বং গাই কিরণ দত্তের জীবনী, Biography of You Tuber Kiran Dutta aka Bong guy in Bengali 



কিরণ দত্ত হল একজন ভারতীয় কৌতুক বিনোদনকারী ইউটিউবার, গায়ক এবং অভিনেতা।  তিনি তার ইউটিউব কমেডি চ্যানেল “দ্য বং গাই” এর জন্য পরিচিত। সম্প্রতি ‘কলকাতা চলন্তিকা’ নামক বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে কিরণ দত্তের অভিষেক হয়। ২০২২ সালের ২৫শে আগস্ট ছবি টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিটিতে তিনি ক্যামিও চরিত্রে রয়েছেন। 

 বং গাই কিরণ দত্তের জীবনী

কিরণ দত্তের  জন্ম ও শৈশব জীবনের ইতিহাস, Birth and Childhood Life History of Kiran Dutta

কিরন দত্তের বাবা কালীপদ দত্ত ইন্ডিয়ান পুলিশ ফোর্স- এ চাকরিরত থাকার কারণে কিছুদিন পর পর কাজের সুত্রে স্থানান্তরিত হতে হত, কিরণের জন্ম হওয়ার সময় রাজস্থানের জয়সলমীরে কর্মরত ছিলেন, সেখানকার একটি হাসপাতালে ১৫ জুলাই ১৯৯৫ সালে তাঁর জন্ম হয়। কিরনের মায়ের নাম ডালি দত্ত এবং তিনি একজন গৃহবধূ, মা বাবা ছাড়াও কিরনের একজন বড় ভাই অর্থাৎ দাদা আছে।

কিরণ দত্তের  জন্ম ও শৈশব জীবনের ইতিহাস

ব্রিটিশ লেখিকা এবং ঔপন্যাসিক তাহমিমা আনাম, Biography of Bangladeshi writer Tahmima Anam in Bengali

কিরণ দত্তের শিক্ষা অর্জন, Education  

কিরণ দত্ত ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভাল ছিল। সে নিজে এবং তার পরিবারের লোকজন ভেবেছিল যে ভবিষ্যতে আরও ভালো পড়াশুনা করে একটি ভালো চাকরির মাধ্যমে সুন্দর ভাবে জীবন যাপন করবে। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছুই চেয়েছিল। কিরন মাধ্যমিকে নিজের ব্লক এলাকায় প্রথম স্থান লাভ করে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল। পরে সে বছরই জয়েন্ট পরীক্ষায় ভালো রেঙ্ক না পাওয়ায় সে সিদ্ধান্ত নেয় যে একটা বছর গ্যাপ দিয়ে আবার জয়েন্ট এর জন্য প্রস্তুতি নেবে এবং ভালো রেঙ্ক নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি তে ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হবে।

কিন্তু ধারণা অনুযায়ী ফল হল একদম উল্টো। এক বছর পর কিরণ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ২৬৫৫০ তম স্থান অর্জন করে ফলে বাধ্যতামূলকভাবে কলকাতার নেতাজি সুভাষ কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হতে হয়। ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষে পাঠ করার সময় সে অংকে ফেল করে। তবে পরবর্তী বছরগুলোতে পরিবারের চাপে কঠোর চেষ্টা করে ৭০ শতাংশ নম্বর রাখার চেষ্টা করে।

কিরণ দত্তের শিক্ষা অর্জন

স্বনামধন্য সাহিত্যিক তথা অধ্যাপক হুমায়ুন আজাদের জীবনী, Biography of Bangladeshi poet Humayun Azad in Bengali

কিরণ দত্তের ক্যারিয়ার, Career life of Kiran Dutta   

বং গাই কিরণ দত্ত যখন ইঞ্জিনিয়ারিং কলেজে অংকে ফেল করেছিল তখন থেকেই ইউটিউবে কিছু একটা করার চিন্তা ভাবনা তাঁর মাথায় আসে। সে তখনকার ভারতের জনপ্রিয় ইউটিউব চ্যানেল টিভিফ, বিবি কি ভাইনস ইত্যাদির ভিডিও দেখে অনুপ্রেরণা পায়। ইউটিউবার শব্দটার সাথে ভারতের হিন্দি ভাষীরা অল্পবিস্তর পরিচিত থাকলেও বাংলায় এই ধরণের কাজকে পেশা হিসেবে কেউই কোনদিনও ভাবেনি। পরবর্তী সময়ে কিরণ দত্ত ২০১৫ সালে প্রথম ইউটিউব চ্যানেল নিয়ে কাজ শুরু করে। প্রথমদিকে তাঁর চ্যানেল অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, তখন ভিডিওগুলোতে মাত্র দুশো তিনশো ভিউ আসতো।

