সালমান মোহাম্মদ মুক্তাদির নামটা অনেকেরই পরিচিত। তিনি হলেন একজন বাংলাদেশী ইউটিউবার, পাবলিক স্পিকার,অভিনেতা এবং সোশ্যাল মিডিয়ার খ্যাতনামা ব্যক্তিত্ব। তিনি নিজের দেশের প্রযোজনায় অনেক নাটক এবং ভিডিও গানে অভিনয় করেছেন। তিনি বাংলাদেশে খুবই বিখ্যাত এবং প্রথম সারির একজন ইউটিউবার। এছাড়াও তাঁকে বাংলাদেশের সর্বপ্রথম ইউটিউবারও বলা হয়ে থাকে। যদিও এই বিষয় নিয়ে বিতর্ক ও মতভেদ রয়েছে।
সালমান মুক্তাদির এর পরিবার পরিচয়, Salman Muktadir’s family
সালমান মুক্তাদিরের জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। তিনি ১৯৯৩ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হেদায়েত আলী এবং মাতার নাম আসিয়া। মা বাবার একমাত্র সন্তান তিনি। তাঁর জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার সিডনিতেই। সালমানের বাবা নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই সুবাদে বলা যায় যে তিনি একজন ডিফেন্স ফ্যামিলির সন্তান।
শিক্ষাজীবনের অভিজ্ঞতা, Education
সালমান মুক্তাদির পড়াশোনার ক্ষেত্রে তেমন মনোযোগী ছিলেন না। তাছাড়া বিদ্যালয়ের পড়াশুনা শেষ করতে বহু স্কুল বদলও করতে হয়েছিল তাঁকে। দশটা শ্রেণির পড়াশোনা শেষ করতে ১২ বার স্কুল বদল করেন তিনি। শেষমেশ ২০১২ সালে তিনি কোনোভাবে এইচএসসি পাস করেন, তারপর অস্ট্রেলিয়া চলে যান, অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করার উদ্দেশ্য ছিল তাঁর। কিন্তু কোনভাবেই কিছু হলো না বলে দেশে ফিরে আসেন তিনি। এর পর থেকে সালমানের মাথায় ভিডিও বানানোর ভূত চেপে বসে। সেই থেকেই পড়াশোনায় আনাড়ি সালমান মোহাম্মদ মুক্তাদিরের একজন খ্যাত অভিনেতা এবং ইউটিউবার হয়ে ওঠার গল্প শুরু হয়।
সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেল শুরুর গল্প, The story of how Salman Muktadir started his Youtube Channel
সালমান মুক্তাদির তাঁর ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন “সালমান দ্য ব্রাউনফিশ” নামক চ্যানেলটির মাধ্যমে, এবং তিনি এতটা খ্যাতি লাভ করেছেন মূলত এই চ্যানেলটির হাত ধরেই। প্রথম ভিডিও বানিয়েছিলেন নোকিয়া এন ৯৫ মডেলের মুঠোফোন দিয়ে, যা দিয়ে তিনি নিজের গিটার বাজানোর একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন।
পরবর্তীতে মজার মজার কিছু ভাবনা নিয়ে কৌতুকপূর্ণ কিছু ভিডিও নিয়ে প্রায়ই নিজের চ্যানেলে হাজির হতে শুরু করেন তিনি। মজার পাশাপাশি সমাজের নানা ধরনের অসংগতি উঠে আসে তাতে। উক্ত চ্যানেলটি অনেক অল্প সময়ের মধ্যেই ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। ভিডিওর বিষয় ভাবনা নিয়ে তিনি কিছু সাক্ষাৎকারে বলেছেন যে ” আমি যখন চারপাশে হাঁটি, তখনই ভাবনা পেয়ে যাই। আমার সব ভাবনা বাস্তব জীবন থেকে নেওয়া। ” তবে বর্তমানে তিনি ইউটিউবে খুব বেশি সক্রিয় নন।
সালমান মুক্তাদিরের ইউটিউবে দুইটি চ্যানেল রয়েছে। প্রথমটির নাম “SalmoN TheBrownFish” এবং দ্বিতীয়টি হল “Salmon ThePutimaas”। প্রথম চ্যানেলটি ৩ ফেব্রুয়ারি ২০১২ সালে শুরু করেন তিনি এবং এতে তাঁর সাবস্ক্রাইবারদের সংখ্যা রয়েছে ১.৫৮ মিলিয়ন। চ্যানেলটিতে ৬৪ টি ভিডিও রয়েছে। দ্বিতীয় চ্যানেলটিতে ৪৫১ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। যেখানে ভিডিও রয়েছে মাত্র ৪৫ টি। এই চ্যানেলটি শুরু করা হয় ২০১১ সালের ৭ অক্টোবর।
