ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলীর জীবনী, Biography of British writer Monica Ali in Bengali


মনিকা আলী হলেন একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক। ২০০৩ সালে তাঁর প্রথম উপন্যাস ‘ব্রিক লেন’ প্রকাশিত হয়। একই নাম রেখে ২০০৭ সালে এই উপন্যাসের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। মনিকা আলীর কাজ ২৬ টি ভাষায় অনূদিত হয়েছে। তিনি ‘রয়্যাল সোসাইটি অফ লিটারেচার’ – এর একজন ফেলো। ২০০৩ সালে তিনি গ্রান্টা পত্রিকা কর্তৃক “বেস্ট অব ইয়ং ব্রিটিশ নভেলিস্ট” নির্বাচিত হয়েছিলেন। 

ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলীর জীবনী
Pin it

জন্ম ও শৈশব জীবনের স্মৃতি, Memories of birth and childhood life

মনিকা আলী ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেছিলেন। পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ঢাকায় তাঁর জন্ম হয়। মনিকার পিতা হাতেম আলী ছিলেন একজন বাংলাদেশী এবং মা জয়েস ছিলেন ইংরেজ। ইংল্যান্ডে পড়াশোনা করার সময় জয়েসের সাথে পরিচয় হয়েছিল হাতেম আলীর। পড়াশুনা শেষ করে তিনি পেশাগভাবে একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।  যখন ছোট্ট মনিকার বয়স মাত্র ৩ বছর ছিল, তখন তাঁর পরিবার ইংল্যান্ড- এর বল্টন শহরে চলে আসে। মনিকা আলীর পিতার আদি নিবাস ছিল ময়মনসিংহের জেলায়। 

জন্ম ও শৈশব জীবনের স্মৃতি
Pin it

বাংলাদেশী আমেরিকান পরিসংখ্যানবিদ,মীর মাসুম আলীর জীবনী, Biography of Mir Masoom Ali in Bengali

শিক্ষাজীবনের বিভিন্ন দিক, Different aspects of education

 মনিকা আলীর শিক্ষাজীবন কেটেছিল যুক্তরাজ্যে। প্রাথমিক শিক্ষা লাভ করার জন্য তিনি বোল্টন স্কুলে ভর্তি হয়েছিলেন। সেখানে পড়াশুনা শেষ করে তিনি অক্সফোর্ডের ওয়াডহাম কলেজে ভর্তি হন। উক্ত কলেজে মনিকা দর্শন, রাজনীতি এবং অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছিলেন।

শিক্ষাজীবনের বিভিন্ন দিক
Pin it

প্রথম উপন্যাস ‘ব্রিক লেন’, The first novel ‘Brick Lane’

ব্রিক লেন মূলত লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রাস্তার নাম।  মনিকা আলী ২০০৩ সালের একই নামের উপন্যাস রচনা করেন। নিবন্ধটি নাজনীনের জীবন অনুসরণ করে রচিত, যে ছিল একজন বাংলাদেশী মহিলা; সে ১৮ বছর বয়সে লন্ডনে চলে আসে চানু নামক একজন বয়স্ক মানুষকে বিয়ে করতে। 

মনিকা আলীর এই উপন্যাস বিদেশ তথা বাংলাদেশেও প্রভাব বিস্তার করে। এই নিবন্ধ প্রকাশের পর ইতিবাচক মন্তব্যের সাথে সাথে বেশ কিছু সমালোচনার সম্মুখীনও হয়ে হয়েছিল; কিন্তু উক্ত উপন্যাস “ম্যান বুকার পুরস্কার” -এর জন্যও মনোনীত হয়েছিল।

প্রথম উপন্যাস 'ব্রিক লেন'
Pin it

সন্দীপ মাহেশ্বরীর জীবনী~একটি অনুপ্রেরণা, Sandeep Maheshwari biography in bengali

কর্মজীবন ও সামাজিক চিন্তাধারা, Career and social thought

ব্রিটিশ লেখিক মনিকা আলী কলম্বিয়া ইউনিভার্সিটিতে সৃজনশীল লেখা শিক্ষার বিভাগে অধ্যাপনার কাজ করতেন। এছাড়াও ইউনিভার্সিটি অফ সারে-এর রেসিডেন্সে বিশিষ্ট লেখক হিসেবে তিনি কর্মরত ছিলেন।  মনিকা আলী ২০০৬ সালের ব্রিটিশ সরকার কর্তৃক জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ আইন প্রবর্তনের প্রয়াসের বিরোধিতা করেছিলেন।

