বাংলাদেশী উপাচার্য অধ্যাপক ড. অমিত চাকমা, Biography of Dr. Amit Chakma in bengali


অমিত চাকমা হলেন বাংলাদেশী বংশোদ্ভূত একজন কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ। তিনি কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য পদে নিযুক্ত। তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রেসিডেন্ট। 

বাংলাদেশী উপাচার্য অধ্যাপক ড. অমিত চাকমা
Pin it

জন্ম ও পরিবার, Early life and family

অমিত চাকমার জন্ম হয় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। পিতার নাম প্রভাত চাকমা এবং মাতা আলো চাকমা। তাদের চার সন্তানের মধ্যে অমিত ছিলেন সবার বড়। চাকমারা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একটি জাতিগত সংখ্যালঘু। পার্বত্য চট্টগ্রামের চাকমা জাতিগোষ্ঠীর সদস্য অমিত। পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের সবচেয়ে সুন্দর অংশ, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সরলতা বিরাজ করে সেখানে।  ১৯৫৭ সালে জন্মস্থানের পাশে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে বাঁধ হওয়ায় তাদের অনেককেই সেই অঞ্চল থেকে চলে যেতে হয়। তাদের মধ্যে অমিত চাকমার পরিবারও ছিল।

জওহরলাল নেহেরু – স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ~ Jawaharlal Nehru Biography in Bengali

জন্ম ও পরিবার
Pin it

শিক্ষালাভ, Education

 অমিত চাকমা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি ১৯৭৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। আলজেরিয়া স্থিত আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউটে  রাসায়নিক বিভাগে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ প্রকৌশল অধ্যয়নের জন্য তিনি আলজেরিয়ার সরকার থেকে বৃত্তি লাভ করেন। ১৯৮২ সালে, তিনি তাঁর ক্লাসে শীর্ষে নম্বর সহ স্নাতক অর্জন করেন । এরপর তিনি কানাডায় পাড়ি দেন এবং  ১৯৮৪ সালে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ১৯৮৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অমিত চাকমার গবেষণার মূল বিষয় প্রাকৃতিক গ্যাস প্রকৌশল এবং পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনা।

শিক্ষালাভ
Pin it

কর্মজীবন, Career

 অমিত চাকমা ইউনিভার্সিটি অব ক্যালগারির রাসায়নিক প্রকৌশল বিভাগে অধ্যাপনা করেন ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। এরপর ১৯৯৬ সালেই ইউনিভার্সিটি অব রেজিনা-তে চলে যান। সেখানে রাসায়নিক প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত রেজিনার রিসার্চ বিভাগে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু-র অ্যাকাডেমিক ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তী সময়ে ২০০৯ সালের ১লা জুলাই অমিত চাকমা ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওন্টারিওর প্রেসিডেন্ট এবং উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর আগে এই দায়িত্বে পদরত ছিলেন পল ড্যাভেনপোর্ট। প্রেসিডেন্ট হিসেবে অমিতের লক্ষ্য ছিল ওয়েস্টার্ন ওন্টারিওকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সারিতে পৌঁছে দেওয়া। ২০২০ সালের ২১ নভেম্বর বিকেলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী শহর পার্থমপকোর ‘লিডারভীল টাউন হল’ মিলনায়তনে UWA-এর উপাচার্য অধ্যাপক হিসেবে ড. অমিত চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়। তিনিই ছিলেন প্রথম বাংলাদেশী যিনি অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে কাজ করছেন। 

কর্মজীবন
Pin it
UWA’s new Vice chancellor Professor Amit Chakma

নির্বাহী নেতৃত্ব, Leadership qualities

 ইউনিভার্সিটি অফ ওয়াটারলু- র দায়িত্ব ত্যাগ করার পর, ড.অমিত বিশ্ববিদ্যালয় এবং কিচেনার-ওয়াটারলু-এর একাডেমিক এবং ব্যবসায়ী সম্প্রদায় উভয়ের জন্যই বিশেষ পরিষেবা প্রদানের জন্য সুপরিচিত হয়েছেন। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওতে, তিনি ২০১২ সালে একটি রিব্র্যান্ডিং অনুশীলনের নেতৃত্ব দেন যার ফলে প্রতিষ্ঠানটিকে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি হিসাবে পুনঃব্র্যান্ডিং করা হয়। তিনি একই বছর দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদের জন্য সেই বিশ্ববিদ্যালয়ে পুনরায় নিযুক্ত হন।

২০১৪ সালে, পশ্চিমের সিনেট এবং বোর্ড অফ গভর্নরস “বিশ্ব মঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জন” শিরোনামে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের উচ্চাভিলাষী কৌশলগত পরিকল্পনার অনুমোদন দিয়েছিল। ড.অমিত ২০১১-১২ সালে কানাডার আন্তর্জাতিক শিক্ষা কৌশল সম্পর্কিত একটি উপদেষ্টা প্যানেলের সভাপতিত্ব করেন।  ২০২২ সালের মধ্যে কানাডায় আন্তর্জাতিক ছাত্রদের সংখ্যা দ্বিগুণ করার জন্য সুপারিশ করেছিলেন।  কানাডা সরকার তাঁর এই সুপারিশ অনুমোদন করে নেয় এবং ২০১৪ সালে আন্তর্জাতিক শিক্ষা কৌশল গ্রহণ করেছিল।  ২০১৭ সালে কানাডায় আন্তর্জাতিক ছাত্রদের দ্বিগুণ করে ৪৫০০০০-এর বেশি করা হয়েছিল।

