরাসরি ওয়ার্ডপ্রেস সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন, পাশাপাশি স্বাধীনভাবে ব্যবহার বা মোডিফাইও করতে পারবেন, এর জন্য কোনো টাকা লাগবে না। তবে ডোমেইন আর হোস্টিং এর জন্য কিছু টাকা খরচ করতে হবে।

ওয়ার্ডপ্রেস সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি: খুবই হাই কোয়ালিটি SEO Compliance মেইনটেইন করে ওয়ার্ডপ্রেসের কোড লেখা হয়েছে। তাছাড়া এতে Yoast SEO এর মত ফ্রি প্লাগিন ব্যবহার করে আরও বেশি অপটিমাইজড করতে পারবেন আপনার নির্দিষ্ট ওয়েবসাইটটি।

ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা বেশ মজবুত: ব্যবহারকারীর সুবিধা ও যাবতীয় সুরক্ষার কথা মাথায় রেখে ওয়ার্ডপ্রেসের কোড তৈরি হয়েছে। তবে অফলাইন সিস্টেমের মত অনলাইন ব্যবস্থাও সব সময় অনিশ্চিত। সেকারণেই কেউ চাইলে ওয়েবসাইটের নিরাপত্তা আরও জোরদার করার জন্য বিভিন্ন ফ্রি প্লাগিন ব্যবহার করতে পারেন।

ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা বেশ মজবুত

ভিন্ন ধরনের Multimedia file format ব্যবহার করা যায়: শুধুমাত্র Text বা লেখা না! আরো অন্যান্য ফরম্যাটের ছবি, ভিডিও, অডিও ইত্যাদি ছাড়াও PDF বা অন্যান্য ফাইল ম্যানেজম্যান্টের জন্য ওয়ার্ডপ্রেসের Built-in সমর্থন ব্যবস্থা রয়েছে!

অসীম সংখ্যক user এবং ভিন্ন user-role: ওয়ার্ডপ্রেসের মধ্যে বিভিন্ন User-role বর্তমান, যেমন Editor, Administrator, Participant, Author, Subscriber, Contributor ইত্যাদি। প্রতিটা ব্যবহারকারীর কর্মক্ষেত্র আলাদা হয় এবং প্রতিটি ভূমিকার জন্য একাধিক ব্যবহারকারী যুক্ত করা যায়। বিভিন্ন প্লাগিন ইন্সটল করার পাশাপাশি সেই প্লাগিনের সাথে সংশ্লিষ্ট একটি ভূমিকা তৈরি হয়ে যাবে। যেমন instructor, customer, moderator, student, affiliate ইত্যাদি।

ওয়ার্ডপ্রেস মোবাইল বান্ধব: আগেকার সময়ে মানুষ কেবল কম্পিউটার এর সাহায্যেই ইন্টারনেট ব্যবহার করত। কিন্তু এখন দিনের পর দিন মোবাইল দ্বারা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কথা মাথায় রেখে ওয়েবসাইট বানানোর সময় গুরুত্বের সাথে দেখতে হয় যে সেই ওয়েবসাইটটা মোবাইল, ট্যাব অথবা পিসি সহ সব রকম ডিভাইসেই ঠিকভাবে কাজ করছে কিনা! এইক্ষেত্রে ওয়ার্ডপ্রেস যেকোনো ডিভাইস থেকে ব্রাউজ করার মত সুবিধাযুক্ত। 

ওয়ার্ডপ্রেসে কোনও ওয়েবসাইট তৈরি করার সুবিধা

ওয়ার্ডপ্রেস বিষয়ে অভাবহীন রিসোর্স রয়েছে: বর্তমান বিশ্বের ৭০ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তাই বিশাল সংখ্যক ব্যবহারকারী সম্প্রদায় থাকার কারণে ওয়ার্ডপ্রেস নিয়ে ব্লগ, ফোরাম, ও রিসোর্সের অভাব নেই। কোনও ব্যক্তি প্রথমবারের জন্য ওয়েবসাইট তৈরির পদ্ধতি সম্পর্কে ব্রাউজ করলে এই সংক্রান্ত বহু তথ্য সামনে এসে যায়।

ওয়ার্ডপ্রেস ব্যবহারের উপরিউক্ত সুবিধাগুলো ছাড়াও এর আরেকটি শক্তিশালী দিক হল এটি Embed ফিচারও সাপোর্ট করে। Embed ফিচার এর মানে হল- ইউটিউব ভিডিও, টুইটারের টুইটস, ইন্সটাগ্রাম ফটো, সাউন্ডক্লাউডের অডিও সহ আরো অনেক প্ল্যাটফর্মের কনটেন্টের URL কপি করে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে Paste করা, যা আপনা আপনি ওয়েবসাইটে এমবেড হয়ে যায় এবং পাঠকগণ তা click করে মূল বিষয়বস্তু দেখতে পারেন। 

IMPS এবং NEFT সম্পর্কে বিস্তারিত তথ্য, Detailed information about IMPS and NEFT in Bengali

পরিশেষে, Conclusion

ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু হয় মূলত ব্লগ পাবলিশং টুল হিসাবে, কিন্তু আজকের সময়ে এই ওয়ার্ডপ্রেস দিয়ে শুধুমাত্র ব্লগ ওয়েবসাইটই নয় বরং সকল ধরেনের ওয়েবসাইট তৈরি করা সম্ভব হচ্ছে। কালের ব্যবধানে ওয়ার্ডপ্রেসে উন্নয়ন হয়েছে এবং নিত্য-নতুন বহু বৈশিষ্ট্য যুক্ত হওয়ার মাধ্যমে এটি ভিন্ন ধরনের ওয়েবসাইট বানানোর জন্য সহজলভ্য একটি সফটওয়ার হিসেবে নিজের জনপ্রিয়তাও বৃদ্ধি করেছে। 

ওয়ার্ডপ্রেস

Frequently asked questions 

ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়?

ওয়ার্ডপ্রেস(WordPress) দিয়ে আপনি সব ধরনের ওয়েবসাইট প্রায় 95 শতাংশ সাইট তৈরি করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস শিখতে কতদিন সময় লাগে?

আপনি যদি প্রতিদিন 4 ঘণ্টা করে সময় দেন আপনি দুই মাসের মধ্যে ওয়ার্ডপ্রেসের অধিকাংশ কাজগুলো শিখে নিতে পারবেন।

ওয়ার্ডপ্রেস শিখে কি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়া যাবে?

আপনাকে আমি ১০০% পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি যদি ভালোভাবে ওয়ার্ডপ্রেস(WordPress) শিখতে পারেন অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অনায়াসে প্রতি মাসে 800 থেকে 1000 ডলার ইনকাম করতে পারবেন

ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইট গুলোকে রেস্পন্সিভ হয়ে থাকে? 

 অবশ্যই ওয়ার্ডপ্রেস(WordPress) দিয়ে তৈরি সাইট গুলো রেস্পন্সিভ করা সম্ভব। 

ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি সাইট গুলো কি এসইও ফ্রেন্ডলি হয়ে থাকে?

ওয়ার্ডপ্রেসের ফ্রী একটি এসইও টুলস রয়েছে যেটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটটিকে এসইও ফ্রেন্ডলি করে নিতে পারবেন।

Recent Posts