এ আর রহমান এর জীবনী, Best detailed biography of A.R. Rahman in Bengali


ভারতের সঙ্গীত দুনিয়ার এক অপার বিস্ময় তথা সঙ্গীতের জাদুকর যিনি নিজের সুরের মায়াজালে বেঁধেছেন কোটি কোটি ভক্তের মন। তাঁর নাম এ. আর. রহমান

এ আর রহমান এর জীবনী

তামিল সিনেমার গান থেকে শুরু করে হিন্দি সিনেমার গান, সর্বত্রই রয়েছে রহমানের অবাধ বিচরণ। পাঞ্জাবি হোক কিংবা সুফি, রোমান্টিক হোক কিংবা বিরহী, এমনকি পপ থেকে শুরু করে তাঁর সঙ্গীতায়োজনে এসে মিলেছে বাংলা বাউল সুরের ছোঁয়াও। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই বিশিষ্ট সঙ্গীতকারের জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করবো।

এ আর রহমান এর জন্ম ও পরিবার পরিচয়, Birth and family identity

এ আর রহমানের জন্ম হয়েছিল ১৯৬৭ সালের ৬ জানুয়ারি। চেন্নাইয়ের একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। রহমানের বাবাও পেশাগত দিকে সুরকার ছিলেন, যার নাম আর.কে. শেখর, এবং মাতার নাম ছিল করিমা বেগম। পিতা রহমানের নাম রেখেছিলেন আর.এস. দীলিপ কুমার।

এ আর রহমান এর জন্ম ও পরিবার পরিচয়

পরবর্তী সময়ে ১৯৮৮ সালের দিকে রহমানের বোন এক কঠিন অসুখে আক্রান্ত হন। তখন তাঁর বয়স মাত্র ২১ বছর। সেই সময় আবদুল কাদের জিলানী নামক এক মুসলিম পীরের আশীর্বাদে নাকি তাঁর বোন ঐশ্বরিকভাবে সুস্থতা লাভ করে। সেই ঘটনার পর রহমানের পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই সুবাদে এস দীলিপ কুমার নামটি পরিবর্তিত হয় আল্লারাখা রহমান নামে।

রোনাল্ড উইলসন রেগনের জীবনী, Best Biography of President Ronald Reagan in Bengali

সঙ্গীতকার হিসেবে রহমানের জীবনের শুরু, Beginning of Rahman’s life as a musician

বিশ্বখ্যাত এই সুরকার প্রথমে সঙ্গীতকার নয়, বরং কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু রহমানের বাবা যখন তাঁকে একটি কিবোর্ড এনে দেন তখন থেকে বাদ্য যন্ত্রের সাথে রহমানের এক মধুর সম্পর্ক তৈরি হতে থাকে। রহমানকে প্রথম দেখা গিয়েছিল শিশু শিল্পী হিসেবে, দূরদর্শনে ‘ওয়ান্ডার বেলুন’ নামক একটি শোতে তিনি একসঙ্গে ৪টি কী-বোর্ড বাজিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

সেই কিশোর বয়স থেকে রহমানের বাজানো কী-বোর্ড-কে এখনও চেন্নাইয়ে তাঁর স্টুডিওতে সাজিয়ে রাখা হয়েছে। পরবর্তী সময়ে ১৯৯২ সালে তামিল পরিচালক মণিরত্নম দ্বারা পরিচালিত এক কফির বিজ্ঞাপনের জিঙ্গেলে রহমান কণ্ঠ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এরপরই তিনি প্রথম নিজের মিউজিক ক্যারিয়ার শুরু করেন মণিরত্নমের তামিল সিনেমা ‘রোজা’ ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে। পারিশ্রমিক পেয়েছিলেন ২৫ হাজার টাকা।

সঙ্গীতকার হিসেবে রহমানের জীবনের শুরু

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা রহমানের মিউজিক ক্যারিয়ারে তিনি ভারতীয় সঙ্গীতে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছেন, তামিল বা হিন্দি বহু ছবির সাফল্যের পেছনে রহমানের অসীম অবদানের জন্যে তিনি সর্বদাই প্রশংসিত। 

জন এফ. কেনেডির জীবনী, Best Biography of John F. Kennedy in Bengali

রহমানের শৈশব ও শিক্ষা জীবন, Childhood and education life

রহমানের বয়স যখন নয় বছর তখন তাঁর পিতৃ বিয়োগ ঘটে, এরপর বাবার বাদ্যযন্ত্রগুলো ভাড়া দেওয়ার মাধ্যমে তার পরিবারের আয়ের জোগান হয়। তার মা, কারিমার কাছে বেড়ে ওঠা রহমান তখন পদ্মশেশাদ্রি বালা ভবনে অধ্যয়নরত ছিলেন। একসময় নিজের পরিবারকে সমর্থন করার জন্য তাঁকে কাজ করতে হতো, যার ফলে তিনি নিয়মিত ক্লাস মিস করতেন, এসব কারণে স্কুলের পরীক্ষায় ফেল করেন রহমান। 