তিনি ২০০৫ সালে ইংরেজি PEN-এর সহযোগিতায় প্রকাশিত প্রবন্ধের সংকলন, “ফ্রি এক্সপ্রেশন ইজ নো অফেন্স” -এ এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। ইংরেজি PEN হল বিশ্বের প্রথম বেসরকারি সংস্থাগুলির মধ্যে একটি এবং মানবাধিকারের পক্ষে প্রথম আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে একটি৷ এই PEN সংস্থা ‘ পেঙ্গুইন ‘ নামক এক প্রকাশক সংস্থার মাধ্যমে প্রবন্ধটি প্রকাশ করে।

কর্মজীবন ও সামাজিক চিন্তাধারা
Pin it

 মনিকা আলী ‘দ্য গার্ডিয়ান’ -এ প্রকাশিত একটি নিবন্ধে “ক্ষোভের জন্য বাজার” শব্দটি ব্যবহার করেছিলেন যেখানে তিনি “ব্রিক লেন” -এর চিত্রগ্রহণের আশেপাশের ঘটনাগুলির প্রতিক্রিয়ার বিষয়ে জানিয়েছেন।

 ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত, মনিকা আলী ‘সেন্ট জাইলস ট্রাস্ট’ -এর ট্রাস্টি হিসাবে কাজ করেছেন, এটি ছিল এমন একটি সংস্থা যা প্রাক্তন অপরাধীদের এবং অন্যান্য প্রান্তিক লোকদের সাহায্য করে। লেখিকা উক্ত বিষয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দীদের সাহায্য করার প্রয়োজনীয়তার সম্পর্কেও প্রবন্ধ লিখেছিলেন।

 ২০২০ সালে, মনিকা আলীকে ‘হপসকচ উইমেনস সেন্টার’ -এর পৃষ্ঠপোষক পদে নিযুক্ত করা হয়েছিল। পূর্বে এটি ছিল এক দাতব্য সংস্থা যা মূলত ‘সেভ দ্য চিলড্রেন’ অর্থাৎ শিশুরক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ১৯৯৮ সালে সংগঠনটি স্বাধীন হয়ে ওঠে এবং নারীদেরকে তাদের পূর্ণ অধিকার অর্জনের জন্য ক্ষমতায়নে সহায়তা করে চলেছে।

ব্যক্তিগত জীবন বৃত্তান্ত, Personal Life

লেখিকা মনিকা আলী, সাইমন টরেন্স নামক এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। স্বামী সাইমন পেশায় একজন ব্যবস্থাপনা পরামর্শক। পরবর্তী সময়ে মনিকা ও সাইমনের দুই সন্তানের জন্ম হয়। ছেলে ফেলিক্স ১৯৯৯ সালে জন্মগ্রহণ করে, এবং ২০০১ সালে সুমি নামে এক মেয়ের জন্ম হয়। বর্তমানে এই দম্পতি পরিবার নিয়ে একসঙ্গে দক্ষিণ লন্ডনে বসবাস করছেন।

ব্যক্তিগত জীবন বৃত্তান্ত
Pin it

লোকশিল্পের রূপকার তোফায়েল আহমদের জীবনী, Biography of Tofayel Ahmed, researcher of folk art in Bengali

Love Marriage – এর সম্পাদনা, Love Marriage – Publishing 

 লেখার কাজে দশ বছরের বিরতি নেওয়ার পর,  মনিকা আলী তাঁর পঞ্চম উপন্যাস “লাভ ম্যারেজ” নিয়ে ফের আবির্ভূত হন।  The Times Culture – এর ‘সাহিত্যিক প্রেমের গল্প’ সেকশন-এ বর্ণিত বইটি ২০১৬/১৭ সালে লন্ডনে সেট করা হয়েছিল। এই উপন্যাসে ২৬ বছর বয়সী জুনিয়র ডাক্তার ইয়াসমিন ঘোরামি কে নিয়ে গল্প রচনা হয়েছে, যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন  সহকর্মী ডাক্তার, জো স্যাংস্টারের সাথে।  