এছাড়াও তিনি হেলথফোর্স অন্টারিও মার্কেটিং অ্যান্ড রিক্রুটমেন্ট এজেন্সির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এটি একটি ক্রাউন কর্পোরেশন যা ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত স্বাস্থ্য কর্মী বাহিনী পরিকল্পনার ক্ষেত্রে সরকারের কৌশলগত দিকনির্দেশনাকে সমর্থন করেছিল। এই কর্পোরেশন শুধু প্রদেশের স্বাস্থ্য মানব সম্পদ ক্ষমতা তৈরিই নয়, তার সাথে সেই ক্ষমতা বজায় রাখার জন্যও প্রতিষ্ঠা করা হয়েছিল ।

সবার প্রিয় – সুচিত্রা সেন | Biography of Suchitra Sen in Bengali

নির্বাহী নেতৃত্ব
Pin it

শিল্প নেতৃত্ব, Industrial Leadership

অমিত চাকমা ২০১২-২০১৪ সাল পর্যন্ত কানাডিয়ান রিসার্চ ইউনিভার্সিটির U15 গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। U15 কানাডার গবেষণা অগ্রাধিকারকে প্রভাবিত করে এমন অনেক নীতি ও কর্মসূচির বিষয়ে পরামর্শ অন্তর্ভুক্ত করার জন্য সরকারের সাথে কর্ম সম্পর্ক বজায় রেখেছে এবং ধীরে ধীরে প্রসারিত করেছে। অধ্যাপক অমিত চাকমার দূরদৃষ্টি ও নেতৃত্ব কানাডার গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলির বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে উৎসাহিত করেছে।

শিল্প নেতৃত্ব
Pin it

পুরস্কার ও সম্মাননা, Awards and Recognition

● ২০১০ সালের ১৯ জুন ইউনিভার্সিটি অফ ওয়াটারলু থেকে সম্মানসূচক ডক্টর অফ ইঞ্জিনিয়ারিং লাভ করেন।

● ২০১২ সালে কানাডীয় পোস্ট-সেকেন্ডারি শিক্ষার ক্ষেত্রে অবদানের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথ রজত জয়ন্তী পদক লাভ করেন।

● ২০১৪ সালে অমিত সেরা ২৫ কানাডীয় অভিবাসী পুরস্কার লাভ করেন।

● ২০১৪ সালের ১৪ জুলাই তিনি মাইকেল পি. মেলোনি ইন্টারন্যাশনাল লিডারশিপ পুরস্কার লাভ করেন।

● ২০১৫ সালে তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই থেকে আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।

● ২০১৭ সালের ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট অব সায়েন্স ডিগ্রী লাভ করেন।

আলোর দিশারি ভগিনী নিবেদিতা ~ Sister Nivedita Biography in Bengali

পুরস্কার ও সম্মাননা
Pin it

বিতর্ক, Controversy

১৯৯৮ সালে রেজিনা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিন থাকাকালীন অমিত চাকমা লানা গুয়েন নামক এক ব্যক্তিকে সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক হিসেবে নিয়োগ করেন।  ২০১৪-২০১৫ সালের দিকে অমিত চাকমা প্রায় ৭৫ লক্ষ টাকা বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা অর্জন করার পর সমালোচনার মুখে পড়েন। ২০১৫ সালে ৩০ মার্চ লন্ডন প্রাদেশিক পার্লামেন্টের সদস্য, পেগি স্যাটলার প্রাদেশিক পার্লামেন্টের এক প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করেছিলেন যে সরকার বিশ্ববিদ্যালয় বোর্ড অফ গভর্নরদের বিশ্ববিদ্যালয়ের সভাপতিদের অনুরূপ দ্বিগুণ অর্থ প্রদানের বিষয়ে আলোচনা করতে নিষেধ করবে কিনা। প্রশিক্ষণ কলেজ ও বিশ্ববিদ্যালয় মন্ত্রী রেজা মরিদি উত্তরে বলেছিলেন যে পাবলিক সেক্টর এক্সিকিউটিভ ক্ষতিপূরণ সীমাবদ্ধ করার অনুমতি দিয়ে একটি বিল আগের বছর পাস করা হয়েছিল, কিন্তু এই আইন কার্যকর হওয়ার আগে চাকমার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

নৃত্যগুরু উদয় শঙ্করের জীবনকাহিনী – Uday Shankar Biography in Bengali

উপসংহার, To conclude

অমিত চাকমা ২০১৪ সাল থেকে বিশ্বের প্রথম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজের নির্বাহী কমিটির একজন ট্রাস্টি এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ সালে কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ওয়েস্টার্ন ওন্টারিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কৌশল বিকাশ ও বাস্তবায়নে অমিত চাকমার নেতৃত্ব শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সারা বিশ্বের সাথে অংশীদারিত্ব বৃদ্ধি করেছে। সারা বিশ্ব থেকে সেরা এবং উজ্জ্বল ছাত্রদের আকৃষ্ট করে উদ্ভাবনী পাঠ্যক্রম ও গবেষণার উদ্যোগ তৈরি করেছে যা শিক্ষার্থীদের বিশিষ্ঠ বিশ্ব নাগরিক হতে প্রস্তুত করেছে।

অমিত চাকমা
Pin it

অমিত চাকমা কে?

অমিত চাকমা হলেন বাংলাদেশী বংশোদ্ভূত একজন কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ।

অমিত চাকমা কবে জন্মগ্রহণ করেন?

১৯৫৯ সালে

অমিত চাকমা কবে UWA- র প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন?

২০০৯ সালে।


Recent Posts