তাই, স্কুলের অধ্যক্ষ রাজলক্ষ্মী পার্থসারথি রহমান এবং তাঁর মাকে ডেকে বলেছিলেন যে রহমানকে পারিবারিক পরিস্থিতি নির্বিশেষে শিক্ষাবিদদের দিকেও মনোনিবেশ করা উচিত। স্কুল শিক্ষার পরে রহমান মাদ্রাজ খ্রিস্টান কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন, যেখানে তিনি মূলত সঙ্গীত শিক্ষার জন্য ভর্তি হন এবং সেই উচ্চ বিদ্যালয়ের সহপাঠীদের সাথে তিনি একটি ব্যান্ড গঠন করেন। একজন পূর্ণ-সময়ের সঙ্গীতশিল্পী হিসেবে কর্মজীবনের জন্য স্কুল ছেড়ে দেন। 

রহমানের শৈশব ও শিক্ষা জীবন

ইলন মাস্কের জীবনী, Best ever biography of Elon Musk in Bengali

এ আর রহমানের সংগীত শিক্ষা, AR Rahman’s education on music

রহমানের বাবা তামিল সংগীত সুরকার হওয়ার সুবাদে তিনি মূলত পশ্চিমী সংগীতে শিক্ষা লাভ করেছিলেন। ১১ বছর বয়সে মালায়ালাম সুরকার এবং তার পিতার ঘনিষ্ঠ বন্ধু এম.কে. অর্জুনানের অর্কেস্ট্রায় বাদ্য বাজানো শুরু করেছিলেন। তবে পরবর্তীতে মাস্টার ধনরাজ এবং মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথনের কাছে তিনি বিভিন্ন বাদ্যযন্ত্রের তালিম নিয়েছিলেন।

এ আর রহমানের সংগীত শিক্ষা

তিনি কীবোর্ড, পিয়ানো, সিন্থেসাইজার, হারমোনিয়াম এবং গিটারে দক্ষতা অর্জন করেছিলেন এবং সিন্থেসাইজারের প্রতি রহমান বিশেষভাবে আগ্রহী ছিলেন কারণ এটি ছিল “সঙ্গীত ও প্রযুক্তির আদর্শ সমন্বয়”।

এ আর রহমান এর ব্যক্তিগত জীবন, Personal life

এ আর রহমানের দাম্পত্য সঙ্গীর নাম হল সায়রা বানু। ১৯৯৫ সালে তাদের বিবাহ হয়েছিল। এই দম্পতির তিন সন্তান রয়েছে, যাদের নাম হল খাদিজাহ, রহিমা এবং আমান। অন্যদিকে এ আর রহমান এবং তাঁর ছেলে আমানের জন্মের তারিখ একই দিনে।

এ আর রহমান এর ব্যক্তিগত জীবন

ডোনাল্ড ট্রাম্প এর জীবনী, Best ever biography of President Donald Trump in Bengali 

রহমানের পেশাজীবন, Professional life

এ আর রহমানের সঙ্গীত প্রযোজনার কাজগুলো মূলত ভারতীয় সঙ্গীতের সঙ্গে ইলেক্ট্রনিক সঙ্গীত, ওয়ার্ল্ড মিউজিক তথা পশ্চিমা অর্কেস্ট্রাল সঙ্গীতের একসাথে সম্মিলনের জন্যে বিশেষ ভাবে খ্যাতি লাভ করেছিল। রোজা চলচ্চিত্রের সঙ্গীতের প্রযোজনার পর থেকে তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

পরবর্তীতে তিনি তেহজিব, দিল সে, লাগান, রঙ্গীলা, মঙ্গল পান্ডে, বোম্বে, তাল, স্বদেশ, পুকার, ফিজা, রঙ দে বাসন্তী, জানে তু ইয়া জানে না, যোধা-আকবর, যুবরাজ, স্লামডগ মিলিয়নেয়ার, গজিনি ইত্যাদি চলচ্চিত্রের সঙ্গীতে সুর প্রদান করেছিলেন। তবে একজন প্লে ব্যাক সঙ্গীতশিল্পী বা কোনো চলচ্চিত্রে গান গাওয়ার দিক থেকে এ আর রহমান এর প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল ১৯৯৫ সালে ‘বম্বে’ নামক তামিল ছবিতে। এর পূর্বে তিনি বহু গানের কোরাসে নিজের কন্ঠ দিয়েছিলেন।

রহমানের পেশাজীবন

তবে প্রথমবার যে গানে পূর্নাঙ্গ ভূমিকা পালন করেছিলেন সেটি হল, “বম্বে” সিনেমার ‘হাম্মা হাম্মা’ গানের মধ্য দিয়ে। অন্যদিকে স্বাধীনতার 50 তম বার্ষিকীতে রহমানের কন্ঠে প্রথম গানের একটি এলবাম বের হয়েছিল সনি মিউজিক কোম্পানির পক্ষ থেকে ‘বন্দে মাতরম’ শিরোনাম দিয়ে। উক্ত এলবামটি ১৯৯৭ সালের ১৫ই আগস্ট, ২৮ টি দেশে একসাথে প্রকাশ করা হয়েছিল।

