বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়ার খুব চল। সামাজিক মাধ্যম ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। ছোটো থেকে বড় সকলেই কোনো না কোনো কারণে বিভিন্ন ডিজিটাল মাধ্যমের ব্যবহার করছেন।
এক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ইউটিউব। তাছাড়াও রয়েছে টুইটার, যা বিশেষ করে আমাদের দেশের রাজনৈতিক মহলে এবং নামকরা সেলিব্রিটিদের দ্বারা ব্যবহৃত হওয়ার সাথে সাথে আরো বহু কোম্পানি এবং সাধারণ মানুষও এর ব্যবহার করেন, তাই বিশ্বব্যাপী এর প্রভূত জনপ্রিয়তা রয়েছে।
অনেকেই এই মাধ্যমগুলোতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা জানেন না, আমাদের আজকের এই প্রতিবেদনটি তাদের উদ্দেশ্যে। এই প্রতিবেদনে আমরা ইউটিউব এবং টুইটার এ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, How to open YouTube account
ইউটিউব এর সাথে আমরা সকলেই পরিচিত, প্রায় রোজই মনোরঞ্জনের জন্য এই প্ল্যাটফর্মের বিভিন্ন ভিডিও আমাদের মধ্যে অনেকেই দেখে থাকেন। তাছাড়া আজকাল অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়া যায় ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দেখা যায়। আরেকদিকে আমাদের দেশের অনেকেরই Source of Income এর জন্য শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম ইউটিউব।
অনেকেই নিজের চ্যানেল বানিয়ে বিভিন্ন ভিডিও আপলোড এর মাধ্যমে অর্থ উপার্জন করছেন। তাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে নিজের প্রতিভা প্রকাশ করতে ইচ্ছুক, তবে সেক্ষেত্রে দরকার হবে একটা ইউটিউব চ্যানেলের।
গ্রামে ব্যবসার সেরা আইডিয়া, Best unique business ideas in rural areas in Bengali
ইউটিউব চ্যানেল খুলতে কি প্রয়োজন? Open your own YouTube account by following these steps:
ইউটিউব চ্যানেল শুরু করার জন্য প্রথমেই জরুরী একটি জিমেইল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট এর সাহায্যে অনেক সহজেই PC ব্রাউজার কিংবা মোবাইলে ইউটিউব অ্যাপের মাধ্যমে আপনি একটি চ্যানেল খুলতে পারবেন।
কম্পিউটার বা ল্যাপটপের গুগল ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে youtube.com লিখে সার্চ করুন, মোবাইলের ক্ষেত্রে আপনারা ইউটিউব অ্যাপ ব্যবহার করতে পারেন। এরপরে ইউটিউব সাইট কিংবা মোবাইলে ইউটিউব অ্যাপ খোলার পর দেখবেন, ডানপাশে ওপরে Sign in লেখা একটি বিকল্প আছে, ওই বাটনে ক্লিক করে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।
এরপর সাইন ইন করলে ওপরে একটা গোল আইকন থাকে যাতে ক্লিক করে অনেকগুলো বিকল্প পাবেন। সেখানে settings এ গিয়ে অ্যাকাউন্টের ওভারভিউ দেখতে পারবেন এবং অন্যান্য জরুরী settings করে নিতে পারবেন। সেখানে নিচে একটা অপশন দেখা যাবে যেখানে লেখা থাকবে create a new channel।
তাতে ক্লিক করে আপনার ইউটিউব চ্যানেলের নাম লিখুন, নিজের পছন্দ অনুযায়ী যেকোনো নাম দিতে পারেন। তবে, জিমেইল অ্যাকাউন্টে যদি আগে থেকেই আপনার চ্যানেলের নাম দেওয়া থাকে, তবে সেই ডিফল্ট নামও ব্যবহার করতে পারেন! চ্যানেল খোলা হলে পর পছন্দের ছবি প্রোফাইলে লাগাতে হবে, আর চ্যানেল আর্ট বা কভার ফটোও লাগাতে পারেন।
চ্যানেল সম্পর্কে কিছু তথ্য লেখাসহ আরো অনেক অপশন থাকবে, যাতে দেখে দেখে সব তথ্য যোগ করতে হবে। এই করে আপনার নিজের চ্যানেল প্রফেশনালি সেট করতে হবে!
ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম, How to verify YouTube channel
ইউটিউবে চ্যানেল খোলার পর চ্যানেলটি ভেরিফাই করতে হয়, এর জন্য একটি সচল মোবাইল নাম্বারের প্রয়োজন। চ্যানেল ভেরিফাই করার বিভিন্ন ধাপ হল:
● যেকোনো ব্রাউজার থেকে studio.youtube.com এ প্রবেশ করতে হবে।
● সেখানে ইউটিউব চ্যানেল যদি লগইন করা না থাকে তবে জিমেইল আইডি দিয়ে লগইন করুন।
● বামদিকে লেখা মেন্যু থেকে Settings এ ক্লিক করতে হবে।
● এরপর Channel ট্যাব সিলেক্ট করতে হবে।
● Verify Phone Number লেখায় ক্লিক করুন।
● এরপর Text me the verification code লেখায় সিলেক্ট করতে হবে।
● Select your country আসলে সেখান থেকে আপনার দেশ সিলেক্ট করুন।
● এরপর নিচে থাকা ফোন নাম্বার বক্সে ফোন নাম্বার দিয়ে Get Code এ ক্লিক করতে হবে।
● এরপর যে নাম্বার ব্যবহার করা হচ্ছে তাতে ৬ ডিজিটের একটি কোড আসবে, সেটি সেই পেজে দিয়ে Submit লেখায় চাপুন।
উপরিউক্ত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাইড চ্যানেল এর বিভিন্ন ফিচারগুলো আপনি উপভোগ করতে পারবেন।
ইউনিক বিজনেস আইডিয়ার হদিস, Best and unique business ideas in Bengali
টুইটার অ্যাকাউন্ট খোলার নিয়ম, How to open Twitter account
২০০৬ সালে তৈরিকৃত এক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল টুইটার। আমাদের দেশে যদিও উক্ত সামাজিক মাধ্যমটি এতটা বেশি জনপ্রিয় নয়, কিন্তু বহির্বিশ্বে এর আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে।
তবে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রায় সকল অভিনেতাই এই মাধ্যম ব্যবহার করে থাকেন। তাছাড়াও বেশ কিছু সাধারণ মানুষও টুইটারের ব্যবহার করে থাকেন। এর ব্যবহার বিধিও প্রায় অন্যান্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমের মতোই। টুইটারের মাধ্যমে বন্ধু বান্ধবের সাথে ম্যাসেজ আদান প্রদান করা যায়, তাছাড়া প্রিয়জনদের সাথে ছবি কিংবা ভিডিও শেয়ার করতে পারবেন, তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিংবা যেকোনো বিষয় নিয়ে টুইট করতে পারবেন।
তবে টুইটারে টুইটের ক্ষেত্রে শব্দের নির্দিষ্ট সীমারেখা রয়েছে, সর্বোচ্চ ১৪০ শব্দের মাধ্যমে টুইটারে টুইট করা যায়। তবে টুইটার ব্যবহার করার জন্য একটি একাউন্ট থাকা জরুরি, সেক্ষেত্রে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে হবে।
অনলাইন টাকা রোজগার করার সেরা উপায়, Best ideas for earning money online in Bengali
টুইটার একাউন্ট খোলার বিভিন্ন ধাপ, open Twitter account by following these steps :
যদি কেউ মোবাইল অ্যাপের মাধ্যমে খুলতে চায় তবে প্লে স্টোর থেকে টুইটার ডাউনলোড করে তা ওপেন করলেই Create account লেখা দেখতে পাবেন, ওই জায়গায় ক্লিক করে ফোন নাম্বার অথবা ইমেইল আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারেন,