সালমানের পপুলারিটির হিসেবে দেখতে গেলে তাঁর চ্যানেলে থাকা সাবস্ক্রাইবারদের সংখ্যা কমই বলা চলে। ইউটিউব যখন তার পার্টনার প্রোগ্রাম অর্থাৎ এডসেন্স চালু করে, তখন বাংলাদেশের অন্যান্য ইউটিউবারদের মধ্যে সর্বপ্রথম সালমানই সফল ভাবে ইউটিউব থেকে টাকা আয় করতে শুরু করেন। ওইসময় তাঁকে ছাড়া আরও অনেক ইউটিউবার ছিল কিন্তু কেউই তেমন সফল হতে পারেনি। এখন পর্যন্ত তিনি ইউটিউব থেকে প্রায় আট লাখ টাকা আয় করেছেন। বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে তাঁর বিশাল সংখ্যক ভক্ত রয়েছে।
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি সৈয়দ আলাওল, Syed Alaol Biography in Bengali
ইউটিউব ছাড়া অন্য সুযোগ, Other opportunities besides You Tube
সালমান বর্তমানে শুধু ইউটিউবের ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নন, বরং তিনি ধীরে ধীরে নির্মাণেও হাত পাকাচ্ছেন। তিনি নিজে থেকে ১২ টি বিজ্ঞাপনচিত্র বানিয়েছিলেন, যা এখন বিভিন্ন পণ্যের প্রচারণায় অনলাইনে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে সমানতালে নাটকেও অভিনয় চলছে তাঁর । বিভিন্ন ধারাবাহিক নাটক যেমন ঝালমুড়ি, তিনকন্যা, নাইন অ্যান্ড এ হাফ ইত্যাদিতে কাজ করেছেন তিনি। পরবর্তীতে মস্তি আনলিমিটেড নামক নাটকে নিজের অভিনয় দ্বারা হুলুস্থুল ফেলে দেন সালমান। এছাড়া সিনেমা জগতে তাঁকে দেখার সুযোগও পাওয়া যাবে বলে অনেকেই আশা করছেন।
২০১৪ সালে মেহজাবিন ও মিশু সাব্বিরের সাথে “ভালোবাসা ১০১” নাটকের মধ্যে দিয়ে টেলিভিশনে অভিষেক ঘটে সালমানের। পরবর্তীতে আরো বহু নাটকে অভিনয় করেন তিনি যাদের মধ্যে ২০১৬ সালের সাবিলা নূরের সাথে অভিনীত “যা কিছু ঘটে”এবং ২০১৭ সালের ‘থার্ড জেনারেশন’ নামক নাটক উল্লেখযোগ্য।
সালমান মুক্তাদিরের লেখা বই, Books written by Salman Muktadir
ভিডিও বানানোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করার পর থেকে অভিনেতা এবং ইউটিউবার হিসেবে মাঝে মধ্যে অদ্ভুত সব কর্মকাণ্ডের জন্য অনেক বিতর্ক এবং সমালোচনার সম্মুখীন হয়েছেন সালমান। তারপর আবার বিতর্কে জড়িয়েছিলেন একটি বই লেখার পর। ২০২০ সালে অমর একুশে বইমেলায় অধ্যয়ন প্রকাশনীর মাধ্যমে “বিহাইন্ড দ্য সিন” নামক সালমানের নিজের লেখা একটি বই প্রকাশিত হয়। এরপর তাঁর এই বইটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।
সালমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে উক্ত বইতে তিনি নানা ধরনের অশালীন শব্দ ব্যবহার করেছেন, যা ভাষার মাসে নিজ ভাষাকেই বিকৃত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অনেকেই তাঁর বইটি পড়ার পর বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন। এত কিছুর পর নিজের লেখা নতুন বইটি সম্পর্কে সালমান বলেছিলেন যে, “আমার বইটি কোনো গুরুগম্ভীর বই নয়, তবে বইটা সম্পূর্ণ আলাদা, যা সবসময় সত্যি, সেটাই লিখেছি বইতে। মানুষের স্বভাব, ভণ্ডামি, হিউম্যান সাইকোলজি, অযৌক্তিকতা ইত্যাদি বিষয় থাকছে বইতে। আমি যা চিন্তা করি সেটাই লিখেছি। বইটিতে এমন কিছু লিখেছি যা কোন স্কুল-কলেজের বইয়ে নেই।”
ব্রিটিশ লেখিকা এবং ঔপন্যাসিক তাহমিমা আনাম, Biography of Bangladeshi writer Tahmima Anam in Bengali
সমালোচনা, Criticism
২০১৯ সালে সালমান মুক্তাদির নিজের ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ করেছিলেন। উক্ত ভিডিওটিতে অশ্লীলতা রাখার দায়ে বহু মানুষের সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও পরে সেই চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি। সেই কারণে এক সপ্তাহের ব্যবধানে ইউটিউব থেকে প্রায় দেড় লক্ষ ফলোয়ার হারিয়েছিলেন সালমান। ইতিপূর্বে ২০১৮ সালের আগস্ট মাসে সালমান মুক্তাদির ছাত্র বিক্ষোভেও যোগ দেন এবং সেখান থেকে গ্রেপ্তার হন। যদিও পরবর্তী সময়ে জানা যায় যে ভুলবশত পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের সাহায্যে তিনি ছাড়া পেয়ে যান।
Some personal information about Salman Muktadir
● সালমানের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি।
● সালমানের ওজন ৫৭ কেজি।
● জন্ম ১৯৯৩ সালের ৯ আগস্ট, সেই হিসেবে দেখতে গেলে বর্তমানে (২০২১) তাঁর বয়স ৩০ বছর হবে।
● সালমানের চুলের রঙ কালো।
● সালমান নিজের খালি সময়ে যেসব শখ রাখেন সেগুলো হল : চলচ্চিত্র দেখা, গান শোনা, গিটার বাজানো, বিভিন্ন কিছু কেনাকাটা করা ও ভ্রমণ করতে যাওয়া।
● সালমানের প্রিয় খাবারগুলো হল: ভাত, বিরিয়ানি, পিৎজা ও কিছু ইতালিয়ান খাবার।
● সালমানের প্রিয় রং হচ্ছে সাদা, নীল, কালো ও লাল।
● সালমান ফিটনেস নিয়ে খুব সচেতন, তাই তিনি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং শরীর ঠিক রাখতে প্রতিদিন অনেকটা জল, আটটা ডিম, দুটো কলা ও সাথে এক গ্লাস দুধ খান।
জিনতত্ত্ববিদ মাকসুদুল আলমের জীবনী, Biography of Bangladeshi scientist Maqsudul Alam in Bengali
উপসংহার, conclusion
সালমান মোহাম্মদ মুক্তাদির বর্তমানের নতুন ইউটিউবারদের জন্য এক অনুপ্রেরণা। পড়াশোনায় আনাড়ি হলেও অভিনয়ে ঠিক নিজেকে পাক্কা অভিনেতা হিসেবে উপস্থাপন করেন তিনি। তাই হয়তো খুব সহজে জনপ্রিয়তা লাভ করেছেন এবং টিভির পর্দায় কাজের সুযোগ করে নিয়েছেন তিনি। তাঁর থেকে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ ইউটিউব চ্যানেল শুরু করেছে নিজেদের ক্যারিয়ার গড়বে বলে।
- ওপেনহেইমার এর জীবনী ও বিখ্যাত উক্তি সমূহ, Best Biography and quotes of Robert J Oppenheimer in Bengali
- ওয়াল্ট ডিজনির জীবনী, The Best Biography of Walt Disney in Bengali
- আবদুর রহমান, এক কিংবদন্তি অভিনেতা, The best biography of Abdur Rahman in Bengali
- মৃণাল সেনের জীবনী, Best Biography of Mrinal Sen in Bengali
- টমাস আলভা এডিসন এর জীবনী, Best Biography of Thomas Alva Edison in Bengali
Frequently Asked Questions
সালমান মোহাম্মদ মুক্তাদিরের হলেন একজন বাংলাদেশী ইউটিউবার, পাবলিক স্পিকার,অভিনেতা এবং সোশ্যাল মিডিয়ার খ্যাতনামা ব্যক্তিত্ব।
১৯৯৩ সালের ৯ আগস্ট।
২০১২ সালে।
SalmoN The BrownFish এবং Salmon ThePutimaas।
বিহাইন্ড দ্য সিন।