অপর্ণা সেনের জীবনী, Best Biography of Aparna Sen in Bengali


ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী নাম অপর্না সেন। এই প্রতিভাশালী অভিনেত্রী বাংলা তথা হিন্দী সিনেমার জগতের বহু চলচ্চিত্রে অভিনয় করে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। তিনি একাধারে অভিনেত্রী ও পরিচালিকা আবার একজন সুখ্যাত চিত্র নাট্যকার হিসেবেই পরিচিত। সিনেমা জগতের সর্বক্ষেত্রেই তিনি নিজের অসাধারণ প্রতিভার বিকাশ ঘটিয়েছেন, যার ফলে বিশেষত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটা সমৃদ্ধ হয়েছে।

অপর্ণা সেনের জীবনী

শৈশবকাল ও পরিবার, Childhood and family

অভিনেত্রী তথা পরিচালিকা অপর্ণা সেন ১৯৪৫ সালের ২৫শে অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম চিদানন্দ দাশগুপ্ত, যিনি পেশায় ছিলেন একজন সুপরিচিত চলচ্চিত্র সমালোচক তথা চলচ্চিত্র নির্মাতা। তাঁর মা সুপ্রিয়া দাশগুপ্ত ছিলেন প্রখ্যাত বাংলা কবি জীবনানন্দ দাশের খুড়তুতো বোন। অপর্ণা সেনের ছেলেবেলার বেশ কিছুটা সময় কেটেছিল হাজারীবাগ এবং কলকাতায়। 

পদার্থবিদ মেঘনাদ সাহা জীবনী, Best biography of Meghnad Saha in Bengali   

শৈশবকাল ও পরিবার

অভিনেত্রীর শিক্ষা জীবন, Education life of the actress

সুখ্যাত অভিনেত্রী অপর্ণা সেন কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস- এ পড়াশুনা করেছিলেন। বিদ্যালয়ের শিক্ষা শেষ করে তিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজীতে অনার্স নিয়ে পড়াশুনা করতে শুরু করেন, যদিও সেখানে তাঁর শিক্ষা সম্পন্ন হয় নি, তাই তিনি ডিগ্রী লাভ করেন নি, কারণ কলেজে পড়ার সময়ই তিনি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।

নায়িকার অভিনয় জীবনের শুরুর দিক, The beginning of acting career

প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়, ১৯৬১ সালে ব্রায়ান ব্রেক নামক একজন চিত্রগ্রাহক ‘বর্ষা সিরিজ’- নামের এক ছবির অধিবেশন-এর মডেল হিসেবে অপর্ণা সেনকে বেছে নিয়েছিলেন। তাঁর সেই ছবিগুলি অপর্ণা সেনের জনপ্রিয় সকল ছবিগুলোর মধ্যে অন্যতম। মাত্র ষোলো বছর বয়সে নায়িকা অপর্ণা সেন অভিনয় জগতে পা রেখেছিলেন।

১৯৬১ সালে বাবা চিদানন্দ দাশগুপ্তের ঘনিষ্ঠ বন্ধু বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিত রায়ের পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমায় প্রথমবার অভিনয় করেন তিনি। এর কয়েক বছর পর ১৯৬৯ সালে ‘অপরিচিত’ সিনেমায় নিজের অভিনয় দক্ষতার প্রকাশ ঘটিয়েছিলেন তিনি। এরপর বাংলা সিনেমার জগতে ‘অরন্যের দিন রাত্রি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে একজন প্রথম সারির নায়িকার স্থানে প্রতিষ্ঠিত করেন তিনি। পরবর্তীতে অভিনেত্রী একে একে ‘এখনি’, ‘জীবন সৈকতে’, ‘জন অরণ্য’ , ‘উনিশে এপ্রিল’ , ‘অন্তহীন’ এর মত বেশকিছু সিনেমায় কাজ করার মাধ্যমে নিজের অভিনয়ের দ্বারা মুগ্ধ করেছিলেন দর্শকদের।   

সুনীল গঙ্গোপাধ্যায়- এর জীবনী, Best Biography of Sunil Gangopadhyay in Bengali

নায়িকার অভিনয় জীবনের শুরুর দিক

সুখ্যাত পরিচালক ও অভিনেতাদের সাথে কাজের অভিজ্ঞতা, Experience working with renowned directors and actors

 আর্ট ফিল্ম এর প্রতি অপর্ণা সেনের বরাবরই একটা আকর্ষণ ছিলো শুরু থেকে। যদিও প্রথমদিকে তাঁর অভিনীত বাণিজ্যিক ছবির তালিকা বেশ বড়ই ছিলো, সুখ্যাত পরিচালক সত্যজিত রায়ের হাত ধরে এই পথে এসেছিলেন তিনি, পরবর্তী সময়েও এই মহাপরিচালকের ‘পিকু’, ‘জনঅরণ্য’, ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী অপর্ণা।

আরো অন্যান্য পরিচালকের সাথেও কাজ করেছিলেন তিনি, সত্যজিৎ রায়ের থেকে ভিন্নমাত্রার পরিচালক মৃণাল সেন নির্মিত চলচ্চিত্রতেও দেখা গিয়েছিল অপর্ণা সেনকে। তাঁর ‘একদিন আচানক’, ‘আকাশকুসুম’, ‘মহাপৃথিবী’-প্রমুখ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী।

বড় পর্দার নায়িকার বিপরীতে নায়ক হিসেবে কাজ করেছেন অনেকেই, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা প্রমুখ নামী অভিনেতা, তবে অভিনেত্রী অপর্ণাকে বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমায়ও দেখা গিয়েছে, তবে শেষমেষ বাংলাতেই নিজের ক্যারিয়ারের ভিত গড়েছিলেন তিনি।

অপর্ণা সেনের অভিনীত অন্যান্য চলচ্চিত্র সমূহ হল :  বসন্ত বিলাপ, পদ্মগোলাপ, কলঙ্কিত নায়ক, কায়া হীনের কাহিনী, মেমসাহেব, বম্বে টকিজ, খুঁজে বেড়াই, এখনি, এপার ওপার, এখানে পিঞ্জর, জয় জয়ন্তি, নায়িকার ভূমিকায়, জীবন সৈকতে, রাতের রজনীগন্ধা, সোনার খাঁচা, যদু বংশ, মহাপৃথিবী, ইতি মৃণালিনী, তিতলি , অন্তহীন, অভিশপ্ত প্রেম, চতুষ্কোণ প্রভৃতি।

সুখ্যাত পরিচালক ও অভিনেতাদের সাথে কাজের অভিজ্ঞতা

কিশোর কুমার এর জীবনী, Best biography of Kishore Kumar in Bengali

পরিচালক হিসেবে অপর্ণা সেন, Aparna Sen as director

বিশিষ্ঠ অভিনেত্রী অপর্ণা সেনকে চলচ্চিত্র জগতে সবাই রীণাদি বলে ডাকে। এই রীণাদিই অভিনয় করতে করতে একদিন ক্যামেরার পেছনের জগতেও অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারপর শুরু হলো তাঁর চলচ্চিত্র নির্মাণের পালা। অপর্ণা সেনের প্রথম পরিচালিত সিনেমা মুক্তি পায় ১৯৮১ সালে, যায় নাম ছিল ‘থার্টি সিক্স চৌরঙ্গী লেন’।

এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ম্যানিলা চলচ্চিত্র উৎসবে গোল্ডেন ঈগল পুরষ্কার পান। পরিচালক হিসেবে এটি তাঁর একটি বড় সফলতা ছিল যে, তিনি নিজের পরিচালনার প্রথম ছবির জন্যই জাতীয় পুরষ্কার লাভ করেন। পরবর্তীতে আরো বেশ কিছু সিনেমার পরিচালনা করেন তিনি। নায়িকা তথা পরিচালক অপর্ণা সেন দ্বারা পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ‘সোনাটা’, যা মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।

এই ছবিতে তিনজন নারীর ভিন্ন রকম জীবনের গল্প ছিল যা শেষ অবধি এক মোহনায় গিয়ে মিলে যায়, এই গল্পে তাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা বন্ধুত্বের কথা তুলে ধরা হয়েছিল, যেখানে তিন বন্ধুর চরিত্রে দর্শকরা অপর্ণা সেন, শাবানা আজমি ও লিলেট দুবেকে দেখতে পেয়েছিলেন। লক্ষ্য করলে দেখা যাবে যে, অপর্ণা সেন দ্বারা অভিনীত বা পরিচালিত সিনেমাগুলোতে নারীদের জীবনকে খুব ভালো করে ফুটিয়ে তোলা হয়।

অপর্ণা সেনের পরিচালিত বিভিন্ন চলচ্চিত্র সমূহ হল : পরমা, সতী, পারমিতার একদিন, যুগনট, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, গয়নার বাক্স, দি জাপানিজ ওয়াইফ, ১৫ পার্ক অ্যাভিনিউ, ইতি মৃণালিনী, আরশীনগর প্রভৃতি। এর মধ্যে ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার ’ এর জন্য তিনি দ্বিতীয়বারের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরষ্কার প্রাপ্ত হন। 

পরিচালক হিসেবে অপর্ণা সেন

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, Personal life

অপর্ণা সেন তিন বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁর প্রথম স্বামীর নাম ছিল সঞ্জয় সেন, দ্বিতীয় স্বামী ছিলেন প্রকৌশলী, সাংবাদিক, পলিম্যাথ ও বিজ্ঞানবিষয়ক লেখক এবং বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় পত্রিকা ‘সায়েন্স টুডে’র সম্পাদক মুকুল শর্মা, দ্বিতীয় স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইংরেজি লেখক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির র‍্যানডল্ফের কাউন্টি কলেজ অব মরিসের অধ্যাপক কল্যাণ রায়ের সাথে, তিনিই অপর্ণার বর্তমান স্বামী। দ্বিতীয় স্বামী মুকুলের সাথে সংসারে অপর্ণার দুই কন্যার জন্ম হয়, কমলিনী ও কঙ্কণা।

সলিল চৌধুরীর জীবনী, Best Biography of Salil Chowdhury in Bengali

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন

অপর্ণা সেনের প্রাপ্ত সম্মাননা ও পুরষ্কার সমূহ, Honors and Awards received by Aparna Sen

অভিনীত জগতে পা রাখার পর থেকে নিজের প্রতিভার দক্ষতা প্রদর্শন করে অপর্ণা সেন বহুল জনপ্রিয়তা অর্জন করেন এবং পাশাপাশি বহুবার পরিচালক হিসেবে সম্মানিত হন তথা অভিনয়ের জন্য বেশ কিছু পুরস্কারের অধিকারী হন। সেগুলি হল :

 ১৯৮৭ সালে অপর্না সেন পদ্মশ্রী পুরষ্কার লাভ করেন। ১৯৭০ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বিএফযে পুরষ্কার পান ‘অপরিচিতর’ জন্য। 

 ১৯৭৫ এ ‘সুজাতা’, ১৯৮৮ তে ‘একান্ত আপন’, ১৯৯৩ তে ‘শ্বেত পাথরের থালা’, ২০০১ সালে ‘পারমিতার একদিন’ এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পান। 

১৯৯২ ও ১৯৯৭ সালে ‘মহাপৃথিবী’ ও ‘অভিশপ্ত প্রেম’ এর জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরষ্কার লাভ করেন। 

১৯৯৩ সালে নাট্য মঞ্চে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কলাকার পুরষ্কারে সম্মানিত হন।

২০১৩ সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারে সম্মানিত হন।

২০০২ সালে শ্রেষ্ঠ নামকরনের জন্য আনন্দলোক পুরষ্কার প্রাপ্ত হন। 

অপর্ণা সেনের প্রাপ্ত সম্মাননা ও পুরষ্কার সমূহ

পরিশেষে, To Conclude

অপর্ণা সেন বাংলা চলচ্চিত্র জগতের একটি বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর অভিনীত বিভিন্ন সিনেমায় নিজের অসাধারণ অভিনয় দিয়ে তিনি যেমন দর্শককে বারবার মোহিত করেছেন, তেমনি চলচ্চিত্র পরিচালনায় তথা চিত্রনাট্য রচনার ক্ষেত্রেও তাঁর দক্ষতা বহুলভাবে প্রশংসিত হয়েছে। তবে কেবল অভিনয় বা পরিচালনার কাজই নয়, বরং একসময় তিনি বাংলা পত্রিকার সম্পাদনাও করেছিলেন। তাঁর কাজগুলির জন্য তিনি বহুবার বিভিন্নভাবে সম্মানিতও হয়েছিলেন। দীর্ঘকাল ধরে বাংলায় আবির্ভূত নানা গুনী পরিচালক তথা  অভিনেতা ও অভিনেত্রীদের তালিকায় অপর্ণা সেন নাম নিঃসন্দেহে উপরের দিকেই স্থান করে নেবার যোগ্য।

Frequently Asked Questions: 

অপর্ণা সেন কে?

ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী নাম অপর্না সেন। এই প্রতিভাশালী অভিনেত্রী বাংলা তথা হিন্দী সিনেমার জগতের বহু সিনেমায় কাজ করেছিলেন। তিনি একাধারে অভিনেত্রী ও পরিচালিকা আবার একজন সুখ্যাত চিত্র নাট্যকার হিসেবেই পরিচিত।

অপর্ণা সেনের জন্ম কবে হয় ?

১৯৪৫ সালের ২৫শে অক্টোবর।

অপর্ণা সেনের স্বামী কে?

প্রথম স্বামীর নাম ছিল সঞ্জয় সেন, দ্বিতীয় স্বামী ছিলেন প্রকৌশলী, সাংবাদিক, পলিম্যাথ ও বিজ্ঞানবিষয়ক লেখক এবং বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় পত্রিকা ‘সায়েন্স টুডে’র সম্পাদক মুকুল শর্মা, দ্বিতীয় স্বামীর সাথে বিচ্ছেদের পর তিনি তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইংরেজি লেখক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির র‍্যানডল্ফের কাউন্টি কলেজ অব মরিসের অধ্যাপক কল্যাণ রায়ের সাথে, তিনিই অপর্ণার বর্তমান স্বামী।

অপর্ণা সেনের পরিচালিত প্রথম ছবি কোনটি?

অপর্ণা সেনের প্রথম পরিচালিত সিনেমা মুক্তি পায় ১৯৮১ সালে, যায় নাম ছিল ‘থার্টি সিক্স চৌরঙ্গী লেন’।

Recent Posts