দীর্ঘদিন এভাবে চলতে থাকে, এক সময় কিরণ অনুপ্রেরণাহীন হয়ে পড়ে, সে অনেক দিন যাবৎ চ্যানেলের জন্য ভিডিও বানানো বন্ধ রাখে। কিরণ ছোটবেলা থেকেই গান গাওয়া খুব পছন্দ করত এবং সে নিজের গিটার বাজিয়ে অনেক কম বয়স থেকেই গান রেকর্ড করেছিল, ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া বন্ধ করে সেই সময় সে একটি ফেসবুক পেজ শুরু করে এবং তাতে নিজের গানের ভিডিও বানিয়ে ছাড়তে থাকে।

কিরণ দত্তের ক্যারিয়ার

কিছু কাল পর ২০১৭ সালে সে যখন আবার ইউটিউবে ভিডিও দিতে শুরু করে, সেই সময়ে কিছুদিনের মধ্যেই তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় এবং দুটো বা তিনটে ভিডিও ছাড়ার পরেই কিরণের সাবস্ক্রাইবারের সংখ্যা ৫-৬ হাজার ছাড়িয়ে যায়। ক্রমে কিরণ দত্ত ওরফে ‘দ্যা বং গাই’ বাংলার অন্যতম একজন ইউটিউবার হয়ে ওঠে এবং পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন বড় বড় সেলিব্রিটি যেমন দেব, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান প্রমুখ অভিনেতারাও তাদের সিনেমা কিরনের চ্যানেলের সাহায্যে প্রমোট করেছিলেন। এসব ছাড়াও কিরণ কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট টিম- এর সাথে সংযোগ স্থাপন করেছিল এবং তাদের থিম সং-এ অভিনয় করার সুযোগ পেয়েছিল।  

জিনতত্ত্ববিদ মাকসুদুল আলমের জীবনী, Biography of Bangladeshi scientist Maqsudul Alam in Bengali

ইউটিউবার হিসেবে বং গাইয়ের সাফল্য, Bong Guy’s success as a YouTuber

কিরণ দত্ত বাংলার প্রথম এমন ইউটিউবার যে “অল ইন্ডিয়া ইউটিউব কোলাবরেশন” করার ডাক পেয়েছিল এবং সেখানে গিয়ে ভারতের বড় বড় ইউটিউবার যেমন ভুবন বাম, প্রাজাক্তা কোলি, আসিস চঞ্চলানি এবং বি ইউ নিক প্রমুখদের সাথে ভিডিও বানিয়েছে। অন্যদিকে কিরণই প্রথম ইউটিউবার যে বাংলা সিনেমা অর্থাৎ টলিউডের নামিদামি অভিনেতা যেমন দেব অধিকারী, অনির্বাণ এবং শ্রীজিৎ মুখার্জী এর মত বড় চিত্র পরিচালকদের সাথে সাক্ষাত করার সুযোগ পেয়েছিলেন।

ইউটিউবার হিসেবে বং গাইয়ের সাফল্য

বলিউড সিনেমা ‘কলঙ্ক’ এর টিম কিরণের চ্যানেলকে বেছে নিয়ে ছিল পশ্চিমবঙ্গে তাদের সিনেমা প্রমোট করার জন্য। এছাড়া টলিউডের দেব তাঁর সিনেমা ‘অ্যামাজন অভিযান’ সম্পর্কে প্রচার করার জন্য কিরণ দত্তের চ্যানেলে এসেছিল। বর্তমানে কিরণ দত্তের ইনস্টাগ্রামে ১.২ মিলিয়ন ফলোয়ার আছে। আর ইউটিউবে বর্তমানে তাঁর অনুরাগীদের সংখ্যা পাঁচ লক্ষের বেশি।

মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি সৈয়দ আলাওল, Syed Alaol Biography in Bengali

ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা, Bong Guy’s privacy about personal life

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছে বং গাই কিরণ। একবার এক সাক্ষাৎকারে তাঁকে ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হলে কিরণ বলে যে সে দেখেছে সোশ্যাল মিডিয়ায় মানুষ এখন সুযোগ খুঁজে বেড়ায় কোথাও কিছু একটা খুঁত বের করার। সেক্ষেত্রে সে নিজের ব্যক্তিগত জীবন সকলের সামনে এনে তাঁর প্রিয় মানুষটাকে কোনও রকম গালাগালি খাওয়ার সুযোগ করে দিতে চায় না। সে ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে চায় তবে সঠিক সময়ে সবাইকে সবটা জানার সুযোগ করে দেবে।

ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা

বিশ্ববন্দিত কবি মাইকেল মধুসূদন দত্ত’র জীবনী, Biography of Michael Madhusudan Dutta in Bengali   

কিরণ দত্তের ইউটিউব জীবনের তর্ক বিতর্ক,  Kiran Dutta’s controversial YouTube career

 ইউটিউব জীবনে বহুবার তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে হয়েছে কিরণ দত্তকে; তার মধ্যে সবচেয়ে উল্ল্যেখযোগ্য হচ্ছে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে হওয়া বিতর্ক। অঙ্কুশ একবার একটা ইন্টারভিউতে মজার ছলে কয়েকটি হলিউড সিনেমা যেমন এভেঞ্জারস এবং একোয়া ম্যান এর মতো বিখ্যাত সিনেমার রিমেক করার সুযোগ পেলেও করতে যাবেন না বলে জানান।

এই বিষয় নিয়ে কিরণ নিজের ফেসবুকে একটি মিম বানিয়ে শেয়ার করেছিল এবং সেটি অল্পসময়ের মধ্যেই বেশ ভাইরাল হয়ে যায়। এই ঘটনার কিছু দিন পর অঙ্কুশ হাজরা এই মিমের জবাব টুইটারে একটি পোস্ট করার মাধ্যমে দেয়। কিছুদিন পরে কিরণ তাঁর দ্বিতীয় একটি চ্যানেল ব্যবহার করে এই সমস্যা সমাধানের জন্য একটি ভিডিও বানিয়ে ছাড়ে এবং নিজের দিক থেকে খোলাখুলিভাবে দুই পক্ষেরই বক্তৃতা তুলে ধরার চেষ্টা করে।

কিরণ দত্তের ইউটিউব জীবনের তর্ক বিতর্ক

কিছুদিন আগে দাদাগিরিতে অংশ গ্রহণ করা নিয়ে ‘সিনেবাপ’ চ্যানেলের মালিক মৃন্ময়ের সঙ্গে কিরনের তুমুল ঝগড়া বেধে যায় এবং দুই পক্ষ থেকেই একের পর এক আক্রমনাত্মক বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়। এই বিতর্কে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভাজন করা হয় এবং এ নিয়েই কথা বাড়তে থাকে।

উপসংহার, Conclusion

কিরন দত্ত বর্তমানে বাংলার এক সুপরিচিত মুখ। বাংলার প্রথম সফল ইউটিউবার যাকে হিন্দি ভাষীরাও চেনে, অর্থাৎ সে কয়েক বছরের মধ্যেই নিজের ভিডিওর মাধ্যমে অনেকটা খ্যাতি অর্জন করে নিয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় সফল না হওয়ায় হয়তো তাঁকে ইউটিউবে সফল হওয়ার রাস্তা করে দিয়েছিল।

কিরন দত্ত বর্তমানে বাংলার এক সুপরিচিত মুখ।

Frequently asked questions 

কিরণ দত্ত কে?

 কিরণ দত্ত হল একজন ভারতীয় কৌতুক বিনোদনকারী ইউটিউবার, গায়ক এবং অভিনেতা।

কিরণ দত্ত কবে জন্মগ্রহণ করেন?

 ১৫ জুলাই ১৯৯৫ সালে

কিরণ দত্তের ইউটিউব চ্যানেলের নাম কি?

দ্য বং গাই।

কিরণ দত্তের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কতজন?

পাঁচ লক্ষের বেশি।

Recent Posts