পরবর্তীতে রহমান বহু বড় মাপের মিউজিক লেবেলের সাথে কাজ করেছেন, সেগুলি হল: 

● কেএম মিউজিক কনজারভেটরি

● সনি মিউজিক ভারত

● টিপস মিউজিক

● টি-সিরিজ

● ওয়াইআরএফ মিউজিক

● সনি ডিএডিসি

● ইরোস মিউজিক

বিল গেটস এর জীবনী, Best ever biography of Bill Gates in Bengali

এ আর রহমান এর প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা, Awards and honors

এ আর রহমানের প্রাপ্ত পুরস্কারগুলির মধ্যে দুটি অস্কার রয়েছে, এছাড়া চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব এবং ১৩ টি ফিল্মফেয়ার এওয়ার্ডও রয়েছে। রহমান ছিলেন প্রথম ভারতীয়, যিনি ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’-নামক পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার অভূতপূর্ব কাজের নিরীখে তাঁকে ” মাদ্রাজের মোজার্ট ” বলা হয়, অন্যদিকে তামিল ভক্তরা তাঁকে ” মিউজিকের ঝড় ” উপাধিতেও ভূষিত করেছেন।

এশিয়া মহাদেশের সকল শিল্পীদের মধ্যে তিনিই প্রথম ছিলেন যে একই বছরে দু’টি অস্কার জয় করেছিলেন। 2010 সালে পদ্মভূষণে ভূষিত হন তিনি। তবে পুরস্কার প্রাপ্তি ছাড়াও রহমান সারা বিশ্বে নিজের কাজের সুবাদে প্রভূত খ্যাতি অর্জন করেছেন। ” টাইম্‌স ম্যাগাজিন ” ২০০৪ সালে তাঁকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।

এ আর রহমান এর প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা

লন্ডনের ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন ২০০৯ সালে রহমানকে “ভবিষ্যৎ পৃথিবীর মিউজিক আইকন ” -দের মধ্যে একজন হিসেবেও অভিহিত করেছিল। তাছাড়া কানাডার মরখমে এ আর রহমানের নামে একটি রাস্তাও নামকরণও করা হয়েছে।

রহমানের জীবনী, Biography written on A. R. Rahman

এ আর রহমানের জীবন কাহিনী নিয়ে বই লিখেছেন দুইজন লেখক, সেগুলো হল :

● নাসরীন মুন্নী কবির ২০১১ সালে লিখেছেন – A. R. Rahman: The Spirit of Music. Om Books International. ISBN 978-93-80070-14-8.

রহমানের জীবনী

● Mathai, Kamini ২০০৯ সালে প্রকাশ করেছিলেন :-  A. R. Rahman: The Musical Storm. Viking Press. ISBN 978-06-70083-71-8.

উপসংহার, Conclusion

এ. আর. রহমান নিঃসন্দেহে ভারতের একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক তথা সঙ্গীত প্রযোজক। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো এবং আন্তর্জাতিক কিছু সিনেমার গানগুলো তৈরি করার কাজের মাধ্যমে তিনি সারা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ বিক্রিত হওয়া রেকর্ডিং আর্টিস্টদের মধ্যে একজন বলে গণ্য হন। তাছাড়াও রহমান একজন মানবতাবাদী তথা দাতা হিসেবেও ইন্ডাস্ট্রিতে বহু কাজ করেছেন, পাশাপাশি অনেক চ্যারিটি করার জন্যও অর্থ সংগ্রহ করার মাধ্যমেও বহুলভাবে প্রশংসিত হয়েছেন।

FAQ 

এ. আর. রহমান (A.R. Rahman) কে ?

এ. আর. রহমান (A.R. Rahman) একজন ভারতীয় সিঙ্গার ও সঙ্গীত পরিচালক ।

এ. আর. রহমান (A.R. Rahman) কবে জন্মগ্রহণ করেন ?

এ. আর. রহমান (A.R. Rahman) ৬ জানুয়ারি ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন ।

এ. আর. রহমান এর জন্ম কোথায় হয় ?

এ. আর. রহমান এর জন্ম হয় মাদ্রাজ এ ।

এ. আর. রহমান এর পিতার নাম কী ?

 এ. আর. রহমান এর পিতার নাম আর কে শেখর।

আর. রহমান এর মাতার নাম কী ?

এ. আর. রহমান এর মাতার নাম করিমা বেগম ।

এ. আর. রহমান এর স্ত্রীর নাম কী ?

এ. আর. রহমান এর স্ত্রীর নাম সায়রা বানু ।

Recent Posts