Love Marriage - এর সম্পাদনা
Pin it

 সমালোচনামূলক প্রতিক্রিয়াগুলি অত্যধিক ইতিবাচক ছিল, উপন্যাসটি প্রকাশের প্রথম সপ্তাহে ‘সানডে টাইমস’ পত্রিকা বইটিকে সর্বাধিক বিক্রয়ের তালিকায় নিয়ে যায়। সেই সময় নিজের ওয়েবসাইটে মনিকা আলীর একটি ঘোষণা থেকে জানা যায় যে ‘প্রেম বিবাহ’ -এর টেলিভিশন অধিকার একটি ‘উত্তপ্ত নিলামের’ পরে ‘নিউ পিকচার্স’ -এর কাছে বিক্রয় করা হয়েছে, এবং এটি বর্তমানে বিবিসি-চ্যানেলের সাথে সংযুক্ত রয়েছে।

বই ও প্রবন্ধ সমূহের তালিকা, List of books and articles

ব্রিটিশ লেখিকা মনিকা আলী বহু উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। নিজের দক্ষতার ভিত্তিতে তিনি বিদেশে তথা বাংলাদেশেও সুনাম অর্জন করেছেন। বিভিন্ন প্রকাশনার সহায়তায় তিনি বেশ কিছু বই প্রকাশ করেছিলেন। তাঁর লেখা বই ও প্রবন্ধগুলো হল :

● Brick Lane (2003), Doubleday 

● The Weekenders: Adventures in Calcutta (short story), Ebury (2004)

● The End of the Affair (introduction), Vintage Classics (2004)

● Free Expression is No Offence (essay), English PEN (2005)

Free Expression is No Offence
Pin it

● Alentejo Blue (2006), Doubleday

● The Painter of Signs (introduction), Penguin Classics (2006)

● In the Kitchen (2009), Doubleday

● Untold Story (2011), Scribner

● Dangerous Edges of Graham Greene (afterword), Continuum (2011)

● Closure: Contemporary Black British Short Stories (short story), Peepal Tree (2015)

● Refugee Tales III (essay), Comma Press (2019)

● Love Marriage (2022), Little, Brown

পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি, Receiving Awards and Honors

২০০৩ সাল মনিকা আলীর জীবনের একটি গুরুত্বপূর্ণ সাল হিসেবে গণ্য করা হয়। সেবছর তিনি তাঁর লেখার ভিত্তিতে বহু পুরস্কার লাভ করেছিলেন। 

●   ব্রিটিশ বই পুরস্কার সাহিত্য কথাসাহিত্য পুরস্কার ( British Book Awards Literary Fiction Award)

●   বছরের সেরা ব্রিটিশ বই পুরস্কার ( British Book Awards Newcomer of the Year )

●   অভিভাবক প্রথম বই পুরস্কার ( Guardian First Book Award )

● “ম্যান বুকার পুরস্কার” ( Man Booker Prize)

●   ডব্লিউএইচ স্মিথ পিপলস চয়েস অ্যাওয়ার্ড ( WH Smith People’s Choice Award )

পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি
Pin it

উপসংহার, Conclusion 

স্বনামধন্য লেখিকা মনিকা আলীর লেখার বিষয়বস্তু সুদূর বিস্তারিত; লন্ডনের অভিবাসী সম্প্রদায় থেকে শুরু করে পর্তুগালের একটি গ্রামীণ অঞ্চল তথা ক্ষয়িষ্ণু উত্তর মিলের শহর থেকে একটি বহুসাংস্কৃতিক শহর, আবার কখনও লন্ডনের হোটেলের রান্নাঘর থেকে সম্প্রতি প্রিন্সেস ডায়ানার উপর ভিত্তি করে সম্প্রতি একটি উপন্যাস পর্যন্ত তাঁর বিষয়বস্তু বিস্তৃত হয়েছে। তাঁর অন্যান্য লেখাগুলোর মত এই উপন্যাসটিও বহুল জনপ্রিয়তা লাভ করেছে।

স্বনামধন্য লেখিকা মনিকা আলী
Pin it

Frequently asked questions

মনিকা আলী কবে জন্মগ্রহণ করেন?

মনিকা আলী ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেছিলেন।

মনিকা কোথায় জন্মগ্রহণ করেন?

পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ঢাকায়।

মনিকা আলীর প্রথম উপন্যাস কোনটি?

‘ব্রিক লেন ‘।


Recent Posts

link to বিশ্ব শ্রবণ দিবসের ইতিহাস, তাৎপর্য ও বার্তা, World Hearing Day Quotes in Bengali 

বিশ্ব শ্রবণ দিবসের ইতিহাস, তাৎপর্য ও বার্তা, World Hearing Day Quotes in Bengali 

বিশ্ব শ্রবণ দিবস (World Hearing Day) প্রতি বছর ৩ মার্চ পালন করা হয়। এই দিবসের মূল...