একটি টুইটার একাউন্ট খুলতে গিয়ে যা যা দরকার হয় তা হল – নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার ইত্যাদি।
সাইনআপ বিকল্প নাম্বার বা email দেওয়ার পর ক্লিক করলে ফোনে একটি মেসেজ যাবে, আর যদি ইমেইল দিয়ে করেন তাহলে ইমেইলে যাবে। সে মেসেজে একটি কোড পাবেন সে কোডটি পেজ এ দিলে পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন।
এই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই আপনার টুইটার একাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর আপনার টুইটার অ্যাকাউন্টটির অন্যান্য সব সেটআপ করতে হবে। প্রথমে পিকচার সেট করতে হবে। তারপর নিজের সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে।
তারপর ভাষা ঠিক করতে হয়, এরপর আরো অনেকগুলো ক্যাটাগরি থাকবে সেগুলো থেকে আপনার পছন্দসই ক্যাটাগরি বাছাই করতে হবে। তারপর নোটিফিকেশন অপশন চালু করে দিলেই আপনার অ্যাকাউন্ট এর ব্যবহার শুরু করে দিতে পারবেন। তারপর Let’s go লেখায় ক্লিক করলেই টুইটারের হোম পেজে পেয়ে যাবেন।
কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, What is the Importance of computer education in Bengali
টুইটার একাউন্ট কিভাবে ভেরিফাই করবেন? How will you verify your Twitter account?
টুইটার একাউন্ট ভেরিফাই করতে গেলে সবার আগে আইডির সাথে আপনার মোবাইল নাম্বার যুক্ত করতে হবে। মোবাইল নাম্বার যুক্ত করার পর ভেরিফাই অপশনে গিয়ে আপনার সকল ধরণের কাগজপত্রের তথ্য যোগ করে ভেরিফাই করে নিতে পারবেন।
আমরা বিভিন্ন সেলিব্রেটিদের প্রোফাইলের নামের পাশে নীল রঙের একটি টিক দেখতে পাই, এটি মূলত টুইটারের ভেরিফিকেশন এর চিহ্ন। কিন্তু বর্তমান সময়ে অনেকে ভেরিফাইড একাউন্ট ব্যবসার কাজ প্রচারণা করছে, তাই টুইটার কর্তৃপক্ষ নতুন কোন ধরণের ব্যবহারকারীর আইডি ভেরিফিকেশন করা বন্ধ করে দিয়েছে।
- কিভাবে হোয়াটস্যাপ এ ফিঙ্গারপ্রিন্ট লক সক্রিয় করবেন | Bengali Guide to set Fingerprint Lock in Whatsapp
- হোয়াটস্যাপ এ টেক্সট ফরম্যাট করার সহজ উপায় | How to format text in Whatsapp in Bengali
- ফোনের লক বাটন খারাপ হয়ে গেছে ? জেনে নিন সহজ উপায়ে হার্ডওয়্যার লক বাটন ছাড়াও ম্যানেজ করা
- ইউটিউব ভিডিও ও অডিও ডাউনলোড করার ৭টি সহজ উপায়
- মোবাইল থেকে কাটুন লোকাল ট্রেন এর টিকিট, প্ল্যাটফর্ম টিকেট, জানুন UTS অ্যাপ এর ব্যবহার
উপসংহার, Conclusion
বর্তমান ডিজিটাল দুনিয়াতে ভিডিও শেয়ার এর অন্যতম সেরা মাধ্যম হলো ইউটিউব, আর বিভিন্ন ব্রেকিং নিউজ বা সারা বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের বিভিন্ন স্টেটমেন্ট এবং অন্যান্য পোস্ট দেখার জন্য সঠিক জায়গা হল টুইটার। যতই দিন যাচ্ছে ততই এই সামাজিক মাধ্যমগুলোর চাহিদা বাড়ছে ভিডিওর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আশা করি এই প্রতিবেদনটি উভয় মাধ্যমেই অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে।